
মোহাম্মদ হেদায়েতুল্লাহ নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নৌকা ডুবিতে ২ জন নিহত নিখোঁজ ১ জন । আজ বুধবার বিকাল তিনটার দিকে নবীনগর উপজেলার তিতাস নদীর সীতারামপুর নৌকাঘাট সংলগ্ন নির্মিত ব্রিজের পিলারের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে৷নিহতদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ রয়েছে।জানা গেছে, নবীনগর হতে যাত্রীবাহী নৌকাটি পার্শ্ববর্তী রায়পুরা উপজেলার মির্জাচরে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে জানা যায়।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন এবং তাদের সনাক্ত করা হচ্ছে। একটি যাত্রীবাহি নৌকা তিতাস নদী দিয়ে সীতারামুর গ্রাম অতিক্রম করার সময় নদীর মাঝখানে ব্রীজের পিলারের সাথে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকাতে থাকা অন্যান্যরা সাতঁরে তীরে উঠলে দুইজন পানির নিচে তলিয়ে যায়।নিহতরা হলেন- নরসিংদী জেলার রায়পুরার মির্জাচর গ্রামের উমর ফারুকের ছেলে হাফেজ মোহাম্মদউল্লাহ্ (২২) ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের প্রহ্লাদ চৌধুরীর মেয়ে রাত্রী চৌধুরী (১৫)।
রাত্রী বড়াইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার দু’জন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি যাত্রীবাহী নৌকা ২০-২৫ জন যাত্রী নিয়ে নবীনগর থেকে তিতাস নদী দিয়ে পাশ্ববর্তী জেলা নরসিংদীর মির্জাচরে যাচ্ছিল।
পথে সীতারামপুর গ্রাম অতিক্রম করার সময় নদীর মাঝখানে ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়।এ সময় নৌকায় থাকা অন্যরা সাঁতরে তীরে উঠলেও দুই যাত্রী পানির নিচে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ওই দু’জনের মরদেহ উদ্ধার করা হয়।
-খবর প্রতিদিন/ সি.বা