Logo
আজঃ মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

নবীনগর ভোলাচংয়ের দীঘি ভরাটের সময় ড্রেজার মেশিন জব্দ করলেন ইউএনও

প্রকাশিত:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ | ২১৪জন দেখেছেন

Image

মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্ নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার  নবীনগর পৌরসভার ভোলাচং হাইস্কুলের পাশের দীঘিটি ভরাট করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার বিকালে। ঘটনাস্থলে উপস্থিত হন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম এবং সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান সরেজমিনে সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক ড্রেজার মেশিন জব্দ করার নির্দেশ দেন তিনি।এদিকে ইউএনও'র আগমন ও বালি ভরাটের বন্ধের খবরে স্থানীয়রা বেশ খুশি।

এলাকাবাসী জানায়, গত ১ মাস যাবত ভোলাচং চৌধুরী পাড়ার কয়েকশো পরিবার জলাবদ্ধতায় আটকে আছেন।পৌর কর্তৃপক্ষের ভাষ্যমতে সামনের সপ্তাহে ড্রেনেজ ব্যবস্থা চালু হয়ে জলাবদ্ধতা দুর হয়ে যাবে। তবে দিঘীটি ভরাট হয়ে গেলে এখানকার বাসীন্দাদের বছরের পুরোটা সময় দুর্ভোগ পোহাতে হবে। এলাকাবাসী আরো জানান, কোন উপায়ে যেনো দীঘিটি ভরাট করা না হয় সংশ্লিষ্টদের নিকট জোর দাবি তাদের। অভিযানের সময় পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দিন সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



পিটার হাসের সঙ্গে সাক্ষাতের পর যা বললেন ওবায়দুল কাদের

প্রকাশিত:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ | ১২২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:তাফশিল ঘোষণা হবে আজকে।সংলাপের কোনো সুযোগ নেই। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১৫ নভেম্বর) পিটার হাসের সঙ্গে সাক্ষাতের পর তিনি এই মন্তব্য করেন।

বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে চিঠি দেওয়া হয়েছে বিষয়টি দলীয় সভাপতিসহ নেতৃবৃন্দকে জানানো হবে। তারপর সিদ্ধান্ত।

সেতুমন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে হলে দলীয় প্রধান এবং অন্যান্য নেতাদের সঙ্গে আলোচনার প্রয়োজন। তবে আওয়ামী লীগ কোনো শর্তযুক্ত আলোচনা করতে রাজি নয়।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জাতীয় পার্টির যদি কেউ কেউ আওয়ামী লীগের সঙ্গে থাকতে না চায়, এটা তাদের নিজেদের সিদ্ধান্তের ব্যাপার। আমরা তো জোর করে কাউকে আমাদের সঙ্গে টেনে আনছি না, এটা তাদের সিদ্ধান্তের ব্যাপার, ব্যক্তিগতভাবেও তাদের ব্যাপার।

এদিকে ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে যে রাজনৈতিক সহিংস বক্তব্য দেওয়া হয়েছে, সেটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

রাষ্ট্রদূত সাংবাদিকদের জানান, সম্প্রতি মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে যে রাজনৈতিক সহিংস বক্তব্য দেওয়া হয়েছে, সেটি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছি।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩




সৈয়দপুরে ২ সন্তানের জননীর আত্মহত্যা

প্রকাশিত:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৭২জন দেখেছেন

Image
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:- নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের পূর্ব কয়া গোলাহাট এলাকায় দুই সন্তানের জননী গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ৮ টায় এই ঘটনা ঘটলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকাল ৫টা) লাশ উদ্ধার বা সৎকার করা হয়নি। নিহত নারীর নাম আরফিনা (২৮)। তিনি ওই এলাকার মোঃ লিটন মিয়ার স্ত্রী। 

স্হানীয়রা জানান , লিটন মিয়া ও আরফিনা উভয়ই শারীরিক প্রতিবন্ধী (আলাভোলা টাইপের মানুষ)। তাদের ৪ বছরের এক ছেলে ও আড়াই বছর বয়সী একটি মেয়ে আছে। সকালে নাস্তার পর বাড়ির লোকজন দেখতে পায় আরফিনা তার ঘরে গলায় দড়ি দেয়া অবস্থায় সিলিংয়ের সাথে ঝুলছে। তাদের আর্তচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলেও মৃত্যু নিশ্চিত হয়ে তারা পুলিশ ও ওয়ার্ড কাউন্সিলরকে খবর দেয় । 

পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ নিতে চাইলেও দিন পেরিয়েও কোন সুরাহা হয়নি। আরফিনার পরিবার থেকে মারপিটের কারণে অতিষ্ঠ হয়ে আত্মহত্যার অভিযোগ করা হলেও অজ্ঞাত কারণে লাশ এখনও ঝুলন্ত অবস্থায় রয়েছে। বিকেল অবধি লাশের বিষয়ে কোন সিদ্ধান্ত নিতে পারেনি পরিবার, জনপ্রতিনিধি ও প্রশাসন।  এনিয়ে এলাকায় চলছে নানা গুঞ্জন। 
প্রস্ন তোলা হচ্ছে, এটি হত্যা নাকি আত্মহত্যা।

আরও খবর



জয়পুরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

প্রকাশিত:সোমবার ২০ নভেম্বর ২০23 | হালনাগাদ:মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ | ৫৩জন দেখেছেন

Image
জয়পুরহাট প্রতিনিধিঃজয়পুরহাটে মাদক মামলায় বান্ধন উড়াও নামে এক আদিবাসীর যাবজ্জীবন কারাদন্ড আদেশ দিয়েছে আদালত। সেই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার  বিকেলে অতিরিক্ত জেলা জজ আদালত-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন আসামীর অনুপস্থিতিতে এ রায় দেন। অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মজিদুল ইসলাম মাঝি নামে একজনকে এই মামলা থেকে খালাস দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত  বান্ধন উড়াও পাঁচবিবি উপজেলার রুপাপুর গ্রামের মৃত লাহারু উড়াইয়ের ছেলে। জামিন নেওয়ার পর থেকে তিনি পলাতক রয়েছেন।মামলার বিবরণে জানা গেছে, ২০১৯ সালের ১৩ ডিসেম্বর ভোরে দুইজন ব্যক্তি পাঁচবিবি সীমান্তবর্তী পূর্ব উচনা গ্রাম থেকে মাদক নিয়ে রতনপুরের দিকে আসছিলেন। সেময় কয়া এলাকায় হেটে আসার সময় পুলিশ তাদের থামার সিগনাল দিলে একজন পালিয়ে গেলেও বান্ধন উড়াওকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা একটি ব্যাগ তল্লাশী করে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা দায়েরের পর সোমবার বান্ধন উড়াওয়ের যাবজ্জীবন কারাদণ্ড  দেন আদালত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মজিদুল ইসলাম মাঝিকে খালাস দেওয়া হয়।

আরও খবর



আ. লীগের ৬৯ আসনে প্রার্থী চূড়ান্ত, বাদ পড়ছেন কয়েকজন এমপিও

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ নভেম্বর 20২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ১৩১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য রংপুর ও রাজশাহী বিভাগের প্রার্থী চূড়ান্ত করেছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সভার পর বিফ্রিংয়ে এ তথ্য জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, রংপুর ও রাজশাহী বিভাগে ৬৯টি আসনে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত হয়েছে। আমরা সব আসনে মনোনয়ন চূড়ান্ত না হওয়ার পর্যন্ত ফল প্রকাশ করব না। আমরা একসঙ্গে আমাদের মনোনয়ন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব।

শুক্রবার (২৪ নভেম্বর) সকাল দশটা পর্যন্ত মনোনয়ন বোর্ডের সভা মুলতবি করা হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।

কয়েকজন বর্তমান সংসদ সদস্যও মনোনয়ন থেকে বাদ পড়েছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আজকে আমাদের মনোনয়ন বোর্ডের যে সিদ্ধান্ত হয়েছে তার মধ্যে রাজনৈতিক সিদ্ধান্তের বাইরে কোনো সিদ্ধান্ত হয়েছে বলে আমার জানা নেই। বর্তমান সংসদ সদস্য কয়েকজন বাদ পড়ছেন, এই মুহূর্তে আমি বলতে পারছি না, তবে বাদ পড়ছেন। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীকেই প্রাধান্য দেওয়া হয়েছে। আগামী ২৫ নভেম্বর (শনিবার) প্রার্থীদের নাম প্রকাশ করা হবে বলেও জানান।

বিদ্রোহীদের ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে আমরা দেখি কারা বিদ্রোহী হয়, তারপর সিদ্ধান্ত নেব।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকে ঘিরে সারাদেশে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জোট হবে বিভিন্নভাবে, কার সঙ্গে কার জোট হবে, কোথায় গিয়ে ঠেকবে বলা মুশকিল। জোট হতেও পারে নির্বাচনের আগে, সময় আছে। কাজেই তালিকাও আসতে পারে। এমনও হতে পারে আপনিও ভাবছেন না, আমিও ভাবছি না।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩




বাংলাদেশ দলের আবারও টিম ম্যানেজার নাফিস ইকবাল!

প্রকাশিত:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ১১২জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক:বিশ্বকাপের ঠিক আগমুহুর্তে গত ২৬ সেপ্টেম্বর নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ চলাকালীন ড্রেসিং রুম ছেড়ে চলে যাওয়ায় কম সমালোচনা হয়নি টিম ম্যানেজার নাফিস ইকবালের। সাকিব আল হাসান না চাওয়াতেই নাকি ভারত বিশ্বকাপে যাওয়া হয়নি তার। এমনও গুঞ্জন উঠে, তামিম ইকবালকে দল থেকে বাদ সেওয়ার খবর জানতে পেরে পদ ছাড়েন তিনি।

তবে সেসব আলোচনা-সমালোচনা পেছনে ফেলে আবারও জাতীয় দলের টিম ম্যানেজার পদে ফিরছেন নাফিস ইকবাল। বোর্ডের একটি সূত্র জানিয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে পুরনো দায়িত্ব পালন করবেন তিনি।

গত বছর ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ দলের টিম ম্যানেজার সাব্বির খান পদ ছেড়ে দিলে পাকিস্তান সিরিজ দিয়েই ম্যানেজারের দায়িত্ব নেন নাফিস ইকবাল। এরপর থেকে নিয়মিত দায়িত্ব পালন করলেও নানা সময় তার বিরুদ্ধে কথা উঠেছে।

এরজন্য দায়িত্ব থেকে নাফিসকে সরিয়ে দেওয়ার কথাও ওঠে। তবে শেষ পর্যন্ত টিকে গেলেও বিশ্বকাপের আগেই আবার বাদ পড়ে যান তিনি। বিশ্বকাপ শেষে আবারও ফিরছেন। এ যেন কানামাছি খেলা চলছে নাফিস ইকবাল আর বিসিসিবির।

টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সার্কেলে থাকা ম্যাচ দুটির প্রথমটি শুরু ২৮ নভেম্বর, সিলেটে। দ্বিতীয় টেস্ট হবে ঢাকায়, শুরু ৬ ডিসেম্বর।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩