
মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্ নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন চরিলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যাক্ত ভবনে মঙ্গলবার সকালে এই অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে । স্থানীয় বাসীন্দারা বলেন, সকাল সাড়ে আটর দিকে দেখি স্কুলের পরিত্যাক্ত পুরাতন ভবনের ভিতরে আগুন দেখা যাচ্ছে। কয়েক মিনিট এর মধ্যে আগুন টি বড় আকাড়ে ধারণ করে। পরে মসজিদের মাইক দিয়ে ঘোষনা করা হয়,
ঘোষণার পর এলাকাবাসী এসে দেখে ,পুরাতন ভবনের বারেন্দায় হুলার আটি ছিল, সেগুলো সরিয়ে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আগুন নিভানোর চেষ্টা করে ,প্রায় এক ঘন্টা চেষ্টা করার পর আগুন নিভাতে সক্ষম হয়।এই প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তানিয়া আক্তার বলেন, আমরা স্কুলে আসার পূর্বে সকালে বিদ্যালয়ের পরিত্যাক্ত ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়েছে।
গ্রামবাসীর প্রচেষ্টায় আগুন নিভানো হয়,এ ঘটনায় প্রায় ১ লাখ টাকার আসবাব পত্র পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে।অত্র প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নরুল ইসলাম মাস্টার বলেন, সকাল সাড়ে ৮ টার দিকে স্কুলের পুরাতন ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।খবর পেয়ে আমরা আগুন নিভানোর জন্য আসি। গ্রামবাসীর প্রচেষ্টায় আগুন নিভানো হয়।
-খবর প্রতিদিন/ সি.ব