Logo
আজঃ শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

মোবাইলে ইন্টারনেট প্যাকেজ নিয়ে বিটিআরসির নতুন সিদ্ধান্ত

প্রকাশিত:বুধবার ০৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১৬৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:মোবাইলে ইন্টারনেট ব্যবহারে নতুন করে সিদ্ধান্ত নিতে যাচ্ছে  বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। প্রতিষ্ঠানটি ডেটাভিত্তিক প্যাকেজের সংখ্যা কমিয়ে সর্বোচ্চ ৪০টি করতে যাচ্ছে। এখন চার মেয়াদেপ্যাকেজ আছে। তবে নতুন করে দুই মেয়াদের প্যাকেজ করা হচ্ছে। পাশাপাশি সীমাহীন মেয়াদের (আনলিমিটেড) প্যাকেজটি থাকছে।

তবে  বিটিআরসির এই নতুন সিদ্ধান্তে প্যাকেজের দামও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন অপারেটররা।

বিটিআরসির নতুন নির্দেশিকায় প্যাকেজ সংখ্যা সর্বোচ্চ ৪০ এবং মেয়াদ ৭, ৩০ দিন এবং আনলিমিটেড করা হচ্ছে। 

প্রতিষ্ঠানটি গ্রাহকপর্যায়ে অনলাইনে জরিপ করে জানিয়েছিল, বেশিসংখ্যক গ্রাহক ইন্টারনেট প্যাকেজের সংখ্যা ৪০ থেকে ৫০টির মধ্যে রাখার মধ্যে। বেশির ভাগ গ্রাহক চান, ইন্টারনেট প্যাকেজের মেয়াদ হওয়া উচিত তিনটি—৭ দিন, ৩০ দিন ও নির্দিষ্ট মেয়াদহীন (আনলিমিটেড)।

বিটিআরসি এই সিদ্ধান্ত আগামী ১৫ অক্টোবর থেকে কার্যকর হবে। এর আগে আগামী ১৭ সেপ্টেম্বর বিটিআরসি আনুষ্ঠানিকভাবে নির্দেশিকা সম্পর্কে সবাইকে জানাবে।


আরও খবর

টিকটককে ৪ হাজার কোটি টাকা জরিমানা

শুক্রবার ১৫ সেপ্টেম্বর ২০২৩




ভোলায় তথ্য অফিসের আয়োজনে দৌলতখানে নারী সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত:বৃহস্পতিবার ২৪ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১১৩জন দেখেছেন

Image
ভোলা বিশেষ প্রতিনিধি:ভোলা জেলা তথ্য অফিসের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় বৃহস্পতিবার (২৪ আগস্ট) দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের চরপাতা বাইতুল ফালাহ্ আমিল মাদ্রাসা হলরুমে জেলা তথ্য অফিসারের সভাপতিত্বে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। সামাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এম মাকসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরপাতা বাইতুল ফালাহ্ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো: সিরাজুল ইসলাম, চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: কামাল উদ্দিন। এ সময় চরপাতা বাইতুল ফালাহ্ আলিম মাদ্রাসার প্রভাষক (ইংরেজী) মো: মাহাবুব আলম, সিনিয়র সহকারী শিক্ষক মো: মিজানুর রহমান, মো: কামাল উদ্দিনসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষীকসহ প্রায় তিন শতাধিক নারী উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে জেলা তথ্য অফিসার জনাব মো: নুরুল আমিন তার স্বাগত বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, স্মার্ট বাংলাদেশ, ভিশন: ২০৪১ এর লক্ষ্যে ও অর্জনসমূহ এবং ডেংগু প্রতিরোধে করণীয়, নৈতিকতা ও মূল্যবোধ, গুজব, সাম্প্রদায়িকতা, সরকার ও রাষ্ট্রবিরোধী অপপ্রচার এবং অপরাজনীতি প্রতিরোধ, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতা, ইভটিজিং, বাল্যবিবাহ ইত্যাদি বিষয় তুলে ধরে বক্তব্য প্রদান করেণ। এছাড়াও সমাবেশে বক্তারা বর্তমান সরকারের উন্নয়ন, পদ্মাসেতু, মেট্রোরেলসহ সরকারের বিভিন্ন ধরণের মেঘাপ্রকল্প নিয়ে আলোচনা করেন।



আরও খবর

সেই ধর্ষক জনি ঢাকায় গ্রেফতার

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




গোদাগাড়ীতে উপকারভোগীদের উন্নয়ন সফলতার উদযাপন অনুষ্ঠিত

প্রকাশিত:বৃহস্পতিবার ২৪ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১২৭জন দেখেছেন

Image

গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃরাজশাহীর গোদাগাড়ীতে উপকারভোগীদের উন্নয়ন সফলতার উদযাপন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোদাগাড়ী এপির আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোদাগাড়ী এপির ম্যানেজার প্রেরণা চিসিমের সভাপতিত্বে, উন্নয়ন সফলতার উদযাপন সভায় প্রধান অতিথি ছিলেন,উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ রিপা রানী দাস। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন,উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল হোসেন, টেকনিক্যাল প্রোগ্রাম স্পেশালিষ্ট,লাইভলিহুড অফিসার ইফতেখার উদ্দীন আহমেদ প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোদাগাড়ী এপির প্রোগ্রাম অফিসার এন্ডুরুকার্স মুরমু, শ্যামল এইচ কস্তা ও ডেভিড সাংমা মিল্টন রোজারিও প্রমূখ। উপকারভোগী শান্তনা মার্ডি,মমতাজ বেগম ও শিখা বেগম বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোদাগাড়ী এপির মাধ্যমে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়েছে যে বিভাবে গরু পালন,শাক সবজি সেলাই মেশিন চালানোসহ বিভিন্ন ধরনের সফলতার গল্প শোনান তারা। বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন আনতে গেলে নারীদের অর্থনীতিকভাবে স্বচ্ছলতা বৃদ্ধি করতে হবে। সাধারণ জনগণের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। দেশের জনগণকে জনসম্পদে রূপান্তর করতে ওয়ার্ল্ড ভিশনের প্রচেষ্টা প্রশংসনীয় বলে আমরা মনে করি। উল্ল্যেখ যে,২০১৮ সাল থেকে ২০২১ সালে উপজেলায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোদাগাড়ী এপি ১৩৫৭জন হত দরিদ্র পরিবার ইউপিজি কর্মসূচির আওতায় সলফলতা লাভ করেছে।


আরও খবর

বিপদজনক সংযোগ সড়কে বাধ্য হয়ে চলাচল

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




নবীনগরে স্থানীয় সরকার দিবস উপলক্ষে এক লাখ গাছের চারা বিতরণ করছেন উপজেলা প্রশাসন

প্রকাশিত:রবিবার ১৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১২৩জন দেখেছেন

Image

মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্ন,বীনগর ব্রাহ্মণবাড়ীয়া,প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আনন্দ র্যালী,তিন দিনব্যাপি উন্নয়ন মেলা উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(১৭সেপ্টেম্বর) বেলা ১১টায় আনন্দ র্যালী শেষে উপজেলার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আনুষ্ঠানিক মেলা উদ্বোধন করেন পৌর মেয়র এডঃ শিব শংকর দাস।

উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম এর সভাপতিত্বে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাইনুল হক চৌধুরীর সঞ্চালনায় এসময় সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর পৌর সভার মেয়র এডঃ শিব শংকর দাস,উপজেলা নির্বাহী প্রকৌশলী ইশতিয়াক আহমেদ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোকাররম হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সামসুল আলম সরকার,নবীনগর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এম কে জসিম উদ্দিন, মাদকাসক্ত নবীনগর চাই সভাপতি কাউছার আলম, নবীনগর প্রেসক্লাবের সহ সভাপতি আরিফুল ইসলাম মিনাজ, সাংবাদিক গোলাম মোস্তফা,ইউপি চেয়ারম্যান লাল মিয়া,জসিম উদ্দিন আহমেদ,এম আর মজিব,নুর আজম সহ আরো অনেকেই।

বক্তারা বঙ্গকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন সারা বিশ্বের কাছে উন্নয়নের এক রোল মডেল।যোগাযোগ ব্যবস্থা,শিক্ষান্নোতিসহ শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ,বেকার সমস্যা দূরীকরণ,দারিদ্র বিমোচন, ভূমিহীন ও আশ্রয়হীনদের পূণর্বাসনসহ সর্ব ক্ষেত্রে বাংলাদেশ অভাবনীয় উন্নয়ন পেয়েছে বলে দাবি করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তানভির ফরহাদ শামীম বলেন,এবারের উন্নয়ন মেলাটি ভিন্ন রকমের। প্রথমবারের মতো স্থানীয় সরকার দিবস পালন উপলক্ষে তিন দিনব্যাপি(১৭—১৯সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মাঠে এ মেলা চলবে। মেলার বিভিন্ন স্টলে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মের পাশাপাশি সরকারী বিভিন্ন অনলাইন ভিত্তিক সেবা যেমন ভূমি উন্নয়ন কর,ই পর্চা,নামজারীসহ  মোবাইল ফোনের মাধ্যমে সেবা পাওয়ার বিষয়টি সাধারণ মানুষের নিকট তুলে ধরাই এ মেলার উদ্দেশ্য। 

সেই লক্ষ্যে জনপ্রতিনিধি রাজনৈতিক সামাজিক সাংবাদিক নেতৃবৃন্দ ও ইউনিয়ন পরিষদের সচিব এবং উদ্যোক্তাদের এখানে সম্পৃক্ত করা হয়েছে।পরে এ দিবসটি উপলক্ষে নবীনগর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে,ইউনিয়ন পরিষদের মাধ্যমে নতুন করে এক লাখ ফলজ বনজ ও ঔষধি গাছ বিতরণ করার ঘোষণা দেন।তার অংশ হিসেবে অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে একটি করে গাছ উপহার দেন তিনি।

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন নবীনগর থানা প্রেসক্লাবের সহ সভাপতি হেদায়েত উল্লাহ।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর

সেই ধর্ষক জনি ঢাকায় গ্রেফতার

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




তানোরে কলেজের বার্ষিক পরীক্ষার ভিডিও ভাইরাল

প্রকাশিত:শনিবার ০৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১০৭জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর প্রতিনিধি:রাজশাহীর তানোরে লালপুর মডেল কলেজে বার্ষিক পরীক্ষা চলা কালিন ওই কলেজের আইসিটির শিক্ষক আব্দুর রাজ্জাক খোকন ভিডিও করে তার নিজস্ব আইডিতে আপলোড করেন। গত বৃহস্পতিবার পরীক্ষার ভিডিওটি আপলোড করেছেন। সাথে সাথে শিক্ষকের এমন কান্ডে হইচই শুরু হয়েছে, সেই সাথে শিক্ষকের শাস্তির দাবিও তুলেছেন।ভিডিওতে দেখা যায়, উপজেলার তালন্দ ইউনিয়ন (ইউপির) লালপুর মডেল কলেজে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা চলা কালিন শিক্ষক আব্দুর রাজ্জাক খোকন ভিডিও করেন। সেই ভিডিওতে তিনি নিজে কন্ঠ দিয়েছেন। তিনি কন্ঠে বলছেন প্রিয় ভিউয়ার্স  আপনারা জানান লালপুর মডেল কলেজে বার্ষিক পরীক্ষা চলছে সুন্দর শান্তিপূর্ণ ভাবে, এখানে একজন ডিউটিরত শিক্ষক রয়েছেন তিনি ভালোভাবে পরিক্ষা নিচ্ছেন।ভিডিওতে আরো দেখা যায়, তিনি ভিডিওটি করার সময় অনেক পরিক্ষার্থী নিচে মাথা করছেন। কারন ছেলে পরিক্ষার্থীর চেয়ে মেয়েরা বেশি, বোরকা পরে অনেকেই বোরকা পড়ে আছেন। 

কলেজের প্রিন্সিপাল আব্দুল মতিন বলেন, গত রবিবার থেকে পরিক্ষা শুরু হয়েছে। আর গত বৃহস্পতিবারে আইসিটি পরিক্ষা ছিল।ভিডিও ছাড়ার বিষয়ে আমার অজানা। বার্ষিক পরীক্ষা ভিডিও বা টিকটক করা যায় কিনা জানতে চাইলে তিনি জানান, এসব বিষয়ে আমার অজানা। আমি রাজ্জাক কে যোগাযোগ করতে বলছি। ইউএনও স্যার বলেছেন এটা অপরাধ তাহলে আপনি কি বলবেন প্রশ্ন করা হলে উত্তরে বলেন আমি কথা বলছি বলে দায় সারেন।আইসিটি শিক্ষক আব্দুর রাজ্জাক খোকন বলেন, আমার জানা ছিল না, আমার আইডি থেকে তুলে নিচ্ছি। উপজেলা নির্বাহী অফিসার বিল্লাল হোসেন বলেন, পরিক্ষা চলাকালীন অবস্থায় ভিডিও করে ফেসবুক ছাড়া শুধু অপরাধ না মহা অপরাধ।

আরও খবর

৪০তম বিসিএস নন-ক্যাডারের ফল

বুধবার ২০ সেপ্টেম্বর ২০23




অনলাইন থেকে তারেকের বক্তব্য অপসারণ শুরু

প্রকাশিত:মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১৪৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:হাইকোর্টের আদেশে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য অপসারণের কাজ শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

মঙ্গলবার (২৯ আগস্ট) বিটিআরসির আইনজীবী খোন্দকার রেজা-ই রাকিব বিষয়টি আদালতকে জানিয়েছেন।

তিনি বলেন, এর মধ্যে বেশ কিছু ভিডিও অপসারণ করেছে বিটিআরসি। আশা করছি কয়েকদিনের মধ্যে তারেকের সব বক্তব্য অনলাইন থেকে অপসারণ সম্ভব হবে। ভবিষ্যতেও তারেক রহমানের লাইভ ভিডিও প্রচারের ক্ষেত্রে কাজ করবে বিটিআরসি।

বিটিআরসির আইনজীবী আরও বলেন, গতকাল আমরা হাইকোর্টের আদেশের ল’ইয়ার সার্টিফিকেট পেয়েছি। হাইকোর্টের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি এর সার্টিফায়েড কপির জন্য।

উল্লেখ্য, গতকাল (২৮ আগস্ট) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বক্তব্য সরানোর জন্য বিটিআরসিকে নির্দেশ দেন।


আরও খবর

এডিসি হারুন রংপুরে যোগ দিলেন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩