আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
ফের ইউরোপে গ্যাসের সরবরাহ কমালো রাশিয়া
আবারও ইউরোপে গ্যাসের সরবরাহ কমালো রাশিয়া। দেশটি থেকে ইউরোপে গ্যাস সরবরাহের প্রধান লাইন হচ্ছে নর্ড স্ট্রিম-১। এটি দিয়ে সক্ষমতার চেয়ে গ্যাসের সরবরাহ কমানো হয়েছে ২০ শতাংশ।
পশ্চিমবঙ্গের রাজনীতিতে উত্তেজনা ছড়ালেন মিঠুন চক্রবর্তী
২০২৪ সালে অনুষ্ঠিত হবে ভারতের লোকসভার নির্বাচন। এতে বিজেপি ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। মমতা ব্যানার্জী জোর দিয়ে বলেছেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কেন্দ্রে কোনোভাবেই ক্ষমতায় আসবে না বিজেপি।
৩০০ বছরে সবচেয়ে বড় গোলাপি হীরার সন্ধান
উত্তর পূর্ব অ্যাঙ্গোলায় খননকারীরা একটি বড় আকারের দুর্লভ ও বিশুদ্ধ গোলাপি হীরা পেয়েছেন। বলা হচ্ছে গত ৩০০ বছরে এ ধরনের যত হীরার টুকরো খনিতে পাওয়া গেছে তার মধ্যে এটিই সবচেয়ে বড়। ওই খনির অস্ট্রেলিয়ান পরিচালনাকারীরা ১৭০ ক্যারেটের হীরাটির নাম দিয়েছেন ‘দ্যা লুলো রোজ’। যে খনিতে এটি পাওয়া গেছে তার নাম হচ্ছে লুলো।
ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৫, আহত ৬০
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত কমপক্ষে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছে আরও ৬০ জন। বুধবার (২৭ জুলাই) স্থানীয় সময় সকাল ৮টা ৪৩ মিনিটে দেশটির উত্তরাঞ্চলে আঘাত হানে এ ভূকম্পন। এতে কয়েক জায়গায় ছোট ভূমিধসসহ বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
লন্ডন থেকে যুক্তরাষ্ট্রগামী প্লেনের জরুরি অবতরণ
যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্রগামী একটি যাত্রীবাহী প্লেন জরুরি অবতরণ করেছে। এক যাত্রীর অস্বাভাবিক আচরণের কারণে স্থানীয় সময় মঙ্গলবার লন্ডন থেকে লস অ্যাঞ্জেলেসগামী ওই ফ্লাইটটি জরুরি অবতরণ করে। ভার্জিন আটলান্টিক এয়ারলাইন্সের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে বলে এনবিসি নিউজের এক প্রতিবেদনে জানানো হয়।
অর্থপাচার মামলায় সোনিয়া গান্ধীকে ফের ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
ন্যাশনাল হেরাল্ড পত্রিকা সংশ্লিষ্ট এক অর্থপাচার মামলায় ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে ফের জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটরের (ইডি)। বুধবার (২৭ জুলাই) তাকে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।
ইউক্রেন যুদ্ধে প্রায় ৪০ হাজার রুশ সেনা নিহত: জেলেনস্কি
ইউক্রেন যুদ্ধে প্রায় ৪০ হাজার রুশ সেনা নিহত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এমন দাবি করেছেন। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তারপর থেকে এখন পর্যন্ত দুপক্ষেরই বহু সেনা হতাহত হয়েছে। এক ভাষণে জেলেনস্কি বলেন, এই সংখ্যা (রুশ সেনা নিহত) এখন পর্যন্ত প্রায় ৪০ হাজার। সংঘাত শুরুর পর থেকে রুশ সেনারা বহু বেসামরিক নাগরিককে হত্যা করেছে। এছাড়া হাজার হাজার মানুষ আহত ও পঙ্গু হয়ে পড়েছে।
সিঙ্গাপুরে গোতাবায়ার ভিসার মেয়াদ বাড়লো আরও ১৪ দিন
শ্রীলঙ্কার সদ্য সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে ১৪ দিনের স্বল্পমেয়াদি ‘ভিজিট পাস’ দিয়েছিল সিঙ্গাপুর। এবার সেটির মেয়াদ আরও দুই সপ্তাহ অর্থাৎ ১৪ দিন বাড়িয়েছে দেশটি। স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গোতাবায়ার স্বল্পমেয়াদি ভিজিট পাস, যা তিনি দুই সপ্তাহ আগে ব্যক্তিগত সফরে আসার সময় জারি করা হয় সেটি আরও ১৪ দিন বাড়ানো হয়েছে।
আইএমএফের রেজিলিয়েন্স ট্রাস্ট থেকে ঋণ চেয়েছে বাংলাদেশ
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবলিটি ট্রাস্ট (আরএসটি) থেকে ঋণের জন্য আলোচনা শুরু করতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (২৬ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন আইএমএফের এশিয়া প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন। খবরে বলা হয়েছে, এশিয়ার মধ্যে প্রথম দেশ হিসেবে বৈশ্বিক দাতা সংস্থাটির রেজিলিয়েন্স ট্রাস্ট থেকে ঋণ চেয়েছে বাংলাদেশ। দেশটি জলবায়ু পরিবর্তনের প্রভাব কীভাবে প্রশমিত করা যায়, সে বিষয়ে মনোযোগ বাড়াতে চায়।
জ্বালানি চুক্তিতে সই করতে যাচ্ছে গ্রিস ও সৌদি আরব
গ্রিস ও সৌদি আরবের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির একটি চুক্তি সই হতে যাচ্ছে। একই সঙ্গে দেশ দুটির মধ্যে বিনিয়োগ ও নিরাপত্তা ইস্যুতেও আলোচনার কথা জানিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস)। গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসের সঙ্গে এথেন্সে এক বৈঠকে এসব কথা বলেন সৌদি প্রিন্স।