Logo
আজঃ শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

মধুপুরে গলায় ফাঁস দিয়ে এক সন্তানের জননীর আত্মহত্যা

প্রকাশিত:মঙ্গলবার ২২ আগস্ট ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ৩৭২জন দেখেছেন

Image

বাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল:টাঙ্গাইলের মধুপুর পৌরসভাধীন কলেজপাড়া এলাকায় খোকন শিকদারের মেয়ে সুমাইয়া আক্তার সেতু (২২) নামের এক সন্তানের জননী নিজ কক্ষে সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।মঙ্গলবার(২২আগষ্ট) বেলা ১টার দিকে মধুপুর পৌর শহরের কলেজপাড়া এলাকায় তাদের ভাড়াকৃত বাসায় এই ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, প্রায় চার বছর যাবৎ স্বামীর কাছ থেকে তালাকপ্রাপ্ত হয়ে এক সন্তানসহ মধুপুর কলেজপাড়া এলাকার তারা মিয়ার বাসার ৪র্থ তলায় তার বাবা, মা ও এক বোনকে নিয়ে ভাড়া থাকতেন।

তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকা এলাকায়।তার পারিবারিক সূত্রে জানা যায়, তালাকপ্রাপ্ত হওয়ার পর থেকেই সে কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। প্রায় সময়ই সে তার রুমে দরজা বন্ধ করে মোবাইল চালাতো। আগের মতো চাঞ্চল্য ছিলো না, কথাও কম বলতো। প্রতিদিনের ন্যায় আজও তার রুমে ডুকে দরজা বন্ধ করে মোবাইল চালাতে থাকে।

বেশ কিছুক্ষণ পর রুমের ভিতর ভাংচুরের শব্দ শুনে তার মা দরজা খুলতে বলে। ভিতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে আশপাশের লোকজন দিয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে তাকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তার ব্যবহৃত  টাচ মোবাইলটি ভাঙ্গা অবস্থায় পাওয়া যায়। এ বিষয়ে মধুপুর থানায় তার মা বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা রুজু করেছেন বলে জানান তদন্ত কর্মকর্তা এস আই হুমায়ুন ফরিদী। 

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর

যশোরেই পরমাণু চিকিৎসা কেন্দ্র চালু হলো

শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩




প্রচন্ড ভ্যাপসা গরমের পর রহমতের বৃষ্টিতেই জনমনে স্বস্তি

প্রকাশিত:মঙ্গলবার ১২ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৯০জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর প্রতিনিধি:রাজশাহীর তানোরে গত রবিবার ও সোমবার দিনভর খরতাপ ও প্রচন্ড ভ্যাপসা গরমের পর শুরু হয়েছে রহমতের বৃষ্টি। সোমবার রাত প্রায় ৮ টা ৫৫ মিনিট থেকে শুরু হয় ভারি বর্ষন। অবশ্য বৃষ্টির আগে কয়েক মিনিট সামান্য পরিমানে ঝড় হয়। তবে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া  যায় নি। রহমতের বৃষ্টিতেই জনমনে ও আমন চাষীরা স্বস্তির নি:শ্বাস ফেলেছেন।জানা গেছে, গত সপ্তাহের মঙ্গলবারে গভীর রাতে প্রচন্ড ঝড় ও বৃষ্টি হয়। ঝড়ে রাস্তার গাছ উপড়ে পড়ে সেই সাথে  বিদ্যুতের পোল পর্যন্ত ভেঙ্গে পড়ে। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার এবং শনিবারের দিনে রাতে হালকা মাঝারি বৃষ্টি হয়। কিন্তু গত রবিবার দিনে মাঝারি তাপদহ প্রবাহিত হয়। সেই সাথে ছিল রোদের প্রচন্ড তাপ, ছিল প্রচন্ড ভ্যাপসা গরম। শরীর থেকে ঘামও বের হয়ে জামা কাপড় ভিজে যায়। সোমবারেও দিনভর মাঝারি তাপদহের সাথে প্রচন্ড খরতাপের কারনে নাজেহাল হয়ে পড়ে জনসাধারণ।  পিচঢালা রাস্তায় দুপুর ১২ টা থেকে বিকেল তিন টা পর্যন্ত তেমন ভাবে যান বহন দেখা যায়নি । কারন খরতাপের কারনে পিচঢালা রাস্তায় টিকতে পারেন নি ভ্যান ও অটো চালকরা।চার্জার ভ্যান চালক, ওহাব,তৈয়ব, মশিউর ও জাইদুরসহ অনেকে জানান, গত রবিবার ও সোমবারে প্রচুর গরম ছিল। দূরবর্তী ভাড়া মারা যায়নি। দুপুর ১২ টার আগেই বাধ্য হয়ে বাড়িতে চলে আসতে হয়েছে। কারন রাস্তায় থাকায় যাচ্ছিল না।শরীর থেকে প্রচুর পরিমানে পানি বের হচ্ছিল। কিন্তু সোমবার রাতে ২০-২৫ মিনিটের বৃষ্টিতেই গরম ও তাপমাত্রা কমে গেছে। বৃষ্টির আগ পর্যন্ত ভ্যাপসা গরম ছিল।

আমন চাষী সারোয়ার, আইয়ুব, আব্দুর রব, মফিজসহ অনেকে জানান, রবিবার ও সোমবারের তাপমাত্রা ও প্রচন্ড রোদের কারনে জমি জমি শুকিয়ে গিয়েছিল। কিন্তু সোমবার রাত প্রায় ৯ টার কয়েক মিনিট আগে থেকে ৯ টা ২৫ মিনিট পর্যন্ত একটানা ভারি বৃষ্টি হয়। যা আমন চাষীদের জন্য মহান আল্লাহ তায়ালার বিশাল রহমত। তিনি রহমতের বৃষ্টি দিয়ে তার জমিনে আমন চাষীদের মনে তৃপ্তি এনে দিয়েছেন। বিশেষ করে একটু উঁচু জমিতে একদিন বৃষ্টি না হলে পানি থাকেনা। আগামী মঙ্গলবার কিংবা বুধবার পর্যন্ত বৃষ্টি না হলে সেচ ছাড়া উপায় ছিল না। কারন রোপনের পর তেমন ভাবে বৃষ্টির পানি না পাওয়ার কারনে আগাছা প্রচুর। এক বিঘা জমিতে আগাছা পরিস্কার করতে ৪-৫ হাজার করে টাকা লাগছে। অবশ্য সোমবার রাত প্রায় ৮ থেকে ৯ টা ২৫ মিনিট পর্যন্ত  বৃষ্টি হয়। তারপর থেকে ভ্যাপসা গরম শুরু হয়। কিন্তু মঙ্গলবার দুপুর ২ টার পর থেকে উপজেলা জুড়ে বৃষ্টি হয়েছে। তানোর পৌর সদরে বৃষ্টি থামছে তো কামারগাঁতে হচ্ছে, কামারগাঁতে থামছে তো পাচন্দরে হচ্ছে। এভাবে থেমে থেমে চারদিকেই বৃষ্টি হচ্ছে। মেঘলা আকাশ, তাপমাত্রা একেবারেই কমে  ২০/২১ ডিগ্রি তে নেমেছে। চারদিকেই শীতল আবহাওয়া।স্বর্ন পদক প্রাপ্ত  আদর্শ কৃষক নুর মোহাম্মাদ বলেন, রোপা আমন বৃষ্টি নির্ভর চাষাবাদ। বৃষ্টি দুএকদিন বা অতিরিক্ত  তাপমাত্রা হলেই কৃষকরা হতাশ হয়ে পড়েন। গত সোমবার রাতে ও মঙ্গলবার বিকেলের বৃষ্টি রোপা আমন ধানের বিশাল রহমত। এবার রোগবালা এখন পর্যন্ত তেমন ভাবে নেই, তবে প্রচুর আগাছা। এটা পরিস্কার করতেই হিমশিম ও অতিরিক্ত খরচ গুনতে হয়েছে চাষীদের।

উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ বলেন, উপজেলায় রোপা আমন চাষ হয়েছে ২১ হাজার ৪২০ হেক্টর জমিতে। এখন পর্যন্ত রোগ বালার কোন খবর নেই। বিএসরা প্রতিটি সময় মাঠে থেকে খোঁজ খবর নিচ্ছেন। ধান গাছের চেহারা ভালোই আছে। আসা করছি প্রাকৃতিক দূর্যোগ না হলে ফলন ভালো হবে বলে মনে করেন এই কর্মকর্তা। 

আরও খবর

যশোরেই পরমাণু চিকিৎসা কেন্দ্র চালু হলো

শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩




‘শেখ হাসিনা আজ বিশ্ব নেতায় পরিণত হয়েছেন’

প্রকাশিত:সোমবার ০৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১১৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:শেখ হাসিনা আজ বিশ্ব নেতায় পরিণত হয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ। তিনি বলেন, নিজের পরিবারের সবাইকে হারিয়েও প্রধানমন্ত্রী এদেশের মানুষের জন্য চিন্তা করে বিদেশ থেকে ফিরে এসেছেন। গত ৪২ বছর ধরে সংগ্রামী নেতায় পরিণত হয়েছেন তিনি।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সেলিম মাহমুদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ রাষ্ট্রকে টেকসই এবং স্থায়ী করার জন্য যা যা দরকার, তা তিনি করেছিলেন। আজ তারই কন্যা শেখ হাসিনা পিতার নেতৃত্বের হাল ধরেছেন। দেশকে উন্নয়নের ধারাবাহিকতায় এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব নেতায় পরিণত হয়েছেন।

তিনি বলেন, একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এদেশের জাতীয় স্বার্থের জন্য কাজ করেছেন। এ দেশের জনগণের মঙ্গল একমাত্র আওয়ামী লীগই চায়। এখন সাধারণ মানুষ অপপ্রচার, মিথ্যাচারকে বিশ্বাস করে না।


আরও খবর

এডিসি হারুন রংপুরে যোগ দিলেন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




ভারত বাংলাদেশকে গুরুত্ব দেয় বলেই জি-২০ সম্মেলনে আমন্ত্রণ

প্রকাশিত:বৃহস্পতিবার ৩১ আগস্ট ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১০৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:আগামী ৯ সেপ্টেম্বর ভারতের নয়া দিল্লিতে দুই দিনব্যাপী জি-২০ শীর্ষ সম্মেলন শুরু হতে যাচ্ছে। সম্মেলনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শুধুমাত্র বাংলাদেশকে আমন্ত্রণ করেছে ভারত। 

ভারত বাংলাদেশকে গুরুত্ব দেয় বলে এ অঞ্চল থেকে শুধুমাত্র বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘জি-২০ সম্মেলন: ঢাকা থেকে নয়া দিল্লি’ শীর্ষক এক সেমিনারে দেওয়া বক্তব্যে এ কথা জানান ভারতীয় হাইকমিশনার।

ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশের বিশ্বকে বলার অনেক কিছু আছে। বাংলাদেশের অনেক উন্নয়ন সাফল্য রয়েছে। ভারত বাংলাদেশকে জি-২০ সম্মেলনে আমন্ত্রণ করেছে। কারণ বাংলাদেশকে গুরুত্ব দেয় ভারত।  

হাইকমিশনার বলেন, এমন এক সময়ে সম্মেলন হতে যাচ্ছে যখন ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বব্যাপী সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্মেলনে গ্লোবাল সাউথেরও কথা শুনতে চায় ভারত। আমরা বাংলাদেশের সহযোগিতা চাই। আফ্রিকার দেশগুলো কী বলে, ইউরোপীয় ইউনিয়নের কী বলে, শুনতে চায় ভারত। 

সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, নয়া দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে আমাদের প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশ-ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের সোনালী আধ্যায়ে আরও একটি পালক যোগ করবে। আমরা আশা করি, বাংলাদেশ সরকার এবং আমাদের স্টেকহোল্ডারদের অংশগ্রহণ জি-২০ সম্মেলনে অর্থবহ অবদান রাখতে পারবে।  

চলমান বৈশ্বিক সংকটের বহুমাত্রিক সমাধানে জি-২০ অংশীদারদের সঙ্গে বাংলাদেশ কাজ করতে উন্মুখ বলে জানান ড. মোমেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন শান্তিপূর্ণ সহাবস্থান, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, উন্নয়নের অধিকার, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বব্যাপী স্বীকৃত কণ্ঠস্বর। তিনি প্রায় ১৭০ মিলিয়ন মানুষের প্রতিনিধিত্ব করেন। তিনি গণতান্ত্রিক রাজনীতির পক্ষে কথা বলেন। 

মোমেন বলেন, জি-২০ প্রেসিডেন্সির একটা গুরত্বপূর্ণ অংশ হচ্ছে, গ্লোবাল সাউথের সমস্যা নিয়ে আসা। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি মুখপাত্র। বাংলাদেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রাধিকারের ভিত্তিতে গ্লোবাল সাউথের জন্য কণ্ঠস্বর হিসেবে ভূমিকা রাখতে প্রস্তুত। 

সেমিনারে অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিনও বক্তব্য দেন।


আরও খবর

এডিসি হারুন রংপুরে যোগ দিলেন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




চিলমারী বন্দরকে অর্থনৈতিক চালিকাশক্তি হিসেবে রূপান্তর করতে চাই: প্রতিমন্ত্রী

প্রকাশিত:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৩৭জন দেখেছেন

Image

সহিদুল আলম বাবুল, কুড়িগ্রাম ব্যুরো চিপ : ২০ সেপ্টেম্বর বুধবার নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী  চিলমারী বন্দরে ফেরি চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন । তিনি বলেন, কুড়িগ্রাম জেলার নয়টি উপজেলার মধ্যে রৌমারী ও রাজীবপুর উপজেলা ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন । এ দুই উপজেলার জনগণ জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় দীর্ঘদিন ধরে যাতায়াত করে আসছে। এখন থেকে ওই দুই উপজেলার জনগণ নিরাপদে যাতায়াত করতে পারবে।প্রতিমন্ত্রী ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে "কুঞ্জলতা" নামের ফেরির উদ্বোধন করেন।‘কুঞ্জলতা’ নামের এ ফেরিটি ব্রহ্মপুত্র নদে চিলমারী-রৌমারী রুটে নিয়মিত চলাচল করবে।বিআইডব্লিউটির চিলমারী নৌবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, ব্রহ্মপুত্র নদের বুকে চিলমারী-রৌমারী রুটে নৌপথের দৈর্ঘ্য ২১ কিলোমিটার। তবে নদের ড্রেজিং করা হলে এ পথের দৈর্ঘ্য কমে১৩ থেকে ১৪ কিলোমিটার হবে।

বিআইডাব্লিউটিএ এর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের সুধী সমাবেশে আরও বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, অতিরিক্ত সচিব বিআইডব্লিওটিসির চেয়ারম্যান এস এম ফেরদৌস আলম, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, জেলা পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন প্রমুখ ।এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন,

শুধু বাংলাদেশের উপর পশ্চিমাদের চাপ নয়, বাংলাদেশেরও চাপ আছে পশ্চিমাদের উপর। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, আলোচনার টেবিলে বাংলাদেশ স্বাধীন হয়নি। এই দেশ অন্য দেশের কথায় চলবে না, জনগণের কথায় এবং সংবিধানের নিয়মেই  চলবে।


আরও খবর

এডিসি হারুন রংপুরে যোগ দিলেন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




সাগর-রুনি হত্যা, ১০১ বার পেছাল তদন্ত প্রতিবেদন

প্রকাশিত:সোমবার ১১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১৫৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১০১ বারের মতো পেছাল । আগামী ১৫ অক্টোবর প্রতিবেদন জমা দেয়ার জন্য পরবর্তী দিন নির্ধারণ করা হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থা র‌্যাব প্রতিবেদন দাখিল করেনি। এজন্য ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত প্রতিবেদন দাখিলের নতুন এ দিন ধার্য করেন।

আদালতের শেরে বাংলা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা আলমগীর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আলোচিত এ হত্যা মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি ৮ জন। অন্য আসামিরা হলেন– বাড়ির নিরাপত্তারক্ষী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ। আসামিদের প্রত্যেককে একাধিকবার রিমান্ডে নেওয়া হলেও তাদের কেউই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি নিজেদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।

এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান রাজধানীর শেরে বাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক এসআই। চার দিন পর চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।


আরও খবর