স্টাফ রিপোর্টার মাগুরা থেকে: কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান এর আহ্বানে সাড়া দিয়ে জেলায় জেলায় চলছে কৃষকের ধান কেটে ঘরে তুলে দেয়ার কার্যক্রম।
এরই ধারাবাহিকতায় মাগুরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হামিদুল ইসলামের নেতৃত্বে মাগুরা সদর উপজেলার বগিয়া ইউনিয়ন শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়ন ও কাদিরপাড়া ইউনিয়নের কুপুড়িয়া গ্রামের প্রান্তিক কৃষক জয়ন্ত মন্ডলের ৫৫ শতাংশ ধানা কেটে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার ৪ঠা মে সকাল ৯টায় কর্মসূচির ধানকাটা অনুষ্ঠিত হয়। এসময় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
ধান কাটায় অংশ গ্রহণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, জেলা ছাত্রলীগের নেতৃবুন্দ, কাদিরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদ প্রার্থী রুবেল বিশ্বাস, রিয়াদ হোসেন, শিমুল রায়, সৌরভ মন্ডল, প্রন্ত রায়,সাকিল।
সব্দালপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল হাসান এলিট, সহ-সভাপতি মেহেদী হাসান রাকিব, সোহান,সহ আরো অনেকে।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম বলেন, ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকায় বিপাকে পড়েছেন অসচ্ছল ও দরিদ্র কৃষকরা। তাঁরা শ্রমিক দিয়ে ধান কাটতে না পারায় দুশ্চিন্তায় ছিলেন। তাই কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে তারা ওই কৃষকদের পাশে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, ধন্যবাদ জানাই বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান ভাইয়ের প্রতি। এ ধরনের জনমুখী কার্যক্রমের আহ্বান করায় শঙ্কামুক্ত হয়েছে হাজার হাজার কৃষক পরিবার। যে কোনো দুর্যোগ-দুর্বিপাকে ছাত্রলীগ সবার আগে মানুষের পাশে দাঁড়ায়। অতীতেও দাঁড়িয়েছিল, ভবিষ্যতেও দাঁড়াবে এবং কার্যক্রম অব্যাহত খাকবে বলে তিনি জানান।