
মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্ নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধিঃব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার শিবপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই আক্কাস আলী রুবেল এর নেতৃত্বে সংগীয় ফোর্সের সহায়তা ৭ কেজি গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার(১৫ ই নভেম্বর ) সন্ধ্যায় ৬:২০মিনিটের দিকে বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামের পশ্চিম পাড়া থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার উভয়ই হাতুরা বাড়ির (১)মোঃ পারভেজ-৩০, পিতা-মৃত কালু মিয়া,(২)মোঃ শামীম-৩৪, পিতা-শহিদুল ইসলাম।
শিবপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আক্কাস আলী রুবেল জানান, গোপন সংবাদ ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া আসামীদেরকে ৭ কেজি গাঁজা সহ এই ৩ মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতার করা হয়েছে।
নবীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ মাহাবুব আলম জানান,উপরোক্ত আসামীগনের বিরুদ্বে মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযান অব্যাহত আছে।
-খবর প্রতিদিন/ সি.ব