Logo
আজঃ শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

মধুপুরে লক্ষ টাকার হেরোইন সহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত:বৃহস্পতিবার ২৬ অক্টোবর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ৩৪৪জন দেখেছেন

Image

বাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল:টাঙ্গাইলের মধুপুর পৌরসভাধীন চাড়ালজানী খান পেট্রোল পাম্পের পূর্ব পাশ থেকে ৮০হাজার টাকার হেরোইন সহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মধুপুর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৫অক্টোবর)রাত সাড়ে এগারোটার দিকে মধুপুর থানাধীন পৌরসভাস্থ চাড়ালজানী খান পেট্রোল পাম্পের পূর্ব পাশে জনৈক ইছহাক এর কাঠের দোকানের সামনে থেকে মধুপুর থানার চৌকস পুলিশের একটি দল মাদক অভিযান পরিচালনা করে গোদাগাড়ী উপজেলার ইউসুফ আলীর ছেলে শাহীন মিয়া(২২)।

মধুপুর উপজেলাধীন বৃত্তিবাড়ী গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে মিনারুল ইসলাম(৩২),জলছত্র এলাকার মৃত আঃ মজিদের ছেলে সাইফুল ইসলাম (২০) এবং কাকরাইদ এলাকার মফিজ উদ্দিনের ছেলে লাল মিয়া (৩০)কে গ্রেফতার করিয়া তাদের নিকট হইতে ৮০ হাজার টাকার হেরোইন উদ্ধার করে। এই সংক্রান্তে উক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মধুপুর থানায় নিয়মিত মাদক মামলা রুজু সহ আসামীদেরকে অদ্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



মাটিরাঙ্গায় ২ হাজার প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূলো বীজ ও রাসায়নিক সার বিতরন

প্রকাশিত:বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ | ৭৯জন দেখেছেন

Image
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি:খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় ২০২৩-২০২৪ অর্থবছরে রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে  মাটিরাঙ্গা উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তর এর সামনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্তবর্তী। 

মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো. সবুজ আলী এর সঞ্চালনায়  উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে  আলোচনা সভায়  সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী।

স্বাগত বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো.সবুজ আলী বলেন রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১হাজার ২শ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে ২কেজি করে হাইব্রিড ধান বীজ ও ৮শ' প্রান্তিক কৃষকের মাঝে উফশী ধান- ৫কেজি, ডিএপি সার ১০কেজি, এমওপি সার ১০কেজি বিতরন করা হয়েছে।

এসময় মাটিরাঙ্গা উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার নুর মোহাম্মদ,মাটিরাঙ্গা উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার দেবাশীষ চাকমা, মাটিরাঙ্গা উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার মো.আমির হোসেন, মাটিরাঙ্গা উপজেলার সফল কৃষক আওয়ামী লীগ নেতা মো.ওয়ালি উল্লাহ সহ উপকার ভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা উপজেলার  ২হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূলো বীজ ও রাসায়নিক সার তুলেদেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী।

আরও খবর



আত্মহত্যার চেষ্টা করেছেন তানজিন তিশা!

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ১৫৯জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক:দেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা আত্মহত্যার চেষ্টা করেছেন। দেশের একটি গণমাধ্যমের দাবি, বুধবার (১৫ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর রাজারবাগে নিজ বাসায় ঘুমের ওষুধ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন তিনি।

জানা গেছে, ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে তার। তবে সাম্প্রতিক সময়ে তাদের মধ্যে মনোমালিন্য তৈরি হয়। এর জেরে ফারহানের উত্তরার বাসায় যান তিশা। সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তারপর বাসায় ফিরে আত্মহননের চেষ্টা করেন এ অভিনেত্রী।

এরপর তিশাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা (স্টমাক ওয়াশ) শেষে পান্থপথের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।

খবরটি জানতে একাধিকবার তিশার মোবাইল ফোনে কল করা হয়। খুদে বার্তা পাঠানো হয়, কিন্তু তিনি কোনো প্রতিক্রিয়া দেখাননি তিশা।কিছু সময় পর নম্বর বন্ধ পাওয়া যায়।

ঢাকা মেডিকেল কলেজ সূত্রে খবর প্রতিদিন ২৪ নিশ্চিত হয়েছে, গুরুতর অবস্থায় রাতে তিশাকে সেখানে নেওয়া হয়েছিল। তানজিন তিশা আপাতত বিপদমুক্ত।

অভিনেত্রী হুমায়রা হিমু আত্মহত্যার পর তিশা গণমাধ্যমকে জানিয়েছিলেন, মিডিয়ার মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি এটা ভাবা ভুল। অথচ এবার তিনিই আত্মহত্যার চেষ্টা করলেন।


আরও খবর

"এক বউয়ের দুই স্বামী "

বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩




আইসল্যান্ডে ১৪ ঘণ্টায় ৮০০ ভূমিকম্প, জরুরি অবস্থা জারি

প্রকাশিত:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১৫৭জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :ইউরোপের দেশ আইসল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় রেইকজেনেস উপদ্বীপে ১৪ ঘণ্টায় ৮০০ ভূমিকম্প আঘাত হানার পর দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার এ ভূমিকম্পগুলো আঘাত হানে। এটিকে আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাতের পূর্বাভাস বলে আশঙ্কা করা হচ্ছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আইসল্যান্ডের নাগরিক সুরক্ষা ও জরুরি ব্যবস্থাপনা বিভাগ এক বিবৃতিতে জানায়, গ্রিন্দাভিকের উত্তরে সুন্ধনজুকাগিগারে ভূমিকম্পের কারণে নাগরিক প্রতিরক্ষার জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এর চেয়ে বড় ভূমিকম্প হতে পারে এবং এর কারণে একটি অগ্ন্যুৎপাত ঘটতে পারে৷

গ্রিন্দাভিক গ্রামে প্রায় ৪ হাজার বাসিন্দা বাস করে। শুক্রবারের ভূমিকম্পগুলো কেন্দ্রস্থল ছিল এই গ্রামের তিন কিলোমিটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। সবচেয়ে বড় ভূমিকম্পটি ছিল ৫ দশমিক ২ মাত্রার। অগ্ন্যুৎপাত ঘটলে গ্রামটি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে সরকার।

আইসল্যান্ডের আবহাওয়া অফিস জানায়, অক্টোবরের শেষ থেকে রেইকজেনেস উপদ্বীপে ২৪ হাজার কম্পন অনুভূত হয়েছে। আর শুক্রবার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত ৮০০টি ভূমিকম্প অনুভূত হয়েছে।

সংস্থাটি জানায়,আগ্নেয়গিরির ম্যাগমা ভূপৃষ্ঠে আসতে কয়েক দিন সময় লাগতে পারে।


আরও খবর

ভারতের বিভিন্ন অংশে ভূমিকম্প

শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩

গাজায় নিহতের সংখ্যা ১৭ হাজার ছাড়াল

শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩




জয়পুরহাটে দুটি সংসদীয় আসনে ১৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ,তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

প্রকাশিত:রবিবার ০৩ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৫৫জন দেখেছেন

Image
জয়পুরহাট প্রতিনিধি:দ্বাদশ  জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট জেলার দুটি সংসদীয় আসনে ১৯ প্রার্থীর মনোনয়নপত্র বাছাই শেষে ১৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ এবং কাগজপত্রে ত্রুটি থাকায় তিন’জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

রবিবার বেলা ১১টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই সম্পন্ন করে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী মনোনয়ন পত্র বাতিলের এ ঘোষনা দেন।জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী জানান, জয়পুরহাট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী  রানী রাবেয়া আসরী ও আলেয়া বেগম এবং জয়পুরহাট ২ আসনে স্বতন্ত্র প্রার্থী আতোয়ার রহমানের  এক শতাংশ ভোটারদের দেওয়া তালিকায়  তথ্য সঠিকভাবে যাচাইকালে সত্যতা না পাওয়ায় প্রার্থীতা  বাতিল করা হয়।জয়পুরহাট-১ আসনে বৈধ প্রার্থীরা হলেন সামছুল আলম দুদু (আওয়ামী লীগ), একেএম মোয়াজ্জেম হোসেন (জাতীয়পার্টি), মোঃ মাছুম (তৃণমুল বিএনপি), মোঃ রোকনুজ্জামান (ন্যাশনাল পিপলস পার্টি), আব্দুল আজিজ মোল্লা (স্বতন্ত্র), একেএম রায়হান মনু (স্বতন্ত্র), আবুল খায়ের মোঃ সাখাওয়াত হোসেন (জাসদ), মোঃ জহুরুল ইসলাম (স্বতন্ত্র)।

জয়পুরহাট-২ আসনে আবু সাঈদ আল মাহমুদ স্বপন (আওয়ামীলীগ), আবু সাঈদ নুরুল্লা মাছুম (জাতীয় পার্টি), গোলাম মাহফুজ অবসর (স্বতন্ত্র), মোঃ নয়ন (বাংলাদেশ কংগ্রেস),
মোঃ গোলাম রসুল (জাকের পার্টি), আবুল খায়ের মোঃ সাখাওয়াত হোসেন (জাসদ),
মোঃ আবু সাইদ (ন্যাশনাল পিপলস পার্টি),  আব্দুর রাজ্জাক (স্বতন্ত্র)। তবে বাদ পড়া প্রার্থীরা আপিল করতে পারবেন। এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম, উপজেলা নির্বাচন কর্মকর্তা  মশিউর রহমান, সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমান সহ সহকারী রিটানিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর



ফকির বেশেও শেষ রক্ষা হলোনা খুনির, অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার

প্রকাশিত:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ১৩৩জন দেখেছেন

Image

এম এম হারুন আল রশীদ হীরা; নওগাঁ:নওগাঁর মহাদেবপুরে ফকির বেশেও  শেষ রক্ষা হলোনা খুনি মোজাম আলী (৫৫)। অবশেষে  তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে থানা পুলিশ। গ্রেপ্তারের পর মঙ্গলবার(১৪ অক্টোবর) সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। গ্রেপ্তারকৃত মোজাম আলী উপজেলার চকগোবিন্দ গ্রামের আজিম উদ্দিনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর বেলা আনুমানিক ১টার দিকে পূর্ব শত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধের ধরে মহাদেবপুর থানার খোশালপুর-মহাদেবপুর গামী পাকা রাস্তায় চকগোবিন্দ নামক স্থানে চাকুর আঘাতে চকগোবিন্দ গ্রামের সানাউল্লাহর ছেলে আবদুস সালামের পিঠে চাকু দিয়ে আঘাত করে পালিয়ে যায় একই গ্রামের মোজাম আলী। সাথে সাথেই আবদুস সালামকে রক্তাক্ত অবস্থায় মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোজাফফর হোসেন বলেন, এঘটনায় নিহতের ছেলে সুমন বাদি হয়ে থানায় মামলা দায়ের করলে মূল আসামিকে আটক এবং মামলার রহস্য উদঘাটনের জন্য পুলিশ তৎপর হয়। এরপর সোমবার বিকেলে ঘটনায় জড়িত এজাহারভূক্ত ১নং আসামি মোজাম আলীকে মহাদেবপুর থানার এনায়েতপুর ইউপি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি গ্রেপ্তার এড়ানোর লক্ষ্যে ফকিরের ছদ্মবেশ ধারণ করে ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকান্ডের কথা স্বীকার করেছে। হত্যাকান্ডে ব্যবহৃত রক্ত মাখা চাকু উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।


আরও খবর