Logo
আজঃ মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

মোরেলগঞ্জে উন্নয়ন সহযোগীদের কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ | ১১৯জন দেখেছেন

Image

শেফালী আক্তার রাখি মোরেলগঞ্জ, বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে সংশ্লিষ্ট উন্নয়ন সহযোগীদের সাথে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় সদর ইউনিয়ন পরিষদের মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন পানিই জীবন প্রকল্পের আয়োজনে ভেলভেটাস বাংলাদেশ এর অর্থায়নে এ কর্মশালায় সভাপতিত্ব করেন সদর ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির মোল্লা। আলোচনা সভায় বক্তৃতা করেন ইউনিয়ন উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. জাকির হোসেন, প্রাণীসম্পদ সহকারি কর্মকর্তা শোভন বিশ্বাস, সুশীলনের কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার মো. শাহ আলম, ইউপি সদস্য মো. মনিরুজ্জামান মোল্লা, সংরক্ষিত ইউপি সদস্য জাহানারা আক্তার খুকি প্রমুখ। দিনব্যাপী এ কর্মশালায় সরকারি বেসরকারি দপ্তরের ৩০ জন, স্টক হোল্ডারের প্রতিনিধি ও জনপ্রতিনিধিরা অংশ গ্রহন করেন। 


আরও খবর



খাগড়াছড়িতে ১৫ কোটি টাকা ব্যয়ে ৮টি নতুন ভবন উদ্বোধন

প্রকাশিত:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ১০৫জন দেখেছেন

Image

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি:খাগড়াছড়িতে  শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর বাস্তবায়িত  ১৫ কোটি টাকা ব্যায়ে জেলার স্কুল, মাদ্রাসার ৮টি  নতুন  একাডেমিক ভবনের  উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১২নভেম্বর)সকালের দিকে খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জেলার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর বাস্তবায়িত ১৫ কোটি টাকা ব্যয়ে ৮টি  নতুন  একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নলেন্দ্র ত্রিপুরা, র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব ভবন উদ্বোধন করেন 

খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান ( প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

যেসমস্ত নতুন  একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়, খাগড়াছড়ি মিউনিসিপাল মডেল উচ্চ বিদ্যালয়,

খাগড়াছড়ি সদর উপজেলার  মনিগ্রাম উচ্চ বিদ্যালয়,মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়,মহালছড়ি উপজেলার বীরশ্রেষ্ট মুন্সি আব্দুর রউফ উচ্চ বিদ্যালয়,  দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়, দীঘিনালা উপজেলার চংড়াছড়ি উচ্চ বিদ্যালয়, মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসা।

এসময়  খাগড়াছড়ি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা,  খাগড়াছড়ি সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান,  খাগড়াছড়ি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী প্রিসলি চাকমা, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সনজীব ত্রিপুরা, পেরাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা সহ জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আরও খবর



রাজধানীর হাজারীবাগে দুই নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ | ১১৭জন দেখেছেন

Image

শফিক আহমেদ :রোববার (১২ নভেম্বর) মধ্যরাতে (১২টা) এ রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে। দুই বোনের মধ্যে একজনকে (নাসরিন) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। চিকিৎসক এখানে তাকে মৃত ঘোষণা করেন। বাকি একজনের মরদেহ (জেসমিন) ঘটনাস্থলে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদ আলী তিনি বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে রক্তাক্ত অবস্থায় জেসমিন আক্তার ও নাসরিন আক্তারকে পড়ে থাকতে দেখি। নাসরিন আক্তার তখনো জীবিত ছিলেন মনে হওয়ায় স্বজনদের সহযোগিতায় ঢাকা মেডিকেলে নিয়ে যাই।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



নওগাঁয় তাল গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ | ৪০জন দেখেছেন

Image

নওগাঁ প্রতিনিধি:নওগাঁর মহাদেবপুরে রাস্তার পাশের তাল গাছের সাথে ধাক্কা লেগে তারেক হোসেন (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মর্মান্তিকভাবে নিহত হয়েছে। শুক্রবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৭টার উপজেলার রসুলপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তারেক হোসেন পাশ্ববর্তী নওগাঁ সদর থানার নিন্দইন গ্রামের মকবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তারেক হোসেন মহাদেবপুর উপজেলার চৌমাসিয়া (নওহাটা) মোড়ে সেলাই মেশিনের কাজ করতো। প্রতিদিনের মতো তিনি ওই মোড় থেকে কাজ শেষ করে মোটসাইকেল নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে উপজেলার ভীমপুর ইউপির রসুলপুর গ্রামীন সড়কে অসাবধানতা বসত রাস্তার পাশে থাকা তালগাছের সাথে সজোরে ধাক্কা লাগে। গাছের সাথে ধাক্কা লেগে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে তার পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে তার লাশ নিয়ে যায়।

নওহাটা ফাঁড়ির ইনচার্জ জিয়াউর রহমান জিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। তিনি নিজে নিজেই গাছের সাথে ধাক্কা লেগে মৃত্যু বরণ করেছে বলে পরিবারের অনুরোধে পরিবারের নিকট তার লাশটি হস্তান্তর করা হয়েছে।


আরও খবর



সরকার কোনো ধরনের নিষেধাজ্ঞায় উদ্বিগ্ন নয়: ওবায়দুল কাদের

প্রকাশিত:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ | ৬১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:জাতীয় নির্বাচন সামনে রেখে কোনো ধরনের নিষেধাজ্ঞায় সরকার উদ্বিগ্ন নয় বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ।

শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্র যদি নিষেধাজ্ঞা দিতে চায় তাহলে বিএনপি ও তার দোসরাই নিষেধাজ্ঞা পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। নিষেধাজ্ঞা আসলে বিএনপির বিরুদ্ধে আসবে। বিএনপিই নির্বাচনের পথে প্রধান অন্তরায়।

বিএনপির বিরুদ্ধে এখনও কেন নিষেধাজ্ঞা আসছে না সেই প্রশ্ন করেন কাদের। এসময় দেশি বিদেশি চক্র গার্মেন্টস শিল্প নিয়ে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে ১০ ডিসেম্বর ‘গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে’ ক্ষতিগ্রস্ত পরিবারের প্ল্যাটফর্ম ‘মায়ের ডাক’-এর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। যদিও এই কর্মসূচি পালনে এখনও কোনো অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

তবে ওবায়দুল কাদের বলেন, ১০ ডিসেম্বর বেশি বাড়াবাড়ি করলে জনগণ প্রতিহত করবে। এদিন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর রয়েছে।

নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে অনেক মন্ত্রী-এমপিকে শোকজ করা হয়েছে। এ নিয়ে ওবায়দুল কাদের বলেন, আচরণবিধি লঙ্ঘনের জন্য অনেক মন্ত্রী-এমপি শোকজ পেয়েছে, যা বিরল।

তিনি আরও বলেন, ৭ জানুয়ারির নির্বাচনকে প্রভাবমুক্ত করতেই ইউএনও ওসি বদলি করা হচ্ছে।

১৪ দল আর জাতীয় পার্টির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে কোনো সমঝোতা হয়নি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এ জন্য অপেক্ষা করতে হবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। এরপরে আসন সমঝোতা নিয়ে কোনো সংকট থাকবে না।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩




কালিয়াকৈরে যাত্রী বেশে বাসে আগুন

প্রকাশিত:সোমবার ০৪ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৭৭জন দেখেছেন

Image

সাগর আহম্মেদ,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:বিএনপি’র অষ্টম দফায় ডাকা হরতাল অবরোধের প্রথম দিনে গাজীপুরের কালিয়াকৈরে চলন্ত ট্রাকে এবার একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা যাত্রী বেশে ওই বাসে আগুন দিয়েছে। বোরবার রাঁতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ইউসুফ পরিবহনের একটি বাস টাঙ্গাইল যাচ্ছিল। যাওয়ার পথে বাসটি রাঁত পৌণে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা এলাকায় পৌঁছে। এসময় এক নারীসহ ১০-১২জন যাত্রী অল্প বয়সের যাত্রী ওই বাসে উঠেন। পরে যাত্রী নিয়ে কিছুদুর চন্দ্রা ফ্লাইওভার এলাকা পার হওয়ার আগেই বাসে থাকা নারী আগুন আগুন বলে চিৎকার করে। আগুন দেখে তাৎক্ষণিকভাবে সব যাত্রী চালক বাস থেকে নেমে যায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ততক্ষণে আগুনে সম্পূর্ন বাসটি পুড়ে যায়। এতে কোন হতাহতের কোন ঘটনা ঘটেনি। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আতাউর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে সম্পূর্ন বাসটি পুড়ে যায়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, আগুনে বাসটি পুড়ে গেছে। এঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, এর আগে সকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় রডবোঝাই চলন্ত একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় চালক ও তার হেলতার অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেওতারা দুজনই আগুনে দ্বগ্ধ হন।


আরও খবর