Logo
আজঃ শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

মধুপুরে বাকী না দেয়ায় ব্যবসায়ীকে মারপিট, টাকা লুট দোকান ভাংচুর

প্রকাশিত:শনিবার ২৬ আগস্ট ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ৫২০জন দেখেছেন

Image

মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃটাঙ্গাইলের মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের গাংগাইর এলাকায় বাকী না দেওয়ার জেরে এক মনোহারী দোকান ব্যবসায়ীকে মারপিট টাকা লুট ও দোকান ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গাংগাইর মধ্যপাড়া গ্রামের মৃত আঃ কাদেরের ছেলে মোঃ সুরুজ মিঞা  গাংগাইর মধ্যপাড়া পাগলা বাসস্টান্ড এলাকায় মনোহরী দোকান করেন।বৃহস্পতিবার(২৪ আগস্ট) সকাল ১১ টার দিকে একই এলাকার শুকুর আলীর ছেলে রিয়াজ মিয়া বাকীতে সিগারেট চাইলে দোকান মালিক সুরুজ আলী দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে কথা কাটা কাটি হয়।

কথা কাটাকাটির এক পর্যায়ে রিয়াজ উদ্দিন ওরফে ছানা, মৃত করিমের ছেলে ফারুক, শুকুর আলীর ছেলে রবি, মান্নানের ছেলে সজীব মিলে দোকানে ডুকে দরজা বন্ধ করে সুরুজকে এলোপাতাড়ি ভাবে পিটাতে থাকে। পিটানোর এক পর্যায়ে   তাকে সাবল দিয়ে মাথায় আঘাত করলে মাথা ফেটে গুরুতর রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরবর্তীতে সন্ত্রাসী বাহিনী দোকানে থাকা প্রায় লক্ষাধিক টাকা নিয়ে চলে যায়। স্থানীয় লোকজন সুরুজ আলীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মধুপুর হাসপাতালে নিয়ে যায়।

কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হলে  উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।বর্তমানে সুরুজ আলী ময়মনসিংহ হাসপাতালে মৃত্যুর সাথে পান্জা লড়ছেন বলে জানান তার পরিবারের লোজকন। এঘটনায় ভুক্ত ভোগীর স্ত্রী সন্তান ও পরিবারের লোকজন এবং এলাকাবাসী প্রশাসনের নিকট সুষ্ঠ বিচার দাবী করেন।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



আফগানদের হারিয়ে সুপার ফোরে শ্রীলংকা

প্রকাশিত:বুধবার ০৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১৪১জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক:এশিয়া কাপে আফগানিস্তান ও শ্রীলংকার মধ্যকার গ্রুপপর্বের শেষ ম্যাচকে এক বাক্যে এভাবেই বলা যায়। রুদ্ধশ্বাস লড়াইয়ের পর যেখানে শেষ হাসি হেসেছে শ্রীলংকাই। আফগানদের হৃদয় ভেঙে পৌঁছে গিয়েছে টুর্নামেন্টের সুপার ফোরে।

গ্রুপ ‘বি’ থেকে আগেই সুপার ফোর নিশ্চিত করেছিল বাংলাদেশ। অন্যদিকে ভালো রানরেট নিয়ে সুবিধাজনক স্থানে ছিল শ্রীলংকা। তাই এই ম্যাচে শুধু জয়ই না, ব্যবধানও বড় হওয়া দরকার ছিল আফগানদের। ৩৭ ওভার ১ বলের মধ্যে পৌঁছাতে হতো শ্রীলংকার দেওয়া ২৯২ রানের লক্ষে। তবে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৩ রান পিছিয়ে থেকে অলআউট হয় আফগানরা।

তবে এই ম্যাচে হিসাবের গড়বড়েরও খেসারত দিতে হয়েছে আফগানিস্তানকে। ৩৭.১ ওভার শেষেও জয়ের সুযোগ ছিল আফগানিস্তানের সামনে। যদি ৩৭.৪ বলের মধ্যে দলটি ২৯৫ রান করত তাহলেও আসত জয়। সেই হিসেবে, ২৮৯ বা ২৯০ থেকে একটি ছক্কা বা ২৯১ থেকে একটি চার মারলেই চলত। তবে সেটি বুঝতে না পেরে আগেই হাল ছেড়ে দেয় আফগানিস্তান।

শেষদিকের পরিস্থিতি বিশ্লেষণ করলে- শেষ সাত বলে আফগানিস্তানের দরকার ছিল ১৫ রান। ৩৭তম ওভারে বলে আসেন লংকান তরুণ স্পিনার দুনিথ ভালালাগে। ওভারের তিনটি বল দিলেও বাকি ৩ বলে তিনটি চারে ১২ রান তুলে নেন রশিদ খান। তাই মহাগুরুত্বপূর্ণ ৩৮তম ওভারের প্রথম বলে দরকার হয় ৩ রানের, ২ রান নিলেও ম্যাচ গড়াবে সুপার ওভারে। তবে ধনাঞ্জায় ডি সিলভার করা সেই বলে লং অনে ক্যাচ উঠিয়ে দেন মুজিব-উর-রহমান। তখনই সুপার ফোরের উল্লাসে মাতে শ্রীলংকা। নন স্ট্রাইক প্রান্তে থাকা রশিদসহ আফগানিস্তান শিবিরে নেমে আসে বিষাদের ছায়া। এরপর গুরুত্বহীন হয়ে পড়া ম্যাচে শেষ ব্যাটার হিসেবে নামেন ফজলহক ফারুকী। তবে তিনিও দলকে নিতে পারেননি জয়ের বন্দরে। ওই ওভারেরই চতুর্থ বলে এলবিডাব্লিউ হয়ে ফিরলে শেষ হয় ইনিংস।

৩৭ ওভার ১ বলের মধ্যে ২৯২ রানের লক্ষ্যে খেলতে নেমে ৫০ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বসে আফগানিস্তান। চতুর্থ উইকেটে ৭১ রানের জুটি গড়েন রহমত শাহ এবং অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। ১২১ রানের মাথায় ৪০ বলে ৪৫ রান করে ফেরেন রহমত। এরপর নামেন মোহাম্মদ নবী। মারকুটে ব্যাটিংয়ে চাপে পড়া আফনিস্তানকে টেনে তোলেন এই ব্যাটার। হাশমতকে নিয়ে গড়েন ৮০ রানের জুটি, যেখানে নবীর একারই সংগ্রহ ৬৫ রান। মাত্র ৩২ বলে ৬ চার ও ৫ ছক্কায় এই রান করেন তিনি।

এরপর লংকান তরুণ স্পিনার দুনিথ ভালালাগে এসে খেলা ঘুরিয়ে দেন। এক ওভারের মধ্যে ফিরিয়ে দেন ১৩ বলে ২২ রানের ঝোড়ো ইনিংস খেলা করিম জানাত ও একপ্রান্ত আগলে পড়ে থাকা অধিনায়ক হাশমতকে। তবে শেষদিকে রশিদ খান (১৬ বলে ২৭*) ও নাজিবুল্লাহ জাদরান (১৫ বলে ২৩)। চেষ্টা করলেও তীরে গিয়ে তরী ডোবে আফগানিস্তানের।

এর আগে, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২৯১ রান করে শ্রীলংকা। এদিন ৬৩ রানের ওপেনিং জুটি গড়েন দুই লংকান ওপেনার পাথুম নিশাঙ্কা ও দিমুথ করুনারত্মে। তবে গুলবাদিন নাইবের তোপে পড়ে ৮৬ রানের মধ্যেই ৩ উইকেট পড়ে যায়। চতুর্থ উইকেটে ১০২ রানের জুটি গড়েন চারিথ আসালঙ্কা এবং মেন্ডিস। ১৮৮ রানের মাথায় আসালঙ্কাকে বিদায় করে ব্রেকথ্রু এনে দেন রশিদ খান। এরপরই শুরু হয় ছন্দপতন। রশিদ ও মুজিবের তোপে পড়ে ২২৭ রান তুলতেই হারিয়ে বসে প্রথম ৭ উইকেট। এরই মধ্যে দুর্ভাগ্যজনক এক রান আউটে কাটা পড়েন সেঞ্চুরির কাছে যাওয়া কুশল মেন্ডিস (৯২)।

এরপরই দারুণভাবে প্রতিরোধ গড়ে তোলেন মূলত বোলার দুনিথ ভালালাগে এবং মহেশ থিকসানা। নির্ধারিত ৫০ ওভারের শেষ বলে থিকসানা (২৪ বলে ২৮) আউট হলেও ততক্ষণে এই জুটি গড়ে ফেলেন ৬৪ রানের জুটি। ৩৯ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন ভালালাগে। শেষ পর্যন্ত ৮ উইকটে হারিয়ে ২৯১ রান তোলে লংকানরা।

আফগানিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল গুলবাদিন নাইব। ১০ ওভারে ৬০ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। ১০ ওভারে ৬৩ রান দিয়ে ২ উইকেট রশিদের। সমানসংখ্যক ওভারে মুজিব নিয়েছেন ১ উইকেট। তবে কোনো উইকেট না পেলেও সমান ওভারে মাত্র ৩৫ রান দিয়েছেন মোহাম্মদ নবী।


আরও খবর

বাংলাদেশের একাদশ আজ যেমন হতে পারে

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ পাঠানো যাবে অন্য অ্যাপেও

প্রকাশিত:বুধবার ১৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১১৫জন দেখেছেন

Image

প্রযুক্তি ডেস্ক:ইউরোপীয় ইউনিয়নের নতুন ডিজিটাল মার্কেট বিধি অনুয়ায়ী থার্ডপার্টি মেসেজিং প্ল্যাটফর্মের সঙ্গে অ্যালফাবেট (গুগল), আমাজন, অ্যাপল, বাইটড্যান্স ও মাইক্রোসফটের মতো কোম্পানিগুলোকে যুক্ত হতে হবে। এই আইনের সঙ্গে সংগতি বজায় রাখতে হোয়াটসঅ্যাপে ক্রস–প্ল্যাটফর্ম মেসেজিং সুবিধা নিয়ে আসছে মেটা।

হোয়াটসঅ্যাপের সর্বশেষ ভার্সনে ‘থার্ডপার্টি চ্যাট’ নামে এই ফিচার দেখা গেছে বলে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট স্যামমোবাইলের এক প্রতিবেদনে জানানো হয়।  

হোয়াটসঅ্যাপের আসন্ন বিভিন্ন ফিচারের তথ্য প্রদানকারী ডব্লিউবেটাইনফো এক প্রতিবেদনে বলে, অ্যান্ড্রয়েড বেটা অ্যাপের ২.২৩. ১৯.৮ ভার্সনে ‘থার্ডপার্টি চ্যাট’ নামে এই ফিচার দেখা যাবে।

তবে টুলটি এখনই ব্যবহার করা যাচ্ছে না। একটি স্ক্রিনশটে দেখা যায়, ফিচারটিতে কোনো অপশন বা বাটন নেই। এই পদক্ষেপ ইঙ্গিত দেয়, ২০২৪ সালের মার্চের মধ্যে ক্রস–প্ল্যাটফর্ম মেসেজিংয়ের সঙ্গে যুক্ত হয়ে ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেটের বিধি মেনে চলবে মেটা।  

ইউরোপসহ বিশ্বের জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ মেসেজিং প্ল্যাটফর্ম ফেসবুকের মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ। এই পরিষেবাগুলো ব্যবহার করা তুলনামূলক সহজ। এনক্রিপ্টেড মেসেজিংয়ের সুবিধা দিয়ে অ্যাপগুলো ব্যবহারকারীর নিরাপত্তার বিষয়ে নিশ্চয়তা দিয়ে থাকে।

মেটা, অ্যাপল ও মাইক্রোসফটের মতো বড় কোম্পানিগুলোর অবাধ ডিজিটাল পরিষেবা নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়ন ডিজিটাল মার্কেট অ্যাক্ট (ডিএমএ) প্রণয়ন করেছে। ডিএমএ কোম্পানিগুলোকে ব্যবহারকারীদের স্মার্টফোন থেকে প্রি–ইনস্টল করা অ্যাপ মুছে ফেলার অনুমতি দিতে নির্দেশনা দিয়েছে।

যাতে ব্যবহারকরীরা অ্যাপ স্টোর থেকে তাদের ইচ্ছানুযায়ী অ্যাপ ইনস্টল করতে পারেন। এর পরিপ্রেক্ষিতে মেটা ও মাইক্রোসফট নিজস্ব অ্যাপ স্টোর তৈরির কথা বিবেচনা করছে।


আরও খবর

টিকটককে ৪ হাজার কোটি টাকা জরিমানা

শুক্রবার ১৫ সেপ্টেম্বর ২০২৩




সুনামগঞ্জের লাউড়গড় সীমান্তে চলছে তেলেসমাতি কান্ড

প্রকাশিত:রবিবার ২৭ আগস্ট ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১১৯জন দেখেছেন

Image

মোজাম্মেল আলম ভূঁইয়া-সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের লাউড়গড় সীমান্তের যাদুকাটা নদীর তীর কেটে বালি বিক্রি করাসহ আইন অমান্য করে রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে অবাধে পাথর, কয়লা, গরু, গাছ, কসমেটিকস ও কাপড়সহ নানান পন্য সামগ্রী পাচাঁর করা হচ্ছে বলে খবর পাওয়া গেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়- আজ রবিবার (২৭ আগস্ট) দুপুরে সীমান্তের লাউড়গড় বিজিবি ক্যাম্পের সামনের স্থান থেকে যাদুকাটা নদীর তীর কেটে ১০টি ইঞ্জিনের নৌকা বোঝাই করে বালি নিয়ে যায় একটি চক্র। এছাড়া সীমান্তের জিরো পয়েন্ট অতিক্রম করে ভারত থেকে শতশত বারকি ও ইঞ্জিনের নৌকা দিয়ে অবৈধ ভাবে আনা হয় পাথর ও কয়লা। তাছাড়া বিজিবির সোর্স পরিচয় দিয়ে লাউড়গড় গ্রামের মোহাম্মদ মিয়া ও বায়েজিদ মিয়াগং প্রতিনৌকা থেকে ৩শ টাকা করে চাঁদা নিয়ে প্রতিরাতে ভারতে লোক পাঠায় পাথর ও কয়লা পাচাঁর করার জন্য। অন্যদিকে চোরাকারবারী জসিম মিয়া নিজেকে বিজিবির সোর্স পরিচয় দিয়ে এই সীমান্তের সাহিদাবাদ-দশঘর এলাকা দিয়ে প্রতিদিন গরু পাচাঁর করে এবং পাচাঁরকৃত প্রতিগরু থেকে ১হাজার ৫শত টাকা করে চাঁদা নেয়। শুধু তাই নয়, সোর্স পরিচয়ধারীরা অবাধে মদ, গাঁজা, ইয়াবা, নাসিরউদ্দিন বিড়ি, গাছ, কসমেটিকস ও কাপড়সহ নানান পন্য সামগ্রীও পাচাঁর করছে। গত বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে ভারত থেকে পাথর ও কয়লা আনতে গিয়ে যাদুকাটা নদীতে নৌকা ডুবে শ্রমিক আব্দুল হাসিমের মর্মান্তিক মৃত্যু হয়। এই সীমান্ত দিয়ে চোরাচালান করতে গিয়ে এপর্যন্ত অর্ধশতাধিক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

আরো জানা গেছে- গত শনিবার (১৯ আগস্ট) রাতে যাদুকাটা নদীর তীর কেটে বালি বিক্রি করার সময় অভিযান চালিয়ে ২৪লাখ টাকা মূল্যের বালি বোঝাই ৪টি ইঞ্জিনের নৌকাসহ ৫জন ও গত বুধবার (১৬ আগস্ট) রাতে যাদুকাটা নদী দিয়ে ভারত থেকে পাচাঁরকৃত ৫লাখ ২৭হাজার ৩২৫টাকা মূল্যে বিভিন্ন অবৈধ মালামাল ও মদসহ ৩ চোরাকারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু বিজিবির পক্ষ থেকে

কোন পদক্ষেপ না নেওয়ার কারণে চোরাচালান ও চাঁদাবাজি বেড়েগেছে বলে সীমান্তবাসী জানান। এব্যাপারে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের লাউড়গড় বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার রায়হান বলেন- বায়েজিদ ও মোহাম্মদ আমাদের ক্যাম্পের কাজ কর্ম করে। কিন্তু বিজিবি ক্যাম্পের নামে চাঁদা উত্তোলনের বিষয়টি জানিনা। আমরা সারাদিন যাদুকাটা নদী নিয়ে কাজ করার কারণে অন্য কাজ করতে পারছিনা।


আরও খবর



নয়াপল্টনে যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুমের নেতৃত্বে বিশাল শোডাউন মিছিল

প্রকাশিত:শনিবার ০২ সেপ্টেম্বর 2০২3 | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১২৪জন দেখেছেন

শাকিল আহম্মেদ স্টাফ রিপোর্টার ঃ বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরের নির্দেশনায় রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুমের নেতৃত্বে নয়াপল্টনে বিশাল শোডাউন মিছিল  দিয়েছে রূপগঞ্জ উপজেলা যুবদলের নেতাকর্মীরা। গতকাল সকালে  নয়াপল্টনে বিএনপির পার্টি অফিসের সামনে এ শোডাউন মিছিল দেয় রূপগঞ্জ উপজেলা যুবদল। এসয়ম উপস্থিত  রূপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আজিম সরকার, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল মিয়া,তারাব পৌরসভা যুবদলের সদস্য সচিব কাজী আহাদ, রাজিব আহমেদ, ওমর ফারুক আপন, কাঞ্চন পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক আনিসুর রহমান শরীফ,সাখাওয়াত হোসেন,সেলিম মোল্লা,মেহেদী হাসান রিপন,আল আমীন,মাইনুল ইসলাম সুরুজ, শাহাদাত হোসেন প্রমুখ


আরও খবর

পিকআপভ্যানের ধাক্কায় নিহত ট্রাফিক পুলিশ

শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩




তানোরে স্থানীয় সরকার দিবস ও উন্নয়ন মেলার সমাপনী

প্রকাশিত:মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৮১জন দেখেছেন

Image

আব্দুস সবুর তানোর প্রতিনিধি:রাজশাহীর তানোরে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে  আলোচনা সভা ও ক্রেষ্ট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলের দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেন। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। জনস্বাস্থ্য দপ্তরের উপসহকারী প্রকৌশলী জাকির হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একে সরকার সরকারি কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক, কলমা ইউপির চেয়ারম্যান খাদেমুন নবী বাবু চৌধুরী, তানোর পৌরসভার প্যানেল মেয়র আরব আলী, অতিথি হিসেবে ছিলেন, টিএইচও বার্নাবাস হাসদাক, প্রাথমিক শিক্ষা অফিসার মনিরা বেগম, কামারগাঁ ইউপির চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ, তালন্দ ইউপির চেয়ারম্যান নাজিমুদ্দিন, সরনজাই ইউপির প্যানেল চেয়ারম্যান সইবুর রহমান, মুন্ডুমালা পৌর প্যানেল মেয়র আতিকুর রহমান বাবু, প্রমুখ। এসময় পৌর, ইউপি সচিব, কাউন্সিলর মেম্বারসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত,, প্রথমবারের মত জাতীয়  স্থানীয় সরকার দিবস উপলক্ষে গত রবিবার তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও মেলার শুভ উদ্ধোধন করা হয়।

আরও খবর