Logo
আজঃ শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

‘মোখা’ দেখতে সৈকতে ভিড়, যে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত:রবিবার ১৪ মে ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১০৮জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: ঘূর্ণিঝড় ‘মোখা’ দেখতে কক্সবাজার, কুয়াকাটাসহ বিভিন্ন সৈকতে জড়ো হয়েছেন শত শত মানুষ। তাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজার সাগর পাড়ে যারা ‘মোখা’ দেখার উৎসব করছেন তাদের ফিরিয়ে আনতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি আরও জানান, উপকূলীয় এলাকায় এ পর্যন্ত সাড়ে সাত লাখের বেশি মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে উঠেছেন। তিনি বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন, পুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস প্রস্তুত আছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা মিয়ানমারের রাখাইন রাজ্যের উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। ইতোমধ্যে রাখাইন রাজ্যে প্রবল বাতাস বইছে, শুরু হয়েছে বৃষ্টি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান জানিয়েছেন, অতিপ্রবল ঘূর্ণিঝড়টি যে অঞ্চল দিয়ে অতিক্রম করছে সেটা টেকনাফ থেকে ৫০-৬০ কিলোমিটার দক্ষিণ দিকে। ওই অঞ্চল দিয়ে অতিক্রম করাতে বাংলাদেশে ঝুঁকির পরিমাণ কম। বিশেষ করে কক্সবাজার, টেকনাফ এসব অঞ্চলে ঝুঁকির পরিমাণ অনেকটা কম। বেশি ঝুঁকি হবে মিয়ানমার ও তার দক্ষিণের অঞ্চলে।

মিয়ানমার আবহাওয়া অধিদপ্তর বলছে, অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা রাখাইন উপকূলে আঘাত হানবে। সংস্থাটি বলছে, ইতোমধ্যে মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে।


আরও খবর



তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় একাধিক পদে লোক নেবে

প্রকাশিত:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ৭৭জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় একাধিক শূন্য পদে লোক নেবে। এ জন্য বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি। বুধবার (২০ সেপ্টেম্বর) থেকেই আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ১৯ অক্টোবর পর্যন্ত।  আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় 

পদের সংখ্যা: ৩টি 

লোকবল নিয়োগ : ২০ জন 

কর্মস্থল : ঢাকা

পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৯টি 

বেতন: ১১,০০০-২৬,৫৯০ ( গ্রেড-১৩)

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান ডিগ্রি

বয়সসীমা:  সর্বোচ্চ ৩০, তবে বিভাগীয় প্রার্থীদের জন্য ৪০ পর্যন্ত শিথিল।

পদের নাম: অফিস সহকারী কম্পিউটার অপারেটর 

পদসংখ্যা: ২টি বেতন: ৯,৩০০-২২,৪৯০ (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান 

বয়সসীমা: সর্বোচ্চ ৩০, তবে বিভাগীয় প্রার্থীদের জন্য ৪০ পর্যন্ত শিথিল।

পদের নাম: অফিস সহায়ক 

পদসংখ্যা: ৯টি বেতন: ৮,২৫০-২০,০১০ (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান 

বয়সসীমা: ১৮-৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।আবেদন ফি : ১ ও ২ নং পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং ৩ নং পদের জন্য ১১২ টাকা। 

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে  ক্লিক করুন।

আবেদনের শেষ সময় : ১৯ অক্টোবর ২০২৩


আরও খবর



চা পাতার ন্যায্যমূল্য চাষিরা না পেলে অকশন সেন্টার মূল্যহীন: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত:শনিবার ০২ সেপ্টেম্বর 2০২3 | হালনাগাদ:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৪৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আমরা অকশন সেন্টার করলাম কিন্তু চা চাষিরা লাভবান হলো না। তাহলেতো এই অকশন সেন্টার মূল্যহীন। চা চাষিরা যদি পাতার ন্যায্যমূল্য না পান তাহলে এক সময় চা চাষ বন্ধ হয়ে যাবে। সে কারণে অকশন সেন্টারের পাশাপাশি নির্ধারিত মূল্যে কারখানাগুলো যেন পাতা ক্রয় করে এজন্য ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের মোট চা উৎপাদনের ৬৫ ভাগই উৎপাদিত হয় সিলেট অঞ্চলে। সেখানে চায়ের অকশন মার্কেট করতে সময় লেগেছে একশো বছর। আমরা উত্তরাঞ্চলের মানুষ সৌভাগ্যবান যে মাত্র ২০ বছরের মাথায় আজ পঞ্চগড়ে চায়ের অকশন সেন্টার উদ্বোধন করতে পারলাম।

চা চাষিদের উদ্দেশ্য করে তিনি বলেন, কাঁচা চা পাতার ন্যায্যমূল্য পেতে হলে সঠিকভাবে পাতা চয়ন করতে হবে। বড় আকারের ডালপালাসহ পাতা কারখানায় দিলে চায়ের মান খারাপ হয়ে যায়। অকশনে মার্কেটে চায়ের দাম কম পাওয়া যায়। এজন্য মেশিন দিয়ে পাতা উত্তোলন করতে হবে। এতে করে সঠিকভাবে চা পাতা চয়ন করা যাবে। তবে একেকটি মেশিনের দাম আড়াই থেকে তিন লাখ টাকা। আমরা মন্ত্রণালয় থেকে চা চাষিদের বিনামূল্যে মেশিন দেবো। এসব মেশিনের দেখে অন্য চা চাষিরাও উদ্বুদ্ধ হবেন।

তিনি বলেন, শুরুতে অনলাইলে অকশন মার্কেট উদ্বোধন করা হলো। অনলাইনেতো আর দীর্ঘদিন মার্কেট চালানো যাবে না। কিছুদিন পর ফিজিক্যালি অকশন মার্কেট করতে হবে। ফিজিক্যালি মার্কেট চালু হলে বায়ারদের থাকা খাওয়ার জন্য তারকা মানের হোটেল করতে হবে। ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করা গেলে বিডার/বায়াররা সকালে ঢাকা থেকে এসে নিলামে অংশ নিয়ে বিকেলে আবার ঢাকায় ফিরতে পারবে। আমরা চেষ্টা করবো কীভাবে এই বিমানবন্দরটি চালু করা যায়।

সমতলে চায়ের ভূবন, পঞ্চগড়ে স্বাগতম’ স্লোগানে স্মল টি গার্ডেন ওনার্স অ্যান্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি, সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল আলম ও রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান।

জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য দেন পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট প্রমুখ।

স্বাগত বক্তব্য দেন ল’ টি গার্ডেন ওনার্স অ্যান্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র সভাপতি আমিরুল হক খোকন।অনলাইন চা নিলাম কেন্দ্রের উদ্বোধনী দিনে ১৫ জন বিডারের অংশগ্রহণে সুপ্রিম টি লিমিটেডের উৎপাদিত দুইশো কেজি চা সর্বোচ্চ মূল্য ৫৪৩ টাকা দরে ক্রয় করে তেঁতুলিয়ার ভজনপুরের চৌধুরী এন্টারপ্রাইজ।


আরও খবর



ফুলবাড়ীতে কিডনি রোগে আক্রান্ত আমিরুল ইসলাম বাঁচতে চায়

প্রকাশিত:বুধবার ১৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১০৮জন দেখেছেন

Image

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পশ্চিম গৌরীপাড়া গ্রামের মৃত আতাউর রহমান এর পুত্র মোঃ আমিরুল ইলসাম বিপুল (৩৫) কিডনি রোগে আক্রান্ত হয়ে ধুকছে চিকিৎসার খরচ বহন করতে না পারায় বৃত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। তথ্য নিয়ে জানা যায়, মোঃ আমিরুল ইসলাম বিপুল ভাই বোনদের মধ্যে ৩য়। তার বাবা প্রায় ৭ বছর আগে মারা যায়। অনেক কষ্টে এই পরিবারটি জীবন যাপন করে আসছে। এরই মধ্যে গত ১ বছর আগে হঠাৎ করে তার পা ও মুখ চোঁখ ফুলে যায় এর পর বিভিন্ন জায়গায় চিকিৎসা করে তার সুস্থ্যতায় কোন লাভ না হওয়ায় পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতাল এর ডা: মোঃ রেজওয়ানুল হক এর কাছে দীর্ঘদিন চিকিৎসা করার পর চিকিৎসক তার পরিক্ষানিরীক্ষা করে দেখেন তার দুটি কিডনি কাজ করছে না। এতে তাকে ডায়ালাইসিস করার পরামর্শ দেন। সেই অনুপাতে বর্তমান এম আব্দুর রহিম হাসপাতালে কিডনি রোগ, ডায়ালাইসিস এবং কিডনি ট্রান্সপ্লান বিশেষজ্ঞদের কাছে চিকিৎসা করছেন। বর্তমান তার অবস্থা অত্যন্ত খারাপ ডায়ালাইসিস না করলে তার বাঁচার কোন পথ নাই। তবে উন্নত চিকিৎসা এবং তার কিডনি ট্রান্সপ্লান করতে পারলে হয়তো সে প্রাণে বাঁচতে পারবে। কিন্তু তার এই চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। দুটি কিডনি ট্রান্সপ্লান করতে প্রায় ২০ লক্ষ টাকা প্রয়োজন। এত টাকা তার পক্ষে সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। তাই তার পরিবারের পক্ষ থেকে তার চিকিৎসার খরচ বহন করতে সাহায্যের আবেদন করেছে। সাহায্য পাঠানোর ঠিকানা: সোনালী ব্যাংক লিঃ ফুলবাড়ী শাখা হিসাব নম্বর-১৮২৩৪০১০২১৭৮০, বিকাশ নম্বর- ০১৩৩১৯১৯১৫৪।


আরও খবর



বাংলাদেশ র‍্যাঙ্কিংয়ে পুরনো অবস্থানে ফিরল, জায়গা হারাল ভারত

প্রকাশিত:শনিবার ১৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৬৮জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক:দুইদিন আগে শ্রীলঙ্কার কাছে হেরে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের আট নম্বরে চলে যায় বাংলাদেশ। দীর্ঘদিন ধরে সাত নম্বরে থাকা বাংলাদেশকে হারিয়ে আট থেকে সাত নম্বরে উঠে যায় শ্রীলঙ্কা। 

তবে একদিন না যেতে আবারও নিজেদের পুরনো জায়গা ফিরে পেয়েছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ম্যাচের আগে এশিয়া কাপে চার ম্যাচে এক জয় পাওয়া বাংলাদেশের ছিল ৩২ ম্যাচে ৯২ রেটিং পয়েন্ট। সাতে উঠে শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট দাঁড়ায় ৩৭ ম্যাচে ৯৩।

তবে ভারতের বিপক্ষে ৬ রানের জয়ে আবারো উলটে যায় হিসেব। সাত নম্বরে উঠে বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৩৩ ম্যাচে ৯৪। আট নম্বরে চলে যাওয়া শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ৩৭ ম্যাচে ৯৩।

এদিকে এশিয়া কাপের আগে আফগানিস্তানকে হারিয়ে এক নম্বর জায়গা নেওয়া পাকিস্তান সুপার ফোরে ভারত ও শ্রীলঙ্কার কাছে হেরে যায়। অন্যদিকে এক নম্বর জায়গা হারানো অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকাকে টানা হারিয়ে আবারও উঠেছে এক নম্বরে। 

বাংলাদেশের কাছে হেরে ২ রেটিং পয়েন্ট হারিয়ে দুই নম্বর থেকে তিন নম্বর অবস্থানে চলে গেছে ভারত। ৪০ ম্যাচে ভারতের রেটিং এখন ১১৪। পাকিস্তান অবস্থান করছে ২ নম্বরে, ইংল্যান্ড ৪ ও দক্ষিণ আফ্রিকা র‍্যাঙ্কিংয়ের ৫ নম্বরে।


আরও খবর



ইবির প্রধান ফটকের সামনে ট্রাক চাপায় ১জন নিহত হয়েছে

প্রকাশিত:শনিবার ২৩ সেপ্টেম্বর 20২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ৭৫জন দেখেছেন

Image
সাব্বির খান, ইবি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মেইন গেইটের সামনে ট্রাক চাপায় সাইফুল ইসলাম সুমন (৩২) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এই ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: ছোয়া ঈসরাইল। এসময় গুরুত্ব আহত হয় নিহতের সঙ্গে থাকা রাজু মন্ডল। নিহত সাইফুল ঝিনাইদহের মহিষা কুন্ডু গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আকুল মন্ডল।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: ছোয়া ঈসরাইল জানান, হাসপাতালে আসার পূর্বেই সাইফুলের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্ঘটনায় বুকে আঘাত পেয়ে তার মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, মোটরসাইকেল যোগে কুষ্টিয়া থেকে ঝিনাইদহ দিকে যাচ্ছিলেন সাইফুল ইসলাম ও রাজু মন্ডল। বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রধান ফটকের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায় মোটরসাইকেলটি তখন চলন্ত ট্রাকের নিচে চাপা পড়ে মটোরসাইকেলে থাকা দুইজনই মারাত্মকভাবে জখম হয়।

ঘটনায় জখম দুইজনকে তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রেরণ করা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার করেন হাসপাতালে নেয়ার পথে মোটরসাইকেল চালক সাইফুলের মৃত্যু হয়।

ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় আধ ঘন্টা কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখেন এবং ট্রাক ভাংচুর করেন। পরে পুলিশ এসে ট্রাকটি জব্দ করে ইবি থানায় নিয়ে যান।

এ বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত ওসি আননূর যায়েদ বিপ্লব বলেন, দূর্ঘটনার বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক গাড়িটি জব্দ করা হয়েছে এবং ড্রাইভার পুলিশ হেফাজতে আছেন।

আরও খবর