Logo
আজঃ শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

মিরসরাইয়ে ইয়াবাসহ আটক ১

প্রকাশিত:সোমবার ১৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ৯৮জন দেখেছেন

Image

মিরসরাই প্রতিনিধি:মিরসরাইয়ে ১ হাজার পিচ ইয়াবাসহ নেয়ামত উল্ল্যাহ (৩৮) নামে এক মাদককারবারীকে আটক করেছে পুলিশ। রোববার তাকে আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার রাত ১০ টায় কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। আটক মাদককারবারী নেয়ামত কক্সবাজার চকরিয়া উপজেলার ভেওলা ইউনিয়নের শিকদার পাড়ার আব্বাস উদ্দিনের ছেলে। মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাসে অভিযান চালানো হয়। এসময় নিয়ামত নামে এক যাত্রীকে সন্দেহ হলে তার শরীর তল্লাশী করে ১ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তিনি আরো বলেন, আটককৃত ব্যক্তি প্রায় সময় ইয়াবা পাচার করে থাকেন। ইয়াবাগুলো কক্সবাজার থেকে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন তিনি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।


আরও খবর

সিরাজগঞ্জে মাদক বিক্রেতার হামলায় আহত এক যুবক

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩

হোমনায় ইয়াবাসহ যুবক গ্রেফতার

বুধবার ২০ সেপ্টেম্বর ২০23




সবুজ মিরসরাই গড়তে দেড় মাসে ২ লক্ষাধিক গাছের চারা রোপন

প্রকাশিত:শুক্রবার ১৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১০১জন দেখেছেন

Image

এম আনোয়ার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম),প্রতিনিধি:মিরসরাই উপজেলার পূর্বের পাহাড় ও পশ্চিমের বঙ্গোপসাগর উপকূলীয় এলাকা এবং মাঝের সমতল ভূমি বৃক্ষরোপণের জন্য অত্যন্ত উপযুক্ত। কিন্তু সময়ের পথচলায় যুগপোযোগী উদ্যোগের অভাবে সবুজায়নের দিকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি। বর্তমান মিরসরাই উপজেলা প্রশাসন সবুজ মিরসরাই গড়তে আপ্রাণ চেষ্টায় মত্ত। উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন গত বছরের ১১ ডিসেম্বর মিরসরাইয়ে যোগদান করেন। যোগদানের ১০ মাসের পথচলায় তিনি মিরসরাইয়ের অন্যান্য উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি সবুজায়নকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তারই প্রেক্ষিতে সবুজ মিরসরাই গড়ার যাত্রা শুরু করেন ১ আগস্ট থেকে। যাত্রা শুরুর দেড় মাসে ২ লক্ষ ২৫ হাজার ফলজ, বনজ, ঔষধিসহ বিভিন্ন প্রজাতির চারা রোপন করা হয় মিরসরাইজুড়ে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সবুজায়নের এমন সর্ববৃহত উদ্যোগ এটিই প্রথম।

‘গাছ লাগাই পরিবেশ বাঁচাই, সবুজে সাজাই মিরসরাই’ এই প্রতিপাদ্যে সবুজ মিরসরাই গড়ার লক্ষ্যে এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ২০২৩ সালে ২৩ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার উপজেলার জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচীর আয়োজন করে মিরসরাই উপজেলা প্রশাসন। বেলা বাড়ার সাথে সাথে সবুজ মাঠ চেয়ে যায় বিভিন্ন প্রকার দেড় লক্ষাধিক গাছের চারায়। সেখানে উপস্থিত সকলের হাতে হাতে শোভা পায় নানা প্রজাতির গাছের চারায়। এসময় ফলজ, বনজ, ঔষধিসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় ১৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিল্প প্রতিষ্ঠান, ১৬টি ইউনিয়ন পরিষদ ও ২ পৌরসভা, শতাধিক সামাজিক সংগঠন, বেদেপাড়ার বাসিন্দা ও সাধারণ জনসাধারণের মাঝে। বিতরণকৃত চারার মধ্যে ছিল মাল্টা, চাপালিশ, বাদাম, লিচু, হরিতকি, বহেরা, আমড়া, আম, কাঁঠাল, আমলকি, জলপাই, জাম্বুরা, তেতুল, তাল, নারকেল, পেয়ারা, জাম, মেহগনি, বেলজিয়াম, গর্জন, কড়ই, গামারী, নিম, অর্জুন, বকুল, কৃষ্ণচুড়া, জারুল, সোনালুসহ অসংখ্য প্রজাতির ফলজ, বনজ ও ওষধি গাছ। গাছের চারা নিতে আসা জেবি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ইমরান খান জিসান বলেন, একসাথে এতোগুলো গাছের মধ্যে থেকে পছন্দ মতো গাছের চারা নিতে পেরে আমি অনেক আনন্দিত। মিরসরাই উপজেলা প্রশাসনকে এমন আয়োজনের জন্য ধন্যবাদ। শিক্ষার্থী মুমতাহিনা চৌধুরী মীম, প্রাপ্তি ও পূজা বলেন, আমরা আমাদের পছন্দের গাছের চারা নিতে সক্ষম হয়েছি। আমরা গাছগুলো বাড়ির আঙ্গিনায় রোপন করবো এবং সঠিক পরিচর্যা করবো। এছাড়া শিক্ষার্থী সৌপ্তি, রনি, অর্পা, সরনাথ, আল সাবাব চৌধুরীসহ মাঠে উপস্থিত নানা পেশার ও নানা বয়সের মানুষের মুখে হাসি ফুটেছে গাছের চারা পেয়ে। মিরসরাই উপজেলা স্বেচ্ছাসবী সংস্থার অন্যতম সমন্বয়ক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বলেন, ‘মিরসরাইয়ে দিনদিন শিল্পকারখানা গড়ে তোলার হার বাড়ছে। সেইসাথে এখানকার আবহাওয়ার উপর শিল্পকারখানার খারাপ প্রভাব পড়ার আগেই সবুজায়নের উদ্যোগটি যথোপযোগী। আমি সবুজায়নের এই উদ্যোগ অব্যাহত রাখার দাবী জানাচ্ছি।’

মিরসরাই উপজেলা ডায়াগনষ্টিক ও হাসপাতাল ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন বলেন, ‘আমার বয়সে এত বৃহত পরিসরে বৃক্ষরোপন কার্য্যক্রম আমি দেখিনি। সবুজ মিরসরাই গড়ার লক্ষ্যে মিরসরাই উপজেলা প্রশাসন যে উদ্যোগ গ্রহণ করেছেন তা সত্যিই প্রশংসার দাবীদার।’ মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন বলেন, ‘চট্টগ্রাম জেলা প্রশাসকের ২০২৩ সালে ২৩ লক্ষ বৃক্ষরোপন কার্যক্রমের অংশ হিসেবে মিরসরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে পুরো মিরসরাইয়ে ইতিমধ্যে ২ লক্ষ ২৫ হাজার বৃক্ষরোপন করা হয়েছে। গত ১ আগস্ট করেরহাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ৫০ হাজার এবং একইদিন হিঙ্গুলী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ২৫ হাজার গাছের চারা বিতরণ ও রোপন কর্মসূচীর শুভ সূচনা করা হয়। সর্বশেষ ১৪ সেপ্টেম্বর জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দেড় লক্ষ গাছের চারা বিতরণ ও রোপন করা হয়েছে। আমি সবুজ মিরসরাই গড়তে ‘গাছ লাগাই পরিবেশ বাঁচাই, সবুজে সাজাই মিরসরাই’-এই শ্লোগান বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি।’  মিরসরাইয়ের সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, আমাদের ভবিষ্যত প্রজন্মকে নিরাপদ রাখতে প্রচুর পরিমাণ গাছ লাগাতে হবে। তাই চট্টগ্রাম জেলা প্রশাসকের উদ্যোগে পুরো চট্টগ্রামে ২০২৩ সালে ২৩ লাখ গাছের চারা লাগানোর যে উদ্যোগ নিয়েছে আমি এই উদ্যোগেকে স্বাগত জানাই।


আরও খবর



রাজশাহী-১ আসনে অপ্রতিরোধ্য এমপি ফারুক চৌধুরী

প্রকাশিত:বুধবার ১৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১২৪জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর প্রতিনিধি:অপ্রতিরোধ্য এমপি ফারুক চৌধুরী, তীল তীল করে দলকে যে কোন সময়ের চেয়ে শক্তিশালী করে গড়ে তুলতে ইতিপূর্বেই সক্ষমতা দেখিয়েছেন, প্রতিটি ইউনিয়ন, পৌরসভায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ত্রিবার্ষিক সম্মেলন করে তাক লাগিয়ে দিয়েছেন এমপি ফারুক চৌধুরী। সেটা অকপটে স্বীকার করছেন বিরোধীরাও। কারন হিসেবে বলছেন দুই উপজেলায় প্রতিটি ইউনিয়ন সম্মেলন সুষ্ঠু ভাবে সম্পন্ন করেছেন। সম্মেলনের কমিটি গঠন নিয়ে নানান চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। নিজ দলের ধারা তথ্য বিভ্রাটের স্বীকারও হতে হয়েছে।তারপরও কোন দিকে কর্নপাত না করে সংগঠন কে গতিশীল করতে নিয়োমিত সম্মেলন করেই যাচ্ছেন। গড়ে তুলেছেন নতুন নতুন নেতৃত্ব। নতুন নেতৃত্ব কে দিয়ে প্রতিটি ওয়ার্ডে সম্মেলন চলছে। প্রতিদিন ৮/১০ টি করে ওয়ার্ড সম্মেলন হচ্ছে নেতাকর্মীরা আনন্দে উল্লাসী সম্মেলন সম্পন্ন করছেন। যা জাতীয় নির্বাচনের আগে নিজ দলকে এক নতুন রুপে গঠন করে চমক সৃষ্টি করেছেন ভিআইপি আসন হিসেবে পরিচিত  জেলার অন্যতম আসন রাজশাহী -১( তানোর-গোদাগাড়ী)র এমপি সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সম্পাদক এবং সাবেক শিল্পপ্রতি মন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। এতে করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সর্বাত্মক ভাবে প্রস্তুত।ফলে দিনের দিন দুই উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন অতীতের যে কোন সময়ের গতিশীল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

জানা গেছে, চলতি বছরে জুলাই মাস থেকে তানোর উপজেলার ইউনিয়ন ও পৌরসভার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। জুলাই মাসে কলমা, কামারগা, তালন্দ ও সরনজাই ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।  পুরো আগস্ট জুড়ে ওয়ার্ডে ওয়ার্ডে জাতীয় শোক দিবস পালন করা হয়। সেপ্টেম্বর মাসের শুরুতে তানোর পৌরসভা ও  পাচন্দর, বাধাইড় এব চান্দুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ত্রিবার্ষিক সম্মেলন করা হয়। প্রতিটি সম্মেলনে এমপি প্রধান অতিথি থেকে সবার মতামতের ভিত্তিতে কমিটি ঘোষনা করেন। শুধু তানোর না গোদাগাড়ীর দুটি পৌরসভা ও নয়টি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ত্রিবার্ষিক সম্মেলন শেষ হয়েছে। সম্মেলনে সবচেয়ে বড় চমক ছিল বৃহত্তর ইউনিয়ন গুলোকে দুভাগে বিভক্ত করে কমিটি দিয়ে তাক লাগিয়ে দেন এমপি ফারুক চৌধুরী। কারন যা কখনোই কেউ কল্পনাও করেন নি। এক ইউনিয়ন কে বিভক্ত করতে গিয়ে এমপি বিরোধীরা প্রচুর সমালোচনা করেন। কিন্তু এমপি কোন সমালোচনায় কর্নপাত না করে দলকে শক্তিশালী করতে যা প্রয়োজন সেটাই করেছেন তিনি। অতীতে যেমন সেচ্ছাসেবক লীগের তেমন কার্যক্রম ছিল না। অথচ এমপি দুটি পৌরসভা সাত ইউনিয়ন ও ৮১ টি ওয়ার্ডের কমিটি করে নতুন রুপ দিয়েছেন। এছাড়াও মহিলা যুবলীগ ও কৃষকলীগেরও তেনম কর্মকাণ্ড চোখে পড়েনি। কিন্তু ইউপি ওয়ার্ড পর্যন্ত যুব মহিলা লীগের কমিটি দিয়েছেন। প্রতিটি সম্মেলন শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে। বর্তমানে চলছে ওয়ার্ড কমিটি গঠন চলছে। এক কথায় আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী কে বিজয়ী করতে ঢেলে সাজিয়েছেন সংগঠনকে। এটা অকপটে শিকারও করছেন এমপি বিরোধীরাও।

এমপি বিরোধী এক জনপ্রতিনিধি বলেন, যে কোন সময়ের চেয়ে এমপি দলকে প্রচুর শক্তিশালী করেছেন, এটা নিয়ে কেউ দ্বিমত করলে সে রাজনীতির কিছুই বুঝেনা। ফারুক চৌধুরী বলে দুই উপজেলা মিলে ১৬ টি ইউনিয়ন ও চারটি পৌরসভায় সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করেছেন, এটা বিশাল ব্যাপার। কোন রকম হট্টগোল ছাড়াই কমিটি গঠন করা চারটিখানি ব্যাপার না। আমার রাজনৈতিক জীবনে এভাবে প্রকাশ্যে এত ২০ টি ইউনিটের সম্মেলন ইতিহাস হয়ে থাকবে। তিনি বিগত ২০০৮ সাল থেকে এমপি হিসেবে আছেন। কোন দালাল মাস্তান তৈরি করেননি এটাও তানোর গোদাগাড়ীর রাজনীতিতে ইতিহাস হয়ে থাকবে। তিনি এক ইউনিয়ন কে দুভাগে ভাগ করেছেন এটা বুঝতে হবে বিগত ১৫ বছরে অনেক নেতাকর্মী তৈরি করেছেন। সংগঠন কে আরো গতিশীল করেছেন। আমার দৃঢ বিশ্বাস এমপি যতদিন সুস্থ বা রাজনীতির মাঠে থাকবেন তার মত নেতাকে কখনোই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তাকেই মনোনায়ন  দিবেন। কারন তার বিকল্প নেতা তৈরি হয়নি।

তানোর পৌরসভার নব নির্বাচিত সম্পাদক আবুল বাসার সুজন বলেন, তিনি প্রায় প্রতিদিন রাত ৯/১০ টা পর্যন্ত মিটিং করে শহরের অফিসে রাত ১/২ টা পর্যন্ত নেতাকর্মী দের সাথে বিভিন্ন বিষয় নিয়ে চলে আলাপ চারিতা। এমপির ভিতরে মহান আল্লাহ তায়ালা এত ধৈর্য দিয়েছেন কল্পনাতীত। মাঝেমাঝে  আমরা বিরক্ত হলেও তার মাঝে কোন বিরক্ত নেই।ভাইস চেয়ারম্যান উপজেলা কৃষক লীগের সম্পাদক আবু বাক্কার সিদ্দিক বলেন, এমপি ফারুক চৌধুরীর রাজনৈতিক কৌশল বিরোধীরা চিন্তাও করতে পারবেন না। তিনি দু মাসের মধ্যে দুই উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় সম্মেলন করে বুঝিয়ে দিলেন দলকে কিভাবে শক্তিশালী করতে হয়,কিভাবে নেতৃত্ব তৈরি করতে হয়। কারন কোন নেতা পদ পেয়ে যদি মনে করেন আমি সব কিছু। সেই নেতৃত্ব কিভাবে পরিবর্তন করতে হয় সেটা এমপি ভালোভাবেই জানেন। তানোর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন ও সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার বলেন,  আগামী জাতীয়  নির্বাচন কে সামনে রেখে অল্প সময়ের মধ্যে সব ইউনিয়নের সম্মেলন শেষ করতে পারবেন আমরাও হতবাক। তিনি এমন একজন নেতা সেটা তানোর গোদাগাড়ীর আপামর জনতা বুঝতে পেরেছে। কারন তার দ্বারাই অযথা কেউ হয়রানির শিকার হন না। মনোনায়ন তাকে ছাড়া দিবে কাকে। তাকে বাদ দিয়ে যাকে দিবে সে কি ফারুক চৌধুরীর মত নেতৃত্ব দিয়ে বিএনপির আতুর ঘর হিসেবে পরিচিত সেটা ভাঙ্গতে পারবেন, দল তো সেদিক বিবেচনা করবেন। আর ফারুক চৌধুরী মনোনায়ন নিয়ে ভাবেন না তার কথায় অনেকের মনোনায়ন হয়। আগামী নির্বাচনেও তিনি মনোনয়ন পাবেন এবং এমপিও নির্বাচিত হবেন বলে আমাদের দৃঢ বিশ্বাস। 

আরও খবর

সেই ধর্ষক জনি ঢাকায় গ্রেফতার

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




কালিয়াকৈরে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা

প্রকাশিত:রবিবার ১৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৭০জন দেখেছেন

Image

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈরে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। এ উপলক্ষ্যে রোববার সকাল থেকে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্তরে এ মেলার উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় বিনামূল্যে প্রায় সাড়ে ৫শত সাবমারসিবল পাম্প যুক্ত ননকুপ, মুক্তিযোদ্ধা জাদুঘর, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, বঙ্গবন্ধু ভাস্কর্য, বঙ্গবন্ধুর আধুনিক মোড়াল, বীর নিবাস নির্মাণ, আশ্রয়ন প্রকল্প, ইউনিয়ন পরিষদের ডিজিটাল, শালদহ সেতু, কালভার্ট- ব্রিজ, স্কুল-কলেজ নতুন ভবন নির্মাণ, মসজিদ, মাদ্রাসা, রাস্তা-ঘাটসহ সকল সেক্টরে ব্যাপক উন্নয়ন করেছে স্থানীয় সরকার। জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে এসব উন্নয়নের চিত্র তুলে ধরে সকাল থেকে উন্নয়ন মেলা শুরু হয়। আগামী মঙ্গলবার পর্যন্ত এ মেলা চলবে। প্রধান অতিথি হিসেবে তিনদিন ব্যাপী মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। এ মেলায় উপজেলা প্রশাসন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর, কালিয়াকৈর পৌরসভা, চাপাইর, আটাবহ, মৌচাক, ফুলবাড়িয়া, শ্রীফলতলী, ঢালজোড়া, সূত্রাপুর, মধ্যপাড়া ও বোয়ালী ইউনিয়ন স্টলে ব্যানার, লিফলেটের মাধ্যমে উন্নয়নের চিত্র তুলে ধরা হয়। এ উপলক্ষ্যে উপজেলা চত্তরে একটি র‌্যালী অনুষ্ঠিত হয়। পরে মেলা প্রাঙ্গণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন- উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নাসরিন আরা পুষনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ।


আরও খবর

সেই ধর্ষক জনি ঢাকায় গ্রেফতার

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




নির্বাচন ছাড়া বিএনপির রক্ষা পাওয়ার উপায় নেই: নানক

প্রকাশিত:সোমবার ১৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১১৫জন দেখেছেন

Image

মারুফ সরকার ,স্টাফ রিপোর্টার:নির্বাচন ছাড়া বিএনপির রক্ষা পাওয়ার আর কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। রোববার (১৭ সেপ্টেম্বর) মোহাম্মদপুরে পুড়ে যাওয়া কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।

নানক বলেন, আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গণতন্ত্রে বিশ্বাস করে। সরকার গণতন্ত্রে বিশ্বাস করে বলে যে কোনো মার্চ তারা (বিএনপি) করতে পারে।

আমি দোয়া করি, যেন এ রোডমার্চ শান্তিপূর্ণ থাকে।   তিনি বলেন, এই রোডমার্চ করতে করতে যেন বাংলাদেশের মানুষ নির্বাচন করে ফেলে। তারা শান্তিপূর্ণভাবে রোডমার্চ করুক। ভুল পথচারী বিএনপি নির্বাচনের পথে এলে আমরা অভিনন্দন জানাব।

নির্বাচন ছাড়া বিএনপির রক্ষা পাওয়ার বা নিজেকে রক্ষা করার আর কোনো উপায় নেই। এ সময় নানক কৃষি মার্কেটে আগুন লাগার কারণ জানতে মার্কেট কমিটির পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করার আহ্বান জানান। তিনি বলেন, কীভাবে আগুন লেগেছে তা বের করতে সরকারের তদন্ত কমিটির পাশাপাশি আপনারা একটি ছোট তদন্ত কমিটি করবেন। কী দুর্বলতা ছিল, কী দুর্বল দিকগুলো ছিল, সেগুলো বের করা দরকার। যার যেখানে দোকান ছিল, সেখানেই তাকে বরাদ্দ দিতে হবে।  

তিনি আরও বলেন, এখানে আমরা আকাশ কুসুম কল্পনা করতে চাই না। ছয় তলা, নয় তলা, ১৪ তলা মার্কেট কবে হবে, এই ভরসার জোরে এই মানুষগুলো অনিশ্চয়তায় থাকতে পারেন না। দোকান মালিক, দোকানদাররা যা চাইবেন, তাই হবে। এর বাইরে কিছু হবে না। আমরা এর বাইরে কিছু করতে দেব না। মার্কেটটি হলো নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের মার্কেট। সেই প্রাণের মার্কেটটি পুড়ে গিয়েছে, আমাদের হৃদয় পুড়ে গিয়েছে।

নানক বলেন, এখানে কেউ বঞ্চিত হবেন না। অসাধু চিন্তা বাস্তবায়নের কোনো সুযোগ নেই। আমি মেয়রের সঙ্গে আলাপ করব। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে তদারকি করা হবে। প্রধানমন্ত্রী আজ নিউইয়র্কে গেছেন। তিনি দেশে ফিরলে তার সঙ্গে আমি এ বিষয়ে কথা বলব।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর স্থানীয় কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্টন, ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদ সরকার, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদসহ মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের নেতারা ।


আরও খবর

হরতাল-অবরোধের জন্য প্রস্তুত হতে বললেন গয়েশ্বর

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত

প্রকাশিত:মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১২৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর ১টা ১৩ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৬।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, জৈন্তাপুর থেকে ১৮ কিলোমিটার দূরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল। 

সিলেটে কম্পনের স্থায়িত্ব ছিল অল্প সময়। তবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূগর্ভের প্রায় ১০ কিলোমিটার গভীরে। ফলে কম্পন বেশি অনুভূত হয়েছে। বাংলাদেশ ছাড়াও ভারতের মেঘালয় ও শিলংয়ের কিছু এলাকাতে, ভুটান এবং মিয়ানমারে ভূমিকম্প অনুভূত হয়। 

সিলেট নগরীর বাসিন্দারা বলছেন, ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। ভূমিকম্পের কারণে নগরবাসীর মনে আতঙ্ক দেখা দেয়। তবে এখন পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষিতর কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে গত ১৪ আগস্ট রাত ৮টা ৪৯ মিনিটের দিকে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয় সিলেটে। সে সময় রিখাটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২। উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয় আসাম অঞ্চলে।

সিলেট ফায়ার সার্ভিসে কন্ট্রোল রুমের নাম প্রকাশে অনিচ্ছুক অপারেটর জানান, ভূমিকম্পের পর কোথাও থেকে দুর্ঘটনাজনিত কোনো খবর তারা পাননি।


আরও খবর

এডিসি হারুন রংপুরে যোগ দিলেন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩