Logo
আজঃ রবিবার ২৬ মার্চ ২০২৩
শিরোনাম

নাইকো মামলায় খালেদার অভিযোগ গঠনের শুনানি ১৪ ফেব্রুয়ারি

প্রকাশিত:সোমবার ৩০ জানুয়ারী ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৬ মার্চ ২০২৩ | ৮৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় পরবর্তী চার্জ শুনানির তারিখ আগামী ১৪ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালত এই তারিখ ধার্য করেন।

এদিন মামলাটিতে খালেদা জিয়ার পক্ষে চার্জশুনানি জন্য ধার্য ছিল। কিন্তু এদিন খালেদা জিয়ার আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। এ জন্য তার পক্ষে অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ শুনানি পেছানোর আবেদন করেন। আদালত সময় আবেদন মঞ্জুর করে চার্জশুনানির পরবর্তী এ তারিখ ধার্য করেন।

কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে ২০০৭ সালে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে দুদক। পরের বছরের ৫ মে ওই মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন দুদকের সহকারী পরিচালক এসএম সাহেদুর রহমান। অভিযোগপত্রে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ আনা হয়।

২০১৭ সালের ২০ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের স্পেশাল পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল আদালতে খালেদা জিয়াসহ মামলার ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানান।


আরও খবর



ইরান যুদ্ধবিমান কিনছে রাশিয়া থেকে

প্রকাশিত:রবিবার ১২ মার্চ ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৬ মার্চ ২০২৩ | ৮২জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক আরও জোরদার হচ্ছে। দেশটি ইউক্রেনে যুদ্ধের জন্য রাশিয়াকে ড্রোন ছাড়াও অন্যান্য অস্ত্র দিয়ে সাহায্য করে আসছে বলে পশ্চিমাদের অভিযোগ। তবে এবার রাশিয়া থেকে ইরান অস্ত্র কিনছে বলে খবর বেরিয়েছে।

গতকাল শনিবার ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, রাশিয়া থেকে উন্নত এসইউ-৩৫ যুদ্ধবিমান কেনার চুক্তিতে পৌঁছেছে ইরান। নিউইয়র্কে জাতিসংঘের ইরানি মিশনের বরাত দিয়ে আইআরআইবি জানায়, এসইউ-৩৫ যুদ্ধবিমান প্রযুক্তিগতভাবে ইরানে গ্রহণযোগ্য এবং ইরান এই যুদ্ধবিমান কেনার চুক্তি চূড়ান্ত করেছে।

তবে এই চুক্তি নিয়ে রাশিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। আইআরআইবি বলছে, বিভিন্ন দেশ থেকে ইরান সামরিক যুদ্ধবিমান কেনার বিষয়ে কথা বলছে। তবে তারা দেশের নাম প্রকাশ করেনি।

গত বছরের জুলাইতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলী খামেনির সঙ্গে দেখা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি ইরানের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার ব্যাপারে জোর দেন।


আরও খবর



নাইক্ষ্যংছড়ি সীমান্তে প্রশাসন ও বিজেবি'র অভিযানে ১০৯টি গরু জব্দ

প্রকাশিত:শনিবার ২৫ মার্চ ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ মার্চ ২০২৩ | ২৩জন দেখেছেন

Image

আমান উল্লাহ, কক্সবাজার: নাইক্ষ্যংছড়ি ও রামু সীমান্তে  উপজেলা প্রশাসন ও বিজিবি'র যৌথ  অভিযানে ১০৯টি চোরাই গরু জব্দ করা হয়েছে।গত শুক্রবার (২৪ মার্চ) বিকেলে উপজেলা সদরের কম্বনিয়া গ্রামে অভিযান চালিয়ে ২১টি অবৈধ বার্মিজ গরু জব্দ করে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন,১১ বিজিবি ও নাইক্ষ্যংছড়ি পুলিশের সমন্বয়ে গড়া ট্রাক্সফোর্স।বিষয়টি নিশ্চিত করেছেন,ট্রাস্কফোর্সের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা।

এর আগে ২টি অভিযানে ৮৮ টি বার্মিজ গরু জব্দ করে ট্রাস্কফোর্স।অভিযানের বিষয়ে ১১ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ রেজাউল করিম জনান, সীমান্তে বিজিবি কঠোর অবস্থান রয়েছে।বিশেষ করে গরু চোরাকারবারীদের বিরুদ্ধে রাত দিন অভিযান চলছে। আর হাতে নাতে যাকে পাওয়া যাবে তার বিরুদ্বে আইন গত ব্যবস্থা নেয়া হবে। 


আরও খবর



গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগের ম্যাচের সময় সূচী প্রকাশ

প্রকাশিত:বৃহস্পতিবার ০৯ মার্চ ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ মার্চ ২০২৩ | ৯৩জন দেখেছেন

Image

আজাদ হোসেন: গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স প্রথম বিভাগ হকি লীগ-২০২১ এর ম্যাচের সময় সূচী প্রকাশ করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। বাংলাদেশ হকি ফেডারেশনের উদ্যোগে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন প্রথম বিভাগ হকি লীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ হুমায়ুন।

এই লিগে খেলবে ১২ দল। সিঙ্গেল লিগ পদ্ধতিতে অনুষ্ঠেয় লিগে অংশ নেওয়া ক্লাবগুলো হলো- ঊষা ক্রীড়া চক্র,ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব,হকি ঢাকা ইউনাইটেড, পিডব্লিউডি এসসি,ব্যাচেলর্স এসসি, কম্বাইন্ড এসসি, রেলওয়ে এসসি,শিশু-কিশোর সংঘ, মুক্ত বিহঙ্গ তরুণ সংঘ, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, শান্তিনগর স্পোর্টিং ক্লাব ও রায়েরবাজার স্পোর্টিং ক্লাব। 

১১ মার্চ ১:৩০ ঘটিকায় ওয়ান্ডারার্স ক্লাব বনাম শান্তিনগর এসব. সি,৩:৩০ মিনিটে ঊষা ক্রীড়া চক্র বনাম রায়ের বাজার এস.সি এর ম্যাচের মধ্য দিয়ে লীগের খেলা শুরু হচ্ছে।


আরও খবর

বাংলাদেশ ইতিহাস গড়ে সিরিজ জিতল

বৃহস্পতিবার ২৩ মার্চ 20২৩

১০১ রানে শেষ আয়ারল্যান্ড

বৃহস্পতিবার ২৩ মার্চ 20২৩




বাংলাদেশ প্রেসক্লাব মাধবপুর উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি ইয়াবা সহ গ্রেফতার

প্রকাশিত:মঙ্গলবার ০৭ মার্চ ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ মার্চ ২০২৩ | ৯২জন দেখেছেন

Image

মোঃ আব্দুল হান্নান: বাংলাদেশ প্রেসক্লাব হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি,একটি অনলাইন পোর্টালের কথিত  সাংবাদিককে ১৮০ পিস ইয়াবাসহ আটক করেছে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।বাংলাদেশ প্রেসক্লাব মাধবপুর উপজেলা শাখার কমিটির অনুমোদিত তালিকা থেকে জানা যায় সে সিনিয়র সহ সভাপতির দায়িত্বে আছে।

সোমবার ৬ মার্চ সকালে হবিগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রিয়াজনগর এলাকায় কথিত সাংবাদিক মোঃ সামসুল হক উজ্জ্বল এর নিজ ঘরের শয়ন কক্ষে পলি প্যাকেটের ভেতর লুকিয়ে রাখা ১ শ ৮০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।হবিগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কাজী হাবিবুর রহমান জানান,কথিত সাংবাদিকের নাম মোঃ সামসুল হক উজ্জ্বল  (৩৫)।সে ইয়াবা বিক্রিয় চক্রের ডিলার।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সন্দেহ এড়াতে সাংবাদিক পরিচয়কে রক্ষাকবচ হিসেবে ব্যবহার করে আসছে।সে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রিয়াজনগর গ্রামের মোঃ ফজলুল হকের ছেলে। তবে শামসুল হক কোন অনলাইনের সাংবাদিক সে পরিচয় প্রকাশ করেননি ওই কর্মকর্তা।মাধবপুর থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান জানান,এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

-খবর প্রতিদিন/ সি.বা


আরও খবর



পদত্যাগ না করলে সরকারের ফয়সালা রাজপথেই হবে: মির্জা ফখরুল

প্রকাশিত:বুধবার ০৮ মার্চ ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ মার্চ ২০২৩ | ১০৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: পদত্যাগ না করলে সরকারের ফয়সালা রাজপথেই করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার বিকেলে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭তম কারাবন্দি দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমি খুব সুস্পষ্ট করে বলতে চাই, আমাদের সামনে কোনো বিকল্প নাই। এরা সহজে যায় না, এদেরকে ধাক্কা মারতে হয়। আপনাদের অনেকে ‘‘হীরক রাজার দেশে’’ ছবিটা দেখেছেন না? ছবিতে কী বলছে- ‘‘দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান’’। সুতরাং দড়ি ধরে টান মারার সময় এসেছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি আমাদেরকে খুব পরিস্কার করে বলে দিয়েছেন যে, ফয়সালা হবে রাজপথে। রাজপথেই আমরা আছি, রাজপথেই এর মীমাংসা আমরা করব ইনশাল্লাহ। এখনো সময় আছে সরে যান

তিনি বলেন, ‘আমরা পরিস্কার করে বলতে চাই, কোনো কথা বলে লাভ হবে না। এখনো সময় আছে, আমরা যে ১০ দফা দিয়েছি সেই ১০ দফা মেনে নিন। পদত্যাগ করুন, সংসদ বিলুপ্ত করুন এবং তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। এটাই শেষ সময়, এটা মেনে নেন। তা নাহলে বার বার একই কথা বলছি, আবারও বলছি, পালাবার পথ খুঁজে পাবেন না।’

মির্জা ফখরুল বলেন, ‘এই কথা বললে আপনাদের গায়ে লাগে। বলেন, কোথায় পালাব? পালিয়েছেন তো অতীতে। সব পালিয়েছেন। কেউ পাকিস্তানে পালিয়েছেন, কেউ ভারতে পালিয়েছেন ১৯৭১ সালে। এবার কিন্তু সেই পথও খুঁজে পাবেন না। আবারও বলছি, দয়া করে পরিবর্তন নিয়ে আসুন। এই সংকট উত্তরণ করুন। নইলে কোথাও পালাবার পথ পাবেন না।

তিনি বলেন, ‘আজকে তারেক রহমানের ১৭তম কারাবন্দি দিবস। এই কারাবন্দি দিবস তখনই আমাদের সফল হবে যখন আমরা ঐক্যবদ্ধ আন্দোলন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এদেরকে পরাজিত করে জনগণের সরকার, জনগণের একটা দেশ, মুক্ত একটা সমাজ, গণতান্ত্রিক সমাজ, গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে পারব, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারব, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পারব- তাহলেই হবে সফলতা। আসুন সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাই।

রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিউশন মিলনায়তনে বক্তব্য দিয়ে ফেরার পথে যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নাকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আমি অবিলম্বে মোনায়েম মুন্নাকে মুক্তির দাবি জানাচ্ছি। রুহুল কবির রিজভীসহ আটক নেতাদের মুক্তি দাবি করছি। এভাবে অন্যায়ভাবে গ্রেপ্তার করা, আটক করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। অন্যথায় জনগণ এর প্রতিরোধ গড়ে তুলবে, এর জবাব আপনাদেরকে দেওয়া হবে।


আরও খবর