Logo
আজঃ মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

নাসিরনগরে বিএনপি নেতাকর্মীদের বিরোদ্ধে বিস্ফোরক আইনে দুই মামলা

প্রকাশিত:রবিবার ০৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ | ৩০৯জন দেখেছেন

Image

আব্দুল হান্নান, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃজেলার নাসিরনগর উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীর বিরোদ্ধে পুলিশের করাতব্য কাজে বাধা ও বিস্ফোরক আইনে  দুটি মামলা দায়ের করা হয়েছে।২৮ অক্টোবর ঢাকার পল্টন ময়দানে বিএনপির  মহা সমাবেশের জ্বালাও পোড়াও ভাংচুরেন ঘটনাকে কেন্দ্র করে ২৯ অক্টোবর ভোর রাতে  সদর ইউনিয়নের কুলিকুন্ডা মোড়ের এ ঘটনাকে কেন্দ্র করে একটি ও অন্য জায়গা আরো একটি ঘটনার কারনে পুলিশের দুই এস আই বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।নাসিরনগর থানার মামলা নং ১৩/১৩৭ একটি মামলায় পুলিশের এস আই লিটন ঘোষ ও ২/১৩৯ নং মামলায় এস আই রূপন দেবনাথকে বাদী করা হয়েছে।

এক মামলায় ৩৪ জন অজ্ঞাতনামা আরো ১২০ জন আর অন্য মামলায় ৩৮ জনকে আসামী করা হয়েছে।এক মামলায় ঘটনার তারিখ ২৯ অক্টোবর ও অন্য মামলায় ২ নভেম্ভর উল্লেখ করা হয়েছে। মামলা দুটিতে  বলা হয়েছে পুলিশের সরকারী ও কর্তব্য কাজে বাধা,পুলিশকে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম,বিস্ফোরক দ্রব্য বহন ও বিস্ফোরনের ঘটনায় এ মামলা  দুটি রুজু করা হয়েছে।মামলায় বেশ কয়েকজন পুলিশ  অফিসার ও সদস্যদের আহত দেখানো হয়েছে। মামলায় আসামী করা হয়েছে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বিশিষ্ট শিল্পপতি এস এ কে একরামুজ্জামান সুখন,উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান,সাধারণ সম্পাদক বশীর উদ্দিন তুহিন,সাংগঠনিক সম্পাদক এডঃ আলী আজম চৌধুরী,সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও বুড়িশ্বর ইউপি চেয়ারম্যান মোঃ ইকবাল চৌধুরী ও স্বেচ্চাসেবক দলের সভাপতি মোঃ এনামুল হুদা সুমন সহ যুবদল,ছাত্রদল,কৃষকদল,স্বেচ্চাসেবক দল, তাতী দলের ও অনেক নেতাকর্মীকে।ইতিমধ্যে বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তারও করেছে পুলিশ।বর্তমানে নেতাদের বাড়িতে চলছে পুলিশের চিরুনী অভিযান।

পুলিশের ভয়ে অনেকে নেতাকর্মীরাই বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।সব মিলিয়ে বিএনপি নেতাকর্মীদের মাঝে এখন বিরাজ করছে গ্রেপ্তারাতংক।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



মনোনয়ন না দেওয়ায় লাগাতারা বিক্ষোভ সমাবেশ করছেন কুড়িগ্রাম ৪ আসনের সাধারণ জনতারা

প্রকাশিত:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৭৮জন দেখেছেন

Image

রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি:দ্বাদশ সংসদ নির্বাচনে কুড়িগ্রাম ৪ আসনে প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপিকে মনোনয়ন না দেওয়ায় সাধারণ মানুষ তীব্র ক্ষোভে লাগাতার বিক্ষোভ সমাবেশ করছেন হাজার হাজার মানুষ। গত ৩ দিন যাবৎ মানববন্ধন করছেন ২৮ কুড়িগ্রাম ৪ আসনের সাধারণ ভোটাররা। এঅঞ্চলের সাধারণ ভোটারদের দাবী গনশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন নির্বাচিত হওয়ার পর থেকে এই এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারা আব্যাহত রাখতে আবাও জাকির হোসেন এমপিকে নমিনেশণ দেওয়া হোক। বিক্ষোভকারিদের দাবী যাকে মনোনয়ন দেওযা হয়েছে সে ঢাকায় জীবনযাপন করেন এআসনে তার কোন পরিচিতি নেই। ফলে আমরা তাকে মানিনা মানবনা এমন প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামগুঞ্জেন সাধারন মানুষ গলো রাস্তায় নেমে লাগাতার বিক্ষোভে জাকির হোসেনকে নমিনেশণ দেওয়া হোক। জাকির হোসেন এমপিকে নমিনেশণ না দেওয়া পর্যন্ত বিক্ষোভ মানববন্ধন চালিয়ে যাওয়ার হুশিয়ারী দিয়েছে বিক্ষোভকারিরা। এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন বিক্ষোভকারিরা। বিক্ষোভ শেষে গনশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপির বাসভবনে অনশণ করেন ১০ ঘন্টা ব্যাপী। লাগারতার বিক্ষোভের সরেজমিনে গিয়ে দেখা গেছে গ্রাম এলাকা থেকে হাজার হাজার নারী পুরুষ জাকির হোসেন এমপির ভূক্ত ও অনুসারিরা এসে এসমাবেশ করছেন। ভক্তদের দাবী এই আসনটি ঐতিপূর্বে বিভিন্ন দল থেকে এমপি হয়েছে এলাকায় কোন উন্নয়ন করতে পারেনি তারা।

জাকির হোসেন এমপি তাদের কাছ থেকে এই আসনটি পুনরুউদ্ধার করে এই এলাকার উন্নয়নের ¯্রােত বয়ে আনে। আর সেই উদ্ধারকৃত আসনটিতে হঠাৎ করে এক অচেনা ব্যাক্তি বিপ্লব হাসান পলাশকে মনোনয়ন দেওয়া হয়েছে। এটি আমরা মানিনা মানবনা এমন দাবিতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক সুরুজ্জ্ধসঢ়;ামান,ঃ হোসনেয়ারা,ঃতানজিনা বেগম,ঃছকিনা খাতুন,ঃখালেদা নাহিদসহ আরও অনেকেই।


আরও খবর



নীলফামারীতে সরকারী বে-সরকারী প্রতিষ্ঠান ও কৃষকদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রকাশিত:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ | ১২১জন দেখেছেন

Image

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী)নীলফামারীতে জানো প্রকল্পের সহায়তায় সরকারী বে-সরকারী সেবাদান প্রতিষ্ঠান ও কৃষকদের নিয়ে নেটওয়ার্কিং সমন্বয় ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় নীলফামারী সিভিল সার্জন সম্মেলন কক্ষে প্রকল্পের সহকারী প্রকল্প ব্যবস্থাপক পোরশিয়া রহমানের সভাপতিত্বে উপজেলা ম্যানেজার শরিফ আহম্মেদ শাহ্ধসঢ়;’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. এসএম আবু বক্কর সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সিরাজুল হক, বাংলাদেশ ফলিত পুষ্টি ও গবেষনা কেন্দ্র রংপুর আঞ্চলিক শাখার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আব্দুর রাজ্জাক, বাংলাদেশ ধান গবেষনা কেন্দ্র রংপুর শাখার সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রকিবুল হাসান, কেয়ার বাংলাদেশ এর কৃষি ও জলবায়ু পরিবর্তন বিষয়ক কনসালট্রেন্ট মারুফ আযম, টেকনিক্যাল অফিসার নিহার কুমার প্রামানিক প্রমূখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রায় ৪০ জন সফল খামারী, কৃষক ও প্রকল্পের উদ্দোক্তাগণ অংশগ্রহন করেন। উল্লেখ্য- জানো প্রকল্পটি ইউরোপিয় ইউনিয়ন এর অর্থায়নে অষ্ট্রিয়ান ডেভলপমেন্ট কর্পোরেশন এর সহায়তায় কেয়ার ইন্টারন্যাশনাল ও প্লান ইন্টারন্যাশনাল এর কারিগরী সহায়তায় জাতীয় পর্যায়ের বে-সরকারী সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) প্রকল্পটি ২০১৮ সালের ১সেপ্টেম্বর হতে রংপুর জেলার তারাগঞ্জ, কাউনিয়া, গংঙ্গাচড়া এবং নীলফামারী জেলার কিশোরগঞ্জ, নীলফামারী সদর, জলঢাকা ও ডোমার উপজেলায় একযোগে প্রকল্পটি সরকারের সমম্বিত পুষ্টি কার্যক্রমকে সহায়তা করে এলাকায় ব্যপক সাড়া জাগিয়েছে।


আরও খবর



আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হক আটক

প্রকাশিত:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৫০জন দেখেছেন

Image

মারুফ সরকার,স্টাফ রির্পোটার:হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৯ ডিসেম্বর) রাতে গুলশানের বাসা থেকে তাকে আটক করে ডিবি পুলিশের একটি টিম।

ডিবি সূত্রে আরও জানা যায়, আদম তমিজী হককে আটক করে মিন্টু রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।গত ১৩ নভেম্বর রাতে দেশে ফেরেন আদম তমিজী হক। তিনি বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক।

এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে তমিজী হক ফেসবুকে ঘোষণা দেন, গাজীপুরের একজন প্রতিমন্ত্রী তার ব্যবসা বাজেয়াপ্ত করার চেষ্টা করছেন। তাকে তার ব্যবসার সুরক্ষার জন্য বিদেশ থেকে বাংলাদেশে ফিরে আসতে বাধ্য করছেন। তারপরে তিনি ফেসবুক লাইভে তার পাসপোর্ট পুড়িয়ে দেন। এছাড়া আওয়ামী লীগের নেতৃত্ব সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন। পরে তাকে তার দলীয় পদ থেকে দ্রুত অব্যাহতি দেওয়া হয় এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ তাকে বরখাস্ত করে।

অবশ্য পরবর্তী সময়ে নিজের বাংলাদেশি পাসপোর্ট পুড়িয়ে ফেলার কারণে ক্ষমা চান তমিজী হক। তিনি বলেন, অতিরিক্ত আবেগের বশবর্তী হয়ে এমন কাজ করেছেন, যা একদমই উচিত হয়নি। তিনি বাংলাদেশকে অনেক ভালোবাসেন।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩




জাইকা’র সহায়তায় উচ্চ রক্তচাপ নিয়ে জাতীয় নির্দেশিকা উন্মোচন করল এনসিডিসি

প্রকাশিত:মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ১২৮জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :সম্প্রতি, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের (এনএইচএন) কারিগরি সহায়তায় উচ্চ রক্তচাপ (হাইপারটেনশন) নিয়ে জাতীয় নির্দেশিকার দ্বিতীয় সংস্করণ উন্মোচন করল নন- কমিউনিকেবল ডিজিস কন্ট্রোল প্রোগ্রাম (এনসিডিসি)। নির্দেশিকাটি বাংলাদেশি চিকিৎসকদের উচ্চ রক্তচাপের রোগীদের চিকিৎসায় কার্যকরী ভূমিকা রাখতে এবং প্রয়োজনীয় ও উচ্চমানের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সহায়ক ভূমিকা পালন করবে।

বাংলাদেশ নন-কমিউনিকেবল ডিজিস (এনসিডি) রিস্ক ফ্যাক্টর জরিপ ২০২২ অনুযায়ী, ১৮ থেকে ৬৯ বছর বয়সী প্রাপ্তবয়স্কদের মধ্যে উচ্চ রক্তচাপ বিদ্যমান সাধারণত ২৩.৫ শতাংশ, পুরুষদের মধ্যে ২৪.১ শতাংশ এবং নারীদের মধ্যে ২৩.০ শতাংশ। বাংলাদেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর চাপ কমাতে এবং সবার জন্য মানসম্পন্ন জীবনযাত্রার উন্নয়নে উচ্চ রক্তচাপ প্রতিরোধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উচ্চ রক্তচাপ একটি গুরুতর ব্যাধি যা হৃৎপিণ্ড, মস্তিষ্ক, কিডনি এবং অন্যান্য রোগের ঝুঁকি বাড়িয়ে তোলে। বিশ্বব্যাপী অসংক্রামক ব্যাধি ঝুঁকি তৈরির পেছনে অন্যতম কারণ হচ্ছে উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপের কার্যকর চিকিৎসা থাকা সত্ত্বেও, নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে এ রোগ শনাক্ত ও প্রতিরোধে পর্যাপ্ত ব্যবস্থা নেই। উচ্চ রক্তচাপ নিয়ে বাংলাদেশে একাধিক বিদেশি নির্দেশিকা দেশে থাকলেও কোন নির্দেশিকাই বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনায় তৈরি করা হয়নি।

এ প্রেক্ষিতে, এনসিডিসি ২০১৩ সালে বাংলাদেশে উচ্চ রক্তচাপ ব্যবস্থাপনার জন্য জাতীয় নির্দেশিকা (প্রথম সংস্করণ) তৈরি করে। প্রথম সংস্করণ তৈরিতে এনসিডিসি প্রখ্যাত চিকিৎসক ও বিশেষজ্ঞদের সাথে কাজ করে এবং উচ্চ রক্তচাপ ও হৃদরোগের প্রতিকার ও প্রতিরোধ নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন নির্দেশিকা পর্যালোচনার ভিত্তিতে এ নির্দেশিকাটি তৈরি করে। মেডিসিনের ক্ষেত্রে বৈশ্বিক অর্জন এবং হালনাগাদ তথ্য, প্রমাণ ও অনুশীলনের ভিত্তিতে দ্বিতীয় সংস্করণের উন্মোচন করা হয়।

এনসিডিসি প্রোগ্রামের কর্মসূচি বাস্তবায়নসহ উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস প্রতিরোধে এনসিডিসি’র ব্যবস্থাপনা মডেলের প্রচারণায় এনসিডিসি ও স্বাস্থ্য অধিদপ্তরের সাথে নিবিড়ভাবে কাজ করে জাইকার কারিগরি সহায়তামূলক প্রকল্প ‘স্ট্রেন্দেনিং হেলথ কেয়ার সিস্টেমস ফর অর্গানাইজিং কমিউনিটিজ,’ যা এসএইচএএসটিও নামে পরিচিত এবং এ প্রকল্প শেষ হয় ২০২২ সালে। অসংক্রামক ব্যাধি প্রতিরোধে গৃহীত প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করে জাইকা প্রকল্পের ফলস্বরূপ জাতীয় এ নির্দেশিকা উন্মোচন নিয়ে উচ্ছাস প্রকাশ করেছে। এছাড়াও, জাইকা, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অব্যাহত সহযোগিতার ভিত্তিতে এ বছরের সেপ্টেম্বর মাসে 'অসংক্রামক রোগ প্রতিরোধে স্বাস্থ্যসেবা ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্প’ নামে একটি নতুন সফল প্রকল্প উন্মোচন করা হয়ে।

নির্দেশিকা উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের নন-কমিউনিকেবল ডিজিস কন্ট্রোল প্রোগ্রামের লাইন ডিরেক্টর অধ্যাপক ড. মোহাম্মদ রোবেদ আমিন। তিনি অনুষ্ঠানে সকল অতিথি ও অংশগ্রহণকারীকে স্বাগত জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটু মিয়া, জাইকা বাংলাদেশের সিনিয়র রিপ্রেজেন্টেটিভ কোমোরি তাকাশি, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন বাংলাদেশের মহাসচিব অধ্যাপক খন্দকার আব্দুল আওয়াল (রিজভি) এবং স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির।


আরও খবর



নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চিত্রনায়ক শাকিল খান

প্রকাশিত:বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ | ৭৬জন দেখেছেন

Image

বাগেরহাট:বাগেরহাট-৩ (রামপাল -মোংলা) আসনে সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেও নির্বাচন না করার ঘোষনা দিয়েছেন চিত্র নায়ক শাকিল খান (শাকিল আহসান)। বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় তিনি মুঠোফোনে নির্বাচন থেকে সরে দাড়ানোর বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষনা দিয়েছিলেন তিনি। সেই অনুযায়ী, সোমবার (২৭ নভেম্বর) দুপু্রে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে শাকিল খানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার ভাগ্নে শাহরিয়ার নাজিম। 

চিত্র নায়ক শাকিল খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নির্বাচনে অংশ নিচ্ছি না। নির্বাচনে অংশ না নিলেও, আওয়ামী লীগের পক্ষে নৌকার প্রচার-প্রচারণায় কাজ করার ঘোষনা দেন তিনি। বাগেরহাট-৩ আসন থেকে শাকিল খানসহ অন্তত ১১ জন নেতা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে দল থেকে উপমন্ত্রী হাবিবুন নাহার এমপিকে মনোনয়ন দেওয়া 


আরও খবর