Logo
আজঃ রবিবার ১১ জুন ২০২৩
শিরোনাম

‘মীরা নয়, শহীদের আরও এক বউ আছে’

প্রকাশিত:শনিবার ১৮ মার্চ ২০২৩ | হালনাগাদ:রবিবার ১১ জুন ২০২৩ | ১২৭জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক ;বলিউডের সুইট কাপল হিসেবে পরিচিত শহীদ কাপুর ও মীরা রাজপুত। ১৩ বছরের ছোট মীরার সঙ্গে সংসার জীবনের প্রায় আট বছর পার করছেন শহীদ। সন্তানদের নিয়ে বেশ চলছে তাদের সুখের জীবন। 

সম্প্রতি সামাজিক মাধ্যমে বিয়ে নিয়ে নতুন করে আলোচনায় বলিউডের এ তারকা। মীরার আগেও নাকি আরও একটা বিয়ে করেছিলেন শহীদ, এমনটা সংবাদই ছড়িয়ে পড়েছিল। তবে এক্ষেত্রে চুপ থাকেনি অভিনেতা, নিয়েছিলেন ব্যবস্থাও। থানায় গিয়ে অভিযোগও জানিয়েছিলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায়, সাধারণত মীরা ছাড়াও সবার আগে যে নামটি শহীদ কাপুরের সঙ্গে উঠে আসে সেটি হলেন আরেক বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। তবে এবার তার সঙ্গে জড়ালো অন্য এক স্টারকিডের নাম। আর সেই স্টারকিড হলেন প্রয়াত অভিনেতা রাজ কুমারের মেয়ে ভস্তভিকা পন্ডিত।

স্টারকিডের সঙ্গে আলাপও হয় শহীদের। প্রথম দেখাতেই শহীদ কাপুরকে মন দিয়ে বসেছিলেন স্টারকিড। তারপর থেকেই ধীরে ধীরে শুরু হয় শহীদের অস্বস্তি। বারবার শহীদ কাপুরকে মুগ্ধ করার জন্য যা যা করতেন তিনি, তাতেই বেজায় সমস্যার মুখে পড়তে হতো শাহিদ কাপুরকে। শুটিং সেটে চলে যাওয়া, বিরক্ত করা, কাজে সমস্যা সৃষ্টি করা, গাড়ির বোনেটে বসে থাকা প্রভৃতি চলতে থাকে দীর্ঘ দিন ধরে।

একটা সময় সকল মাত্রা ছাড়িয়ে যান এই স্টারকিড। তিনি শহীদ কাপুরকে পেতে শহীদের ঠিক পাশের বাড়িতে থাকতে শুরু করেন ও সবাইকে জানিয়ে দেন যে তিনি শহীদ কাপুরের স্ত্রী। এবার আর নিজের ধৈর্য রাখতে পারেননি শহীদ কাপুর। বাধ্য হয়ে থানায় অভিযোগ দায়ের করেছিলেন অভিনেতা।


আরও খবর



ভিসানীতি নিয়ে ভয়ের কিছু নেই: পিটার হাস

প্রকাশিত:মঙ্গলবার ৩০ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ১৪৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, নতুন ভিসানীতি নিয়ে ভয়ের কিছু নেই। অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে উৎসাহিত করতে এ নীতি করা হয়েছে।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর ইএমকে সেন্টারে আজ মঙ্গলবার এক আলোকচিত্র প্রদর্শনীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

পিটার হাস বলেন, 'বাংলাদেশের প্রধানমন্ত্রী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং মার্কিন ভিসানীতি সেই প্রতিশ্রুতিকেই সমর্থন করে। এটা বাংলাদেশের জনগণের জন্যই।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র চ্যালেঞ্জের চেয়ে ইতিবাচক বিষয়গুলো দেখছে। বাণিজ্য, নিরাপত্তা সম্পর্ক, জনগণের মধ্যে বন্ধন, স্বাস্থ্যসেবা এবং আসন্ন নির্বাচন নিয়ে ভালো সংলাপের বিষয়ে আমাদের একটি শক্তিশালী অংশীদারিত্ব রয়েছে।

রাষ্ট্রদূত বলেন, 'বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সহায়তা করতে আগ্রহী এমন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের স্বাগত জানায় যুক্তরাষ্ট্র।'

গত ২৪ মে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য একটি নতুন ভিসা নীতি ঘোষণা দেয়। ঘোষণা অনুযায়ী, নির্বাচনে কারচুপি, ভীতি প্রদর্শন এবং নাগরিক ও গণমাধ্যমের বাকস্বাধীনতায় যারা বাধা দেবে, তাদের বিরুদ্ধে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা শাম্মী আহমেদ প্রমুখ।


আরও খবর



তানোর পরিক্ষা কেন্দ্র অনিয়ম কর্মকান্ডে তিন শিক্ষককে শোকজ

প্রকাশিত:রবিবার ১৪ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ১০০জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর পৌর এলাকার তালন্দ এএম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরিক্ষায় অনিয়ম ও ডিউটি না থাকার পরও নিজ পরিক্ষার্থী সুবিধার কারনে তিন শিক্ষক কে শোকজ করেছেন ওই কেন্দ্রের ট্যাগ অফিসার উপজেলা সমাজ সেবা অফিসার মোহাম্মাদ হোসেন বলে নিশ্চিত করেন কেন্দ্র সচিব প্রধান শিক্ষক আলতাব হোসেন। গত ১০ মে গত  বুধবার অংক পরিক্ষায় অনিয়মের ঘটনা ঘটে। পরের দিন বৃহস্পতিবার তিন শিক্ষক কে শোকজের নোটিশ দেওয়া হয়। ফলে শিক্ষক দের এমন অনিয়মের খবর ছড়িয়ে পড়লে শিক্ষক  ও কেন্দ্র সচিব আলতাবের শাস্তির দাবিতে ফুঁসে উঠেছেন শিক্ষক মহল।

জানা গেছে, তানোর পৌর এলাকার তালন্দ এএম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গত বুধবার অংক পরিক্ষা অনুষ্ঠিত হয়। পরিক্ষা চলাকালীন তালন্দ স্কুলের বিএসসি শিক্ষক আনোয়ার হোসেন ডিউটি না থাকলেও নিজ স্কুলের ও তার প্রাইভেট পরিক্ষার্থীদের নানা ভাবে সুযোগ সুবিধা দিচ্ছিলেন। এমন সময় কেন্দ্রের ট্যাগ অফিসার বা দায়িত্বপ্রাপ্ত অফিসার উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মাদ হোসেন হাতেনাতে ধরে ফেলেন। ধরে শিক্ষক আনোয়ারকে বহিস্কার করতে চাইলে তিনি বলেন আমি ডিউটিরত না, কেন্দ্রের দায়িত্বে আছি। 

এদিকে পরিক্ষা চলা অবস্থায় ডিউটি রত হাতিশাইল উচ্চ বিদ্যালয়ের ধর্ম বিষয়ক শিক্ষক  আব্দুল লতিফ ও তালন্দ বালিকা উচ্চ বিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের  শিক্ষক  মশিউর রহমান পরিক্ষার্থীদের নানা ভাবে সুযোগ সুবিধা ও একই সেট এবং  অনিয়মের ঘটনা ধরে ফেলেন। হাতেনাতে প্রমান পেয়ে তিন শিক্ষক কে শোকজ করেছেন ট্যাগ অফিসার।তবে তালন্দ এএম উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক আনোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, আমার ডিউটি ছিল না। কেন্দ্রে থাকার কারনে শোকজ করেছে, জবাব দেওয়া হবে।হাতিশাইল স্কুলের প্রধান শিক্ষক আইনাল হক বলেন, শোকজের বিষয়ে বলতে পারব না।ওই স্কুলের এক কর্মচারী জানান, শোকজের জবাব দিয়েছে, আর আব্দুল লতিফ বাগমারার এক কলেজে যোগদান করবেন।

কেন্দ্র সচিব তালন্দ এএম উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আলতাব হোসেন বলেন, শোকজের কাগজ ইমেলে দিয়েছে, এখনো দেখিনি। আগামী রবিবার জবাব দেওয়া হবে। ঘটনা সম্পর্কে আমি খুব একটা জানিনা। পরিক্ষা চলা অবস্থায় অফিস রুমে তিনজন বসে ছিল। আমি অফিসারের কাছে জানতে চাইলে তিনি বলেন এরা নানা অনিয়ম করেছে সেটা হাতেনাতে প্রমান পাওয়ায় তাদেরকে ডিউটি দেওয়া যাবে না। পরের দিন বলেছে শোকজ করা হয়েছে। শোকজের কাগজ আমার ইমেলে দিয়েছে। এর আগে নাকি কামারগাঁ স্কুলের বিএসসি শিক্ষক এমন ঘটনা ঘটিয়েছিল জানতে চাইলে তিনি অস্বীকার করেন।

একাধিক শিক্ষক রা জানান, তালন্দ কেন্দ্রে নিরব নকল চলে এবং কেন্দ্র সচিবের মদদেই সবকিছু  হয়। যে দিন যে পরিক্ষা হবে ওই বিষয়ের শিক্ষক কে ডিউটি দেওয়া যাবে না। অংক পরিক্ষারর দিন বিএসসি শিক্ষক আনোয়ার কিভাবে কেন্দ্রে গেল। অবশ্যই সচিবের ইন্ধন রয়েছে। শুধু শিক্ষক না সাথে কেন্দ্র সচিবকেও শোকজ করা দরকার।

কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও ট্যাগ অফিসার উপজেলা সমাজ সেবা অফিসার মোহাম্মাদ হোসেন বলেন, পরিক্ষা চলা অবস্থায় দুইজন ডিউটিরত শিক্ষকের অনিয়ম এবং বিএসসি শিক্ষক অনৈতিক ভাবে ক্ষমতার দাপটে কেন্দ্রে প্রবেশ করে নানা অনিয়মের জন্য শোকজ করা হয়েছে। এবিষয়ে বোর্ডেও শোকজের কাগজ দেওয়া হয়েছে, তারা কি জবাব দিচ্ছে বা দিবে তারপর পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে। এমনকি সন্তোষ জনক জবাব না হলে কঠোর ব্যবস্থা গ্রহন বা  গ্রহনের জন্যে বোর্ডকে অবহিত করা হবে।

আরও খবর

এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩




তেলাপোকা মারার ওষধ খেয়ে দুই সহোদরের মৃত্যু

প্রকাশিত:বুধবার ০৭ জুন ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ৮৮জন দেখেছেন

Image

শফিক আহমেদ:-

রাজধানীর বারিধারায় একটি বাসায় তেলাপোকা মারার ওষুধের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে স্কুলপড়ুয়া দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এই  ঘটনায় বালাইনাশক কোম্পানির  এক  কর্মকর্তাকে  গ্রেপ্তার  করেছে    পুলিশ।

মঙ্গলবার ভাটারা থানার অফিসার ইনচার্জ  (ওসি) আবুল বাসার মুহাম্মদ আসাদুজ্জামান   বিষয়টি   নিশ্চিত  করেছেন। 

ওসি   আবুল   বাসার   মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, দুই শিশুর মৃত্যুর ঘটনায় রাতে বালাইনাশক কম্পানির কর্মকর্তা  টিটুকে  গ্রেপ্তার  করা । তিনি  ওই বাসায় তেলাপোকা মারার বিষ স্প্রে   করেছিলেন।


ওসি বলেন, এ ঘটনায় নিহত শিশুদের বাবা মোবারক হোসেন তুষার সোমবার রাতে তিনজনকে আসামি করে একটি মামলা করেছিলেন। টিটুকে জিজ্ঞাসাবাদ চলছে। আসামির সংখ্যা আরো বাড়তে পারে। 

পুলিশ ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, ওই বাসায় তেলাপোকা মারার ওষুধের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে দুই ভাইয়ের মত্যু হয়েছে।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

প্রকাশিত:সোমবার ১৫ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ৭৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: চিত্রনায়ক আকবর হোসেন পাঠানের (ফারুক) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আজ সোমবার (১৫ মে) পৃথক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন রাষ্ট্র ও সরকারপ্রধান। শোক বার্তায় শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

ঢাকাই সিনেমার বরেণ্য অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক আজ সোমবার (১৫ মে) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ২০২১ সালের ৪ মার্চ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসাধীন ছিলেন ফারুক।

চিত্রনায়ক ফারুক ১৯৪৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক হয় তাঁর। এরপর তিনি পরিণত হন অন্যতম জনপ্রিয় নায়কে।

এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রের মাধ্যমে নায়ক ফারুক বড় পর্দায় আসেন। অভিনয়ের জন্য ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে ভূষিত হয়েছেন আজীবন সম্মাননায়। তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘সারেং বৌ’, ‘লাঠিয়াল’, ‘সুজন সখী’, ‘নয়নমনি’, ‘মিয়া ভাই’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সাহেব’, ‘আলোর মিছিল’, ‘দিন যায় কথা থাকে’ ইত্যাদি।


আরও খবর



রূপগঞ্জে উৎসব মূখর পরিবেশে উপ-নির্বাচনে প্রচারণা চালাচ্ছে প্রার্থীরা

প্রকাশিত:বৃহস্পতিবার ০১ জুন ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ১৩৭জন দেখেছেন

Image

আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:আগামী ১২ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উপ-নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে উৎসব মুখর পরিবেশে প্রচার-প্রচারণা চালাচ্ছে প্রার্থীরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওয়ার্ডের প্রতিটি অলিতে গলিতে ও ভোটারদের ধারে ধারে ভোট চেয়ে বেড়াচ্ছেন তারা।

এ ওয়ার্ডে ১৬ প্রার্থী নির্বাচনে  অংশগ্রহণ করলেও প্রচারণায় শীর্ষে লাটিম মার্কার জয়নাল আবেদীন, ভ্যান গাড়ী প্রতীকের শাহাবুদ্দিন, হাতি প্রতীকের সমসের খান, তালা প্রতীকের শফিকুল ইসলাম ও টিউবওয়েল প্রতীকের মোঃ নূর আলম মুন। অন্যান্য প্রার্থীরা হলেন হাঁস মার্কার মোঃ রবিন মিয়া,  ঘুড়ি মার্কার ইব্রাহিম মোল্লা, ক্রিকেট বেট মার্কার আনোয়ার হোসেন, পানির পাম্প মার্কার মোঃ খলিলুর রহমান।

আপেল মার্কার জহিরুল ইসলাম, ফুটবল মার্কার আবিদ হাসান চাঁন মিয়া,  মোরগ মার্কার মোঃ ইব্রাহিম, কুমির মার্কার মোঃ জাহাঙ্গীর আলম, বাস মার্কার মোঃ নুরুল ইসলাম, টর্চ লাইট মার্কার মোঃ আল-আমিন ও বৈদ্যুতিক পাখা মার্কার মোঃ বাবুল মিয়া। রূপগঞ্জ উপজেলা নির্বাচন অফিস জানায়, আগামী ১২ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। 

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর