Logo
আজঃ রবিবার ১১ জুন ২০২৩
শিরোনাম

নবীনগর নারায়ণপুরে মাদকের আস্তানা গুড়িয়ে দিলেন এসিল্যান্ড

প্রকাশিত:সোমবার ১৩ মার্চ ২০২৩ | হালনাগাদ:রবিবার ১১ জুন ২০২৩ | ১৭২জন দেখেছেন

Image

মোহাম্মদ হেদায়েতুল্লাহ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ-

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পৌর এলাকার নারায়ণপুর হাছান শাহ মাজার সংলগ্ন এলাকায় আস্তানা গেড়ে গাঁজা সেবনকালে এক মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।আজ সোমবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।


ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে হাছান শাহ মাজারের পিছনে গাঁজার আস্তানা গুড়িয়ে দেয়া হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান বলেন,ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে সাথে সাথে উপজেলা প্রশাসন ও পুলিশকে অবগত করতে স্থানীয় লোকদের নির্দেশ দেন।তিনি আরো বলেন, জনস্বার্থে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

-খবর প্রতিদিন/ সি.বা


আরও খবর



তানোরে তীব্র গরমে ভয়াবহ লোডশেডিং ঘরে ঘরে অসুস্থ

প্রকাশিত:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ২৪জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর প্রতিনিধি:রাজশাহী তানোরে চলছে তীব্র গরম প্রচন্ড তাপপ্রবাহ সেই সাথে বিদ্যুৎ লোডশেডিংয়ের উৎসব পড়েছে। পল্লী বিদ্যুতের গ্রাহকের যন্ত্রনার মুল কারন,দিনরাত ৭-৮ ঘন্টাও মিলছে বিদ্যুৎ। যদিও তানোর পৌর এলাকার পিডিবি নেসকোর গ্রাহকরা অনেকটাই ভালো ছিল। কিন্তু গত দুদিন ধরে তারাও লোডশেডিংয়ে তাল মিলিয়েছে। ৪০-৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কাজ করে রাতে একটু শান্তিতে ঘুমাবে সেটাও কেড়ে নিচ্ছে কর্তৃপক্ষ। লোডশেডিং, তীব্র গরম, শরীর থেকে প্রচুর পরিমানে ঘাম বের হওয়াসহ নানা সমস্যায় জর্জরিত সকল বয়সের জনসাধারন। ঘরে ঘরে রোগ ছড়িয়ে পড়েছে। হাসপাতালেও প্রচুর রোগীর চাপ, চিকিৎসা দিতে হিমশিম হয়ে পড়ছে। বেশির ভাগ শিশু। বেডে জায়গা না পেয়ে বারান্দায় পড়ে রয়েছে।বুধবার রাত দেড়টার  দিকে কথা হয় ডাব ব্যবসায়ী জাইদূরের সাথে, তিনি জানান,সন্ধ্যার পর তিনবার রাত ১২ টার দিকে একবার আবার রাত ১ টার দিকে আরেকবার যা দুইটা পর্যন্ত চলে। তাহলে  দিনভর এইরোদে গরমে ব্যবসা করি যদি শান্তিতে ঘুমাতে না পারি পরের দিন খাবো কি আর চলবই বা কিভাবে।হোটেল ব্যবসায়ী পল্লী বিদ্যুৎ গ্রাহক আইয়ুব, সেলিম, রফসহ অনেকে জানান, দিনরাত ২৪ ঘন্টার মধ্যে উর্ধ্বে ৭-৮ ঘন্টা বিদ্যুৎ মিলছে না। বিশেষ করে দুপুরে ও রাতে প্রচুর পরিমানে লোডশেডিং।  রাতে ও দুপুরে বিদ্যুৎ যাওয়া মানে ঘরে থাকার কোন উপায় নেই। বাহিরে বের হতেই হবে। এসব কারনে শিশু থেকে শুরু করে সবাই সর্দি জ্বর কাশি ও গলা ব্যাথা রোগে ভুগছে। 

গৃহহীনিরা ক্ষোভ প্রকাশ করে বলেন,  কোন মাসে বিল কমেনা, প্রতি মাসে বাড়ে। এত লোডশেডিং তাহলে বিল বাড়বে কেন। এবার বিল নিতে আসলে বেঁধে রাখা হবে। আর এসবের কারন জানার পর ব্যবস্থা। দিনে ৫-৬ ঘন্টা বিদ্যুৎ পায়, আর বিল আসে পুরো মাসে অফিসের হিসেবে। আমাদের টাকায় এসি রুমে থাকছে, আর গরীবদের পকেট কাটছে। এত পরিমানে মহিলা ও শিশুরা অসুস্থ হচ্ছে ডাক্তারের খরচ দেওয়া যাচ্ছে না। আবার টিভিতে বড়বড় কথা। স্মার্ট দেশ গড়বে এদের মত মিথ্যাচার কখনো দেখিনি।নজরুল নামের নামের এক গ্রাহকের সামনে তানোর পল্লী বিদ্যুতের ডিজিএম জহুরুলের সাথে মোবাইলে কথা বলা হলে তিনি সাব জানিয়ে দেন কোন লোডশেডিং নাই। তবে কোন জায়গায় কাজ করলে অল্প সময় টেনে রাখা হচ্ছে। গ্রাহক নজরুল এমন কথা শুনে বলেন সারাদেশের মানুষ লোডশেডিং য়ে অতিষ্ঠ, যেখানে মন্ত্রী বলছেন  পরিস্থিতি স্বাভাবিক হতে আরো কয়েক সপ্তাহ সময় লাগবে। আর কর্মকর্তা কিভাবে এতবড় জালিয়াতি কথা বললেন। হয়তো তিনি মন্ত্রীর চেয়েও বড় মাপের অফিসার হতে পারেন। ডিজিএম পুনরায় ফোন করে বলেন তানোরে পল্লী বিদ্যুতের গ্রাহকরা আমেরিকায় বাস করছে। কোন লোডশেডিং নাই।পল্লী বিদ্যুতের গ্রাহক সংখ্যা ৫২ হাজারের অধিক বিদ্যুৎ চাহিদা ১৫ মেগওয়াট প্রয়োজন। কিন্তু অর্ধেকও মিলছেনা। আবার কয়েক হাজার বানিজ্যিক সেচ মটর দেওয়া আছে এবং প্রায় বাড়িতে রয়েছে অটোরিক্সা, আটো চার্জার ভ্যান গ্রাহকের বিদ্যুৎ গিলছে।তানোর পিডিবি ( নেসকোর) আবাসিক প্রকৌশলী কিবরিয়া জানান, আমাদের গ্রাহক সংখ্যা প্রায় ১০ হাজারের মত। সে অনুযায়ী বিদ্যুৎ চাহিদা ৩ মেগাওয়াট, কিন্ত পাওয়া যাচ্ছে ১ থেকে দেড় মেগওয়াট। এজন্য লোডশেডিং হচ্ছে। তবে অল্প দিনের মধ্যে কেটে যাবে বলে মনে করেন তিনি।

আরও খবর



১২ দিনে রেমিট্যান্স এল সাড়ে ৭৭ কোটি ডলার

প্রকাশিত:রবিবার ১৪ মে ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | ১১৪জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: চলতি মাসের প্রথম ১২ দিনে বৈধ চ্যানেলে ৭৭ কোটি ৩৯ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮ হাজার ৩৫৯ কোটি টাকা। আজ রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসে প্রতিদিন গড়ে প্রায় ৬ কোটি ৪৫ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে তা ২ বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করবে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলমান মে মাসের ১২ দিনে রাষ্ট্রীয় ব্যাংকের মাধ্যমে ১২ কোটি ২২ লাখ ২০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২ কোটি ৬১ লাখ ৫০ হাজার ডলার প্রবাসী আয় এসেছে। এছাড়া বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৬২ কোটি ১৯ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৬ লাখ ২০ হাজার ডলার।

চলমান ২০২২-২৩ অর্থবছরের প্রথম দুই মাসে টানা ২ বিলিয়ন ডলার করে পাঠিয়েছেন প্রবাসীরা। তবে সেপ্টেম্বর থেকে একটানা ৬ মাস দেড় বিলিয়ন ডলারের ঘরে থাকে রেমিট্যান্স প্রবাহ।

গত জুলাইয়ে ২০৯ কোটি ৬৩ লাখ ডলার, আগস্টে ২০৩ কোটি ৬৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ১৫৩ কোটি ৯৬ লাখ ডলার, অক্টোবরে ১৫২ কোটি ৫৫ লাখ ডলার, নভেম্বরে ১৫৯ কোটি ৪৭ লাখ ডলার, ডিসেম্বরে ১৬৯ কোটি ৯৬ লাখ ডলার, জানুয়ারিতে ১৯৫ কোটি ৮৮ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি ১২ লাখ ডলার রেমিট্যান্স আসে। আর মার্চে এসেছে ২০১ কোটি ৭৬ লাখ ডলার। সবশেষ এপ্রিলে এসেছে ১৬৮ কোটি ৩৪ লাখ ৭০ হাজার ডলার।

এর আগে ২০২১-২২ অর্থবছরে দেশে মোট ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ (২১.০৩ বিলিয়ন) ডলার রেমিট্যান্স আসে। আগের অর্থবছরের চেয়ে যা ১৫ দশমিক ১১ শতাংশ কম। ২০২০-২১ অর্থবছরে এসেছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ (২৪ দশমিক ৭৭ বিলিয়ন) ডলার।


আরও খবর



হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

প্রকাশিত:বুধবার ১৭ মে ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৯ জুন ২০২৩ | ১২৪জন দেখেছেন

Image

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের চ্যাটকে ব্যক্তিগত এবং সুরক্ষিত রাখতে নতুন চ্যাট লক চালু করছে। নতুন বৈশিষ্টটি ব্যবহারকারীদের ‘গোপন চ্যাট’কে সুরক্ষার একটি অতিরিক্ত স্তরে আড়াল করে রাখবে।

এই ‘লকড চ্যাট’-এর সঙ্গে সম্পর্কিত যেকোনো নতুন বিজ্ঞপ্তি লুকানো থাকবে এবং ব্যবহারকারীদের তাদের ডিভাইসের পাসওয়ার্ড বা বায়োমেট্রিক তথ্য (যেমন, ফিঙ্গারপ্রিন্ট চাট বা ফেসিয়াল রিকগনিশন) ভেরিফাই করতে হবে।

একটি ব্লগ পোস্টের মাধ্যমে নতুন বৈশিষ্টটি চালু করার সময়, হোয়াটসঅ্যাপ বলেছে, ‘আমরা মনে করি এই বৈশিষ্টটি সেই সমস্ত ইউজারদের জন্য দুর্দান্ত হবে যাদের পরিবারের সদস্যদের সঙ্গে মাঝে মধ্যেই তাদের ফোনটি শেয়ার করতে হয়। এই বৈশিষ্টের সাহায্যে আপনি ফোন শেয়ার করলেও আপনার হোয়াটসঅ্যাপ চ্যাট গোপনই থাকবে।

ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি নতুন বৈশিষ্ট্য ঘোষণা করে এবং এটি কীভাবে কাজ করবে তা দেখানোর জন্য একটি ভিডিও প্রকাশ করেছে। হোয়াটসঅ্যাপ আগামী কয়েক মাসে চ্যাট লকের আরও বিকল্প যুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছে। নতুন বৈশিষ্ট্যগুলির মধ্যে আপনার ডিভাইসে চ্যাট লক করার ক্ষমতা এবং আপনার লক করা চ্যাটের জন্য একটি পাসওয়ার্ড তৈরি করার ক্ষমতা অন্তর্ভুক্ত থাকবে যা আপনার ফোনের পাসওয়ার্ড থেকে আলাদা হবে৷ নতুন চ্যাট লক বৈশিষ্টটি iOS এবং Android উভয় ক্ষেত্রেই পাওয়া যাবে।


আরও খবর



‘আরআরআর’ খ্যাত অভিনেতা মারা গেছেন

প্রকাশিত:মঙ্গলবার ২৩ মে 20২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ৯৩জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক: চলচ্চিত্র নির্মাতা রাজা মৌলির ‘আরআরআর’ সিনেমাটি ভারতকে বিশ্বের কাছে আলোকিত করেছে। এই সিনেমার মাধ্যমে দেশটি অস্কার জিতেছে। কিন্তু এবার এল দুঃসংবাদ। এতে দিল্লির কর্তৃত্ববাদী গভর্নরের ভূমিকায় অভিনয় করা খল-অভিনেতা রে স্টিভেনসন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, গত রোববার রাতে রে স্টিভেনসনের মৃত্যু হয়। তবে ঠিক কীভাবে মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। প্রতিভাবান অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ‘আরআরআর’ সিনেমার টিম। টুইটার হ্যান্ডেলে স্টিভেনসনের একটি ছবি শেয়ার করে লেখা হয়েছে, ‘আমাদের ‘আরআরআর’ টিম রে স্টিভেনসনের আত্মার শান্তি কামনা করি। আপনি সবসময় আমাদের হৃদয়ে থেকে যাবেন।

স্টিভেনসন ‘থর’ সিনেমায় একজন অ্যাসগার্ডিয়ান যোদ্ধা হিসেবে কাজ করেছিলেন। এ ছাড়া এইচবিও’র ‘রোম’ এও দেখা গেছে তাকে।

উল্লেখ্য, ১৯৬৪ সালের উত্তর আয়ারল্যান্ডের লিসবর্নে জন্ম স্টিভেনসনের। ব্রিস্টল ওল্ড ভিক থিয়েটার স্কুল পড়ালেখা এবং ব্রিটিশ টেলিভিশনে কাজ করেছেন তিনি। এরপর ১৯৯৮ সালে ‘দ্য থিওরি অফ ফ্লাইট’ এর মাধ্যমে হলিউডে ডেবিউ করেন তিনি।


আরও খবর



নির্বাচন ব্যবস্থা সরকারের পুরো নিয়ন্ত্রণে: জাপা চেয়ারম্যান

প্রকাশিত:সোমবার ২২ মে ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৭ জুন ২০২৩ | ৯১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘আমরা দুটি কারণে সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিচ্ছি। কারণ আমারা দেখতে চাই মাঠ পর্যায়ে আমাদের শক্তি ও জনসর্থন কতোটা আছে ও নির্বাচন কেমন হচ্ছে তা দেশের মানুষকে দেখাতে চাই।

আজ সোমবার দুপুরে জাপার বনানীর কার্যালয় মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জি এম কাদের আরও বলেন, ‘আমাদের নির্বাচন ব্যবস্থার ওপর সাধারণ মানুষের আস্থা নেই। দেশের রাজনৈতিক দলগুলোরও আস্থা নেই নির্বাচন ব্যবস্থার ওপর। নির্বাচন ব্যবস্থা সরকারের পুরো নিয়ন্ত্রণে। সাধারণ মানুষ মনে করে বর্তমান ব্যবস্থায় সরকারের ইচ্ছেমত নির্বাচনের ফলাফল প্রকাশ করা সম্ভব।

তিনি আরও বলেন, ‘১৯৯১ সালের পর থেকে আওয়ামী লীগ ও বিএনপি যখন যারাই ক্ষমতায় ছিল তারাই নির্বাচন ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করেছে। এক সময় কেয়ারটেকারের দাবি উঠেছে। আবার কেয়ারটেকার সরকার ব্যবস্থাও নিয়ন্ত্রণ করার চেষ্টা হয়েছে। আমরা সেই নিয়ন্ত্রিত কেয়ারটেকার সরকার ব্যবস্থার বিরোধিতা করেছি। তাই নির্বাচন ব্যবস্থা গ্রহণযোগ্য পর্যায়ে নিতে হবে। নির্বাচনে জনগণের রায় যেন বিশ্বাসযোগ্যভাবে প্রতিফলন হয়। সাধারণ মানুষের দাবি, নির্বাচন নিয়ে যেন কোনো বিতর্কের সৃষ্টি না হয়।


আরও খবর