Logo
আজঃ মঙ্গলবার ৩০ মে ২০২৩
শিরোনাম

নববিকাশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর ১০ম মেধা বৃত্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশিত:রবিবার ০৫ মার্চ ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ মে ২০২৩ | ২৮৫জন দেখেছেন

Image

মোহাম্মদ হেদায়েতুল্লাহ  নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ-  

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার পূর্বাঞ্চল নববিকাশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর ১০ম মেধাবৃত্তি পুরস্কার বিকরণ অনুষ্ঠান ।শনিবার সকালে নাটঘর ইউনিয়ন রুদ্রাক্ষবাড়ী স্ট্যান্ডার্ড প্রি-ক্যাটেড স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।



এসময় অত্র সংগঠনের সভাপতি ও উপজেলা কুষকলীগের আহবায়ক রানা শামিম রতন এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক একটিভ মনির এঞ্চালণায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ এর সদ্য,টাকা ট্যাকসেস বার এসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এডভোকেট মোঃ খোরশেদ আলম।



বিশেষ অতিথির বক্তব্য রাখেন,ঢাকাস্থ নববিকাশ কল্যাণ সমিতির সাবেক সভাপতি জুলকার নাঈম,সমাজ সেবক এডভোকেট মোর্শেদ আলম,নাটঘর উচ্চ বিদ্যালয়ের হেড মাও: দেলোয়ার হোসেন,অত্র সংগঠনের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন।এছাড়াও উপস্থিত ছিলেন,নাটঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম আলম,নূরনগর মডেল একাডেমীর পরিচালক নজরুল ইসলাম।

-খবর প্রতিদিন/ সি.বা


আরও খবর



প্রতারণার মামলায় নোবেল রিমান্ডে

প্রকাশিত:শনিবার ২০ মে ২০23 | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৬৮জন দেখেছেন

Image

আদালত প্রতিবেদক: প্রায় দুই লাখ টাকা আত্মসাতের মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীর এ রিমান্ডের আদেশ দেন।

আসামি নোবেলকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক হুমায়ুন কবির। নোবেলের পক্ষে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে আজ সকালে নোবেলকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

গত ১৬ মে শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২০১৬-এর প্রতিনিধি মো. সাফায়েত ইসলাম বাদী হয়ে সিএমএম আদালতে অভিযোগ দেন। আদালত সেটি এজাহার হিসেবে গ্রহণ করতে মতিঝিল থানাকে নির্দেশ দেন। পরে ১৭ মে থানা মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৮ এপ্রিল শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২০১৬-এর প্রথম পুনর্মিলনী আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মাইনুল আহসান নোবেলের সঙ্গে মোট ১ লাখ ৭৫ হাজার টাকা চুক্তি করা হয়। পরে নোবেলকে বিভিন্ন সময়ে ব্যাংক অ্যাকাউন্টসহ সর্বমোট ১ লাখ ৭২ হাজার টাকা দেওয়া হয়। তবে অনুষ্ঠানে না গিয়ে প্রতারণা করে এ অর্থ আত্মসাৎ করেন তিনি।

প্রসঙ্গত, নিজেকে ‘নোবেল ম্যান’ হিসেবে পরিচয় করানো নোবেল ব্যক্তিগত নানা আচরণের কারণে বিভিন্ন সময়ে আলোচিত হন। সম্প্রতি কুড়িগ্রামে একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়ে উচ্ছৃঙ্খল আচরণ করেন তিনি। কুড়িগ্রাম ফুলবাড়ী ডিগ্রি কলেজের ৫০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নোবেলের আচরণে বিরক্ত হয়ে দর্শকরা জুতা ও পানির বোতল ছুড়ে মারেন শিল্পীর দিকে। ওই ঘটনাটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে।


আরও খবর



পলাশবাড়ীতে স্পীড ব্রেকার স্থাপনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশিত:মঙ্গলবার ০৯ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৬৬জন দেখেছেন

Image
গাইবান্ধা সংবাদদাতা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মেরীরহাট নামক স্থানে, সড়ক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থী নিহতের জের ধরে, স্পীড ব্রেকার স্থাপনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৯ মে মঙ্গলবার দুপুরে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। হোসেনপুর ইউনিয়ন আওয়ামিলীগ সাধারন সম্পাদক  হাবিবুর রহমান  বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে 

প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু,মেরীরহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ জাহিদুল ইসলাম, ইউপি সদস্য মোনোয়ারুল ইসলাম,,আব্দুর রউফ  অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক জামশেদ,দ্য হলি কোরআন স্কুলের পরিচালক, সিভিল সার্জন অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাসুদ প্রমুখ।
 
উল্লেখ্য গত সোমবার দ্যা হলি কোরআন একাডেমীর শিক্ষার্থী সানাউল্লাহ(৫) স্কুল ছুটি শেষে বাসায় ফেরার পথে, দ্রুতগতিতে ছুটি আসা ব্যাটারী চালিত একটি অটোরিক্সার ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে মারাত্মক ভাবে আহত হয়। মারাত্মক আহত অবস্থায় সানাউল্লাহকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মানববন্ধনে আগত এলাকাবাসী বলেন শুধু সানাউল্লাহ নয়,  গতি রোধক না থাকায় একই স্থানে  ইতিপূর্বে আরো দু'জন মানুষ  সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। তারা অবিলম্বে গতিরোধক স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

আরও খবর



কক্সবাজারে ২০ হাজার ইয়াবাসহ এপিবিএন'র উপ-পরিদর্শক ও স্ত্রীকে আটক

প্রকাশিত:শনিবার ২০ মে ২০23 | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৭৩জন দেখেছেন

Image

আমান উল্লাহ, কক্সবাজার: কক্সবাজারে ২০ হাজার ইয়াবাসহ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উপ-পরিদর্শক ও তার স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত শুক্রবার (২০ মে) রাত ১০টার দিকে শহরের কলাতলী গ্রিন লাইন কাউন্টার থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন, সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের সমেশপুর মণ্ডলবাড়ী এলাকার বাসিন্দা রেজাউল করিম ও তার স্ত্রী মলিনা পাশা (৪৩)।জানা গেছে, রেজাউল টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলিখালী রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এপিবিএন ক্যাম্পে উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মরত। তবে এ ব্যাপারে ১৬ এপিবিএন পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত উপ মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) হাসান বারী নুরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।টেকনাফ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক তুন্তু মণি চাকমা জানান, আটক রেজাউলের পরিবার কক্সবাজার বেড়াতে এসেছিলেন। ফিরে যাওয়ার সময় কিছু ইয়াবা কৌশলে মজুদ রাখেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা কলাতলী ডলফিন মোড়ের গ্রিন লাইন কাউন্টারে অভিযান চালিয়ে তাদের আটক করেন। এসময় তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন। 


আরও খবর



নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠন বাতিল চেয়ে খালেদা জিয়ার আবেদন

প্রকাশিত:বুধবার ১৭ মে ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ মে ২০২৩ | ১০০জন দেখেছেন

Image

আদালত প্রতিবেদকদীর্ঘ ১৫ বছর পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। আজ বুধবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে এ আবেদন করেন আইনজীবী কায়সার কামাল। তিনি বলেন, ‘পরবর্তী সময়ে হাইকোর্টে বিষয়টির শুনানি হবে।

উল্লেখ্য, কানাডিয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে করা চুক্তির মাধ্যমে দেশ ও রাষ্ট্রের আর্থিক ক্ষতির সৃষ্টি করা এবং দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা করে। এরপর ২০১৮ সালের মে মাসে খালেদা জিয়াসহ আরও ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়, তাদের বিরুদ্ধে দেশের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়।

একই মামলায় অন্য আসামিদের মধ্যে আছেন তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া এবং নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।


আরও খবর



রংপুর রেঞ্জ ডিআইজি কর্তৃক গাইবান্ধা কোর্ট পুলিশ অফিস ও এ সার্কেল অফিস পরিদর্শন

প্রকাশিত:রবিবার ০৭ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৫৩জন দেখেছেন

Image
গাইবান্ধা সংবাদদাতা: রংপুর রেঞ্জ ডিআইজি আব্দুল আলীম মাহামুদ কর্তৃক গাইবান্ধা কোর্ট পুলিশ অফিস ও এ সার্কেল অফিস পরিদর্শন করেছেন। ০৬ মে  রোববার সকালে  ডিআইজি গাইবান্ধা কোর্ট পুলিশ অফিসে উপস্থিত হলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান গাইবান্ধা জেলা পুলিশ স মোঃ কামাল হোসেন।এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অফ অনার প্রদান করেন। গার্ড অফ অনার শেষে  ডিআইজি  গাইবান্ধা কোর্ট পুলিশ অফিসের নথিপত্র, মালখানা, ফোর্সদের ব্যারাক পরিদর্শন করেন । কোর্টে কর্মরত অফিসার - ফোর্সদের সঙ্গে মতবিনিময়, তাদের সুবিধা অসুবিধার কথা শুনেন এবং তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। 
ডিআইজি  বার্ষিক পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। 

পরে তিনি এ-সার্কেল অফিস দ্বি-বার্ষিক পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন মোঃ ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),  আবু লাইচ মোঃ ইলিয়াস জিকু, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল),  ধ্রুব জ্যোতির্ময় গোপ বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল),  উদয় কুমার সাহা, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল),  শুভ্র দেব, সহকারী পুলিশ সুপার, কোর্ট পুলিশ পরিদর্শক, অফিসার ইনচার্জ (সদর থানা), ওসি ডিবি, টিআই প্রশাসন, ডিআইও-১, আর আই (পুলিশ লাইন্স),গাইবান্ধাসহ অন্যান্য অফিসার্স ও ফোর্সবৃন্দ।

আরও খবর