Logo
আজঃ বুধবার ২৯ নভেম্বর ২০২৩
শিরোনাম

নবীনগরে অধিগ্রহণকৃত ভূমি মালিকদের মাঝে চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশিত:মঙ্গলবার ১৭ জানুয়ারী ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ২৯০জন দেখেছেন

Image

মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্ ,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়ার) প্রতিনিধিঃ-

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর -শিবপুর - রাধিকা সড়কের অধিগ্রহণকৃত ভূমি মালিকদের মাঝে চেক হস্তান্তর করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের সাহারপার চররাস্তা মোড় প্রাঙ্গণে নবীনগর ৫ আসনের সাংসদ এবাদুল করিম বুলবুল প্রধান অতিথি থেকে চেক হস্তান্তর করেন।


নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিকের সভাপতিত্বে চেক হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: শাহগীর আলম, কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগের অতিরিক্ত প্রকৌশলী আবু হেনা মোহাম্মদ তারেক,  ব্রাহ্মণবাড়িয়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ, জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা এহসানুল হক শিপন সহ আরো অনেকে ।


চেক হস্তান্তর অনুষ্ঠানে ওই সড়কের ১৯ জন ভূমি মালিকদের মাঝে ছয় কোটি ২২লক্ষ ৩৬হাজার চারশ৫৮ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর -শিবপুর - রাধিকা ১৮ কিলোমিটার সড়কটি কাজ ২০১৭ সালের শুরু হয়েছে শেষ২০২৪ সালের জুন মাসে। এতে ব্যয় ধরা হয়েছে ৪০৬ কোটি টাকা।

-খবর প্রতিদিন/ সি.বা


আরও খবর



রূপগঞ্জে ইউএস-বাংলা হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

প্রকাশিত:সোমবার ৩০ অক্টোবর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | ১২০জন দেখেছেন

Image

আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:নারায়গঞ্জের রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকার ইউএস বাংলা কলেজ  হাসপাতালে চিকিৎসকের অবহেলায় নাজমা বেগম (৪৫) নামক এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল ৩০ অক্টোবর  সকালে হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায়  তার মুত্যু হয়। নাজমা বেগম উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকার শাহজাহান ভুইয়ার স্ত্রী। বর্তমানে নাজমা বেগম ৭ কন্যা ও স্বামী রেখে মৃত্যু বরণ করেন।

নাজমা বেগমের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।পরিবার স্বজনরা জানান,নাজমা বেগমকে গত বৃহস্পতিবার জ্বর ও  মাথা ব্যাথ্যা হলে কর্নগোপ এলাকার ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়।  সকল পরীক্ষা-নিরিক্ষা করে  তার শরীরে  ডেঙ্গু রোগ শনাক্ত হয়। প্রথম দিন নাজমা বেগমের শরীরের প্লাটিলেটের মাত্রা ছিলো ২ লাখেরও বেশি। চিকিৎসার ২য় দিনে নাজমা বেগমের শরীরের প্লাটিলেটের মাত্রা কমে ২ লাখে নিচে নেমে আসে।

৩য় দিনে শরীরের প্লাটিলেটের মাত্রা কমে ৮৫ হাজার নেমে আসে। সর্বশেষ ৪র্থ দিনে ১০ হাজারে নেমে আসে। নাজমা বেগমের স্বজনরা তার চিকিৎসার অবনতি দেখে তাকে  উন্নত চিকিৎসার জন্য অন্য হসপিটালে নিয়ে যেতে চাইলে হসপিটালের ডাক্তার তাকে নিয়ে যেতে দেয়নি। অবশেষে সঠিক চিকিৎসা না পেয়ে আজ ৩০ অক্টোবর সকালে নাজমা বেগমের মৃত্যু হয়। স্বজনরা আরো জানান, এ হাসপাতালে নার্সরা রোগী ও  রোগীর সাথে আসা লোকদের সাথে খারাপ আচরণ করে।

নার্সরা রোগীদের সেবা না দিয়ে সব সময়  মোবাইলে আসক্ত থাকে। এখানে ভালো কোনো ডাক্তার নেই। কলেজ হাসপাতালের শিক্ষার্থী দিয়ে তারা রোগী দেখান। এখানকার ডাক্তাররা রোগীদের সেবায় অবহেলা করে।এ ব্যাপারে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডাঃ ওমর ফারুক বলেন, নাজমা বেগম জ্বর ও মাথা ব্যাথা নিয়ে হাসপাতালে এসে ভর্তি হন। পরিক্ষা-নিরিক্ষা করে তার শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। আমরা তার চিকিৎসার কোনো ত্রুটি রাখিনি।

তার শরীরের  প্লাটিলেটের মাত্রা দিন দিন কমে আসার পর তাকে আইসিইউতে নিয়ে যাই। সেখানে চিকিৎসা অবস্থায় তার মৃত্যু হয়।এ ব্যাপারে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জিএম মোঃ মিজানুর রহমান বলেন, এবছর ডেঙ্গু সিজানে আমাদের হাসপাতালে প্রায় ১ হাজার ডেঙ্গু রোগী চিকিৎসা দিয়ে এসেছি। আজকে একজনের ডেঙ্গু রোগী মারা যায় এবং আগে একটি রোগী মারা গেছে। আমরা সর্বাত্ম চেষ্টা করি রোগীদের ভালো চিকিৎসা দেওয়ার। আজকে মৃত্যুর ঘটনায় ডাক্তারের কোনো অবহেলায় হয়নি। রোগীর শরীরের প্লাটিলেটের মাত্রা দিন দিন কমে যাওয়ায় তার মৃত্যু হয়েছে। আমরা এ ঘটনায় খুবই দুঃখীত।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



ডোনাল্ড লু’র চিঠির জবাব দিলো আওয়ামী লীগ

প্রকাশিত:শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | ৭৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:শর্তহীন সংলাপের আহ্বান জানিয়ে দেওয়া মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র চিঠির জবাব দিয়েছে আওয়ামী লীগ।

শুক্রবার (১৭ নভেম্বর) দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষ থেকে জবাব পৌঁছে দেন দলের কার্যনির্বাহী সদস্য ও সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত।

গণমাধ্যমকে আরাফাত জানান, ডোনাল্ড লু’র চিঠির প্রত্যুত্তরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পক্ষে আমি অ্যাকটিং ডেপুটি চিফ অব মিশন আর্টুরো হাইন্সের কাছে চিঠি হস্তান্তর করেছি।

তবে চিঠিতে কী ছিল, সে বিষয়ে কিছু জানানি মোহাম্মদ আলী আরাফাত।

এর আগে মার্কিন দূত পিটার হাস আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে চিঠিটি পৌঁছে দেন। চিঠি গ্রহণ করে সেদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, এ বিষয়ে দলের সভাপতির সঙ্গে কথা বলে জবাব দেবেন।


আরও খবর

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বুধবার ২৯ নভেম্বর ২০২৩




শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা, প্রত্যাখ্যান শ্রমিকদের

প্রকাশিত:মঙ্গলবার ০৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১৬৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, । মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি এ কথা জানান।

তিনি বলেন, আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হবে। সভায় অংশ নেওয়া শ্রমিক প্রতিনিধিও এ সিদ্ধান্ত গ্রহণযোগ্য ছিল বলে মনে করেছে।

সর্বশেষ ২০১৮ সালে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল। সেই অনুযায়ী, পোশাক শ্রমিকরা ৮ হাজার টাকা ন্যূনতম মজুরি পাচ্ছিলেন।

নতুন এই ন্যূনতম মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা। মজুরি বৃদ্ধির হার ৫৬ দশমিক ২৫ শতাংশ।

এদিকে সাড়ে ১২ হাজার টাকা মজুরির প্রস্তাব প্রত্যাখান করেছে আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকরা। তারা মজুরি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।

এই ঘোষণার প্রেক্ষিতে আগামী শুক্রবার প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিক্ষুদ্ধ শ্রমিকরা। আন্দোলন বিক্ষোভে কিছু হলে এর দায় মন্ত্রণালয় ও মালিকপক্ষের বলেও তাদের পক্ষ থেকে উল্লেখ করা হয়।


আরও খবর

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বুধবার ২৯ নভেম্বর ২০২৩




বাগেরহাটে রায়েন্দা-বড়মাছুয়া খেয়াঘাট ইজারাদারের লোকসানের শঙ্কা

প্রকাশিত:মঙ্গলবার ৩১ অক্টোবর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | ১০৯জন দেখেছেন

Image

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে খেয়াঘাট ও ফেরিঘাট একই স্থানে হওয়ায় লোকসানের শঙ্কায় রয়েছেন রায়েন্দা-বড়মাছুয়া খেয়াঘাটের ইজারাদার  আঃ সালাম হাওলাদার। এক বছরের ইজারা বাবাদ পরিশোধ করা ৬০ লক্ষ ৪৮ হাজার ১২০ টাকার অর্ধেকও আদায় হবে না বলে দাবি তার। লোকসানের পরিমান কমাতে ফেরিতে শুধুমাত্র জনসাধারণ পারাপার বন্ধ করার দাবিতে বিভাগীয় কমিশনার বরাবর লিখিত আবেদন করেছেন তিনি। খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় ও ইজারাদার সূত্রে জানাযায়, দরপত্রে অংশগ্রহনের খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এক বছরের জন্য বাংলা ১৪৩০ সালের (বৈশাখ থেকে চৈত্র মাস) ভ্যাট ও আয়করসহ ৬০ লক্ষ ৪৮ হাজার ১২০ টাকায় ইজারা নেয় ব্যবসায়ী আঃ সালাম হাওলাদার। কিন্তু গেল তিন মাস আগে রায়েন্দা-বড়মাছুয়া ফেরিঘাটটি মাত্র ১১ লক্ষ ২৫ হাজার টাকায় ৩ বছরের জন্য ইজারা দেয় পিরোজপুর সড়ক বিভাগ। তাতেই বাঁধে বিপত্তি। ফেরির ইজারাদার নিজের ইচ্ছেমত ফেরি চালাতে থাকেন। ফেরিতে যানবাহন পরিবহন না করে, শুধুমাত্র জনসাধারণ নিয়ে ফেরি চালাতে থাকেন। এছাড়া নির্ধারিত সময়ে ফেরি না ছেড়ে, ফেরিতে চেয়ার বসিয়ে জনসাধারণ পাড় করছেন ফেরির ইজারাদার। যার ফলে খেয়াঘাটের ইজারাদার লোকসানের মুখে পড়ছেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আঃ সালাম হাওলাদার বলেন, এক বছরের জন্য ৬০ লক্ষ ৪৮ হাজার ১২০ টাকায় ইজারা নিয়েছি। কিন্তু এই টাকা কোনভাবে ওঠা সম্ভব নয়। অন্যদিকে ৩ বছরের জন্য মাত্র ১১ লক্ষ ২৫ হাজার টাকায় ইজারা দেওয়া হয়েছে। ফেরিঘাট ইজারাদার আমার উপর ক্ষিপ্ত হয়ে ইচ্ছেমত ফেরি চালাচ্ছে। তিনি আরও বলেন, প্রতিদিন মাত্র ৭ থেকে ১০ হাজার টাকা টোল আদায় হয়। যে টাকায় খেয়াঘাট ইজারা নিয়েছি সেই টাকা উঠতে হলে, প্রতিদিন অন্তত ২৫ হাজার টাকা টোল আদায় হওয়া প্রয়োজন। এতে শুধুমাত্র আমাদের মূল টাকা আয় হবে। তা না হলে, আমাদের অনেক লোকসান হবে। এই অবস্থায় ইজারার টোল কমানোর দাবি করেন এই ব্যবসায়ী। এদিকে খেয়াঘাট ইজারাদারের আবেদনের প্রেক্ষিতে বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে ফেরিঘাট ও খেয়াঘাট এলাকায় বিশৃঙ্খলা বন্ধে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সড়ক জনপথ বিভাগ, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী বরাবর চিঠি দেওয়া হয়েছে। শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম বলেন, রায়েন্দা ও বড়মাছুয়া ঘাটে একই জায়গায় ফেরি এবং খেয়া দুটোই সচল রয়েছে। দুটো থেকেই সাধারণ মানুষ সুবিধা ভোগ করছে। যাতে কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়টি আমাদের নজরদারিতে থাকবে।  তবে ইজারাদারদের মধ্যে যদি কোন বিরোধ সৃষ্টি হয়, সে ক্ষেত্রে বরিশাল ও খুলনা  দুই বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন।


আরও খবর



বিএনপির অবরোধে জনগণের কোন সাড়া নেই বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী

প্রকাশিত:বৃহস্পতিবার ০২ নভেম্বর 2০২3 | হালনাগাদ:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | ১০১জন দেখেছেন

শাকিল আহম্মেদ,স্টাফ রিপোর্টার : বিএনপির অবরোধে জনগণের কোন সাড়া নেই জনগণ আওয়ামীলীগের পক্ষে আছেন বলে মন্তব্য করেছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এমপি।বৃহস্পতিবার (২ নভেম্বর ) বৃহস্প‌তিবার সকা‌লে উপজেলার পূর্বাচল তিনশ’ ফুট গাজী মার্কেট এলাকায়   সদর ইউনিয়ন আওয়ামিলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে জামাত বিএনপির হরতাল অধরোধের প্রতিবাদে শা‌ন্তি মি‌ছিল ও সমা‌বেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।এসময় তিনি আরো বলেন বিএনপি যেন হরতাল অবরোধের নামে দেশে কোন নৈরাজ্য বা আগুন সন্ত্রাস না করতে পারে সেজন্য আমরা দেশের জনগণকে সাথে নিয়ে মাঠে অবস্থান নিয়ে তাদের প্রতিহত করছি।এসময় শান্তি মিছিলের আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আনছার আলী, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ,সাংগঠ‌নিক সম্পাদক হা‌বিবুর রহমান হা‌রেজ,উপজেলা আওয়ামীলীগের কার্যকারী সদস্য দ্বীন মোহাম্মদ দিলু,রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কৃ‌ষি বিষয়ক সম্পাদক আরাফাত আলী, আওয়ামীলীগ নেতা জা‌কিবুর রহমান জু‌য়েল,রূপগঞ্জ ইউ‌নিয়ন যুবলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক মোহন মিয়া,সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শাহা মোহাম্মদ জিলানী ভান্ডারী,আওয়ামীলীগ নেতা মনির হোসেন, আব্দুল সালাম নবী হোসেন, দেলোয়ার, ১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মুরাদ হাছান প্রমুখ।


আরও খবর

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বুধবার ২৯ নভেম্বর ২০২৩