Logo
আজঃ মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

মানবাধিকার প্রতিষ্ঠায় সবাই কে এগিয়ে আসতে হবে

প্রকাশিত:সোমবার ২০ নভেম্বর ২০23 | হালনাগাদ:মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ | ১২৭জন দেখেছেন

Image

সংবাদ বিজ্ঞপ্তিঃরাষ্ট্রের সকল স্তরে জুলুম নির্যাতন অন্যায় অবিচার সুদ ঘুষ ও দুর্নীতিবাজদের মূলোৎপাটন করে শোষণহীন সুখি সুন্দর সমাজ বিনির্মাণের প্রত্যয়ে সুশাসন নিশ্চিত করে এবং জনগনের মৌলিক অধিকার বাস্তবায়নের জন্য প্রয়োজন সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ। 

আজ বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশন এর আন্তর্জাতিক বিষয়ক পরিচালক ও আজীবন সদস্য হারুন অর রশিদ হিরো এবং আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ) এর আন্তর্জাতিক বিষয়ক সহকারী পরিচালক ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদস্য এবং সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মোঃ রেজাউল করিম দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম মানবাধিকার সংগঠন সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবেদ আলীর সাথে বনানীর কেন্দ্রীয় সদর দপ্তরে এক সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় অনুষ্ঠানে যোগ দিয়ে এমন আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন the finance today পত্রিকার সিনিয়র সাংবাদিক ও সংগঠনটির মিডিয়া উইং সেন্ট্রাল এর সহকারি পরিচালক মোঃ মোশাররফ হোসাইন রাজু , মাওঃ মোঃ রুহুল আমিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্বাগত বক্তব্যে মোঃ রেজাউল করিম বলেন আজ বাংলাদেশসহ সারা বিশ্বের প্রতিটি জনপদে জুলুম নির্যাতনের শিকার হয়ে নিরাপরাধ অসহায়  নির্যাতিত নিপীড়িত নারী শিশু ও বয়োবৃদ্ধ মানুষের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। ভুলন্ডিত হচ্ছে মানবতা ও মানবিক মূল্যবোধ।চারদিকে বিভীষিকাময় এক হাহাকার পরিবেশ বিরাজ করছে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবেদ আলী বলেন আমরা চাই সমাজের সকল শ্রেনী পেশার মানুষ অন্যায় অবিচার জুলুম নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং অসহায় ও দুস্থ মানুষের  কল্যাণে তাদের পাশে দাঁড়িয়ে বিশেষ করে তাদের অধিকার প্রতিষ্ঠায় সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে যার যার অবস্থান থেকে মানবিক কার্যক্রম চালিয়ে যাবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবেদ আলী বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক) ফাউন্ডেশনের আন্তর্জাতিক বিষয়ক পরিচালক ও লাইফ মেম্বার হারুন অর রশিদ হিরো কে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান এবং সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন ঢাকা মহানগর উত্তরের নির্বাহী সদস্য পদ, আইডি কার্ড, সম্মাননা সার্টিফিকেট,ক্রেস্ট  ও উত্তরীয় প্রদান করে সম্মানিত করেন। এবং আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন আমাসুফ এর আন্তর্জাতিক বিষয়ক সহকারী পরিচালক ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাধারণ সদস্য এবং সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মোঃ রেজাউল করিম কে গত ২৪ শেষ ফেব্রুয়ারি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত "হিউম্যান রাইটস সম্মেলন ২০২৩" এর পার্টিসিপেন্ট সম্মাননা সার্টিফিকেট ও শুভেচ্ছা স্মারক ক্রেস্ট হস্তান্তর করেন। এবং সেই সাথে মোঃ রেজাউল করিম "অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল" এর সদস্য পদ লাভ করায় এই গৌরবময়  অর্জনের জন্য তাঁকে সংগঠনের পক্ষ হতে অধ্যাপক মাওলানা মোহাম্মাদ আবেদ আলী ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


আরও খবর



মধুপুর পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে দৈনিক ও পাইকারি বাজারে অভিযান

প্রকাশিত:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ | ৯৫জন দেখেছেন

Image

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃটাঙ্গাইলের মধুপুরে পেঁয়াজের বাজারে অস্থিরতা কমাতে অভিযানে নামে উপজেলা প্রশাসন। 

সোমবার(১১ডিসেম্বর) দুপুরের দিকে মধুপুর পৌরশহরের দৈনিক বাজার ও পাইকারী বাজারে অভিযানে নামে উপজেলা সহকারী কমিশনার ভুমি মো. জাকির হোসাইন।

উক্ত অভিযানে সহযোগিতা করেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোল্লা আজিজুর রহমান। 

এসময় জাকির হোসাইন বলেন,মূল্য কারসাজি করে যদি কোনো অসাধু ব্যবসায়ী বাজার অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। তাছাড়া ব্যবসায়ীদের পেঁয়াজ ক্রয় বিক্রয়ের ভাউচার সংরক্ষণ রাখার জন্য বলা হয়েছে। তিনি ভোক্তাদের উদ্দেশ্যে বলেন, প্রয়োজনের অধিক পেঁয়াজ কিনবেন না।

আজ মধুপুরে নতুন পেঁয়াজ পাইকারী বিক্রি হচ্ছে প্রতি কেজি ১০৫ টাকা এবং খুচরা বিক্রি হচ্ছে ১১০টাকা। পাতা সহ পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫/৪০ টাকায়।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



মাদক মামলায় শার্শার ইয়াকুবের সাত বছরের কারাদন্ড

প্রকাশিত:সোমবার ২০ নভেম্বর ২০23 | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ১১৫জন দেখেছেন

Image

ইয়ানূর রহমান:মাদক মামলায় শার্শার ইয়াকুবের সাত বছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছে আদালত। অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে। রোববার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম সোহানী পূষণ এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামি মাদক ব্যবসায়ি ইয়াকুব শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামের আমির আলীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৯ জানুয়ারি রাত নয়টায় যশোরের ডিবি পুলিশ গোপন সংবাদ পেয়ে শার্শার মাহিষাকুড়া গ্রামে বিশেষ অভিযান চালায়। এ সময় ইয়াকুবকে নিজ এলাকা থেকে আটক করে। একই সাথে তার কাছ থেকে ২শ’পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় ডিবির এসআই খাইরুল আলম বাদী হয়ে শার্শা থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ডিবির এসআই সেকেন্দার আবু জাফর তদন্ত করে ইয়াকুব হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। সর্বশেষ রোববার এ মামলার রায় ঘোষনার দিনে বিচারক আসামির উপস্থিতিতে এ সাজা প্রদান করে কারাগারে পাঠানোর আদেশ দেন।


আরও খবর



বেনাপোল জাল ভ্রমন করের অভিযোগে ১০ টি ভূয়া প্রতিষ্ঠিানে তালা ঝুলিয়েছে পুলিশ

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ নভেম্বর 20২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ১০৪জন দেখেছেন

Image

ইয়ানূর রহমান:বেনাপোল আন্তর্জার্তিক চেকপোষ্টে দেশী, বিদেশি পাসপোর্টযাত্রীদের সাথে প্রতারনা, ছিনতাই ও ভ্রমনকর জালিয়াতির অভিযোগে ১০টি ভূয়া প্রতিষ্ঠিানে তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়ার নেতৃত্বে বুধবার সকালে ওই ১০টি ঘরে তালা ঝুলিয়ে সিলগালা করে দেয়া হয়। তবে পুলিশের অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় প্রতারকরা। এর আগেও একাধিকবার এসব দোকানে তালা ঝুলিয়ে প্রতারকদের আটক করা হয়। তবে প্রভাবশালীদের ছত্রছায়ায় এরা লালিত পালিত হওয়ায় বার বার ছাড়া পেয়ে আবারও প্রতারনায় যুক্ত হয়েছে তারা।

প্রতারনার অভিযোগে তালা ঝুলিয়ে দেয়া ভূয়া প্রতিষ্ঠানগুলো হলো, চৌধুরী মার্কেটের রবিউল ইসলামের মধুমতি ষ্টোর, ইবাদত হোসেন, মফিজুর রহমান, আমিন উদ্দিন এর দোকান, মসজিদ মার্কেটের ইয়ামিন, ঢাকা হোটেলের পিছনে টিংকু মিয়া, রাজলক্ষী ষ্টোরের মুসা, রেজাউল মার্কেটে মিলন, হোটেল ফ্রেসের এর পাশে শহিদুল ও বাবু কমিশনারের ছেলে সাকিবের দোকান। এরা কেউ প্রতিষ্ঠানের নাম ঝুলিয়ে আবার কেউ কেউ নামবিহীন প্রতিষ্ঠান ঘরে এসব প্রতারনার কার্যক্রম চালাতো।

বুধবার (২২ নভেম্বর) সকালে ময়মনসিংহ ও ঢাকা থেকে আসা পাসপোর্টযাত্রী শারমিন আক্তার (পাসপোর্ট নং এ-০৬০৫৮০৫১) ও জাকির খান (এ-০৫৫৮৮৪) বলেন, আমরা খুব সকালে বেনাপোল এসে গাড়ি থেকে নামি। এরপর বাবু ও রবি নামে দুই জন লোক আমাদের মধুমতি ষ্টোরে নিয়ে ভারত যেতে গেলে ফরমে টাকার নম্বর এবং কত টাকা নিয়ে যাচ্ছি তা লিখতে হবে বলে টাকা গণনা করে। টাকা গুনে আমাদের কাছে আবার টাকা ফেরত দেওয়ার সময় আমাদের সন্দেহ হয়। এরপর টাকা গুনে দেখি ১০ হাজার টাকা কম। বিষয়টি বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে অভিযোগ করলে পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে মাত্র ১০ মিনিটের মধ্যে টাকা উদ্ধার করে দেয়। এসময় পুলিশের অভিযানের সাথে জাতীয় গোয়েন্দা সংস্থার লোক ও উপস্থিত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বেনাপোলের এক শ্রেণীর মাদকসেবী ও প্রতারকরা প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বাসষ্ট্যান্ড, রেল ষ্টেশন ও বন্দর প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে দ্রুত পাসপোর্টে কাজ করিয়ে দেওয়ার নাম করে এসব দোকানে এনে বসাতো যাত্রীদের। পরে তাদের কাছ থেকে টাকা নিয়ে প্রতারনার মাধ্যমে জাল ভ্রমন কর রশিদ তৈরী করে, কখনও সাথে থাকা টাকার নাম্বার লেখার কথা বলে কৌশলে টাকা হাতিয়ে নিত। এদের কেউ দোকানের নাম আবার কেউ নাম বিহীন প্রতিষ্ঠান বা দোকান খুলে এসব প্রতারণার চালিয়ে আসছে দীর্ঘদিন ধরে।

গত তিন মাসে বেনাপোল চেকপোষ্টে করোনা ভ্যাকসিন সনদ জালিয়াতি, যাত্রী হয়রানি ও নানান ধরনের প্রতারনার সাথে জড়িত থাকার অভিযোগে শাওন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে চার বার তালা ঝুলিয়েছিল পুলিশ এছাড়া বেনাপোলের সাদিপুর গ্রামের চৌধুরী মার্কেটের মালিক মমিনের ছেলে শামিম বিদেশ ভ্রমন কর জাল করে বেনাপোল চেকপোস্ট দিয়ে সরকারের লক্ষ লক্ষ টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল। গত ১৬ নভেম্বের দুপুরে চেকপোস্ট এলাকা থেকে ট্যাক্স জালিয়াতির কাজে ব্যবহৃত ল্যাপটপ, প্রিন্টার, জাল ভ্রমনকর রশিদ ও সোনালী ব্যাংকের সীলসহ তাকে আটক করে পুলিশ। এ সময় ভারতগামী ৮জন পাসপোর্ট যাত্রীর কাছ থেকে ৮টি জাল ভ্রমন কর রশিদ জব্দও করা হয়। গত এক মাসের মধ্যে দুইবার জাল ট্যাক্সসহ পুলিশের হাতে গ্রেফতার হয় শামিম। জামিনে বের হয়ে আবারও একই কাজে নেমে পড়ে সে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, যাত্রীদের সাথে প্রতারনার অভিযোগে আন্তর্জাতিক চেকপোষ্ট এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে ১০টি দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এর আগেও এমন অভিযোগে কয়েকটি দোকানে তালা ঝুলিয়ে দেয় হয়। প্রতারনার স্বীকার যাত্রীর টাকা উদ্ধার করে ফেরত দেওয়া হয়েছে। যাত্রী নিরাপত্তায় তাদের এ অভিযান চলমান থাকবে বলেও জানান ওসি।


আরও খবর



রূপগঞ্জে ভোরের চেতনা পত্রিকার ২৫তম বর্ষপূর্তি উদযাপন

প্রকাশিত:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ১৩৭জন দেখেছেন

Image

আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃনারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা  পত্রিকার ২৫তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। গতকাল ১৫ নভেম্বর  উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে বর্ষপূর্তি  উদযাপন করা হয়। দৈনিক ভোরের চেতনা পত্রিকার নারায়ণগঞ্জ জেলা ক্রাইম রিপোর্টার এনামুল হকের আয়োজিত  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক যায়যায়দিন ও মাইটিভির রূপগঞ্জ থানা প্রতিনিধি মোঃ মকবুল হোসেন।

সভায় বক্তব্য রাখেন,  রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক, রূপগঞ্জ থানা ওসি এএফএম সায়েদ, ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান।এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের   সাংবাদিক শফিকুল আলম ভুইয়া (নয়াদিগন্ত), মীর শফিক (নয়াদিগন্ত), মনজুর এলাহী (আমার বার্তা), এসএম রোবেল মাহমুদ (মানব কন্ঠ), মোঃ আলম হোসাইন (দিনকাল), আবু কাউসার মিঠু (দেনিক তৃতীয় মাত্রা)।

নোয়াব ভুইয়া (আমার সময়), রনি আহমেদ (দৈনিক আজকের আলোকিত সকাল), মিজানুর রহমান (শুভ দিন), রিপন সরকার (আজকের বসুন্ধরা), সিরাজুল ইসলাম (বাংলাদেশের আলো), মাছুম মিয়া (যুগ যুগান্তর), রাকিবুল ইসলাম, রাকিবুল ইসলাম রাসেল (এশিয়া বার্তা), গোলাম মোস্তফা (সাগর) ও মোঃ পারভেজ (দৈনিক বর্তমান)পরে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



নকল প্রসাধনীতে ছেয়ে গেছে সৈয়দপুর

প্রকাশিত:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৯২জন দেখেছেন

Image

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:- নকল প্রসাধনীতে সয়লাব সৈয়দপুর সহ নীলফামারীর সদর ও আশপাশ এলাকা। নকল এসব প্রসাধনী ব্যবহারে নানা ধরনের চর্মরোগ সহ স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকলেও দৃষ্টি নেই সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গের।

জানা গেছে, সৈয়দপুর শহরের চুড়িপট্টি এলাকার সাহিদ,জাবেদ,সনু,আমির,চান,সাদ্দাম ও ফয়সাল সহ বেশ ক'জন দীর্ঘদিন ধরে ঢাকার চকবাজার সহ একাধিক মার্কেট থেকে নকল প্রসাধনী ক্রয় করে নিয়ে আসছেন সৈয়দপুরে।এরপর তারা তাদের ক্রয়কৃত প্রসাধনী গুদামজাত করে চুড়িপট্টি এলাকার দোকানে সামান্য কিছু রেখে বিক্রি করছেন এবং বাকিগুলো দালালের মাধ্যমে চড়া দামে বিক্রি করছেন নীলফামারী জেলার বিভিন্ন জেলা উপজেলায়।

একটি সুত্র জানায়,উল্লেখিত ব্যবসায়িরা নীলফামারী জেলা ছাড়াও দিনাজপুর, পঞ্চগড়, পার্বতীপুর ও লালমনিরহাটে ও মোকাম গড়ে তুলেছেন।তাদের আমদানিকৃত প্রসাধনীর গায়ে বিএসটিআইয়ের লোগো, ব্যাচ নং, এমআরপি ও মেয়াদ এমন ভাবে লিখা রয়েছে যা দেখে বুঝার উপায় নেই কোনটা আসল নাকি নকল।

অনুসন্ধানে জানা যায়, উল্লেখিত ব্যবসায়িদের প্রায় সকলের দোকানেই অবাধে বিক্রি হচ্ছে নকল প্রসাধনী।বিক্রি করা প্রসাধনীর গায়ে বহুজাতিক কোম্পানির হুবহু নকল মোড়ক রয়েছে বলে অনেকের অভিযোগ। কারো গায়ে লেখা রয়েছে মেড ইন জার্মানির জায়গায় মেড ইন জার্মান সহ বিভিন্ন দেশের ষ্টিকার।

ইউনিলিভারের ফেয়ার এন্ড লাভলীর বদলে ফেজার এন্ড লাভলী  ও ফুয়ার এন্ড লাভলী নামে বিক্রি করা হচ্ছে। এছাড়া রং ফর্সা করার ক্রিম, শেভিং ফম,ফেসওয়াস, ন্যাচারাল ব্লাক কালার,হেড এন্ড সোল্ডার মাক্স লোসন, মেরিন লোসন, নেভিয়া লোসন, সাবান সহ অর্ধশতাধিক নকল প্রসাধনী অবাধে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ অনেকের।এছাড়া সুগন্ধির মধ্যে ফগ,রজনীগন্ধা, কোবরা,হ্যাবক সহ নানা ধরনের পারফিউম বিক্রি করা হচ্ছে অবাধে।

শিশুদের অলিভ অয়েল, আফটার সেভ লোসন, জনসন বেবি লোসন, জনসন ক্রিম সহ বিভিন্ন ধরনের নামিদামি মোরকের পন্য সামগ্রি বিক্রি করা হচ্ছে।অনেকের মতে,উল্লেখিত নকল প্রসাধনী ব্যবসায়িরা শহরের বেশ কটি সেলুন ও হেয়ার ড্রেসিংয়ের দোকান গুলোতে বেশি সরবরাহ করছেন।শহরের ক'জন সাংবাদিক পরিচয় দানকারি ও পুলিশ পরিচয় দানকারি ব্যাক্তিদের ম্যানেজ করলেও প্রকৃত আইনপ্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে নকল প্রসাধনীর ব্যবসায়িরা জমজমাট ভাবেই তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

নাম প্রকাশ না করার শর্তে চুড়িপট্টি এলাকার ক'জন ব্যবসায়ি বলেন,সৈয়দপুরের পুলিশ প্রসাশন সব জানেন কিন্তু অভিযান চালান না। মাঝে মধ্যে ভোক্তা অধিদপ্তর ২/৩ টি দোকানে অভিযান চালিয়েই নিশ্চুপ হয়ে যায়। তারা মোটা অংকের জরিমানা বা কঠোর ব্যবস্হা না নেয়ার ফলেই উল্লেখিত ব্যবসায়িরা ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে। এর ফলে এদের অনেকেই নকল প্রসাধনী বিক্রি করে কোটি কোটি টাকার মালিক বনে গেছে। তারা বছরের পর বছর ট্যাক্স ভ্যাট কিছুই দেন না বলে ও জানা গেছে। এসব ব্যবসায়িদের দোকান ও গোডাউনে তল্লাশী চালালে শত কোটি টাকারও বেশি মুল্যের নকল প্রসাধনী মিলবে বলে অনেকের ধারনা।

ঢাকা থেকে আসা সৈয়দপুর শহরের প্রাইম ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা সেবা দিতে আসা চর্মও যৌনরোগ বিশেষজ্ঞ ডাক্তার ফারহানা সুলতানা বলেন, নকল প্রসাধনী ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা নষ্ট করে। চামড়ায় একজিমা সহ স্কিন ক্যান্সারের ঝুঁকি থাকে।

তবে নকল প্রসাধনী ব্যবসায়িরা বলছেন, আমরা এসব ঢাকার চকবাজার থেকে ক্রয় করে আনছি।ক্রয়কৃত প্রসাধনী গুলো যদি নকলই হয় তা দেখার বিষয় আইনপ্রয়োগকারী সংস্থার। কোন সাংবাদিকের নয়। এসব নিয়ে পেপার পত্রিকায় সংবাদ লিখলেও কোন লাভ হবার নয় বলে মন্তব্য তাদের।

আরও খবর