Logo
আজঃ সোমবার ২৯ মে ২০২৩
শিরোনাম

নাওডোবায় ওরশ এর মেলায় চলছে মাদকের অবাধ ব্যাবহার

প্রকাশিত:রবিবার ১৯ মার্চ ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ১১২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদকঃ

শরীয়তপুর জেলার, নাওডোবা পদ্মা দক্ষিণ থানা এলাকার মজিদ মোড়ল কান্দিতে মরহুম আব্দুল হালিম মিয়া বয়াতির বার্ষিক ওরশ মাহফিল উপলক্ষে ১৯-২১ মার্চ পর্যন্ত ৩ দিনের জন্য ওরশ মাহফিল এর আয়োজন করা হয়।

 গত শনিবার থেকেই দেখা নির্ধারিত সময়ের আগেই মাতাল পাগলদের মাদক সেবনসহ মাদক ব্যবসার অন্যরকম অসামাজিক পাগলামি,ভুলের পাগলের আস্তানায় পাগল মেলার নামে দীর্ঘ দিন ধরে মাদকের রমরমা ব্যবসা, অভিযোগ পাওয়া গেছে ওরশ উদযাপন কমিটি মরহুম আব্দুল হালিম মিয়া বয়াতির বড় ছেলে নিশান এর বিরুদ্ধে, এদিকে ওরশ আয়োজক কমিটি প্রশাসনের অনুমতির নিয়ম নীতিমালার তোয়াক্কা না করেই অদৃশ্য ক্ষমতার বলে স্থানীয় সন্ত্রাসী ও নাওডোবা মজিদ মোড়ল কান্দির,মোতালেব হাওলাদারের জামাতা মোহাম্মদ আবুল,ও নাওডোবা গোল চত্বর সংলগ্ন ফুট এক্সপ্রেস রেস্টুরেন্ট এর মালিক সেনাবাহিনী পরিচয় দানকারী মোঃ তরিক মিয়া সহ উল্লেখিত এলাকার কতিপয় ব্যাক্তিদের ম্যানেজ করে নাওডোবা মজিদ মোড়ল কান্দি এলাকায় বেআইনী ভাবে পাগল মেলা বসিয়ে মাদকের আস্তানা গড়ে তোলায় চরম ক্ষোভ প্রকাশ করেছে সচেতন মহল।পদ্মা দক্ষিণ থানার ১ কিলোমিটারের মধ্যে পাগল মেলার নামে প্রকাশ্যে মাদক ব্যবসার ঘটনায় প্রশাসনের নিরব ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেছে স্থানীয় এলাকাবাসী।তথ্য সূত্রে জানা গেছে, নাওডোবাএলাকায় ভূলের পাগলের আস্তানায় ওরশ শরীফ আয়োজন করে উল্লেখিত বাউল সম্রাট ও বাউলশিল্পী মরহুম আব্দুল হালিম মিয়া বয়াতির বড় ছেলে নিশান, ওরশ মোবারক উপলক্ষে প্রশাসনের কাছ থেকে বাউল গান ও মিলাদ মাহফিল এর ৩ দিনের অনুমতি পায়, কিন্তু অনুমতি পত্রে যে সকল নিয়ম এবং শর্ত থাকে তার কোন কিছুর তোয়াক্কা না করে ১৯ মাচ থেকে নাওডোবা মজিদ মোড়ল কান্দি এলাকায় পাগল মেলা আয়োজন করে। পাগল মেলা বসার আগের দিন থেকে জেলার বিভিন্ন স্থান থেকে আগত মাদকাসক্তারা সে ওরশ মাহফিল অনুষ্ঠানে ভিড় করতে দেখা গেছে।নাওডোবা বাজার মসজিদের ইমাম, মাওলানা, মুসল্লী গন, নাওডোবা আমজাদিয়া স্কুলের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষকরা এবং এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সরজমিন ঘুরে দেখা গেছে, এবং অভিযোগকারীদের সাথে আলাপ কালে তারা, দৈনিক সময়ের কণ্ঠ পত্রিকার সাংবাদিক দের, আক্ষেপ ও নিন্দার সাথে জানায় যে মরহুম আব্দুল হালিম মিয়া বয়াতি একজন শিল্পী, হিসেবে দেশবাসী চিনে কিন্তু তার আরো অনেক কিছুই আছে জানার মরহুম আব্দুল হালিম মিয়া বয়াতি দেশ-বিদেশ গান গাইয়া যে অর্থ উপার্জন করতো সেখান থেকে অধিক অংশ টাকা এলাকার গরীব দুঃখী মানুষের মাঝে বিলিয়ে দিত এবং মরহুম আব্দুল হালিম মিয়া বয়াতি নিজে একজন ধার্মিক ও গুণী ব্যক্তি ছিলেন আমরা এলাকাবাসী প্রতিবছর তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নফল রোজা, নামাজ পড়ে মন থেকে দোয়া করি এবং শোক পালন করি , কিন্তু তার বড় ছেলে নিশান এলাকার কিছু সন্ত্রাসী ,দুষ্কৃতী মাদক ব্যবসায়ীদের সাথে মিলেমিশে মেলা নামক ৩ দিনের আনন্দ উৎসব গোরে তুলেন, পুতুল নাচের নামে নর্তকী দিয়ে গান এবং নৃত্য পরিবেশন এবং এই মেলায় এমন সব বিনোদন থাকে যে গুলো ফ্যান্টাসি, ও নন্দন পার্কের মত জায়গায় দেখা যায়, আমাদের দেশে এই সমস্ত বিনোদন চালাতে হলে, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ সরকারের আরো বড় বড় কর্মকর্তাদের অনুমতি লাগে, কিন্তু আব্দুল হালিম মিয়া বয়াতির ছেলে নিশান প্রশাসনের কোন তোয়াক্কা না করে এই সকল কার্যকলাপে লিপ্ত, এবং এলাকার কেউ এই সমস্ত মাদক ব্যবসা অসামাজিক কর্মকাণ্ড পরিচালনায় বাধা দিতে গেলে, নিশান ক্ষোভের সাথে হুমকি প্রদান করেন যে শরীয়তপুরের সার্কেল এসপি আমার বন্ধু বাড়াবাড়ি করলে মাদক মামলায় চালান করিয়ে দিব,মেলায় ঘুরে আরো দেখা যায় এবং দোকান মালিকরাও অভিযোগ করেন প্রতিটি দোকান হইতে তরিক গং জোর পূর্বক আমাদের কাছ থেকে ,১০০০০-১৫০০০ টাকা আদায় করে নিচ্ছে,সেখানে ওরশ মাহফিল অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার পাগল মাস্তানরা নাওডোবা এলাকায় অবস্থান করে সেখানে মাদকের পসড়া বসিয়ে প্রকাশ্যে বিভিন্ন প্রকার মাদক বিক্রি করে আসছে আর সে পসড়ায় ভিড় করছে এলাকার উঠতি বয়েসের যুবকরা,ওরশ মাহফিল অনুষ্ঠানের নামে প্রকাশ্যে মাদক বিক্রি ও মাদক সেবনের ঘটনায় নাওডোবা এর আশে পাশের এলাকা গুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে অগ্রসর হচ্ছে। পাগল মেলার নামে প্রকাশ্যে মাদক ব্যবসা বন্ধ করে যুব সমাজকে রক্ষা করার জন্য , শরীয়তপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার, এর জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন নাওডোবা মসজিদ কমিটি, স্কুলের শিক্ষকবৃন্দও স্থানীয় শান্তি প্রিয় এলাকাবাসী।


আরও খবর



শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত:সোমবার ২২ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৮ মে ২০২৩ | ৮৮জন দেখেছেন

Image

মোঃআবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ 

রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ প্রকাশ্য জনসভায় আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে গতকাল ২২মে সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল নিয়ে তারা ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা ও গোলাকান্দাইল এলাকা প্রদক্ষিণ করে।


পরে ভুলতা স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গোলাম মর্তুজা পাপ্পা। সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, কাঞ্চন পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও গোলাকান্দাইল ইউপি চেয়ারম্যান কামরুল হাসান তুহিন, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া‌


মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহমেদ আলমাছ, কায়েতপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহেদ আলী, ভুলতা ইউপি চেয়ারম্যান ব্যারিষ্টার আরিফুল হক ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাছুম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শীলা রাণী পাল  প্রমুখ।


সভায় বক্তারা বলেন, বিএনপি নেতা চাঁদের বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত ও ঔদ্ধত্যপূর্ণ। প্রধানমন্ত্রীকে হত্যা করে তারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। স্বাধীনতা লুন্ঠিত করতে চায়। বাংলাদেশের অব্যাহত উন্নয়নকে বাধাগ্রস্থ করতে চায়। অবিলম্বে উষ্কানিদাতাদের সহ বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে গ্রেফতার করতে হবে। উল্লেখ্য গত ১৯মে শুক্রবার ১০ দফা দাবিতে রাজশাহীতে আয়োজিত সমাবেশে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দেন।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



দেশের আইসিটি ও টেলিকম খাতের জন্য মাসব্যাপী সেমিনার আয়োজন হুয়াওয়ের

প্রকাশিত:সোমবার ০৮ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৮ মে ২০২৩ | ১০৭জন দেখেছেন

Image


নিজস্ব প্রতিবেদক: বিশ্বের শীর্ষস্থানীয় আইসিটি ইক্যুইপমেন্ট ও সল্যুশন প্রদানকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে বাংলাদেশের আইসিটি ও টেলিকম খাতের সহযোগীদের জন্য মাসব্যাপী সেমিনার ও কর্মশালার আয়োজন করেছে। স্মার্ট বাংলাদেশের যাত্রাকে ত্বরান্বিত করতে ‘গাইড টু দ্য ইন্টেলিজেন্ট বাংলাদেশ’ শীর্ষক এই সেমিনারে বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক বর্তমান বিশ্বের নতুন অনেক উদ্ভাবন ও সল্যুশন নিয়ে আলোচনা করা হবে।

এই আয়োজনের প্রতিপাদ্য হচ্ছে: গাইড (জিইউআইডিই), যার পূর্ণ রূপ হচ্ছে: গিগাভার্স ইনিশিয়েটিভ, আল্ট্রা-অটোমেশন স্পিডআপ, ইনটেলিজেন্ট কম্পিউটিং অ্যান্ড নেটওয়ার্ক অ্যাজ আ সার্ভিস, ডিফারেনশিয়েটেড এক্সপেরিয়েন্স অন ডিমান্ড, ও এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভার্নেন্স। আগামী কয়েক সপ্তাহ হুয়াওয়ে-সহ এইসকল খাতের অন্যান্য অংশীজনরা সর্বাধুনিক প্রযুক্তিগত উদ্ভাবন, প্রয়োগ ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবে। 

রাজধানী ঢাকার গুলশানে অবস্থিত হুয়াওয়ে বাংলাদেশ একাডেমিতে অনুষ্ঠিত এই আয়োজনের প্রথম দিনে একটি মিডিয়া সেশন আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন হুয়াওয়ের সাউথ এশিয়া অফিসের প্রিন্সিপাল মার্কেটিং ম্যানেজার এস এম নাজমুল হাসান এবং হেড অব মিডিয়া তানভীর আহমেদ।

অনুষ্ঠানে হুয়াওয়ে সাউথ এশিয়ার মার্কেটিং ম্যানেজার এস এম নাজমুল হাসান বলেন, “বিভিন্ন খাতে দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য ডিজিটাল প্রযুক্তি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ও ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করার ক্ষেত্রে আমাদের সঠিক প্রযুক্তিগত সমাধান চিহ্নিত করার মধ্য দিয়ে সে সুযোগ কাজে লাগাতে হবে। উদ্ভাবন হুয়াওয়ের মূল চালিকাশক্তি; আমাদের প্রতিষ্ঠানের অর্ধেকেরও বেশি কর্মী গবেষণা ও উন্নয়ন (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট- আরঅ্যান্ডডি) কর্মী হিসেবে নিয়োজিত। আমাদের বিনিয়োগের একটি বড় অংশই ব্যয় হয় গবেষণা ও উন্নয়নে। শুধুমাত্র ২০২২ সালেই আমাদের আয়ের ২৫.১ শতাংশ (প্রায় দুই লক্ষ ৫০ হাজার কোটি টাকা)  গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ করা হয়েছে। পাশাপাশি, বিশ্বের বিভিন্ন প্রকল্পে আমাদের সমাধান ব্যবহার করার মধ্য দিয়ে আমরা বিস্তৃত অভিজ্ঞতা অর্জন করেছি। বাংলাদেশের ইকোসিস্টেমের জন্যও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন উদ্ভাবন ও খাতের অগ্রগতির ক্ষেত্রে মত বিনিময় আমাদের দেশের রূপান্তরে ও দেশকে সমৃদ্ধ করতে সহায়ক ভূমিকা পালন করবে আমাদের বিশ্বাস। এর মাধ্যমে স্মার্ট বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নের দিকে আমরা আরেকটু এগিয়ে যাবো।”

বিভিন্ন খাতের অতিথিদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। অতিথিরা পূর্বনির্ধারিত সময় অনুযায়ী এসে আয়োজনটি ঘুরে দেখবেন ও হুয়াওয়ে বিশেষজ্ঞদের কাছ থেকে সরাসরি অভিজ্ঞতা লাভের সুযোগ পাবেন।

উল্লেখ্য, হুয়াওয়ে বেস্ট মোবাইল ইনোভেশন ফর এমার্জিং মার্কেটস, ফাইভজি ইন্ডাস্ট্রি চ্যালেঞ্জ, বেস্ট মোবাইল টেকনোলোজি ব্রেকথ্রু ও বেস্ট মোবাইল নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারের জন্য এমডব্লিউসি বার্সেলোনা ২০২৩ ফর গ্লোমো’র চারটি পুরস্কার অর্জন করেছে।


আরও খবর

সেই টাইটানিক, যা আগে দেখেনি কেউ

বৃহস্পতিবার ১৮ মে ২০২৩




আজও বৃষ্টির সম্ভাবনা দেশের ৮ বিভাগে

প্রকাশিত:শুক্রবার ১৯ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৫৫জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:দেশের আট বিভাগের অনেক স্থানে আজ শুক্রবার বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকতে পারে শিলাবৃষ্টি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর দেশের ৪৪টি স্টেশনের আবহাওয়া পরিস্থিতি প্রতিদিন প্রকাশ করে। গতকাল সন্ধ্যায় দেওয়া আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ৪৪টি স্টেশনের সব কটিতেই কমবেশি বৃষ্টি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নেত্রকোনায় ৭৬ মিলিমিটার।

এ ছাড়া সাতক্ষীরায় ৬৪ মিলিমিটার, মোংলায় ৫৬ মিলিমিটার, খুলনা ও খেপুপাড়ায় ৫০ মিলিমিটার করে বৃষ্টি হয়। সবচেয়ে কম বৃষ্টি হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে ৪ মিলিমিটার।

গতকাল বৃষ্টি হয়েছে রাজধানীতেও ১৭ মিলিমিটার। এর আগের দিন বৃষ্টির পরিমাণ ছিল ৫০ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, এখন পশ্চিমা লঘুচাপের প্রভাব আছে। এর একটি বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ বা এর কাছাকাছি এলাকায় রয়ে গেছে। এই লঘুচাপ জলীয়বাষ্পে পরিপূর্ণ। এর সঙ্গে মিলছে পুবালি বাতাস। দুইয়ের সংমিশ্রণে ঘটছে বৃষ্টি বা ঝড়ো হাওয়া।


আরও খবর



গাইবান্ধায় তীব্র তাপদাহে ১ হাজার ৪ শ ৭২ হেক্টর জমির আম চাষ বিপর্যয়ের মুখে

প্রকাশিত:মঙ্গলবার ০২ মে 2০২3 | হালনাগাদ:শনিবার ২৭ মে ২০২৩ | ৭২জন দেখেছেন

Image
সিরাজুল ইসলাম রতন গাইবান্ধা সংবাদদাতা:-তীব্র তাপদাহে গাইবান্ধার  আম চাষে বিপর্যয় দেখা দিয়েছে । লাগাতার তাপদাহ ও গরমে গাছ থেকে ঝরে পড়ছে বাড়ন্ত আম । এতে বিপাকে পড়েছেন বাগান মালিক ও আম চাষীরা । গাছে সেচ ও স্প্রে করেও কোন ফল পাচ্ছেন না তারা । গাছ থেকে আম ঝরে পড়ে যেনো এক প্রকার আমের বিছানা লেগেছে বাগানগুলোতে ।

জেলার পলাশবাড়ী, সাদুল্লাপুর, গোবিন্দগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি, সুন্দরগঞ্জ, গাইবান্ধা, সদরসহ ৭ টি উপজেলার এ বছর ১ হাজার ৭ শ ৭২ হেক্টর জমিতে আম চাষ হচ্ছে বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।সরেজিমন তথ্যানুসন্ধানে দেখা যায় গাইবান্ধার জেলায় ৭ টি উপজেলায় গোপালভোগ , সূর্যাপূরী , আম্রপালী , ল্যাংড়া , ফজলি, বউভূলানী , আসিনিয়া , ছাতাপড়া , চিনিফজলী , সুরমাই ,মিশ্রীভোগ কালাপাহাড়ী , গুটি , মধুচুষি , খিরশাপাতি প্রায় ১৫ থেকে ২০ প্রজাতির আম চাষ হচ্ছে।

গাছে এবার আমও ধরেছে ভালো ।কিন্তু আমে এবার বিপর্যয় দেখা দিয়েছে । তীব্র তাপদাহে গাছ থেকে ঝরে পড়ছে বাড়ন্ত আম । পলাশবাড়ীর করতোয়া পাড়ায় আম বাগান মালিক হারুন হোসেন জানালেন , তারা আম নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন । প্রচন্ড তাপদাহে গাছ থেকে আম পড়ে বিছানা লেগেছে । এতে বিপাকে পড়েছেন বাগান মালিক ও আম চাষীরা । 

গাছে সেচ ও স্প্রে করেও কোন ফল পাচ্ছেন না তারা । গাছ থেকে আম ঝরে পড়ে এক প্রকার যেনো আমের বিছানা লেগেছে আম বাগান গুলোতে ।আম বাগান কিনে এবার ক্ষতির আশংকা করছেন আম বাগান ক্রেতারা । আমচাষে কৃষকদের সহযোগিতা ও পরামর্শ দিয়ে আসছে এমনটাই দাবি করেছেন কৃষি বিভাগ ।

 প্রায় তিন সপ্তাহ ধরে প্রায় ৩৯ ডিগ্রী সেলসিয়াস থেকে ৪১ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা ওঠানামা করছে । বৃষ্টি না হওয়ায় গরমে গাছের আম ঝরে পড়ছে ।সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আমবাগান মালিক বলেন আমের ফলন ভালো হলে ও  অতিরিক্ত খড়ার কারনে গাছ থেকে আম ঝড়ে পরছে।কৃষি বিভাগের পরামর্শ প্রয়োজন।

সাদুল্লাপুর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা ফারুক বলেন অতিরিক্ত খড়ায় আম ঝড়ে পরছে। আম ঝড়ে পড়া প্রতিরোধে আম গাছের গোড়ায় পর্যাপ্ত পানি রাখতে হবে।এছাড়াও পটাস সালফার প্রয়োজন মোতাবেক গাছের গোড়ায় দিতে হবে।পলাশবাড়ী উপজেলা কৃষি অফিসার ফাতেমা কায়সার মিশু কাছে জানতে চাইলে তিনি আম উৎপাদন - বিপনন ও বিপর্যয়  নিয়ে নিদিষ্ট  কোন তথ্য প্রদান করতে পারে নাই।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাইবান্ধার উপ পরিচালক খোরশেদ আলম  বলেন বৃষ্টি না হলে এবং এ পরিস্থিতি অব্যাহত থাকলে এবার আম উৎপাদনে বিপর্যয়ে পড়বে বাগান মালিক ও আমচাষীরা । এ পরিস্থিতি মোকাবেলায় কৃষি বিভাগ আম চাষীদের সহায়তা ও পরামর্শ দিচ্ছেন । আম গাছের আমের  ডগা-পাতায় পানি। স্প্রে এবং গাছের গড়ায় সেচ অব্যাহত রাখতে বলছেন ।কৃষি বিভাগ যাই বলুক এই আবহাওয়া অব্যাহত থাকলে চলতি মৌসুমে আম চাষ ব্যাহত হওয়ার আশংকা করছেন কৃষিবিদসহ আম চাষী ও আম ব্যবসায়ীরা।

আরও খবর



ড. ইউনূসের মামলা কার্যতালিকা থেকে বাদ

প্রকাশিত:মঙ্গলবার ০৯ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৯৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের ১১শ কোটি টাকা কর ফাঁকির অভিযোগে দায়ের করা মামলা কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার কার্যতালিকা থেকে মামলাটি বাদ দেওয়া হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমির উদ্দিন।

এর আগে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস ২০১২-১৭ এই পাঁচ বছরে ১১শ কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন বলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) হাইকোর্টকে জানায়।

কর ফাঁকির বড় মামলার বিষয়ে গতকাল সোমবার উচ্চ আদালত হাইকোর্টে আদেশ দেওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে আজ মঙ্গলবার দিন ঠিক করেন হাইকোর্ট। তারই ধারাবাহিকতায় আজ মামলাটি তালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

এর আগে ইউনূসের প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ১১শ কোটি টাকার আয়কর রিটার্নের মামলা চালুর জন্য হাইকোর্টে আবেদন করে রাষ্ট্রপক্ষ।


আরও খবর