Logo
আজঃ মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

নওগাঁয় প্রকাশ্যে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

প্রকাশিত:সোমবার ২০ নভেম্বর ২০23 | হালনাগাদ:মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ | ১০৬জন দেখেছেন

Image

নওগাঁ সংবাদদাতা:নওগাঁ শহরের ইয়াদালীর মোড় নামক স্থানে মুখোশধারী সন্ত্রাসীরা কামাল হোসেন (৫২) নামে এক বিএনপি নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে। শনিবার অনুমান রাত ১০টার দিকে হত্যাকান্ডের এ ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন শহরের রজাকপুর এলাকার বাসিন্দা। তিনি নওগাঁ পৌর এলাকার ৯নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক ছিলেন। এছাড়া তিনি নওগাঁ নজরুল একাডেমির সাংগঠনিক সম্পাদক ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নওগাঁ জেলা কমিটির সদস্য ছিলেন বিলে জানা গেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন রাত ১০টার দিকে সড়কের পাশে কামাল মোটর সাইকেলে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। এসময় হঠাৎ করেই মুখোশধারী ও মাথায় হেলমেট পড়া ৫ থেকে ৭জন যুবক চাপাতি ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে কুপিয়ে জখম করে ফেলে রেখে পালিয়ে যায়। দুর্বৃত্তরা কামালের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ঘটনার পর রক্তাক্ত অবস্থায় কামাল হোসেনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। হত্যাকান্ডের কারণ এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। 

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফায়সাল বিন আহসান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ ও জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করছে। লাশের  ময়না তদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হবে জানান ওসি।


আরও খবর



আওয়ামী লীগের অধীনে আর নির্বাচন হবে না বললেন নুর ktvbangla #ktv

প্রকাশিত:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ১০৭জন দেখেছেন


আরও খবর



ডেমরা থানায় আওয়ামী লীগ নেতাকে জামাত-শিবির দেখিয়ে হয়রানি মূলক মামলা

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ১৬৫জন দেখেছেন

Image

সোহরাওয়ার্দীঃডেমরায় প্রতিপক্ষকে ঘায়েল করতে আওয়ামী লীগ নেতাকে জামাত-শিবির দেখিয়ে হয়রানি মূলক মামলায় ফাঁসানোর অভিযোগ পাওয়া গেছে।এই বিষয়ে প্রতিকার চেয়ে হয়রানি মূলক মামলা থেকে রেহাই পেতে ভুক্তভোগী মোঃ মাসুদ মিয়া স্বরাষ্ট্র সচিব,প্রধান মন্ত্রীর একান্ত সচিব,ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব,ডিএমপি কমিশনার, জাতীয় শ্রমিক লীগের সভাপতি/সাধারণ সম্পাদক,ডেমরা থানার অফিসার ইনচার্জ বরাবর দরখাস্ত করেছেন ।

ভুক্তভোগী মোঃ মাসুদ মিয়া পোস্টাল অপারেটর হিসেবে ঢাকা জিপিওতে কর্মরত আছেন। স্থায়ী ঠিকানা যাত্রাবাড়ি থানা এলাকার মাতুয়াইল মাঝপাড়ায়, বর্তমানে বসবাস করেন ডেমরা থানাধীন বাদশা মিয়া রোড নিউ টাউন এলাকায়।

ভুক্তভোগী মোঃ মাসুদ মিয়া  জানান, আমি বাংলাদেশ ডাক বিভাগের কর্মচারী,ঢাকা জিপিওতে কর্মরত আছি, জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত রেজিঃ নং -বি ২১২৯ এর জিপিও অফিসের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি, এছাড়াও বৃহত্তর মাতুয়াইল ইউনিয়ন যুবলীগের ১নং সদস্য হিসেবে মূল কমিটিতে ছিলাম,ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ৬৩ নং ওয়ার্ড অন্তর্গত ইউনিট কমিটির সহ-সভাপতি পদে আছি, ডেমরা থানার বাদশা মিয়া রোডে আমার পৈতৃক সম্পত্তির উপর ভবন নির্মাণ কাজ চলছে, সেখানে শাখাওয়াত হোসেন মাসুদ, আবুল কাশেম, মোঃ আসাদুল্লাহ (আসাদ), মোহাম্মদ সাইফুল, আব্দুল সাত্তার সহ আরো কয়কজন এসে কিছুদিন পূর্বে আমার কাছে ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করে, বিষয়টি নিয়ে আমি ডেমরা থানার তৎকালীন ওসির শরণাপন্ন হই এবং জিডি করার জন্য প্রস্তাব দেই, কিন্তু তিনি বিষয়টি নাকচ করে দেন, পরবর্তীতে আমি জানতে পারি সাখাওয়াত হোসেন মাসুদ বাদী হয়ে ডেমরা থানায় ২৯(৫)২৩ নং মামলায় আমাকে ১৪ নং এবং আমার ভাইকে ১৫ নং আসামি করা হয়েছে, যা শুনে আমি মর্মাহত হই, আমি একজন মুসলমান ধর্মপ্রাণ ব্যক্তি আল্লাহর হুকুম নবীর সুন্নত মেনে মাথায় টুপি ও দাড়ি রেখেছি, দুষ্কৃতিকারীরা সেই বিষয়টিকে ইস্যু করে আমার নামের পাশে জামাত শিবির নেতা বানিয়ে দিয়েছে।

তিনি আরো বলেন, আমার নামে এই মামলাটির রুজু হওয়ার পর উর্ধ্বতন কর্তৃপক্ষ বিগত ২০ সেপ্টেম্বর তারিখে আমাকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করেছে, আমার চাকরির সামান্য বেতনে বৃদ্ধ মা বাবা স্ত্রী এবং তিন ছেলে মেয়েকে নিয়ে জীবন যাপন করিতেছিলাম, ষড়যন্ত্র মামলায় জড়িত হয়ে বর্তমানে অসহায় অবস্থায় দিনযাপন করছি।

এই বিষয়ে কথা বললে ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম বলেন, বিষয়টি আমি অবগত নই, মামলা নাম্বার দিন খোঁজ নিয়ে বিষয়টি দেখব।


আরও খবর



বিএনপির দশম দফার ৪৮ ঘণ্টার অবরোধ শুরু

প্রকাশিত:বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৫৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে ভোর থেকে বিএনপি-সমমনাদের অবরোধ কর্মসূচি শুরু হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) ভোর ৬টা থেকে শুরু হওয়া এ দফার সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলবে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অবরোধ সফল করতে নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণতন্ত্র ফেরানোর আন্দোলন চলছে। ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হবে বুধবার ভোর ৬টা থেকে, চলবে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত। এই অবরোধ কর্মসূচিতে সর্বস্তরের বিএনপি ও সমমনা দলগুলোর নেতাকর্মীরা রাস্তায় থাকবেন।

অবরোধ কর্মসূচির আওতামুক্ত থাকবে- অ্যাম্বুলেন্স, গণমাধ্যমের যানবাহন এবং অক্সিজেন সিলিন্ডার বহনকারী গাড়ি।

প্রসঙ্গত, ২৮ অক্টোবরের পর থেকে এ নিয়ে দশম বারের মতো এই অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি-সমমনা রাজনৈতিক দলগুলো।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩




বাগেরহাটে ভ্যান চালক হত্যা মামলায় দুই ছিনতাইকারি গ্রেফতার

প্রকাশিত:বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৩৩জন দেখেছেন

Image

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে ভ্যান চালক প্রহলাদ কুমার দাস ওরফে ভোলা ( ৪৫) হত্যা মামলায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঢাকার মিরপুর ও বাগেরহাট থেকে এদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা গ্রামের মৃত মালেক মল্লিকের ছেলে মোঃ ইউসুফ মল্লিক (৩৬) ও একই উপজেলার চিংগুরিয়া এলাকার মোশারেফ মুন্সির ছেলে মোঃ সামসুল হক  মুন্সি (২৬)। এদের মধ্যে বুধবার রাতে ইউসুফ মল্লিককে ঢাকার মিরপুর থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ইউসুফের স্বীকারোক্তি অনুযায়ী বাগেরহাট থেকে মোঃ সামসুল হক মুন্সিকে গ্রেফতার করা হয়।

এর আগে মঙ্গলবার (০৫ ডিসেম্বর) দুপুরে খানজাহান (রহ) এর দীঘির পূর্ব পাড় দিয়ে এই মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। পরবর্তীতে নিহত প্রহলাদ কুমার দাস ওরফে ভোলা‘র ভাই সঞ্জিব দাস বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় অজ্ঞাতনামা আসামী দিয়ে হত্যা মামলা দায়ের করেন।

হত্যার শিকার প্রহলাদ কুমার দাস ওরফে ভোলা কচুয়া উপজেলার সাংদিয়া গ্রামের পরিতোষ কুমার দাসের ছেলে। বৃহস্পতিবার  (৩০ নবেম্বর)  দুপুরে  বাড়ি থেকে  ভ্যান  চালানোর উদ্দেশ্যে বের হয়ে নিখোজ হন তিনি। শুক্রবার (০১ ডিসেম্বর) রাতে কচুয়া থানায় সাধারণ ডায়েরী করেছেন স্ত্রী দিপিতা রানী দাস।

পিবিআই, বাগেরহাটের উপ-পরিদর্শক (এসআই) কমলেশ মন্ডল বলেন, ছায়া তদন্তের মাধ্যমে আমরা হত্যার কারণ উদঘাটন করি। পরবর্তীতে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে প্রধান আসামী ইউসুফ মল্লিকের অবস্থান সনাক্ত করে গ্রেফতার করি। ইউসুফ মল্লিকের স্বীকারোক্তি অনুযায়ী মোঃ সামসুল হক  মুন্সিকে গ্রেফতার করা হয়েছে। আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।


আরও খবর



স্বতন্ত্র প্রার্থীদের ভোটের অনুমতি কৌশলগত সিদ্ধান্ত: ওবায়দুল কাদের

প্রকাশিত:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৯৬জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :আগামী নির্বাচনে আওয়ামী লীগের যেকোনো নেতা বা যেকোনো ব্যক্তিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে অংশ নেওয়ার যে অনুমতি দেওয়া হয়েছে তা কৌশলগত সিদ্ধান্ত বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২৭ নভেম্বর) সকালে শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবস উপলক্ষ্যে ঢাকা মেডিকেল কলেজ চত্বরে ডা. মিলনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, দলীয় প্রতীক নৌকা পাওয়া প্রার্থীর পাশাপাশি দলের যেকোনো নেতা বা যেকোনো ব্যক্তিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে অংশ নেওয়ার যে অনুমতি দেওয়া হয়েছে তা আওয়ামী লীগের কৌশলগত সিদ্ধান্ত। সময়ের প্রয়োজনে কৌশল পরিবর্তন করে এগোচ্ছে আওয়ামী লীগ। নেত্রীর গাইডলাইন ফলো করে ডামি প্রার্থী হতে বাধা নেই।

দেশে নির্বাচনি আমেজ শুরু হয়েছে মন্তব্য করে তিনি বলেন, দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছেন। নির্বাচনে দেশের মানুষ ও নেতা-কর্মীদের আগ্রহ আছে।

বিএনপির নির্বাচন বানচাল করার চেষ্টা করছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়েছে। এখন তারা নির্বাচন বানচাল করার নানা পাঁয়তারা করছে। সেজন্য তারা নানা জায়গায় চোরাগোপ্তা হামলা করছে।

তিনি আরও বলেন, তাদের (বিএনপি) নির্বাচন বানচাল করার স্বপ্ন পূরণ হবে না। বিক্ষিপ্ত বোমাবাজি করে নির্বাচন বন্ধ করা যাবে না। নির্বাচন নিয়ে মানুষের মধ্যে যে উৎসাহ তাতে বোমাবাজি, অগ্নিসন্ত্রাস করে নির্বাচন ঠেকানো যাবে না।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩