Logo
আজঃ রবিবার ২৬ মার্চ ২০২৩
শিরোনাম

নিউজিল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স

প্রকাশিত:শনিবার ২১ জানুয়ারী ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৬ মার্চ ২০২৩ | ৭৫জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: নিউজিল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ক্রিস হিপকিন্স। এর মাধ্যমে প্রধানমন্ত্রীর পদ থেকে জেসিন্ডা আরডার্নের পদত্যাগের সিদ্ধান্তের পর তার উত্তরসূরি কে হবেন, এ নিয়ে যে জল্পনা শুরু হয়েছিল তা থমকে গেল। হিপকিন্স বর্তমানে দেশটির পুলিশ, শিক্ষা এবং জনসেবাবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের প্রতিবেদন অনুসারে, নিউজিল্যান্ডে ক্ষমতাসীন লেবার পার্টি আজ শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, হিপকিন্সই একমাত্র প্রার্থী যাকে দলের পরবর্তী নেতা হিসেবে মনোনীত করা হবে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে দলের সংসদীয় ককাসের বৈঠকের পর।

লেবার পার্টির হুইপ ডানকান ওয়েব এক বিবৃতিতে বলেছেন, ‘লেবার পার্টির সংসদীয় ককাসের বৈঠক অনুষ্ঠিত হবে রোববার দুপুর ১টায়। সেখানেই হিপকিন্সের দলীয়প্রধান হওয়ার বিষয়টির প্রস্তাব উত্থাপন এবং পাস করা হবে।’

এদিকে প্রধানমন্ত্রী হলেও খুব বেশি সময় দায়িত্ব পালন করা সম্ভব হবে না হিপকিন্সের। কারণ, আগামী ১৪ অক্টোবর দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

হিপকিন্স প্রথমবার সরকারি দায়িত্ব পালন করেন শিক্ষাবিদ হিসেবে। নিউজিল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী হেলেন ক্লার্কের আমলে হিপকিন্স দেশটির দুজন শিক্ষামন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০০৮ সালে তিনি প্রথমবারের মতো দেশটির পার্লামেন্ট সদস্য হিসেবে নির্বাচিত হন।

২০১৩ সালের শুরুতে তিনি লেবার পার্টির শিক্ষাবিষয়ক মুখপাত্রের দায়িত্ব পান। ২০১৭ সালে তিনি দেশটির পুলিশ, শিক্ষা ও জনসেবাবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন। কোভিড মহামারির সময় ২০২০ সালের নভেম্বরে তিনি দেশটির কোভিডবিষয়ক মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।


আরও খবর



রাশিফল: মিলিয়ে নিন আপনার ভাগ্যে কী আছে আজ

প্রকাশিত:রবিবার ১৯ মার্চ ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ মার্চ ২০২৩ | ৬৫জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক ;সাধারণত রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এ ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।

এ রাশি নিয়ে নানা ভাবনা, নানা মত রয়েছে। কেউ এটাকে বিশ্বাস করেন, আবার কেউ এসব মানতে চান না। কেউ আবার না মানলেও লুুকিয়ে দেখে নেন কি আছে ভাগ্যে। যা হোক; সেই তর্ক-বিতর্ক দূরে থাক, বিশ্বাস-অবিশ্বাসের প্রশ্ন না করে- দিনের শুরুতে চলুন মিলিয়ে নেয়া যাক- কেমন যাবে আজকের দিনটি?

জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য।

আজ ১৯ মার্চ ২০২৩ খ্রিষ্টাব্দ, রোববার। আজকের দিন মিথুন রাশি। মিথুন রাশিরা শৃঙ্খলা বজায় রাখবে।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল):
চাকরিজীবীরা অফিসের কাজে বেশি করে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। বসের সঙ্গে আপনার মিটিং হতে পারে এবং আপনার ওপর দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়ীদের আজ ভালো আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ব্যয় বাড়তে পারে। আজ আপনার জ্বর হতে পারে কিংবা ঠান্ডা লাগতে পারে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে):
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি অত্যন্ত শুভ। আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আজ অফিসে কাজের চাপ থাকবে। কাজের প্রতি অবহেলা না করাই ভালো। অন্যথায় আপনার উন্নতির স্বপ্ন ভেঙে যেতে পারে। ব্যবসায়ীরা আজ আইনি সমস্যায় পড়তে পারেন। আজ প্রচুর অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনার বাড়ির পরিবেশ শান্ত থাকবে।

​মিথুন রাশি (২১ মে-২০ জুন):
চাকরিজীবীদের আজকের দিনটি তেমন ভালো কাটবে না। আজ আপনি অফিসের রাজনীতির শিকার হতে পারেন। সম্পত্তি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত জাতকদের আজ ভালো আর্থিক লাভ হতে পারে। আপনার কোনও আটকে থাকা চুক্তিও সম্পন্ন হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি স্বাভাবিকের চেয়ে ভালো কাটবে। ব্যক্তিগত জীবনে সুখ-শান্তি বজায় থাকবে। আজ আপনি আপনার পিতা মাতার ভালোবাসা এবং সাপোর্ট পাবেন। আবহাওয়া পরিবর্তনের সময় স্বাস্থ্যের অতিরিক্ত যত্ন নিন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই):
চাকরিজীবীরা অফিসে কোনও সুসংবাদ পেতে পারেন। ব্যবসায়ীরাও আজ বড় আর্থিক লেনদেনের সুযোগ পেতে পারেন। বাড়ির পরিবেশ খুব একটা ভালো থাকবে না। সম্পত্তি সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। এই পরিস্থিতিতে আপনাকে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে পরামর্শ দেওয়া হচ্ছে। আজ আপনার অর্থনৈতিক অবস্থা ও স্বাস্থ্য ভালো থাকবে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট):
আজকের দিনটি এই রাশির শিক্ষার্থীদের জন্য খুবই শুভ। আপনি যদি সম্প্রতি কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে থাকেন তাহলে আজ অসাধারণ সাফল্য পেতে পারেন। ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ কোনও কাজে বাধা আসতে পারে। তবে শীঘ্রই আপনার সমস্যার সমাধান হবে। চাকরিজীবীদের অফিসের সমস্ত কাজ দ্রুত শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে। সুস্বাস্থ্য বজায় রাখতে আপনাকে পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

​কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর):
পার্টনারশিপে যারা ব্যবসা করছেন তাদের আজ খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। সামান্য ভুল করলেই আজ আপনার বড় ক্ষতি হতে পারে। চাকরিজীবীদের অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের পরামর্শ মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যক্তিগত জীবনের পরিস্থিতি উত্থান-পতনে পূর্ণ থাকবে। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালোই কাটবে। কোনও বড় সমস্যা হবে না। তবে অতিরিক্ত কাজের চাপ এবং পারিবারিক দায়িত্ব বৃদ্ধির কারণে আজ আপনি খুব ক্লান্ত অনুভব করবেন। সুস্বাস্থ্য বজায় রাখতে নিজের জন্যও সময় বের করার চেষ্টা করুন।

​তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর):
দাম্পত্য জীবনে সুখ থাকবে। আপনি জীবনসঙ্গীর সঙ্গে অনেক দিন পর খুব ভালো সময় কাটানোর সুযোগ পাবেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি কাটবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। হঠাৎ করে আপনার উপর কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

​বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর):
মানসিক চাপ এবং কাজের চাপ বৃদ্ধির কারণে আজকের দিনটি এই রাশির জাতকদের খুব একটা ভালো কাটবে না। চাকরিজীবীরা আজ অফিসে একসঙ্গে অনেক কাজ করা এড়িয়ে চলুন। এতে আপনার অনেক ভুল হতে পারে। ব্যবসায়ীদের আজ ভালো লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কাপড় ব্যবসায়ীরা আজ ভালো লাভ করতে পারেন। বাড়ির পরিবেশ খুব একটা ভালো থাকবে না। অতিরিক্ত ব্যয় করা এড়িয়ে চলুন। যাদের কিডনির সমস্যা আছে তারা নিজেদের স্বাস্থ্যের অতিরিক্ত যত্ন নিন।

​ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর):
ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুবই শুভ। চাকরিজীবীদের আজ অফিসে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। বস আপনাকে আজ কোনও কঠিন কাজ দিতে পারেন। আজ আর্থিক ক্ষতি হতে পারে। অর্থ সংক্রান্ত সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেবেন না। আপনার ব্যক্তিগত জীবনে সুখ থাকবে। আপনি আপনার বাড়ির সদস্যদের সাপোর্ট পাবেন এবং পিতা-মাতার কাছ থেকে উপহারও পেতে পারেন। সুস্বাস্থ্য বজায় রাখতে জাঙ্ক ফুড খাওয়া এড়িয়ে চলুন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি):
আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে। তাই বলে নিজের যত্ন নিতে ভুলবেন না। চাকরিজীবীরা অফিসে বসের কাছ থেকে কিছু পরামর্শ পেতে পারেন। আপনি যদি বিদেশে গিয়ে চাকরি করতে চান তাহলে আজ ভালো সুযোগ পেতে পারেন। আজ ব্যবসায় পতন এবং আর্থিক সংকট দেখা দিতে পারে। বাড়ির পরিবেশ শান্ত থাকবে। আজ আপনি আপনার ছোটো ভাই বা বোনের কাছ থেকে সুখবর পেতে পারেন।

​কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি):
সরকারি চাকরিজীবীদের পদোন্নতি হতে পারে এবং আয় বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে। বেসরকারি চাকরিজীবীরা আজ কঠোর পরিশ্রমের ভালো ফল পেতে পারেন। পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও ভালো অর্থ লাভ হতে পারে। আজ ব্যবসা বৃদ্ধিরও ভালো সুযোগ আসতে পারে। ব্যক্তিগত জীবনে সুখ শান্তি বজায় থাকবে। আজ আপনি আপনার গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্তে প্রিয়জনের পূর্ণ সাপোর্ট পাবেন।

​মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ):
ব্যবসায়ীদের ট্যাক্সের বিষয়ে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। পার্টনারশিপে যারা ব্যবসা করছেন তাদেরকে পার্টনারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি খুবই শুভ। ব্যক্তিগত জীবনে সুখ থাকবে। আজ আপনি আপনার ভাই বোনদের সঙ্গে খুব ভালো সময় কাটাবেন। আপনার জীবনসঙ্গীর মেজাজ খুব একটা ভালো থাকবে না। আজ তাড়াহুড়ো করে কোনও কাজ করবেন না। অন্যথায় আপনার ক্ষতি হতে পারে।


আরও খবর

বিশ্ব যক্ষ্মা দিবস আজ

শুক্রবার ২৪ মার্চ ২০২৩

খেজুর খাবেন ইফতারে যে কারণে

বৃহস্পতিবার ২৩ মার্চ 20২৩




প্রাথমিকে বৃত্তি পেল ৮২ হাজার ৩৮৩ শিক্ষার্থী

প্রকাশিত:মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৪ মার্চ ২০২৩ | ৭৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতি‌বেদক: ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, এবার বৃত্তি পেয়েছে ৮২ হাজার ৩৮৩ শিক্ষার্থী। আজ মঙ্গলবার দুপ‌রে নিজ মন্ত্রণাল‌য়ে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বৃত্তি পরীক্ষার এই ফল প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন-মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত, মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।

প্রতিমন্ত্রী জানান, এবার ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) ৩৩ হাজার শিক্ষার্থী বৃত্তি পেয়েছে, যা পূর্বে ছিল ২২ হাজার। আর ৪৯ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি পেয়েছে, যা পূর্বে ছিল ৩৩ হাজার। সবমিলিয়ে মোট ৮২ হাজার ৩৮৩ জনকে বৃত্তি প্রদান করা হয়েছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ৮ম শ্রেণি পর্যন্ত এই বৃত্তি পাবে।

আরও পড়ুন-প্রাথমিকের বৃত্তির ফল জানবেন যেভাবে

উল্লেখ্য, ২০২০ ও ২০২১ সালে কোভিড-১৯ পরস্থিতির কারণে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা না হওয়ায় প্রাথমিক বৃত্তি প্রদান করা সম্ভব হয়নি। পরে ২০২২ সালের ২৮ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্ত:মন্ত্রণালয় সভায় ২০২২ সাল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। ওই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে ওই বছরের ৩০ ডিসেম্বর প্রাথমিক বৃত্তি পরীক্ষা সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়।

৫ম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুসারে ২০ শতাংশ শিক্ষার্থী নিয়ে ২০২২ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

২০২২ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পরিচালনা সংক্রান্ত সংশোধিত নীতিমালা (২০১৬) অনুসরণে অনুষ্ঠিত হয় এবং বৃত্তি বণ্টন প্রক্রিয়াতেও উক্ত নীতমালা অনুসরণ করা হয়েছে। ২০২২ সালে বাংলা, প্রাথমিক গণিত, ইংরেজি ও প্রাথমিক বিজ্ঞান এ চারটি বিষয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবার পরীক্ষায় ৫ লাখ ৩৯২ জন শিক্ষার্থী অংশগ্রহণের জন্য নিবন্ধন করে। পরীক্ষায় অংশ নেয় ৪ লাখ ৮২ হাজার ৯০৪ জন শিক্ষার্থী। মোট নম্বর ছিল-১০০ এবং সময় ছিল-২ ঘণ্টা।


আরও খবর



ঠাকুরগাঁওয়ে কলেজের নবীনবরণ অনুষ্ঠানে অশ্লীল নৃত্য ফেসবুকে ভাইরাল

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ মার্চ 20২৩ | হালনাগাদ:শনিবার ২৫ মার্চ ২০২৩ | ৫৭জন দেখেছেন

Image

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চন্দ্ররিয়া ডিগ্রি কলেজের নবীন বরণ অনুষ্ঠানে অশ্লীল নৃত্য পরিবেশন করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে কলেজ মাঠে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের এ অশ্লিল নৃত্য পরিবেশন করা হয়। অশ্লীল নৃত্যে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এরই মধ্যে ভাইরাল হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার ঝড় বইছে। তবে আয়োজকরা বলছেন, তেমন কিছু হয়নি। এ নিয়ে পত্রিকায় সংবাদ না করার জন্য অনুরোধ জানান তারা।

স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার দুপুরে উপজেলার ১০ নং জাবরহাট ইউনিয়নের চন্দ্ররিয়া ডিগ্রি কলেজ মাঠে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের এক পর্যায়ে অশ্লীল নৃত্য পরিবেশন করা হয়। ওই অশ্লীল নৃত্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসকুলে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিও’তে দেখা যায়, অনুষ্ঠান মঞ্চে জিন্স প্যান্ট ও শার্ট পড়া এক তরুণী হিন্দি গানের তালে তালে আপত্তিকর ও অশ্লীল নৃত্য পরিবেশন করছে। মঞ্চে যুবকদের টেনে এনে ঢুলাঢুলি করছেন। উড়তি বয়সের যুবকেরা মঞ্চের সামনে দল বেধে নাচানাচি করছে। এ ভিডিও’টি এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে মতামত জানতে বুধবার সন্ধায় চন্দরিয়া কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, অনুষ্ঠানটি কলেজ কর্তৃপক্ষ আয়োজন করেননি। ছাত্রলীগ আয়োজন করে ছিল। তারা তাকে তোয়াক্কা না করেই অনুষ্ঠান করেছেন। সেখানে কি হয়েছে, সেটা তিনি ছাত্রলীগের নেতাদের কাছে জানতে বলেন।

এ বিষয়ে ছাত্রলীগের চন্দ্ররিয়া ডিগ্রি কলেজ শাখার সভাপতি সাকিবের কাছে মুঠোফোনে জানতে চাওয়া হলে, প্রথমে তিনি বিষয়টি অস্বীকার করেন। পরে ভুল স্বীকার করে পত্রিকায় সংবাদ প্রকাশ না করার সাংবাদিকদের অনুরোধ জানান তিনি।

পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভির রহমান মিঠু বলেন, অনুষ্ঠানের প্রথম পর্বে তিনি ছিলেন। পরে সেখানে কি হয়েছে, সেটা তিনি জানেন না। যদি এমনটি হয়ে থাকে তাহলে এটি দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি।


আরও খবর



শেখ হাসিনা কিশোরগঞ্জের মিঠামইন সফরে যাচ্ছেন আজ

প্রকাশিত:মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৪ মার্চ ২০২৩ | ৭৬জন দেখেছেন

Image

কিশোরগঞ্জ প্রতিনিধি: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় দুই যুগ পর আজ মঙ্গলবার কিশোরগঞ্জের মিঠামইন সফরে আসছেন। তিনি আজ দুপুরে মিঠামইন সদরের কামালপুরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পৈতৃক বাড়িতে মধ্যাহ্নভোজে যোগ দেবেন।

রাষ্ট্রপতির বড় ছেলে ও কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, ইতোমধ্যে রাষ্ট্রপতি মিঠামইনে চলে এসেছেন। প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ পৌঁছেই প্রথমে বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন করবেন।

পরে তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইন সদরের কামালপুরে রাষ্ট্রপতির পৈতৃক বাড়িতে মধ্যাহ্নভোজে যোগ দেবেন। মধ্যাহ্নভোজ শেষে প্রধানমন্ত্রী যোগ দেবেন আওয়ামী লীগের জনসভায়।

এমপি তৌফিক জানান, প্রধানমন্ত্রী অষ্টগ্রামের পনির অনেক পছন্দ করেন। এ কারণে অষ্টগ্রামের পনির গণভবনে মাঝে মধ্যেই পাঠানো হয়।

প্রধানমন্ত্রীর মিঠামইন সফরকে কেন্দ্র করে জেলার ১৩ উপজেলায় দফায় দফায় প্রস্তুতি সভা করা হয়েছে। সেখানে জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।

১৯৯৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম মিঠামইন সফরে আসেন। তখন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ছিলেন।


আরও খবর



মধুপুরে জুয়া খেলার অপরাধে ৮ জন গ্রেফতার

প্রকাশিত:শুক্রবার ২৪ মার্চ ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ মার্চ ২০২৩ | ১০৯জন দেখেছেন

Image

বাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল

মধুপুর থানাধীন দড়িহাতিল সাকিনস্থ জনৈক ইব্রাহিম মিয়ার পরিত্যাক্ত টিনসেড ঘরের ভিতর থেকে ৮ জুয়ারিকে গ্রেফতার করেছে মধুপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (২৩ মার্চ) রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানা পুলিশ মধুপুর উপজেলার দড়িহাতিল ইব্রাহিমের বাড়ি থেকে ১। ধামাবাসুরী গ্রামের মোতালেবের ছেলে মোঃ জিন্নাহ (৩৪), ২। দড়িহাতিল তালুকপাড়া গ্রামের করিমের ছেলে মোঃ রুবেল রানা (২৫), মোঃ রোকন (২২)।


পিতা-মৃত নুরুল ইসলাম, সাং-ধামাবাসুরী, ৪। মোঃ মনির হোসেন (২৪), পিতা-মৃত মুসলিম সিকদার, ৫। মোঃ শাহজালাল (২৮), পিতা-আঃ কাদের, ৬। সেলিম (৩২), পিতা-আজাহার সিকদার, সর্ব সাং-দড়িহাতিল, ৭। জুলহাস (২৪), পিতা-মিনহাজ উদ্দিন, সাং-ধলপুর, সর্ব থানা-মধুপুর, ৮। আবুল হোসেন (৪০), পিতা-মঈন উদ্দিন, সাং-ফকিরচালা, থানা-ঘাটাইল, টাকা ও তাস দিয়া প্রকাশ্যে জুয়া খেলার সময় তাদেরকে হাতেনাতে গ্রেফতার করিয়া বিচারের নিমিত্তে অদ্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

-খবর প্রতিদিন/ সি.বা


আরও খবর