Logo
আজঃ শনিবার ১০ জুন ২০২৩
শিরোনাম

মধুপুরে মাহে রমজান উপলক্ষে কাঁচাবাজারে লাগামহীন মুল্য বৃদ্ধি

প্রকাশিত:মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ১০৪জন দেখেছেন

Image

বাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে পবিত্র মাহে রমজানকে পুঁজি করে বিভিন্ন হাটবাজারে মাছ থেকে শুরু করে শাকসবজি সহ প্রায় সব ধরনের খাদ্যদ্রব্যের দাম লাগামহীন ভাবে চড়া দামে বিক্রি করা হচ্ছে।বিভিন্ন মুসলিম দেশে পবিত্র মাহে রমজান উপলক্ষে সব ধরনের খাদ্যদ্রব্যের দাম কমিয়ে দেওয়া হয়।

যাতে খুব সহজেই সব শ্রেণীর মানুষ নামমাত্র মুল্যে ক্রয় করে রোজা রাখতে পারে। অন্যদিকে প্রতি বছরের ন্যায় এবারও  বাংলাদেশের কিছু অসাধু ব্যবসায়ী পবিত্র রমজানকে পুঁজি করে প্রায় সব ধরনের খাদ্যদ্রব্যের দাম দ্বিগুণ  বাড়িয়ে দিয়েছে। পবিত্র মাহে রমজানের আগে ১কেজি দেশী পুটিমাছের দাম ছিলো ১২০ থেকে ১৫০ টাকা, বর্তমানে সেই পুটিমাছ বিক্রি হচ্ছে ৪শো থেকে ৫শো টাকা পর্ষন্ত।

সব ধরনের সবজির দাম ২০ থেকে ৫০ টাকা করে বাড়িয়ে বিক্রি হচ্ছে। মাহে রমজানের আগে প্রতি কেজি পিঁয়াজের মুল্য ছিলো-২৫ টাকা, বর্তমানে তা বেড়ে হয়েছে ৪৫ টাকা।এ ভাবে প্রতিনিয়ত সব ধরনের পণ্যের দাম লাগামহীন ভাবে বেড়েই চলছে। 

রমজানের আগে ১সের গরুর দুধের দাম ছিলো ৮০টাকা বর্তমানে তা বিক্রি হচ্ছে ১৫০টাকা।বাজার থেকে গরুর দুধ কিনে নেওয়ার পর অনেকেই অভিযোগ করেছেন, গরুর দুধের সাথে পানি মিশিয়ে বিক্রি করা হচ্ছে।

কুড়ালিয়া গ্রামের ৮০বছরের বৃদ্ধা মজিবর রহমান বলেন, ৯০ দশকের দিকে মাসে ২/৩ বার গরুর দুধে পানি মেশানো হয়েছে কিনা তা পরিক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একজন ইন্সপেক্টর এসে দুধে পানি আছে কিনা তা পরিক্ষা করতেন এবং দুধে পানি মিশানো পাওয়া গেলে তা মাটিতে ফেলে দিতেন।

বর্তমান সময়ে সেই দৃশ্য এখন আর চোখে পড়েনা, এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু দুধ বিক্রেতা ২ কেজি দুধে আধা কেজি পানি মিশিয়ে প্রতিনিয়ত ক্রেতাদের ঠকিয়ে যাচ্ছেন। 

আবার কিছু কিছু বাজারে গিয়ে দেখা যায়, একই খাদ্যদ্রব্য বিভিন্ন দামে বিক্রি করা হচ্ছে, যে যাঁর মতো মুল্য হাঁকিয়ে নিচ্ছেন। মধুপুর দৈনিক ও সাপ্তাহিক বাজার ঘুরে কোন দোকানে মুল্য তালিকা চোখে পড়েনি।

মুল্য বৃদ্ধির কারণে দিনমজুর ও সাধারণ মানুষের শত ইচ্ছে থাকা সত্বেও ইফতার ও সেহরির সময় ভালো কোনো খাবার সপরিবারে খেতে পাচ্ছেনা।বিশিষ্টজনেরা বলছেন, অতিদ্রুত সময়ের মধ্যে প্রতিটি বাজারে অভিযান চালিয়ে বাজার মুল্য নিয়ন্ত্রণে আনতে হবে তা-না হলে পুরো রমজান মাস জুড়ে সাধারণ মানুষের হাহাকারে আকাশ বাতাস ভারী হয়ে যাবে।

-খবর প্রতিদিন/ সি.বা


আরও খবর



নাইজেরিয়ায় মার্কিন দূতাবাসের গাড়িবহরে হামলা, নিহত ৪

প্রকাশিত:বুধবার ১৭ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ৮০জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব আফ্রিকার দেশ নাইজেরিয়ায় যুক্তরাষ্ট্র দূতাবাসের গাড়িবহরে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত হয়েছেন। নিহতদের দুজন দূতাবাসের কর্মী এবং দুজন পুলিশ কর্মকর্তা। এ ছাড়া হামলাকারীরা দুই পুলিশ কর্মকর্তাসহ তিনজনকে অপহরণও করেছে।

আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব নাইজেরিয়ায় মার্কিন দূতাবাসের কর্মীদের বহনকারী গাড়িবহরে বন্দুক হামলায় দুই কর্মচারী এবং দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। নাইজেরিয়ার আনামব্রা প্রদেশের আতানি শহরের কাছে মঙ্গলবার হওয়া এ হামলার সময় বন্দুকধারীরা তিনজনকে অপহরণ করে। অপহৃত এই তিনজনের মধ্যে একজন ড্রাইভার এবং অন্য দুজন পুলিশ কর্মকর্তা।

ইকেঙ্গা তোচুকউ নামে আনামব্রা প্রদেশের একজন পুলিশ মুখপাত্র জানান, অপহৃতদের সন্ধান ও উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, ‘দুর্বৃত্তরা পুলিশ মোবাইল ফোর্সের দুজন সদস্য ও মার্কিন কনস্যুলেটের দুই কর্মীকে হত্যা করে এবং তাদের মরদেহ ও যানবাহন আগুনে জ্বালিয়ে দেয়।

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি মঙ্গলবার হোয়াইট হাউসের একটি প্রেস ব্রিফিংয়ে এই ঘটনাকে হামলা বলে অভিহিত করেছেন।

প্রেস ব্রিফিংয়ে তিনি আরও বলেন, ‘মার্কিন দূতাবাসের গাড়িতে হামলা হলেও সেখানে কোনো মার্কিন নাগরিক ছিল না। তাই কোনো মার্কিন নাগরিক আহত হয়নি। তবে গাড়িবহরে হামলা ও হতাহতের বিষয়টি যুক্তরাষ্ট্র গুরুত্বের সঙ্গে দেখছে।


আরও খবর



সাবেক ডিআইজি মিজানের যে সাজা হতে পারে

প্রকাশিত:সোমবার ০৫ জুন ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ৮১জন দেখেছেন

Image

আদালত প্রতিবেদক:সাবেক ডিআইজি মিজানুর রহমানসহ ৪ আসামির বিরুদ্ধে চলমান অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিং আইনের মামলায় আগামী ২১ জুন রায় ঘোষণা করবেন আদালত।

আজ সোমবার মামলাটির শুনানি শেষে ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মনজুরুল ইমাম রায় ঘোষণার এ দিন ঠিক করেন। মামলাটির চার্জশিটভুক্ত ৩৩ জন সাক্ষীর মধ্যে ২৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।

মামলাটিতে দুদকের পক্ষে প্রসিকিউটর মোশারফ হোসেন কাজল এবং আসামিপক্ষে সিনিয়র আইনজীবী এহসানুল হক সমাজী যুক্তিতর্ক উপস্থাপন করেন। মামলায় মিজানুর রহমানসহ চার আসামির সর্বোচ্চ ২৫ বছর করে কারাদণ্ড হতে পারে বলে জানান দুদকের প্রসিকিউটর।

২০২০ সালের ২০ অক্টোবর ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করেন। মামলার আসামিদের মধ্যে মিজানুর রহমান ও তার ভাগ্নে পুলিশের এসআই মাহমুদুল হাসানকে কারাগার রয়েছেন। অপর দুই আসামি মিজানের তার স্ত্রী সোহেলিয়া আনার রত্না ও ছোট ভাই মাহবুবুর রহমান পলাতক রয়েছেন।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শেষে গত বছর ২৪ জুন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে  মিজানসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় ২০২০ সালের ৩০ জানুয়ারি দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ এ চার্জশিট দাখিল করেন।

মামলায় আসামিদের বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৩ কোটি ৭ লাখ ৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।

মামলার পর আত্মগোপনে থাকা সাবেক ডিআইজি মিজান ২০১৯ সালের ১ জুলাই হাইকোর্টে জামিনের আবেদন করলে তা নাকচ হয়। পরদিন  আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তার ভাগ্নে মাহমুদুল হাসান ৪ জুলাই একই আদালতে আত্মসমর্পণ করেন। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি ঘুষ লেনদেনের মামলায় মিজানুর রহমানের ৩ বছর এবং দুদকের বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছিরের ৮ বছরের কারাদণ্ডের রায় দেন আদালত।


আরও খবর



অভিনেত্রীর শিরিন শিলার পায়ে ধরে ক্ষমা চাইলেন সেই ভক্ত

প্রকাশিত:বুধবার ২৪ মে ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৯ জুন ২০২৩ | ১৫১জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক:প্রিয় তারকাকে কাছে পেলে মাঝেমধ্যেই নানা কাণ্ড ঘটিয়ে বসেন ভক্তরা। আর তাদের আবদার মেটাতে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয় তারকাদের। গত সোমবার এমনই এক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী শিরিন শিলা। শুটিং সেটে এক ভক্ত তাকে প্রকাশ্যে জড়িয়ে ধরে চুমু দিয়েছেন। এই ঘটনায় যথেষ্ট বিব্রত অভিনেত্রী।

বিষয়টি নিয়ে আজ বুধবার নিজের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন শিরিন শিলা। এতে প্রকাশ্যে জড়িয়ে ধরে চুমু দেওয়া সেই ভক্তকে অভিনেত্রীর পা ধরে ক্ষমা চাইতে দেখা গেছে।

ভিডিওতে শিরিন শিলা বলেন, ‘আজ আমি তাকে আনতে লোক পাঠিয়েছিলাম। তার বাসায় বউ আছে, মা আছে। পুরো ফ্যামিলির সবাই আছে। ইভেন সে রিকশা চালায়। ওর মাথায় নাকি সমস্যা। ও সুস্থ স্বাভাবিক। ও বড় অ্যাক্টিংবাজ, মিথ্যাবাদী, প্রতারক।

কেন এ কাজটা করেছ জানতে চাইলে- ওই ভক্ত শিরিন শিলার পা জড়িয়ে ধরে ক্ষমা চান। তাকে বলতে শোনা যায়, ‘আমার ভুল হয়ে গেছে। আমার মাথায় সমস্যা।

এর আগে বিষয়টি নিয়ে জানতে চাইলে শিরিন শিলা বলেন, ‘নতুন একটি সিনেমার শুটিং স্পটে একটি ছেলে আমাকে দেখে এগিয়ে এসে কথা বলতে চায়। আমিও তাকে কাছে ডেকে কথা বলতে শুরু করি। তখনই সে আমাকে জড়িয়ে ধরে। আমিও ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিয়েছি। 

‘কিন্তু বিদায় নিয়ে চলে আসতে চাইলে ও আমাকে বলে, কখনো গাড়িতে চড়েনি, তাই আজকে আমার সঙ্গে গাড়িতে উঠবে। এই কথা বলেই সে আমাকে আবার জড়িয়ে ধরে। এরপরেই আচমকা আমার গালে চুমু খেয়ে বসে। এই ঘটনায় হতভম্ব হয়ে যাই। এ সময় শুটিং সেটের লোকেরা ছেলেটিকে সরিয়ে দিলে আমি গাড়িতে উঠে পড়ে,’ বলেন এই অভিনেত্রী।

শিরিন আরও বলেন, ‘আমরা অভিনেত্রী। দর্শকদের আনন্দ দেওয়াই আমাদের কাজ। দর্শকদের ভালোবাসায় আমরা স্বাচ্ছন্দ্যবোধ করি, কিন্তু আজকের ঘটনা আমার জন্য চরম বিব্রতকর। ছেলেটিকে দেখে মায়া হওয়ায় কাছে টেনে নিয়েছিলাম। কিন্তু সে যে কাজ করল, এতে মানুষের ওপর থেকে বিশ্বাসটাই উঠে গেল।

কয়েকদিন আগেই একই রকম এক অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন ভারতের অভিনেত্রী অহনা কুমার। ছবি তোলার সময় এক ভক্ত তার কোমর জড়িয়ে ধরেছিলেন। পরে সেই ঘটনার প্রতিবাদ করেছিলেন তিনি। এবার একই রকম বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হন শিরিন শিলা।

প্রসঙ্গত, ‘দ্য রাইটার’ সিনেমাটি নির্মাণ করছেন অপূর্ব রানা। এতে শিরিন শিলার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়ক আদর আজাদ। থ্রিলারধর্মী এই সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য পরিচালনা করেছেন এ এইচ এম এনামুল হক। পর্দায় এক পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে শিরিন শিলাকে।


আরও খবর



আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের

প্রকাশিত:সোমবার ১৫ মে ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ০৬ জুন ২০২৩ | ৯৮জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ২৭৫ রানের জবাবে ৩ উইকেট হারিয়েই ২২৫ রান তুলে ফেলেছিল আয়ারল্যান্ড। ৫০ বলে দরকার ছিল মাত্র ৫০ রান। আয়ারল্যান্ডের জয় যখন সময়ের অপেক্ষা মনে হচ্ছিল তখনই আঘাত হানেন অনিয়মিত বোলার নাজমুল হোসেন শান্ত। এই রানে হ্যারি টেক্টরকে ফিরিয়ে শান্ত যে উৎসব শুরু করেন, বাকি ৫ উইকেট নিজেদের মধ্যে ভাগ করে ও আটসাঁট বোলিংয়ে সেই উৎসবের পূর্ণতা দেন দুই পেসার মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

পুরো ৫০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ২৬৯ রানের বেশি করতে পারেনি আইরিশরা। হার দেখে ৫ রানের। প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে রেকর্ড জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচ জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও ২-০ ব্যবধানে নিজেদের করে নিল তামিম ইকবালের দল।

বাংলাদেশের দেয়া ২৭৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৭ রানে স্টিফেন ডোহানির উইকেট হারায় আয়ারল্যান্ড। তবে দ্বিতীয় উইকেটে ১২৩ রানের জুটি গড়ে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান ওপেনার পল স্টার্লিং ও তিনে নামা অ্যান্ডি বলবার্নি। ১২৬ রানের মাথায় ফেরেন ৫৩ রান করা বলবার্নি। দলের সাথে আর ২০ রান যোগ হতে ফেরেন স্টার্লিংও (৬০)।

এরপর ৬৪ বলে ৭৯ রানের জুটি গড়ে দলকে সহজ জয়ের পথে নিয়ে যাচ্ছিলেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান হ্যারি টেক্টর ও লোরকান টাকার। তবে ম্যাচের নাটকীয়তা তখন অনেক বাকী। যেই নাটকের শুরু করেন শান্ত, টেক্টরকে ফিরিয়ে। ২২৫ রানে টেক্টরের (৪৫) বিদায়ের পর ২২৬ রানে ক্যাম্ফার, ২৩৬ রানে জর্জ ডকরেল ও ২৪২ রানে লোরকান টাকারকে (৫০) বিদায় করেন মোস্তাফিজ।

শেষ ২ ওভারে জয়ের জন্য ২৪ রান দরকার ছিল আইরিশদের, হাতে ৩ উইকেট। মৃত্যঞ্জয়ের করা ৪৯তম ওভারে চার-ছক্কায় ১৪ রান তুলে নেন মার্ক অ্যাডায়ার। হাসান মাহমুদের করা শেষ ওভারে ১০ রান দরকার ছিল। তবে শেষ ওভারে মাত্র ৪ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়ে আইরিশ স্বপ্নের মৃত্যু ঘটান হাসান।

এর আগে, প্রথম ইনিংসে সবকয়টি উইকেট হারিয়ে ২৭৪ রান করে বাংলাদেশ। ইংল্যান্ডের চেমসফোর্ডে টসে হেরে ব্যাট করতে নেমে ১৮ রানের মাথায় ব্যক্তিগত ৪ রান করে বিদায় নেন রনি। তবে রনি ফিরলেও রানের গতি দারুণভাবে বজায় রেখেছিলেন ব্যাট করছেন অধিনায়ক তামিম ইকবাল ও আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত। ৬৭ রানের মাথায় ফেরেন শান্তও। দৃষ্টিনন্দন সব বাউন্ডারিতে ৩২ বলে ৩৫ করেন তিনি। দলীয় ১১তম ওভারের পঞ্চম বলে ক্রেইগ ইয়ংয়ের বলে স্লিপে শান্তর ক্যাচ ধরেন অধিনায়ক অ্যান্ডি বলবর্নি। এরপর চারে নামা লিটন দাসকে নিয়ে জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছিলেন অধিনায়ক তামিম ইকবাল। তবে দলীয় ১৩৭ রানে লিটনের বিদায়ে ভাঙে ৭০ রানের জুটি।

৩৯ বলে তিনটি চার ও একটি ছক্কায় ৩৫ রান করে ফেরেন লিটন। লিটনের বিদায়ে মাঠে নামেন আগের ম্যাচে হাফ সেঞ্চুরির দেখা পাওয়া তাওহীদ হৃদয়। তবে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। দলীয় ১৫৯ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন তিনি। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে পতন হয় তামিমের। ১৮৬ রানের মাথায় জর্জ ডকরেলের করা ৩৪তম ওভারের তৃতীয় বলে লিডিং এজ হয়ে ক্যাচ উঠিয়ে দেন তামিম। সহজ ক্যাচ লুফে নিতে কোনো ভুল করেননি ক্রেগ ইয়ং। যাওয়ার আগে ৮২ বলে ৬টি চারে ৬৯ রান করেন তামিম। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার ৫৬তম ওয়ানডে ফিফটি। ৯ ম্যাচ পর ফিফটি পেয়েছেন তিনি। তবে এই ম্যাচেও শুরুতে তাকে ফেরানোর সুযোগ ছিল। জশ লিটলের বলে দ্বিতীয় স্লিপে তার সহজ ক্যাচ ধরতে পারেননি অ্যান্ড্রু বলবার্নি।

তামিমের বিদায়ের পর মিরাজকে নিয়ে দারুণ এক জুটি গড়েন মুশফিক। ৭৫ রানের জুটি গড়ে দলকে নিয়ে যাচ্ছিলেন তিনশ রানের দিকে। তবে ছন্দপতন শুরু হয় ২৬১ রানের মাথায় মুশফিক অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়লে। ৫ রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন মুশফিক। চার রানের মাথায় ব্যক্তিগত ৩৭ রান করা মিরাজও বিদায় নেন। এরপর ২৭১ রানের মাথায় হাসান, ২৭৩ রানে মোস্তাফিজ ও ২৭৪ রানে ফেরেন মৃত্যুঞ্জয়। শেষ ৪ উইকেটের তিনটিই দখল করেন মার্ক অ্যাডায়ার। ম্যাচে তার শিকার ৪ উইকেট। দুইটি করে উইকেট নেন অ্যান্ডি ম্যাকব্রাইন ও জর্জ ডকরেল।


আরও খবর



আইএমএফের কথামতো বাজেট করিনি, পরামর্শ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী

প্রকাশিত:শুক্রবার ০২ জুন 2০২3 | হালনাগাদ:শুক্রবার ০৯ জুন ২০২৩ | ৬৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:আগামী ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কথামতো করা হয়নি বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে তাদের কিছু পরামর্শ বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।  আজ শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী এসব কথা বলেন।  

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থসচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব প্রমুখ। 

সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আইএমএফের সঙ্গে কাজ করা ভালো। তারা অর্থনীতির বিভিন্ন বিষয়ে পরামর্শ দেয়, সহায়তা দেয়। তবে আমরা আইএমএফের কথামতো বাজেট করিনি। যদিও আইএমএফ ও বিশ্বব্যাংকসহ বিভিন্ন সংস্থা দেশের রাজস্ব আয় বাড়ানোর কথা বলেছে। সেই হিসেবে রাজস্ব আদায় বাড়ানোর জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। শর্ত না মানলেও, তাদের যেসব পরামর্শ আমাদের জন্য প্রয়োজনীয় সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে আইএমএফের পরামর্শ শুনলে অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ সফল হবে বলে মনে করেন মুস্তফা কামাল। তিনি বলেন, ‘আমরা সবাই এখন অ্যালায়েন্স। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে আমরা কোনো পণ্য না পেলে খুঁজি বিকল্প কোন দেশে পাওয়া যাবে। আইএমএফের সঙ্গে যারা যুক্ত, তাদের সবার সার্বিক বিষয়ে তারা (আইএমএফ) দেখে। তারা শুধু ঋণ দিয়েই সাহায্য করে না। তারা কিছু প্রজেক্টও সাজেস্ট করে। কোন কোন বিষয়গুলো ডেলিভার করা যাবে সেগুলোও তারা সাজেস্ট করে।

মন্ত্রী বলেন, ‘আমি মনে করি, তাদের পরামর্শ শুনলে সফল হব। তাদের ওভারঅল প্রেসক্রিপশন থাকে। তবে সেখান থেকে যেটুকু গ্রহণ করা যায় করব। বাকি সব আমরা আমাদের মতো করব।


আরও খবর