
বাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল:টাঙ্গাইলের মধুপুরে জমি সংক্রান্ত জেরে প্রতিপক্ষের হামলায় ২ মহিলা সহ ৫জন গুরুতর ভাবে আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুল হোসেন ও সপ্না বেগমকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অন্যদেরকে সু চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।বৃহস্প্রতিবার(২৪ আগষ্ট)বেলা ১১টার দিকে মধুপুর উপজেলাধীন কুড়ালিয়া ইউনিয়নের কেওটাই থলঘাট নামক এলাকায় এই লোমহর্ষক ঘটনাটি ঘটে বলে পুলিশ সূত্রে জানা যায়।
বাদী মহির উদ্দিন জানান, বিবাদীদের সাথে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। আমার বাড়ি যাওয়ার রাস্তা ভেঙে পড়ার কারনে আজ কিছু বালি ফেলে রাস্তা মেরামতের কাজ করার সময় পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে ১নং বিবাদী মৃত মফিজ উদ্দিন ছেলে সানোয়ার হোসেন (৫৫) এর নির্দেশে ১৪/১৫ জনের সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী দা, কোদাল, রড সহ দেশীয় অস্ত্র দিয়ে আমাদের পরিবারের ছেলে মেয়ে সহ সবাইকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে।
আমাদের বাচাতে বাড়ির মহিলাগন এগিয়ে এলে তাদেরকেও এলোপাতাড়ি ভাবে পিটিয়ে রক্তাক্ত করে এবং পরনের শাড়ি কাপড় ছিড়ে ফেলে।এলাকাবাসী আমাদের উদ্ধার করে মধুপুর হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকা জনক। তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং গুরুতর অন্যান্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে মহির উদ্দিন বাদী হয়ে মধুপুর থানায় একটি অভিযোগপত্র দাখিল করেছেন।
-খবর প্রতিদিন/ সি.ব