
স্পোর্টস ডেস্ক:চলতি মাসের শেষেই ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে চু্ক্তি শেষ লিওনেল মেসির। এরই মধ্যে ক্লাবটিকে বিদায় বলে দিয়েছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী এই তারকা। তাকে পেতে অনেক আগে থেকেই আগ্রহ দেখিয়ে আসছিল সৌদি ক্লাব আল-হিলাল। চেষ্টা করেছে বার্সেলোনাও। তবে সবাইকে টেক্কা দিয়ে তাকে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ইন্টার মায়ামি দলে ভেড়াচ্ছে বলে দাবি করেছে জনপ্রিয় দুই গণমাধ্যম গোল ডটকম এবং ডেইলি মেইল।
প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ ফ্লোরিডা ভিত্তিক ক্লাবটিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মেসি। যদিও মেসির সবচেয়ে বেশি আগ্রহ ছিল বার্সেলোনায় প্রত্যাবর্তনে। তবে ক্লাবটির আর্থিক জটিলতা রয়ে গেছে এখনো। বিষয়টি নিয়ে নাকি মেসিও বিরক্ত। তাই শৈশবের ক্লাবটিতে মেসির প্রত্যাবর্তন সম্ভবপর হয়ে উঠছে না। জনপ্রিয় ক্রীড়াবিষয়ক গণমাধ্যম এল ইক্যুয়েপে জানিয়েছে, বার্সায় যোগ দিতে মেসির ইতস্ততের কারণ ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তার প্রতি মেসির অবিশ্বাসও।
সৌদিতে যাওয়া নিয়ে এল ইক্যুয়েপে জানিয়েছে, বিশাল অঙ্কের প্রস্তাব আসলেও মরুভূমির দেশটিতে যেতে রাজি নন মেসি ও তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।
গোল ডটকম তাদের প্রতিবেদনে বলেছে, ইন্টার মায়ামি তাদের বাণিজ্যিক অংশীদার অ্যাপল এবং এডিডাসের সহায়তায় মেসিকে দলে ভেড়ানোর দৌড়ে জিতেছে। প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপল টিভি প্লাস তাদের আয়ের একটি অংশ মেসিকে দেবে। আর অ্যাডিডাসও তাকে লভ্যাংশ দেওয়ার জন্য চুক্তি প্রস্তাব দিয়েছে।