Logo
আজঃ মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

‌নির্বাচনে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত: বিজিবি মহাপরিচালক

প্রকাশিত:সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ | ১৩৯জন দেখেছেন

Image

‌নিজস্ব প্রতিবেদক:আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারাদেশে অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদা প্রস্তুত রয়েছে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।

রোববার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর পিলখানায় বিজিবির ফোর্স সাপোর্ট উইংয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাজমুল হাসান বলেন, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান এবং প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং দেশগঠন ও জনকল্যাণমূলক বিভিন্ন কাজে বিজিবির অনবদ্য ভূমিকা সর্বমহলে প্রশংসিত।

বিজিবি মহাপরিচালক বলেন, ২২৮ বছরের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যে লালিত সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ। ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রামে এ বাহিনীর রয়েছে অবিস্মরণীয় অবদান। প্রতিষ্ঠার পর থেকে বিজিবি দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত সুরক্ষার সুমহান দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে পালন করে আসছে।

মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে বিজিবির ওপর অর্পিত যেকোনো দায়িত্ব পালন এবং নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদা প্রস্তুত রয়েছে।

এর আগে বিজিবি মহাপরিচালক কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করেন। এসময় বিজিবি সদরদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং ফোর্স সাপোর্ট উইংয়ের সব পর্যায়ের কর্মকর্তা ও সৈনিক উপস্থিত ছিলেন।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩




মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কুষ্টিয়ার শহর ও সদর শাখার কমিটি গঠন

প্রকাশিত:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৯৮জন দেখেছেন

Image
কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ২৪ নভেম্বর ২০২৩ইং শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকায় কুষ্টিয়া সার্কিট হাউজের সামনে জেলা কার্যালয়ে শুরু হয় সম্মেলন এবং শেষ হয় রাত ১০ ঘটিকার সময় । মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কুষ্টিয়া জেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ মোঃ সুভীন আক্তারের সন্চালনায় এবং সার্বিক পরিচালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক বিশিস্ট ব্যবসায়ী এস এম তৌফিকুল কবির তুহিন ।সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন যুগ্ন-সাধারন সম্পাদক শেখ মুক্তাদির রহমান অমি । পরে উপস্হিত সকলের সর্বসম্মতিক্রমে সম্মেলন অনুষ্ঠানের জেলার নেতৃবৃন্দের সিদ্ধান্তে ভোটাভুটির মাধ্যমে নির্বাচিতি হন, মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কুষ্টিয়া শহর শাখার নির্বাচিত সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম তুহিন (ব্যাংকার) ও নির্বাচিত সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম রিপন (বিশিস্ট ব্যবসায়ী) সহ-সভাপতি তৌফিক হোসেন তোতা,মহিউদ্দিন বাশার,ফারুক হোসেন, যুগ্ন-সাধারন সম্পাদক পাভেল বিশ্বাস ,আতিকুজ্জামান বাবু , সাংগঠনিক সম্পাদক ইয়াছুনুর রহিম উত্তর ,রাব্বি হোসেন শশি , অর্থ সম্পাদক নাজমুস সাকিব , দপ্তর সম্পাদক এ্যামি খাতুন , প্রচার ও প্রকাশনা সম্পাদক রুবাইয়া বিনতে আসাদ , ত্রান ও পূনর্বাসন সম্পাদক ফারুক হোসেন ,শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক রাব্বি শেখ উৎস ,শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মহিদুল রহমান , বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ওমর ফারুক নিবিড় , মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক আয়েশা সিদ্দিকা , সদস্য- আশিক আহম্মেদ , খায়রুজ্জামান , রেহেনা সিদ্দিকা ॥কুষ্টিয়া সদর উপজেলা শাঁখার নির্বাচিত সভাপতি মানিক বিশ্বাস (ব্যাংকার) ও নির্বাচিত সাধারন সম্পাদক মোঃ মাসুদুর রহমান সোহেল (বিশিস্ট ব্যাবসায়ী) , সহ-সভাপতি মতিয়ার রহমান জুয়েল,জেসমিন হোসেন মিনি, শাহিদা পারভীন রেখা,সুষমা ইয়াসমিন সূচী , যুগ্ন-সাধারন সম্পাদক মেহেদী হাসান সোহাগ , তামিম,একেএম কামরুজ্জামান সজীব, সাংগঠনিক সম্পাদক আশফাকুর রহমান রিমন, শরিফ হোসেন পিপলু,অর্থ সম্পাদক ছাক্তি আহমেদ নিলয়, দপ্তর সম্পাদক  সাগর আহমেদ ,প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের খন্দকার, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আতিক ইশরাক লাবিব,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোল্লা আশিকুর রহমান রিয়াল,শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক হুসাইন আব্দুল্লাহ সালেহ সীমান্ত ,শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক রাফিউল ইসলাম, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক নাসরীন আক্তার , সদস্য আজিবর শেখ  ॥ পরে নব্য নির্বাচিতরা ঘোষণা করেন আগামী  ৮ ডিসেম্বর ২০২৩ ইং  শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় জেলা কার্যালয়ে পরিচিতি সভা ও আলোচনা অনুষ্ঠান॥উল্লেখ্য কুষ্টিয়া শহর শাখা ও সদর উপজেলা শাখার আংশিক কমিটি অনুমোদন করেন জেলার নেতৃবৃন্দ এবং পরে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য বলা হয়েছে 

আরও খবর



রাশমিকার বিকৃত ভিডিও প্রকাশের অভিযোগে কিশোর গ্রেপ্তার

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ | ১৬৮জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক:দিল্লি পুলিশ রাশমিকা মান্দানার বিকৃত ভিডিওর উৎস খুঁজতে মাঠে নেমেছে। চিরুনি তল্লাশি চালিয়ে শেষমেশ তাদের জালে বিহারের এক কিশোর। পুলিশের ধারণা, ১৯ বছর বয়সি ওই কিশোরই প্রথম অভিনেত্রীর ভিডিও নেটপাড়ায় ছড়িয়ে দিয়েছে।

দিন কয়েক ধরেই রাশমিকা মান্দানার বিকৃত ভিডিও নিয়ে তুলকালাম সোশাল মিডিয়া। দিল্লি মহিলা কমিশনের নোটিশ পাঠানোর পরই ভারতীয় দণ্ডবিধির ৪৬৫ ও ৪৬৯ ধারায় এবং তথ্যপ্রযুক্তি সংক্রান্ত আইনের ৬৬সি ও ৬৬ই ধারায় দায়ের করা হয় এফআইআর। সেই সূত্র ধরেই এগোতে থাকে দিল্লি পুলিশ। তারপরই বিহারের এক কিশোরের কথা উঠে আসে। 

জিজ্ঞাসাবাদে দিল্লি পুলিশের কাছে ওই কিশোর স্বীকার করে যে, আমি শুধু ইনস্টাগ্রাম থেকে ভিডিও ডাউনলোড করেছিলাম মাত্র। তবে বিহারের কিশোরের এমন উত্তরে সন্তুষ্ট নয় পুলিশ। তাই সংশ্লিষ্ট বিষয়ে জানতে তাকে কড়া জেরা করার পরিকল্পনা রয়েছে।

নেটদুনিয়ায় দাবানল গতিতে ছড়িয়ে পড়া ওই বিকৃত ভিডিও নিয়ে রাশমিকা নিজে তো বিরক্তি প্রকাশ করেইছেন। পাশাপাশি এমন কাজের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন খোদ অমিতাভ বচ্চনও। এ ছাড়া সামাজিক মাধ্যমে ক্ষোভ উগড়ে দিয়েছেন রাশমিকার চর্চিত প্রেমিক বিজয় দেবেরাকোন্ডা এবং বন্ধু ম্রুণাল ঠাকুরও।


আরও খবর



চট্টগ্রাম-১ মিরসরাই মনোনয়ন দাখিল করলেন নৌকার প্রার্থী রুহেল

প্রকাশিত:শুক্রবার ০১ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৬৬জন দেখেছেন

Image

এম আনোয়ার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী মাহবুব উর রহমান রুহেল মনোয়ন জমা দিয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে পিতা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, মিরসরাইয়ের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে সঙ্গে নিয়ে মনোনয়ন দাখিল করেছেন তিনি। মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মাহফুজা জেরিনের হাতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া মনোনয়নপত্র জমা দিয়েছেন সাম্যবাদী দলের প্রার্থী দিলীপ বড়–য়া, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী নুরুল করিম আফছার ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনিত প্রার্থী মো. আব্দুল মন্নান। এদিকে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন সতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন।

আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রদীপ চক্রবর্তী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূইয়া, প্রচার সম্পাদক কামরুল হোসেন, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম, মিরসরাই পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, সহ-সভাপতি আশরাফুল কামাল মিটু, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরীসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।

মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন বলেন, বৃহস্পতিবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুব উর  রহমান রুহেল মনোনয়ন জমা দিয়েছেন। এর আগে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, বাংলাদেশ সুপ্রীম পার্টির প্রার্থী নুরুল করিম আবছার মনোনয়ন জমা দিয়েছেন ইসলামি ফ্রন্ট প্রার্থী আব্দুল মান্নান মনোনয়ন জমা দেন। এদিকে চট্টগ্রাম চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন।


আরও খবর



সিংড়ায় খেজুরের রস সংগ্রহে ব্যস্ত গাছিরা

প্রকাশিত:সোমবার ২০ নভেম্বর ২০23 | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৯৪জন দেখেছেন

Image

এমরান আলী রানা , সিংড়া (নাটোর):ক্যালেন্ডারের পাতায় অগ্রহায়ন মাসের আগমন। এরই মধ্যে নাটোরের সিংড়ায় গ্রামাঞ্চলে শুরু হয়েছে শীতের আমেজ। রাতে ঠান্ডা-হিমেল বায়ু আর সকালের শিশির ভেজা ঘাস-পাতা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। সেইসঙ্গে শুরু হয়েছে গাছিদের খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি। পাশাপাশি চলছে খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরির কর্মযজ্ঞ। বাংলার গৌরব ও ঐতিহ্যের প্রতীক মধু বৃক্ষ খেজুর গাছ পরিচর্যা-পরিষ্কারসহ রস সংগ্রহের উপযোগী করতে প্রতিদিন ব্যস্ত সময় পার করছেন গাছিরা।

আর মাত্র কয়েকদিন পরেই পাওয়া যাবে মিষ্টি মধু সেই কাঙ্খিত খেজুরের রস। যার ঘ্রাণে মৌ মৌ হয়ে উঠবে পুরো এলাকার বাতাস। গ্রামীণ জীবনের প্রাত্যহিক উৎসব শুরু হবে খেজুরের মিষ্টি রসকে ঘিরে। পুরো শীত মৌসুম জুড়ে চলবে সু-স্বাদে ভরা বিভিন্ন ধরনের পিঠা উৎসব। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা অঞ্চলে সড়ক, জমির আইল, বাড়ির আঙিনায় ছড়িয়ে আছে প্রায় ৬০ হাজার খেজুরের গাছ। এসব গাছ থেকে গুড় সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭৬৫ মেট্রিক টন। খেজুর গাছের রস সংগ্রহের ওপর প্রায় ২ হাজার পরিবার নির্ভরশীল। শীত মৌসুমে ৭৫ দিনে প্রতিটি গাছ থেকে ১৭৪ কেজি রস পাওয়া যায়। আর প্রতিটি গাছের রসে গুড় উৎপাদন হয় ১৭ দশমিক ৪০ কেজি।

এদিকে সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয়রা জানান, কেবল শীতকাল এলেই অযতেœ ও অবহেলায় বেড়ে ওঠা এই খেজুর গাছের কদর বাড়ে। খেজুরের গাছ অন্য কোনো ফসলের ক্ষতি করে না। এই গাছের জন্য বাড়তি কোনো খরচ গুনতে হয় না। ঝোপ জঙ্গলে কোনো প্রকার যতœ ছাড়াই বেড়ে ওঠে খেজুর গাছ। শুধু শীত মৌসুম এলে নিয়মিত পরিষ্কার করে রস সংগ্রহ করতে হয়। একজন গাছি শীত মৌসুমে ৭০ থেকে ৭৫ দিনে একটি খেজুর গাছ থেকে প্রায় ৩০ থেকে ৩৫ কেজি গুড় পেয়ে থাকেন। এছাড়া খেজুরের পাতা দিয়ে মাদুর তৈরিসহ খেজুরের গাছ কেটে ঘরের তীর তৈরি করা হয়।

সিংড়া পৌরসভার শোলাকুড়া মহল্লার রফিকুল ইসলাম রফু জানান, প্রতি বছর তিনি অন্তত ৭০ থেকে ৮০টি গাছ থেকে রস সংগ্রহ করে বাড়িতেই গুড় তৈরি করে বাজারে বিক্রি করেন। কোনো কোনো সময় বাড়ি থেকেও গুড় বিক্রি হয়। চকসিংড়ার আজাহার শাহ্ধসঢ়; জানান, প্রতি বছর ৫০টির মত গাছ থেকে রস সংগ্রহ করেন তিনি। শীতের সময় খেজুরের গুড় তৈরি ও বিক্রি করে তার সংসার ভালোই চলে।

উপজেলার পাঙ্গাশিয়া গ্রামের সাগর আলী জানান, প্রায় ১৫০টি গাছ থেকে রস সংগ্রহ করে গুড় তৈরি করছি। এ আয়েই সারাবছর সংসার চলে। রাজশাহীর বাঘা ও চারঘাট উপজেলা থেকে আগত কয়েকজন গাছি জানান, এ এলাকার খেজুরের গুড় প্রসিদ্ধ। এখানকার গুড় স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ সারা দেশেই বাজারজাত করা হয়। কোনো কোনো সময় দেশের বাইরেও পাটালি গুড় পাঠানো হয়। তাদের দাবি, খেজুরের গুড়ের যেমন কদর আছে, সেই তুলনায় দাম আরও বেশি পাওয়া দরকার। কেননা উৎপাদন খরচ বেশি, পরিশ্রমও বেশি হয়। সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ বলেন, আমরা গাছিদের খেজুরের গাছ লাগানোর জন্য উৎসাহ্ধসঢ়; ও পরামর্শ দিয়ে থাকি। আর খেজুরের গুড়ের চাহিদা সবসময় বেশি থাকে। খেজুরের রস ও গুড়কে ঘিরে কর্মসংস্থানের সুযোগ হয়েছে। ইতোমধ্যে গাছিরা খেজুরের রস দিয়ে গুড় উৎপাদন করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন। আমরা নিরাপদ গুড় বাজারজাত করার জন্য নিয়মিত মনিটরিং করছি।


আরও খবর



পিটার হাসের চলে যাওয়া হতাশাজনক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ১২৪জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার মধ্যেই মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের চলে যাওয়ার ঘটনাকে ‘হতাশাজনক’ অ্যাখ্যা দিয়ে দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

সোমবার (২০ নভেম্বর) ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

ঢাকার কিছু গণমাধ্যমের বরাতে প্রতিবেদনে বলা হয়, ‘নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তুলে’ ক্ষমতাসীন দল আওয়ামী লীগের রাজনীতিবিদরা মার্কিন রাষ্ট্রদূতকে ‘হুমকি’ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে রাষ্ট্রদূতের মতো বিদেশি অতিথিদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার বিষয়ে দেশের সক্ষমতার প্রতি আস্থা ব্যক্ত করে এসব অভিযোগ ‘অস্বীকার’ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তিনি বলেন, ‘আমার একটা দায়িত্ব আছে। এখানে দায়িত্বপ্রাপ্ত সব রাষ্ট্রদূত আমাদের অতিথি এবং তাদের দেখাশোনা করা আমাদের দায়িত্ব। বিদেশে বাংলাদেশি কূটনীতিকদের যতটুক নিরাপত্তা দেওয়া হয়, তাদেরও সে পরিমাণে নিরাপত্তা দেওয়া হয়। আমরা নিশ্চিতভাবে জানি, তিনি কোথায় আছেন, এসব তার জল্পনা। বিষয়টি অত্যন্ত দুঃখজনক, আমাদের এগুলো নিয়ে আলোচনা করা উচিত নয়। কিন্তু আমি তার অবস্থান, ব্যক্তিগত এবং অফিসিয়াল কোনো তথ্য প্রকাশ করব না। কিন্তু আমরা সবই জানি।

প্রতিবেদনে আরও বলা হয়, নির্বাচনের তারিখ ঘোষণার পর বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস দেশ ছাড়ছেন বলে জানা গেছে। আগামী ৭ জানুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।বাংলাদেশের সূত্র এএনআই’কে জানিয়েছে, পিটার হাস বর্তমানে শ্রীলঙ্কায় রয়েছেন। এএনআই’কে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন ভিসা বিধিনিষেধ নিয়েও কথা বলেছেন শাহরিয়ার আলম। তিনি জোর দিয়ে বলেন, যারা বাংলাদেশের সাধারণ নির্বাচনের আগে আইন মানবে না, তারা যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘পরামর্শটি স্ব-ব্যাখ্যামূলক যা আমরা পছন্দ করি না। তবে আমরা যেকোনো দেশের সিদ্ধান্তকে সম্মান করি এবং আমি নিশ্চিতভাবে আশাবাদী ছিলাম যে নতুন ভিসা নীতি বিএনপি এবং জামায়াতকে ২০১৪ সালে করা নৃশংসতার পুনরাবৃত্তি থেকে বিরত রাখবে। কিন্তু দুর্ভাগ্যবশত, এটি ব্যর্থ হয়েছে। তাই নতুন ভিসানীতি এই প্রক্রিয়াটিকে মোটেও সাহায্য করেনি। তাই মার্কিন যুক্তরাষ্ট্রকে এটি পর্যালোচনা করতে হবে।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩