Logo
আজঃ শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে আজ

প্রকাশিত:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ১৩৭জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বুধবার (১৫ নভেম্বর)। রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণা উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন কমিশন সূত্র এ তথ্য জানিয়েছে।

ইসি কর্মকর্তারা জানায়, তফসিল ঘোষণা উপলক্ষে সকাল ১০টায় সংবাদ সম্মেলন করবেন ইসি সচিব মো. জাহাংগীর আলম। এরপর বিকেল ৫টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন বৈঠকে বসবে। বৈঠক শেষে সন্ধ্যা ৭টার দিকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি। ওই ভাষণেই তফসিল সংক্রান্ত ঘোষণা দেওয়া হবে। সিইসির ঘোষিত তফসিল অনুযায়ী সংসদ নির্বাচন আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে হতে পারে।

জানা গেছে, তফসিল ঘোষণাকে কেন্দ্র করে মঙ্গলবার (১৪ নভেম্বর) আগারগাঁওয়ে কমিশন ভবন ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এর আগে ইসি সচিব জানান, দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলের সার্বিক বিষয়ে নভেম্বরের প্রথমার্ধের শেষ দিন অর্থাৎ বুধবার সকালে গণমাধ্যমে জানানো হবে। কবে, কখন, কীভাবে তফসিল ঘোষণা হবে তা বুধবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়ে দেব। নভেম্বরের প্রথমার্ধে আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল দেওয়ার কথা আগে থেকেই জানিয়ে আসছিল নির্বাচন কমিশন।


আরও খবর



মধুপুরে অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ২৪৬জন দেখেছেন

Image

বাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল:- টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন মহিষমারা ইউনিয়নের নেদুরবাজার নামক স্থানে  অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জুয়েল (৩৫) নামের এক  মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার(২৮ নভেম্বর) সকাল ১১ টার দিকে নেদুরবাজারের সামনে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।নিহত জুয়েল মিয়া উপজেলার বেরিবাইদ ইউনিয়নের আজহার আলীর ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, নিহত জুয়েল সকাল ১০ টার দিকে বাড়ি থেকে বের হয়ে ঘাটাইল উপজেলার সাগরদিঘি বাজারে কলা কিনার জন্য বেরিয়ে যায়।


পথিমধ্যে নেদুর বাজার এলাকায় পৌছালে তার মটর সাইকেলের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। অটোরিকশার রড তার বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়। স্থানীয় লোকজন অনেক চেষ্টা করেও সে রড বের করতে না পেরে তাকে  মুমূর্ষু অবস্থায় মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে পথিমধ্যে তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও ৫ জন গুরুতর ভাবে আহত হয়েছে বলে জানা যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, গারো বাজার দিক থেকে ছেড়ে আসা অটোরিকশাটি নেদুরবাজারের কাছে পৌঁছালে চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। তার এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও উদ্বোধন করতে কেন্দ্রীয় কার্যালয় পৌঁছালেন শেখ হাসিনা

প্রকাশিত:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ | ৯২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও উদ্বোধন করতে আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ এসে পৌঁছেছেন দলের সভানেত্রী শেখ হাসিনা।

শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় তিনি ২৩ বঙ্গবন্ধু এভিনিউ এসে পৌঁছান।

এ সময় কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন শেখ হাসিনা। এরপর নিজের মনোনয়ন ফরম সংগ্রহ করবেন।


আরও খবর



তাহিরপুরে আটকের দেড়ঘন্টা পর যুবককে ছেড়ে দিয়েছে বিএসএফ

প্রকাশিত:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১০৭জন দেখেছেন

Image

মোজাম্মেল আলম ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা সীমান্তে এক যুবককে আটক করে দেড়ঘন্টা পর ছেড়ে দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। আটককৃত যুবককে নাম- রুবেল মিয়া (২০)। সে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনীলাইন গ্রামের আব্দুল মোতালিবের ছেলে। এঘটনাটি ঘটেছে আজ শনিবার (১১ নভেম্বর) সকাল ১০টায়।

এলাকাবাসী সূত্রে জানা যায়- প্রতিদিনের মতো ভোর থেকে উপজেলার বালিয়াঘাট ও টেকেরঘাট সীমান্ত দিয়ে সোর্স পরিচয়ধারী একাধিক মামলার আসামী ইয়াবা কালাম মিয়া, হোসেন আলী, রতন মহলদার, কামরুল মিয়া, মোক্তার মিয়া, মানিক মিয়া, বাবুল মিয়া, জিয়াউর রহমান জিয়া, মনির মিয়া, রুস্তম মিয়া, নুরজামালগং, বীরেন্দ্রনগর ও চারাগাঁও সীমান্তে রফ মিয়া, আইনাল মিয়া, সাইফুল মিয়া, আনোয়ার হোসেন বাবলু, শরাফত আলী, শামসুল মিয়া, খোকন মিয়া, লেংড়া জামাল, হযরত আলী, নেকবর আলীগং, লাউড়গড় ও চাঁনপুর সীমান্তে সোর্স পরিচয়ধারী বায়েজিদ মিয়া, জসিম মিয়া, আবু বক্কর, আলমগীর, রফিকুল, শহিদ মিয়া, জামাল মিয়াগং অবৈধ ভাবে ভারত থেকে কয়লা, পাথর, চিনি, সুপারী, কাঠ, বিড়ি, গরু, ছাগল ও মাদকদ্রব্যসহ কসমেটিকস পাচাঁর শুরু করে।

এমতাবস্থায় সকাল ১০টায় টেকেরঘাট সীমান্তের আর্ন্তজাতিক সীমানা পিলার ১২০০ সংলগ্ন রজনীলাইন এলাকা দিয়ে চোরাকারবারীরা ভারত থেকে মাদকদ্রব্য ও কয়লার বস্তা নিয়ে আসার সময় রুবেল মিয়াকে আটক করে বিএসএফ। ওই সময় অন্যরা দৌড়ি যে যার মতো পালিয়ে যায়।এব্যাপারে কয়লা ও চুনাপাথর আমদানী কারক আবুল বাশার খান বলেন- সোর্স নিয়োগ করে চোরাকারবারীদের গডফাদার বাদাঘাট তার অন্দর মহলে বসে মাদক ও কয়লা বাণিজ্য করে কোটিকোটি টাকা মালিক হয়েগেছে। সরকারের রাজস্ব ফাঁকি দিতে পারলেও তাকে কেউ ফাঁকি দিতে পারেনা। সীমান্ত চোরাচালান বন্ধ করার জন্য ওই গডফাদার ও তার সোর্স বাহিনীকে গ্রেফতার করা জরুরী প্রয়োজন। উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক ও বর্তমান মেম্মার কফিল উদ্দিন বলেন- গত ২বছর যাবত সীমান্ত দিয়ে কয়লা ও গরুসহ মাদকদ্রব্য ওপেন পাচাঁর করা হচ্ছে। এসবের প্রতিবাদ করার কারণে চোরাকারবারীরা আমাকে প্রাণনাসের হুমকি দিয়েছে। আমি থানা সাধারণ ডায়রি করেছি এব্যাপারে প্রশাসনের সহযোগীতা প্রয়োজন। সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের টেকেরঘাট কোম্পানী দায়িত্বে থাকার বিজিবির কমান্ডার আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন- বিএসএফের হাতে আটক ব্যক্তি ১৪ বছরের শিশু ছিল, তাই বিজিবির পক্ষ থেকে আলোচনা করার পর বেলা সাড়ে ১১টায় ওই ব্যক্তিকে বিএসএফ ছেড়ে দিয়েছে। আমাদের কাছে হস্তান্তর করেনি।


আরও খবর



স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়বেন মনিরুজ্জামান সরকার

প্রকাশিত:বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৮৯জন দেখেছেন

Image

আব্দুল হান্নান নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া:ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদীয় ২৪৩ নাসিরনগর আসন থেকে এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহনের সিদ্ধান্ত নিয়েছেন নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক  সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান  এ টি এম মনিরুজ্জামান সরকার।তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি  রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্রও  সংগ্রহ করেন।

২৯ নভেম্বর ২০২৩ রোজ বুধবার দুপুরে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার  মো.ফখরুল  ইসলামের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার পক্ষে মোঃ শফিকুল ইসলাম।জানা গেছে এর আগে ২০০৪  সাল থেকে টানা দুই মেয়াদ নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এটি এম মনিরুজ্জামান সরকার।এরপর ২০১১ সালে তৎকালীন উপজেলা বিএনপির সভাপতি ইকবাল চৌধুরীকে পরাজিত করে বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

এরপর  ২০১৪ সালে উপজেলা নির্বাচনে অংশ গ্রহন করে তার প্রতিদ্বন্দ্বী তৎকালীন উপজেলা বিএনপির সা.সম্পাদক ও বর্তমান সভাপতি এম এ হান্নান কে হারিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।জাতীয় দ্বাদশ সংসদ  নির্বাচন ঘনিয়ে এলে ব্রাহ্মণবাড়িয়া-১,নাসিরনগর  আসনে নৌকা প্রতীক পেতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন এটিএম মনিরুজ্জামান সরকার । তবে নৌকার মনোনয়ন পাননি তিনি।তাই এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্বান্ত নেন মনিরুজ্জামান।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



রাজধানীসহ সারাদেশ টহল দিচ্ছে র‍্যাবের ৪৩৫টি দল

প্রকাশিত:রবিবার ০৩ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৪৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:সারাদেশে ৪৩৫টি টহল দল মোতায়েন করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা অবরোধ কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ টহল দল মোতায়েন করা হয়েছে। এরমধ্যে শুধু ঢাকাতেই মোতায়েন রয়েছে ১৪১টি টহল দল।

র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানে র‍্যাবের গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছে।

তিনি জানান, যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তা প্রদানে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে র‍্যাব টহলের মাধ্যমে এস্কর্ট প্রদান করে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে র‍্যাব।

এদিকে নবম দফায় সারাদেশে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের রাজধানী থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার পরিবহন। রোববার সকাল থেকেই রাজধানীর রাস্তায় গাড়ির চাপ দেখা গেছে। অবরোধ শুরু হয় সকাল ৬টা থেকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীতে বাড়তে থাকে গণপরিবহন। বেড়েছে বক্তিগত যানবাহন ও সিএনজির সংখ্যা৷ কিছু এলাকায় যানজটও দেখা গেছে৷


আরও খবর