
নাজমুল হাসানঃনরসিংদী শেখের চর বাজারে বেক্সিফেব্রিক্স নামক সুনামধন্য ব্রান্ডের নকল কাপড় বিক্রির দায়ে গতকাল একটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে নকল সব পন্য জব্দ করে থানায় নিয়ে গেছে নরসিংদী মডেল থানার পুলিশ।
পুলিশ-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শেখের চর বাজারে অবস্থিত সাধন বস্ত্রালয় নামের প্রতিষ্ঠানটির মালিক কালী দাস সাহা দীর্ঘদিন ধরে নিম্নমানের কাপড়ের ওপর বেক্সিকো লোগো লাগিয়ে বিক্রি করে আসছিলেন। স্বনামধন্য বেক্সি ফেব্রিক্সের কাছাকাছি বেক্সিকো লোগো বসিয়ে কাপড় বাজারজাত করছিল প্রতিষ্ঠানটি।এ ধরনের কাজ মানুষের সাথে প্রতারণার শামিল। দীর্ঘদিন ধরে এই ধরনের নকল পণ্যের ব্যবসা চালিয়ে প্রতিষ্ঠানটি লক্ষ লক্ষ টাকা সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছিল।এমন খবর পেয়ে ঐ স্থানে অভিযান পরিচালনা করে নরসিংদী মডেল থানার এসআই আফজাল । সাধন বস্ত্রালয়ের বিক্রয় কেন্দ্রে থরে থরে সাজানো বেক্সিকো নামে নকল কাপড় পাওয়া যায়। যা হুবহু দেখছি ফেব্রিফেব্রিক্স এর সাথে সামঞ্জস্যপূর্ণ।
দোকানের মালিক কালিদাস রায় কে এই বিষয়ে প্রশ্ন করা হলে বিষয়টি তিনি অপরাধ বলে স্বীকার করেন। পরবর্তীতে এই ধরনের কাজ করবেন না বলে মুচলেকা দিয়ে নকল বেক্সিকো নামের কাপড় গুলো জব্দ করে থানায় নিয়ে আসা হয়। এবং ভবিষ্যতে এই ধরনের নকল পন্য বাজারজাত করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুশিয়ারি দেওয়া হয়।।