Logo
আজঃ মঙ্গলবার ৩০ মে ২০২৩
শিরোনাম

মেসির ৮০০ গোলের মাইলফলকের ম্যাচে আর্জেন্টিনার জয়

প্রকাশিত:শুক্রবার ২৪ মার্চ ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ মে ২০২৩ | ১৩০জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক: ষোলোকলা পূর্ণ হলো মাস মনুমেন্টালে আগত প্রায় লাখখানেক দর্শকের। লিওনেল মেসির গোল ও আর্জেন্টিনার জয় দেখতে এসেছিলেন তারা। তাদের হতাশ হতে হয়নি। দিয়েছেন ভালোবাসার অনন্য প্রতিদান। আবারও বাঁ-পায়ে সেই বাঁকানো ফ্রি-কিক। যার মাধ্যমে তিনি ক্যারিয়ারের ৮০০তম গোলের অনবদ্য রেকর্ডবুকে নাম উঠিয়েছেন। একইসঙ্গে আর্জেন্টাইনদের ভাসিয়েছেন বাধভাঙা জয়ের উচ্ছ্বাসে। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম ম্যাচ খেলতে নেমে ২-০ গোলে জিতেছে আর্জেন্টিনা।

গত ডিসেম্বরে কাতারে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয়ের পর প্রথমবার একসঙ্গে মাঠে আর্জেন্টিনা। ম্যাচ শুরুর আগে দর্শকদের অভিবাদনে আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি মেসি। চোখ অশ্রুতে ছলছল করছিল, মুখে ছিল তৃপ্তির হাসি। তৃতীয় বিশ্বকাপ জয়ী বীরদের বরণ করে নিতে কার্পণ্য ছিল না আর্জেন্টাইন দর্শকদের। বুয়েন্স আয়ার্স ছিল যেন উৎসবের নগরী, সেই উৎসব আরও বেড়ে গেলো দারুণ জয়ে।

আর্জেন্টিনা পানামার বিপক্ষে প্রীতি ম্যাচের প্রথমার্ধ শেষ করে একরাশ হতাশা নিয়ে। ১৭ মিনিটে ফ্রি কিক থেকে গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করেন মেসি। বাঁ পায়ের জাদুকরী শট। পানামার রক্ষণ দেয়াল নাগাল পায়নি। বল ভেসে একটু বেঁকে ছুটলো গোলমুখে। কিন্তু ডানপাশের গোলপোস্ট বাধা হয়ে দাঁড়ালো। বল আঘাত করলো গোলপোস্টে, হতাশ হলেন মেসি।

প্রথম ৪৫ মিনিটে আধিপত্য বিস্তার করে খেলেছে আর্জেন্টিনা। বল দখলে রেখেছিল ৭৪ শতাংশ, শট নিয়েছে ১০টি, যার মধ্যে দুটি ছিল লক্ষ্যে। পানামাকে ব্যস্ত থাকতে হয়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের আক্রমণ সামলানোতে।

তৃতীয় মিনিটে বক্সের বাইরে থেকে মেসির বাঁ পায়ের শট রুখে দেন পানামা গোলকিপার। ৯ মিনিটে ফের আর্জেন্টাইন অধিনায়ককে ব্লক করেন প্রতিপক্ষ খেলোয়াড়। মেসির ওই ফ্রি কিক লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর ২৯ মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়ার বক্সের বাইরে থেকে নেওয়া শট অনেক উঁচু দিয়ে চলে যায়।

বিরতির দুই মিনিট আগে মেসির শট ব্লকড হয়। কিছুক্ষণ পরই গোলবারের পাশ দিয়ে বল মারেন ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড। ৪৩ মিনিটে ম্যাক অ্যালিস্টারের পাসে বক্সের বাইরে থেকে এনজো ফার্নান্দেজ লম্বা শট নেন, তাকে রুখে দেন পানামা গোলকিপার হোসে কার্লোস গুয়েরা।

দ্বিতীয়ার্ধে তিনটি পরিবর্তন আনেন কোচ লিওনেল স্কালোনি। জুলিয়ান আলভারেজ, নিকোলাস ওতামেন্দি ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের বদলে মাঠে নামান লাউতারো মার্তিনেজ, লিসান্দ্রো মার্তিনেজ ও থিয়াগো আলমাদাকে। দুই মিনিট পর মেসির বাড়ানো বল লক্ষ্যে নিতে চেষ্টা করেন আলমাদা। তার ডান পায়ের শট ছিল উঁচুতে, লক্ষ্যভ্রষ্ট হয়। ৫৫ মিনিটে ফ্রি কিক থেকে মেসির শট উঁচুতে লাফিয়ে ঠেকান পানামা গোলকিপার।

৬৪ মিনিটে মেসির বাঁ পায়ের শট বাঁদিক দিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়। ৭৩ মিনিটে তার হেড উঁচু দিয়ে মাঠের বাইরে যায়। এর পাঁচ মিনিট পর সাতবারের ব্যালন ডি’অর জয়ী ফ্রি কিক বাঁ পোস্টে আঘাত করে। ৭৮ মিনিটে সেট পিস থেকে তার নেওয়া শট ফিরে এলে বক্সের মধ্যে লিয়ান্দ্রো পারেদেস বলে পা লাগাতে পারেননি, বাঁদিক থেকে এগিয়ে এসে আড়াআড়ি শটে গোল করেন আলমাদা।

তিনবার ফ্রি কিক থেকে ব্যর্থ হওয়ার পর ৮৯ মিনিটে সফল হন মেসি। প্রথমবারের মতো একই জায়গা থেকে এবার শট নেন। এবার আর কোনো বাধা মানেনি বল। ডান দিক দিয়ে গোলকিপারের বাড়ানো হাতের উপর দিয়ে জাল কাঁপে। এরই সঙ্গে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৮০০ গোলের মাইলফলক স্পর্শ করেন ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড। আর্জেন্টিনার হয়ে এটি ছিল তার ৯৯তম গোল। ক্লাবে তার গোল ৭০১টি। বার্সেলোনার হয়ে ৬৭২ গোল করেছেন তিনি, পিএসজির জার্সিতে ২৯টি।

ম্যাচ হারলেও পানামার খেলোয়াড়রা মেসির সঙ্গে ছবি তোলার সুযোগ নষ্ট করেননি। মাঠেই তারা একের পর এক ছবি তুলে নেন। মেসিও ছিলেন স্বতঃস্ফূর্ত। কাউকে ফিরিয়ে দেননি। হতাশা নিয়ে ফেরাননি ঘরের দর্শকদেরও।


আরও খবর



পলাশবাড়ীতে পানের বরজে অগ্নিকান্ড! অসহায় কৃষকের পাশে নেই কৃষি বিভাগ

প্রকাশিত:সোমবার ০৮ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৫৫জন দেখেছেন

Image
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভা জগরজানি গ্রামে রফিকুল ইসলাম এর পানের বরজের উপর দিয়ে বয়ে যাওয়া বৈদ্যুতিক তার থেকে পানের বরজে আগুন লেগে যায়। ৭ মে সোমবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা  ঘটে। 

জগরজানি গ্রামের লাভলু মিয়া বলেন পানের বরজের উপর দিয়ে বয়ে যাওয়া হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারের সঙ্গে একটি পাখি উড়ে যাওয়ার সময় লেগে যায় এবং বিকট শব্দ হয়।কিছুক্ষণ পরে পানের বরজের উপর দিয়ে ধোঁয়া উঠতে দেখতে পাই। অতিরিক্ত দাপদাহের কারনে সহজেই আগুন লেগে যায়।পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিভাতে সক্ষম হই।

পান বরজের মালিক রফিকুল ইসলাম এর সাথে কথা বললে তিনি জানান, অল্পের জন্য আল্লাহ বাচাইছে, না হলে আমাদের দুই ভাইয়ের বাড়ি সহ পানের বরজ পুরে ছারকার হতো।তিনি বলেন পানের বরজে আগুন লাগার বিষয়টি বিদ্যুৎ অফিসে জানালে তারা ব্যবস্থা নিবেন বলে জানান।

পানের বরজে আগ্নিকান্ডের ঘটনার কি পরামর্শ প্রদান করা হয়েছে ব্যাপারে জানতে চাইলে উপজেলা কৃষি অফিসার ফাতেমা কায়সার মিশু ফোন রিসিভ না করায় মতামত গ্রহণ করা সম্ভব হয় নি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বলেন অগ্নিকাণ্ডের ঘটনাটি আমি সাংবাদিকদের মাধ্যমে অবগত হয়েছি।দ্রুত কৃষি পরামর্শ প্রদানের জন্য উপজেলা কৃষি অফিসারকে নির্দেশ প্রদান করা হবে।


আরও খবর



লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা জসিম হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত:সোমবার ২৯ মে ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ মে ২০২৩ | ১৪জন দেখেছেন

Image

 লক্ষ্মীপুর প্রতিবেদক:লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা মেহেদী হাসান জসিমকে গুলি করে হত্যার দায়ে আটজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আমিনা ফারহিন এ রায় দেন।

লক্ষ্মীপুরে জজ আদালতের পাবলিক প্রসিকিউটর জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আলী হোসেন বাচ্চু, মো. মোস্তফা, মো. খোকন, আবুল হোসেন, মোবারক উল্যা, কবির হোসেন রিপন, জাফর আহম্মদ ও হিজবুর রহমান স্বপন।

মেহেদী হাসান জসিম চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মফিজ উল্যার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শ্রীরামপুর গ্রামের মফিজ উল্যার সঙ্গে একই বাড়ির মোবারক উল্যা ও আলী হোসেন বাচ্চুদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে মোবারকরা ২০১৩ সালের ৭ জানুয়ারি মফিজ উল্যাহ ও তার পরিবারের সদস্যদের মারধর করে। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা হয়।

এরপর থেকে মফিজের মামলাটি প্রত্যাহার করার জন্য হুমকি দেয়, না করলে হত্যা করা হবেও হুমকি দেওয়া হয়। এ জন্য মফিজ ও তার পরিবারের সদস্যরা বাড়িতে না যেতে পেরে আত্মীয়-স্বজনের বাড়িতে আত্মগোপনে থাকতেন।

একপর্যায়ে প্রতিপক্ষ মোবারকদের করা মামলাটি উপ-পরিদর্শক (এসআই) মো. নুরনবী তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে মফিজের ছেলে হাসান জসিমের নাম বাদ দেওয়ায় মোবারকরা চরম ক্ষিপ্ত হয়। এ কারণে জসিম ১০ ফেব্রুয়ারি রাতে সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের রাধাপুর গ্রামে আত্মীয় গোলাম মাওলার বাড়িতে আত্মগোপনে যায়।

জসিমের সঙ্গে তার বড় ভাই আবদুল হাই ও গোলাম মাওলার ভাই মাসুদ একই কক্ষে ঘুমিয়ে ছিল। ওইদিন দিবাগত গভীর রাতে আসামিরা জানালার গ্রিল ভেঙ্গে ঘরে ঢুকে। এ সময় তারা জসিমের বুকে গুলি করে। তাকে বাঁচানোর জন্য অন্যরা এগিয়ে আসলে আসামিরা গুলি করার হুমকি দিয়ে তাদের পিটিয়ে আহত করে।পরে জসিমকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরদিন জসিমের বাবা মফিজ উল্যাহ বাদী হয়ে সদর থানায় মোবারকসহ ১২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

সবশেষ ২০১৪ সালের ২৭ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা এতে সাক্ষ্য-প্রমাণে মোবারক উল্যা, আলী হোসেন বাচ্চু, অজি উল্যা, কবির হোসেন রিপন, হিজবুর রহমান স্বপন, আবুল কাশেম, সফিক উল্যসহ ১২ জনের বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়।

আসামিদের মধ্যে আবুল কাশেম, সফিক উল্যা, আমির হোসেন ও অজি উল্যা মারা গেছেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ রায় প্রদান করেন।

রায়ের সময় সাত আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত অপর আসামি হিজবুর রহমান স্বপন পলাতক রয়েছেন।

রায়ের পর মামলার বাদী মফিজ উল্যা বলেন, ‘আমার ছেলেকে গুলি করে হত্যা করেছে। মামলার রায়ে আমি সন্তুষ্ট।


আরও খবর



পদ্মা সেতুর রেল সংযোগে প্রকল্পে ব্যয় বাড়ছে ৩০১ কোটি টাকা

প্রকাশিত:বুধবার ০৩ মে ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৫ মে ২০২৩ | ৬৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের পরামর্শক ব্যয় ৩০১ কোটি ৪২ লাখ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে বাড়ানো হয়েছে পরামর্শক প্রতিষ্ঠানের মেয়াদ। আজ বুধবার অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান। তিনি বলেন, রেলপথ মন্ত্রণালয়ের অধীন ‘পদ্মাসেতু রেল সংযোগ’ প্রকল্পে নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠান বাংলাদেশ আর্মি ইন অ্যাসোসিয়েশন উইথ বিআরটিসি, বুয়েটকে ২০২৪ সালের মে পর্যন্ত মেয়াদ বৃদ্ধির জন্য ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ৩০১ কোটি ৪২ লাখ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এ সময় অতিরিক্ত সচিব জানান, এই ব্যয় বাড়ানোর ফলে এ খাতের মোট ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৪২ কোটি ২৭ লাখ ৭৬ হাজার টাকা। মেয়াদ বাড়ানোর কারণেই এই ব্যয় বাড়ানো হয়েছে।

এদিকে, গত ৪ এপ্রিল পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ট্রেন চলে। ইঞ্জিন ও কোচ ফরিদপুরের ভাঙ্গা প্রান্ত থেকে রওনা হয় দুপুর ১টা ২১ মিনিটে। এরপর প্রথম স্টেশন ভাঙ্গার মালিগ্রাম সংলগ্ন বগাইলে পৌঁছায় ১টা ৪১ মিনিটে। ট্রেনটি গড়ে ঘণ্টায় ৩০ কিলোমিটার বেগে চলে। ২টা ১০ মিনিটে মাদারীপেুরের শিবচরের পদ্মা স্টেশনে এসে পৌঁছায় এটি।

২টা ৪০ মিনিটে পদ্মা সেতুতে ওঠে ট্রেন। পদ্মা সেতু পার হতে ট্রেনটির সময় লাগে ১৬ মিনিট। সব মিলিয়ে ভাঙ্গা থেকে মুন্সীগঞ্জের মাওয়া স্টেশনে ট্রেনটিরর সময় লাগে প্রায় দুই ঘণ্টা। এতে ৪২ কিলোমিটার রেলপথ পাড়ি দিতে হয়।

পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে ঢাকার সঙ্গে পদ্মা সেতু হয়ে চার জেলা (মুন্সীগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও নড়াইল) অতিক্রম করে যশোরের সঙ্গে রেলযোগাযোগ স্থাপিত হবে।


আরও খবর



সমঝোতায় মামলার বাদিরা করছেন নিম্মমানের রাস্তার কাজ ক্ষুব্ধ পৌরবাসী

প্রকাশিত:শুক্রবার ০৫ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ১২২জন দেখেছেন

Image
তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর পৌর মেয়র ইমরুল হকের উন্নয়নের ধাপ্পাবাজির চমক দেখছেন নাগরিকরা। রাস্তার কাজের দরপত্রে অনিয়ম করায় বিএনপি ও যুবদলের নেতা এবং তিন ঠিকাদার উচ্চ আদালতে মামলা করেন। বাধ্য হয়ে মেয়র ওই তিন ঠিকাদারকে কাজ দিলে মামলা তুলে নেয়। সে কাজগুলো এত পরিমান নিম্মমানের ও ধাপ্পাবাজির কল্পনাতীত যাকে বলে আজব পৌরসভায় অলৌকিক কাজ। এতে করে রাস্তার কাজগুলো নিয়ে সরেজমিনে তদন্ত করলেই ভয়াবহ অনিয়ম দুর্নীতি ধরা পড়বে। ফলে নিম্মমানের কাজ নিয়ে পৌরবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

জানা গেছে, বিগত পৌর মেয়রের সময় নগর উন্নয়ন অবকাঠামো থেকে প্রায় সাড়ে ৪ কোটি টাকার প্রকল্প আসে। কিন্তু ভোটের জন্য ওই সময় কাজ করতে পারেন নি। ভোটে উন্নয়নের ফুলঝুরির বার্তা দিয়ে মেয়র নির্বাচিত হন নৌকার প্রার্থী ইমরুল হক। দায়িত্ব গ্রহন করেই জালিয়াতির মাধ্যমে পছন্দের ঠিকাদারকে কাজ দিতে মরিয়া হয়ে উঠেন। এমনকি পৌরসভার ঠিকাদারদের লাইসেন্স নবায়ন করে দেননি মেয়র। শুধু তাই না মেয়র কর্মকর্তা ও ঠিকাদারদের মধ্যে ব্যাপক হট্রগোল হয়। লাইসেন্স নবায়ন করতে না পেরে ও নবায়নের জন্য বিগত ২০২১ সালের নভেম্বর মাসের ১৩ তারিখে উপজেলা নির্বাহীর দপ্তরে পৌরসভার তালিকা ভুক্ত ঠিকাদার মেসার্স শাহী এন্টার প্রাইজের প্রোপাইটার ইয়াছিন আলী, রোজ এন্টার প্রাইজের প্রোপাইটার নজরুল ইসলাম ও মাহী এন্টার প্রাইজের প্রোপাইটার আতিকুর রহমান লিখিত অভিযোগ দেন। 

অভিযোগে উল্লেখ, আমরা পৌরসভার তালিকাভুক্ত ঠিকাদার। মেয়র ইমরুল গোপনে পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়ার জন্য আমাদের লাইসেন্সগুলো নবায়ন করে দিচ্ছেন না। ১২/১০/২০২১ থেকে ২৭/১০/২০২১ সালের মধ্যে দরপত্র আহবান করা হয়েছে। পৌরসভায় একাধিকবার যাওয়ার পরও নবায়ন করে দিচ্ছেনা।বাধ্য হয়ে এতিন জন ঠিকাদার উচ্চ আদালতে ওই সময় মামলা করেন। মামলার প্রেক্ষিতে বন্ধ হয়ে যায় টেন্ডার পক্রিয়া। সম্প্রতি ওই বরাদ্দের কাজ শুরু হয়েছে।
পৌরবাসী জানায়, আকচা স্কুল থেকে বানিয়াল পাড়া, রায়তান বড়শো মাটির রাস্তা পাকা করন কাজ করছেন শহরের ঠিকাদার বদি। গুবিরপাড়া থেকে সিন্দুকাই, বেলপুকুরিয়া ও তালন্দ বালিকা স্কুলের সামনের রাস্তার কাজ করছেন মামলার বাদি ইয়াসিন, লিটন ও নজরুল। তবে পৌরসভার কার্যসহকারী মাহবুর সকল কাজের শেয়ার ও রফা করেছেন বলেও অভিযোগ রয়েছে। রাস্তার কাজগুলো পুরাতন ইট খোয়া ধূলা ও বৃষ্টির মধ্যে কাজগুলো করা হচ্ছে। এতই নিম্মমানের কাজ করা হচ্ছে, যা এক বছরও টিকবেনা। যাকে বলে ছ্যাপ দিয়ে ছাতু শানার মত অবস্থা। 

সুত্র মতে, এসব প্রকল্পের কাজ আনতে ২৫% টাকা অগ্রিম মন্ত্রনালয়কে দিতে হয়। ১০০ টাকার মধ্যে ২৫ টাকা দিলে থাকে ৭৫ টাকা, প্রকৌশলী ও মেয়রের পিচি বাবদ যায় আরো ২৫% টাকা। এভাবেই কাজের আগেই ৫০% টাকা খরচ হয়ে যায়।ঠিকাদার বদি জানান, যে ভাবে কাজ হচ্ছে তাও লোকসান গুনতে হবে, বড় বড় করে পত্রিকায় লেখো কিছুই হবে না। কারন সংশ্লিষ্ট সবাই পারসেন খায়।মামলার বাদি ঠিকাদার লিটন জানান, বর্তমানে ঠিকাদারি কাজ করা মানেই লোকসান, কাজ হচ্ছে এটা মেয়রের সৌভাগ্য। অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রকৌশলী সরদার জাহাঙ্গীরের কাছে কাজের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, কাজ নিয়ে কথা বলারমত পরিবেশ নাই বলেই সংযোগ বিচ্ছিন্ন করে দেন।পৌর মেয়র ইমরুল হক জানান, আগের বরাদ্দের কাজ। মামলা নিষ্পত্তি না হলে টাকা ফেরত যেত। ২০০১ সালে রাস্তার কাজের ইট,বালুর যে দাম ছিল এখন দ্বিগুন দাম। আবার অগ্রিম টাকা দিতে হয় মন্ত্রনালয়কে, তাহলে কাজের কি অবস্থা হবে বুঝতে হবে। যে ভাবেই হোক কাজ হচ্ছে এটাই বড় পাওয়া পৌরবাসীর।

আরও খবর



তানোরে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বর্ধিত সভা

প্রকাশিত:শনিবার ০৬ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৭৭জন দেখেছেন

Image
তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে আওয়ামীলীগ ও সহযোগী  সংগঠনের আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শেষ বিকেলের দিকে গোলাপাড়া বাজারস্থ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সভা। এতে বক্তব্য  রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, মহিলা ভাইস চেয়ারম্যান মহিলালীগ সভাপতি সোনিয়া সরদার, উপজেলা কৃষকলীগের সভাপতি প্রধান শিক্ষক  রাম কমল সাহা, সম্পাদক ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক, মুন্ডুমালা পৌর আওয়ামীলীগের সম্পাদক আমির হোসেন আমিন, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান ইউপি সভাপতি আব্দুল মতিন, বাধাইড় ইউপির চেয়ারম্যান ইউপি সম্পাদক আতাউর রহমান, উপজেলা যুবলীগের সম্পাদক জুবায়ের ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর নাহিদ হাসান, তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু, সাবেক দপ্তর সম্পাদক জিল্লুর রহমান,ওহাব হোসন  লালু, প্রভাষক মুনসেফ আলী, আবু সাইদ সরকার, আতাউর রহমান প্রমুখ। এসময় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। আগামী জাতীয় নির্বাচন ও উপজেলায় সম্মেলনসহ নানান বিষয়ে আলোচনা হয় বলে জানান সম্পাদক প্রদীপ সরকার।

আরও খবর