
আজাদ হোসেনঃ
বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের উদ্যোগ ও ব্যবস্থাপনায় এবং মানকমানি, ওয়ালটন গ্রুপ, রুশলান'স ষ্টুডিও ও বাংলাদেশ জিম মালিক সমিতির পৃষ্ঠপোষকতায় আগামী ২০,২১,২২,২৩ ডিসেম্বর ২০২২ তারিখে শহীদ শেখ কামাল মিলায়তন, এন এনসি টাওয়ারে চার দিনব্যাপী মানকমানি বিএবিএফ ন্যাশনাল বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপস-২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের সাধারণ সম্পাদক মিস্টার বাংলাদেশ মোঃ নজরুল ইসলাম ১৯ ডিসেম্বর অলিম্পিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান।
চারটি বিভাগে, সিনিয়র মেনস বডিবিল্ডিং, মাস্টার মেনস বডি বিল্ডিং, মেনস ফিজিক ও ওমেন্স ইভেন্ট অনুষ্ঠিত হবে।
সিনিয়র মেনস বডিবিল্ডিংয়ে-৫৫ কেজি,৬০ কেজি,৬৫ কেজি,৭০ কেজি,৭৫ কেজি,৮০ কেজি,৮৫ কেজি ও৮৫ কেজি+
মেনস ফিজিকে ১৬৬ সেঃমিঃ,১৭০ সেঃমিঃ ও ১৭০+সেঃমিঃ ক্যাটাগরি।
মাস্টার মেনস বডি বিল্ডিং এ ওপেন ক্যাটাগরি ও ওমেন্স ইভেন্টে ওপেন ক্যাটাগরিতে প্রতিযোগিতা হবে।
আগামী ২০ ডিসেম্বর সকাল ১০ঃ৩০ ঘটিকায় প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান।
প্রতিযোগীতার টাইটেল স্পন্সরঃমনকমানি।
প্লাটিনাম স্পন্সরঃ ওয়ালটন গ্রুপ।
গোল্ড স্পন্সরঃরুশলান'স স্টুডিও।
ব্রোঞ্জ স্পন্সরঃ বাংলাদেশ জিম মালিক সমিতি।
প্রতিযোগিতায় প্রত্যেক ক্যাটাগরিতে ৬ জনকে পুরস্কৃত করা হবে। প্রতি ক্যাটাগরির প্রথম স্থান অধিকারীদেরকে পঞ্চাশ হাজার টাকা করে অর্থ পুরস্কার প্রদান করা হবে। তেরোটি ক্যাটাগরিতে সর্বমোট ছয়লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থ পুরস্কার প্রদান করা হবে। ৭৮ জন বিজয়ী কে স্ট্যাচু ও ওয়ালটন পন্য সামগ্রী দেওয়া হবে। প্রতি ক্যাটাগরির প্রথম হতে তৃতীয় স্থান অর্জনকারীদের কে মেডেল দেওয়া হবে।