Logo
আজঃ শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

মঙ্গলবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

প্রকাশিত:সোমবার ১৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১১৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:পাইপলাইন নির্মাণের প্রয়োজনীয় অংশের কাজের জন্য মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দেশের কয়েকটি এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।সোমবার (১৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্যাস পাইপলাইন নির্মাণের প্রয়োজনীয় অংশের সঙ্গে সংশ্লিষ্ট ভাল্ব চিহ্নিতকরণ, গ্যাস বন্ধ ও অবমুক্তকরণ কাজের জন্য ১৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা ময়ের মধ্যে গোদনাইল ভাল্ব স্টেশন হতে ওয়াবদাপুল হয়ে পোস্টঅফিস রোড পর্যন্ত রাস্তা এবং পোস্ট অফিস রোড হতে পঞ্চবটি মোড় পর্যন্ত ক্যাপটিভ, শিল্প ও বাণিজ্যিক গ্রাহকসহ নিম্নবর্ণিত এলাকাসমূহের আবাসিক গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

(ক) গোদনাইল, এনায়েতনগর, বৌ বাজার, লাকিবাজার, হাজীগঞ্জ, ওয়াবদাপুল, কাইয়ুমপুর, ফতুল্লা, সস্তাপুর, জেলখানার আশপাশের এলাকা।

(খ) হাজীগঞ্জ মোড় হতে শিবু মার্কেট হয়ে পোস্ট অফিস রোড পর্যন্ত এলাকা।

(গ) পঞ্চবটি, মাইজদাইর, ইজদাইর, চাষাড়া, খানপুর, কিল্লারপুল, তল্লা, কুতুবাইল, ধর্মগঞ্জ, তক্কারমাঠ, পাগলা, চিতাশাল, দেলপাড়া, জালকুড়ি, নয়ামাটি, দাপা ইদ্রাকপুর, ভুইগড়, কুতুবপুর ইউনিয়ন ও আশপাশের সংশ্লিষ্ট এলাকা।

(ঘ) ঢাকা ম্যাচ, সেনপুর, মোক্তারপুর, নারায়ণগঞ্জ বিসিক এলাকা, কাশিপুর ইউনিয়ন হতে পঞ্চবটি হয়ে মোক্তারপুর পর্যন্ত এলাকা, ধর্মগঞ্জ, শাসনগাঁও, সিদ্ধিরগঞ্জ, আদমজী, সাহেবপাড়া, মিজমিজি হতে চিটাগাং রোড পর্যন্ত এলাকা।

এছাড়া, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানার আওতাধীন সংশ্লিষ্ট এলাকা, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ শহরের আশপাশে গ্যাস সরবরাহ বিঘ্নিত, সাময়িক অসুবিধা বা স্বল্পচাপ বিরাজ করবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।


আরও খবর

এডিসি হারুন রংপুরে যোগ দিলেন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




গোদাগাড়ীতে ৫০তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা

প্রকাশিত:মঙ্গলবার ১২ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১১৩জন দেখেছেন

Image

গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃরাজশাহী গোদাগাড়ীতে তিনদিন ব্যাপি ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন উপলক্ষে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও আনোয়ারা ফহিম জিয়াউদ্দীন পাইলট বালিকা বিদ্যালয়ের আয়োজনে,মঙ্গলবার( ১২ সেপ্টেম্বর বেলা ১১টায় টায় আনোয়ারা ফহিম জিয়াউদ্দীন পাইলট বালিকা বিদ্যালয় মাঠে। চয়ন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নোয়ামীল রিদওয়ান ফিরদৌসের সভাপতিত্বে পুরস্কার বিতরণে প্রধান অতিথি ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল আলম। বিশেষ অতিথি ছিলেন আফজি বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুর রহমান। এ সময় উপজেলা বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন। পরে ফুটবল প্রতিযোগিতায় উপজেলা কাদমা উচ্চ বিদ্যালয়(বালক) ও সোনাদিঘী উচ্চ বিদ্যালয়(বালিকা), চ্যাম্পিয়ন দল পুরুষ্কার হাতে ট্রফি তুলে দেয়া হয়।উপজেলায় চার ক্যাটাগরীতে ফুটবল,কাবাডি,সাঁতার, হ্যান্ডবল ও দাবা প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন। প্রধান অতিথি বলেন বিগত তিন দিন ধরে খেলাধুলা প্রতিযোগিতাটি সফলভাবে সমাপ্ত হওয়ায় সকল প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের অনেক অনেক ধন্যবাদ জানান হলো।


আরও খবর

বিপদজনক সংযোগ সড়কে বাধ্য হয়ে চলাচল

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




লিবিয়ায় নিখোঁজ ১০ হাজারের বেশি মানুষ

প্রকাশিত:সোমবার ১৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১০৭জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:লিবিয়ার দেরনা শহরের আকাশ-বাতাস এখনো লাশের গন্ধে ভারি হয়ে আছে। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধার করতে করতে ক্লান্ত হয়ে পড়ছেন উদ্ধারকর্মীরা। কিন্তু এখনও ১০ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের কোনো খোঁজ মিলছে না।

সেখানে এখন পর্যন্ত ১১ হাজারের বেশি প্রাণহানির খবর পাওয়া গেছে। শহরের কাছেই অবস্থিত একটি সেতু বন্যার পানিতে পুরোপুরি ভেসে গেছে। শহরের বিভিন্ন স্থানে মরদেহ পড়ে থাকায় তীব্র গন্ধ ছড়িয়ে পড়েছে। সেখানে নিঃশ্বাস নেওয়াও এখন বেশ কষ্টসাধ্য। ঝাঁঝালো গন্ধে গা গুলিয়ে উঠবে আপনার, বিশেষ করে যদি কেউ বন্দরের দিকে যায় তবে বুঝতে পারবেন সেখানকার অবস্থা আরও খারাপ।

হাজার-হাজার মানুষ, ঘরবাড়ি পানির স্রোতে ভেসে গেছে। যারা বেঁচে আছেন তাদের জীবনও পাল্টে গেছে। লোকজনের মধ্যে স্বজন হারানোর দুঃখ আর ক্ষোভ বাড়ছে। ফারিস গাসার নামের এক স্থানীয় বাসিন্দা তার পরিবারের পাঁচজনকে হারিয়েছেন। তিনি কাঁদতে কাঁদতে বলেন, আমাদেরকে ঘরে থাকতে বলা হয়েছিল। তাদের বলা উচিত ছিল যে, ঝড় আসছে আর বাঁধটি নাজুক হয়ে পড়েছে।

তিনি বলেন, কয়েকশ বছরের পুরনো ভবন ধ্বংস হয়ে গেছে। এটা পুরোপুরি রাজনীতি। পশ্চিমে একটি সরকার, পূর্বে আরেকটি সরকার। এটাই আমাদের বড় সমস্যা। নিজের দশ মাস বয়সী কন্যা সন্তানকেও হারিয়েছেন ফারিস গাসার। সাগরে ভেসে যাওয়া মানুষকে উদ্ধার করতে রীতিমত লড়াই করতে হচ্ছে উদ্ধারকারী দলগুলোকে। দেরনা শহরের দুটি বাঁধ ও চারটি সেতু ধসে পড়েছে।

রেড ক্রিসেন্ট বলছে, হাজার হাজার মানুষ এখনো নিখোঁজ রয়েছে এবং মৃতের সংখ্যাও আরও বাড়তে পারে। উদ্ধার কর্মীরা ভবনগুলোর ধ্বংসস্তূপের মধ্যে জীবিত মানুষের সন্ধান চালিয়ে যাচ্ছেন। কর্মকর্তাদের উদ্ধৃত দিয়ে জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম বলছে, শহরটিতে বাস্তুচ্যুত হয়েছেন অন্তত ৩০ হাজার মানুষ।

হাসপাতাল আর মর্গগুলো মৃতদেহে সয়লাব হয়ে পড়েছে। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির মৃত্যুর পর থেকেই রাজনৈতিক সংকটের ভেতর দিয়ে যাচ্ছে তেল সমৃদ্ধ দেশ লিবিয়া। এর একটি সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃত এবং এর রাজধানী ত্রিপলি। আরেকটি সরকার পূর্বাঞ্চল নিয়ন্ত্রণ করছে।

দেরনা শহরটি বেনগাজীর ২৫০ কিলোমিটার পূর্ব দিকে। গাদ্দাফির পতনের পর এই শহরটি ছিল জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের একটি ঘাঁটি। পরে লিবিয়ান ন্যাশনাল আর্মি বা এলএনএ তাদের বিতাড়িত করে। এলএনএ পূর্বাঞ্চল নিয়ন্ত্রণকারী প্রশাসনের ঘনিষ্ঠ জেনারেল খালিফা হাফতারের প্রতি অনুগত। প্রভাবশালী এই জেনারেল বলেছেন বন্যার কারণে হওয়া ক্ষয়ক্ষতি তারা নিরূপণ করছেন।

লিবিয়ার আল ওয়াসাত নিউজ ওয়েবসাইট বলছে, বহু বছর ধরে দেরনা শহরের রাস্তাঘাট পুনর্র্নিমাণ বা সংস্কার না হওয়ায় মৃত্যুর সংখ্যা এতো বেশি হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা ত্রাণ সহায়তা পাঠাতে শুরু করেছে লিবিয়ায়। তবে দুর্গতদের দিন কাটছে শোকে, স্তব্ধতায়, নিদারুণ অভাব আর সংকটে।

দেরনা শহরে যে পরিমাণ ওষুধ এবং খাবার পানি প্রয়োজন স্থানীয় বাসিন্দারা তা পাচ্ছেন না। যারা বাড়ি-ঘর হারিয়ে অসহায় হয়ে পড়েছেন তাদের কাছে প্রয়োজনীয় সহায়তা এখনো পৌঁছায়নি। দেরনা শহর থেকে লোকজনকে পুরোপুরি সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ঝড়ের তাণ্ডবে তিনটি বাঁধ ভেঙে যাওয়ায় পানির তোড়ে ভাসিয়ে নিয়ে একেবারে সমুদ্রে নিয়ে ফেলেছে বহু বসতি। এর জেরেই বহু মানুষের মৃত্যু হয়েছে। পচা দেহের গন্ধ ও স্বজন হারানো পরিবারের লোকেদের আর্তনাদ মিশছে বাতাসে। গণকবর দেওয়া হচ্ছে মরদেহ। পরিচয়ের অপেক্ষায় হাসপাতালে পড়ে আছে বহু লাশ।

গত ৪ সেপ্টেম্বর গ্রিসের উপকূলে ভূমধ্যসাগরের ওপর তৈরি হয় ঘূর্ণিঝড় ‘ড্যানিয়েল’। এর ফলে ৫ ও ৬ সেপ্টেম্বর গ্রিসে রেকর্ড বৃষ্টিপাত ঘটে। গ্রিসের জাগোরা গ্রামের একটি অংশে ২৪ ঘণ্টার মধ্যে ৭৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়, যা প্রায় ১৮ মাসের বৃষ্টিপাতের সমতুল্য।

লিবিয়ার জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, ১০ সেপ্টেম্বর তীব্রতর হয় ‘ড্যানিয়েল’। এর ফলে দেশের বিভিন্ন অংশে ১৫০ থেকে ২৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যার ফলে সৃষ্টি হয় ভয়াবহ বন্যা। সবচেয়ে বেশি হয়েছে লিবিয়ার আল-বায়দাতে। সেখানে ১০ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বরের মধ্যে ২৪ ঘণ্টায় ৪০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে।

গত রোববার ভয়ঙ্কর শক্তি নিয়ে ‘ড্যানিয়েল’ আছড়ে পড়ে লিবিয়ার উপকূলে। ‘ড্যানিয়েল’-এর তাণ্ডবে লন্ডভন্ড হয়ে যায় আল-বায়দা, আল-মার্জ, তোবরুক, বাতাহ-র মতো বেশ কিছু শহর। তবে এদের মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা দেরনা ও বেনগাজির। প্রবল বৃষ্টি ও বানের ফলে দেরনা শহর যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।


আরও খবর

কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করলো ভারত

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩

হিজাব না পরলে ইরানে ১০ বছরের জেল

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




সমাজসেবায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন আজম মন্ডল রানা

প্রকাশিত:সোমবার ১৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ৮১জন দেখেছেন

Image

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি:সমাজসেবা ও মানবিক কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা পেলেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব বেতদিঘী ইউনিয়ন আওয়ামীলীগের উপদেষ্টা আজম মন্ডল রানা। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে ওয়েষ্টিন রেস্টুরেন্টে অনলাইন লিটারেচার গ্রুপ্#৩৯;স ইউনিটি- এর নির্বাচিত কমিটির অভিষেক ও লিটারেচার সম্মাননা-২০২৩ অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক আজম মন্ডল রানাকে এই সম্মাননা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসর প্রাপ্ত যুগ্ন-সচিব, কবি ও সাহিত্যিক ড. আমিনুর রহমান মোঃ তারেক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসত্তার কবি ও বাংলা একাডেমীর মহাপরিচালক কবি মুহাম্মদ নুরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও মিডিয়া ব্যক্তিত্ব আসাদ কাজল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি সংগঠক ও অভিনেতা এ.বি.এম.সোহেল রশিদ। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি সংগঠক ও নাট্যকার মোসলেহ উদ্দিন। প্রাপ্ত তথ্যে জানা যায়, সংগঠনটি বিভিন্ন সময় সমাজের জন্য ভালো কিছু করা ও মানবিক কাজ করা ব্যাক্তিদের উৎসাহিত করতে সম্মাননা প্রদান করে থাকেন। তার‌ই ধারাবাহিকতায় আজম মন্ডল রানাকেও সমাজসেবা মূলক কাজ ও মানবিক কাজের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা প্রদান করেছেন। এদিকে তথ্য নিয়ে জানা যায়,আজম মন্ডল রানা দীর্ঘ এক যুগেরো বেশি সময় ধরে মানুষের সেবায় বিভিন্ন কাজ করে যাচ্ছেন। মসজিদ, মাদ্রাসায় দান, অসুস্থ মানুষদের চিকিৎসা সেবার জন্য অর্থিক সহযোগিতা, মেয়েকে বিবাহ দিতে না পারা অসচ্ছল পরিবারকে সহায়তা প্রদান,নিজ এলাকার ভাঙ্গা রাস্তা-ঘাট মেরামতসহ সমাজসেবা মূলক বিভিন্ন কাজ করে যাচ্ছেন বিশিষ্ট এই সমাজ সেবক। সম্মাননা প্রাপ্তির বিষয়ে জানতে চাইলে আজম মন্ডল রানা জানান, আমি হঠাৎ একটা ফোন পাই, ফোনে তাঁরা জানান, অনলাইন লিটারেচার গ্রুপ্#৩৯;স এর পক্ষ থেকে আপনাকে সমাজসেবা ও মানবিক কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করা হবে। সমাজসেবা মূলক কাজের বিষয়ে জানতে চাইলে আজম মন্ডল রানা বলেন, প্রতিটি মানুষের কোন না কোন ভালো লাগার বিষয় থাকে। আমার ভালোলাগার বিষয়টি হলো মানুষের জন্য কিছু করতে পারা। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারা। আর এই ভালোলাগাকে আমি অমৃত লালন করতে চাই। আজম মন্ডল রানা সম্মাননা পাওয়ায় ফুলবাড়ীর বিভিন্ন মহল তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। আজম মন্ডল রানা সমাজসেবা মূলক বিভিন্ন সংগঠনের সাথেও সম্পৃক্ত রয়েছেন। তিনি নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার উপদেষ্টা, কড়াই যুব বন্ধন ১০০ সদস্য সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, পুখুরীহাট টুরিস্ট সোসাইটির উপদেষ্টা। এ সময় অনলাইন লিটারেচার গ্রুপ্#৩৯;স ইউনিটি- এর সকল সম্মানিত প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


আরও খবর

সেই ধর্ষক জনি ঢাকায় গ্রেফতার

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




সেই ধর্ষক জনি ঢাকায় গ্রেফতার

প্রকাশিত:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ২৯জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর প্রতিনিধি:অবশেষে সেই ধর্ষক জনিকে ঢাকার উত্তরা থেকে গ্রেফতার করেছে পুলিশ প্রশাসন বলে নিশ্চিত করেন  তানোর থানার ওসি আব্দুর রহিম। বৃহস্পতিবার সকালের দিকে ঢাকার উত্তরা থেকে গ্রেফতার করে বিকেলে তানোর থানায় সোপর্দ করা হয়েছে। ধর্ষক জনির বাড়ী উপজেলার কলমা ইউনিয়ন (ইউপির)  শালবাড়ী গ্রামে। সে আলেক চানের পুত্র। অপর আসামী আলীকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি।

জানা গেছে,  উপজেলার কলমা ইউপির ক্ষুদ্র নৃ গোষ্ঠীর এক স্কুল পড়ুয়া জৈনিক ব্যক্তির মেয়ে ও তার ভাই খাড়ির ধারে ঘাস কাটতে যায়। এসময় পার্শ্ববর্তী জমিতে কাজ করছিল জনি (২২) ও আলি( ২০) নামের দুই বখাটে। তারা ওই মেয়েকে একা পেয়ে ভাইকে বেধে রাখেন আলী। আর বোনকে জোরপূর্বক ধর্ষন করে জনি। ওই মেয়ের ডাকচিৎকারে গ্রামের লোকজন উদ্ধার করেন। এঘটনায় মেয়ের পিতা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন ও ধর্ষণের শিকার মেয়েকে পুলিশ উদ্ধার করে  রামেক হাসপাতালে পরিক্ষার জন্য পাঠান।

ওসি আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার পর থেকে ধর্ষক জনি ও সহযোগীতাকারী আলী পলাতক ছিল। অবশেষে রাজধানী ঢাকার উত্তরা থেকে গ্রেফতার হন ধর্ষক জনি।আর সহযোগী আলীকে গ্রেফতারে জোরালো অভিযান চলছে। আটককৃত আসামীকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হবে।

প্রসঙ্গত,  গত শনিবার দুপুরের দিকে উপজেলার কলমা ইউপি এলাকায় ঘটে লোমহর্ষক ধর্ষনের ঘটনাটি। ওইদিন রাতে ধর্ষনের শিকার মেয়ের পিতা থানায় মামলা দায়ের করেন।

আরও খবর

মাটির ঘরেই রাখা হচ্ছে রাসায়নিক সার

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




ভোলায় তথ্য অফিসের আয়োজনে দৌলতখানে নারী সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত:বৃহস্পতিবার ২৪ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১১৩জন দেখেছেন

Image
ভোলা বিশেষ প্রতিনিধি:ভোলা জেলা তথ্য অফিসের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় বৃহস্পতিবার (২৪ আগস্ট) দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের চরপাতা বাইতুল ফালাহ্ আমিল মাদ্রাসা হলরুমে জেলা তথ্য অফিসারের সভাপতিত্বে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। সামাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এম মাকসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরপাতা বাইতুল ফালাহ্ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো: সিরাজুল ইসলাম, চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: কামাল উদ্দিন। এ সময় চরপাতা বাইতুল ফালাহ্ আলিম মাদ্রাসার প্রভাষক (ইংরেজী) মো: মাহাবুব আলম, সিনিয়র সহকারী শিক্ষক মো: মিজানুর রহমান, মো: কামাল উদ্দিনসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষীকসহ প্রায় তিন শতাধিক নারী উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে জেলা তথ্য অফিসার জনাব মো: নুরুল আমিন তার স্বাগত বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, স্মার্ট বাংলাদেশ, ভিশন: ২০৪১ এর লক্ষ্যে ও অর্জনসমূহ এবং ডেংগু প্রতিরোধে করণীয়, নৈতিকতা ও মূল্যবোধ, গুজব, সাম্প্রদায়িকতা, সরকার ও রাষ্ট্রবিরোধী অপপ্রচার এবং অপরাজনীতি প্রতিরোধ, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতা, ইভটিজিং, বাল্যবিবাহ ইত্যাদি বিষয় তুলে ধরে বক্তব্য প্রদান করেণ। এছাড়াও সমাবেশে বক্তারা বর্তমান সরকারের উন্নয়ন, পদ্মাসেতু, মেট্রোরেলসহ সরকারের বিভিন্ন ধরণের মেঘাপ্রকল্প নিয়ে আলোচনা করেন।



আরও খবর

সেই ধর্ষক জনি ঢাকায় গ্রেফতার

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩