
বাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল:টাঙ্গাইলের মধুপুর পৌরসভাধীন দামপাড়া গ্রামের আঃ কাদেরের ছেলে সাদিকুল(২) নামের এক শিশু বংশাই নদীতে ডুবে নিখোঁজ হয়েছে।তার পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (২১ আগষ্ট) সকাল ৮টার দিকে তার প্রতিবন্ধী মা রান্না শেষে ছেলেকে খুঁজে না পেয়ে বিষয়টি এলাকাবাসীকে জানায়।
অত্র এলাকার বাসিন্দা আরিফ হোসেন বলেন, বিষয়টি জানার পর আমি মধুপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তাকে অবহিত করি এবং তারা টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে বিষয়টি জানালে টাঙ্গাইল থেকে ডুবুরি দল এসে প্রায় ৩ঘন্টা যাবত খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পায়নি।
স্থানীয়রা বলছেন, ছেলেটির বাড়ি নদীর কিনারে থাকায় সে প্রায়ই নদীর তীরে চলে আসে। ধারণা করা হচ্ছে ছেলেটি নদীতে পড়েছে।টাঙ্গাইল ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো.বেলাল হোসেন জানান, আমরা ডুবুরি দিয়ে দীর্ঘ সময় ধরে খোজাখুজি করে যাচ্ছি এখন পর্ষন্ত ছেলেটির কোনো সন্ধান পাওয়া যায়নি। আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।
-খবর প্রতিদিন/ সি.ব