
মোঃ আব্দুল হান্নানঃনাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও টানা বৃষ্টির কারণে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ।
২১ জুন ২০২২ রোজ মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর এসইএসডিপি মডেল হাই স্কুল
আশ্রয় কেন্দ্রে বন্যা কবলিত ৬৬ জন পরিবারের মাঝে জনপ্রতি ১৫ কেজি চাউল ও ২৫০ কেজি রেডি ব্যাগ ফিট গোখাদ্য বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ,বন্যা কবলিত এলাকায় বিশেষ দায়িত্ব প্রাপ্ত অফিসার বিজয়নগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান খান শাওন, নাসিরনগর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ মোনাববর হোসেন,প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নুর আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম,উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ রায়হান আলী ভূইয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল চৌধুরী, বুড়িশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইকবাল চৌধুরী, চাতলপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম ভূইয়া,সহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ।