
বাবুল রানা, মধুপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর মিলন মেলা ও প্রীতি ভোজের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিশ্বকাপ ফুটবল /২০২২ এ সমর্থক গোষ্ঠির প্রিয় দল আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় আর্জেন্টিনা দলের সমর্থকদের আনন্দকে আরো ত্বরান্বিত করার লক্ষে মধুপুর উপজেলা আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠির আয়োজনে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. জাকির হোসেন এর উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে মঙ্গলবার দুপুরে আর্জেন্টিনা সমর্থকগোষ্ঠীর এক মিলন মেলা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। উক্ত মিলন মেলায় উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু, উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন, পৌরমেয়র আলহাজ সিদ্দিক হোসেন খান,,ভাইসচেয়ারম্যান শরিফ আহমেদ নাসির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, সাংবাদিকগন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ সহ উপজেলার আর্জেন্টিনা সমর্থকগোষ্ঠীর লোকজন।