Logo
আজঃ মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

মধুপুরে হেরোইন সহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত:শুক্রবার ২৭ অক্টোবর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ | ২৩০জন দেখেছেন

Image

বাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল:টাঙ্গাইলের মধুপুর পৌরসভাধীন চাড়ালজানী খান পেট্রোল পাম্পের পূর্ব পাশ থেকে ৮০হাজার টাকার হেরোইন সহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মধুপুর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৫অক্টোবর)রাত সাড়ে এগারোটার দিকে মধুপুর থানাধীন পৌরসভাস্থ চাড়ালজানী খান পেট্রোল পাম্পের পূর্ব পাশে জনৈক ইছহাক এর কাঠের দোকানের সামনে থেকে মধুপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমানের দিকনির্দেশনায় চৌকস পুলিশ অফিসার এসআই হুমায়ুন ফরিদীর নেতৃত্বে একটি মাদক অভিযান পরিচালিত হয়।

অভিযানে গোদাগাড়ী উপজেলার ইউসুফ আলীর ছেলে শাহীন মিয়া(২২), মধুপুর উপজেলাধীন বৃত্তিবাড়ী গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে মিনারুল ইসলাম(৩২),জলছত্র এলাকার মৃত আঃ মজিদের ছেলে সাইফুল ইসলাম (২০) এবং কাকরাইদ এলাকার মফিজ উদ্দিনের ছেলে লাল মিয়া (৩০)কে গ্রেফতার করিয়া তাদের নিকট হইতে ৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যাহার মূল্য ৮ লক্ষ টাকা। অনেক দিন পর মধুপুর থানা পুলিশ মাদকের একটি বড় চালান ধরতে সক্ষম হয়েছেন। এই সংক্রান্তে উক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মধুপুর থানায় নিয়মিত মাদক মামলা রুজু সহ আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



জয়পুরহাটে টাকার জন্য শ্যালক পুত্রের হাতে বৃদ্ধ খুন,গ্রেফতার ৪

প্রকাশিত:মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৫২জন দেখেছেন

Image

জয়পুরহাট প্রতিনিধিঃটাকার জন্যই শ্যালক পুত্রের হাতে খুন হয়েছেন জয়পুরহাটের কালাই শিকটা গ্রামের বৃদ্ধ কৃষক সৈয়দ আলী আকন্দ। এ ঘটনায় পুলিশ খুনের মূল পরিকল্পনাকারী বৃদ্ধের শ্যালক পুত্র শিকটা গ্রামের হারুনুর রশীদ সহ চার জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত অন্য আসামীরা হলেন একই গ্রামের গ্রাম পুলিশ সুজন মিয়া (২৩),মোস্তাফিজুর রহমান ওরফে ওয়াজেদুল (৩৫) এবং নাজির হোসেন (৩৫)। তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ খুনের কাজে ব্যবহার করা চাকু ও চুরি করা জমির দলিলপত্র এবং ৬২ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে।

তাদের গ্রেপ্তারের পর সোমবার দুপুরে জয়পুরহাট পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম গত বৃহস্পতিবার দিবাগত রাতে বৃদ্ধ খুনের ঘটনায় আসামী গ্রেপ্তার,আলামত উদ্ধার ও খুনের দায় স্বীকার সংক্রান্ত এসব তথ্য সাংবাদিকদের জানান।  
সংবাদ সম্মেলনে তিনি জানান,বৃদ্ধ সৈয়দ আলী অনেক জমির মালিক। তার কাছে সবসময় মোটা অঙ্কের নগদ টাকা থাকে। তার শ্যালক পুত্র একই গ্রামের হারুনুর রশীদ খুনের আগের দিন বৃহস্পতিবার বিকেলে স্থানীয় পুনট বাজারে আসামী নাজির হোসেনের ফ্লেক্সি লোডের দোকানে অন্য আসামীদের নিয়ে সেই টাকা চুরি করার জন্য পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী তারা শুক্রবার রাত ১২টার দিকে বাড়ির প্রাচীর টপকে বৃদ্ধর ঘরে ঢুকে নগদ দুই লক্ষ টাকা ও বেশকিছু জমির দলিল সহ ব্যাগ চুরি করে। এ সময় বৃদ্ধ চিৎকার করলে আসামী সুজন চাকু দিয়ে তার কন্ঠনালী কেটে দিলে বৃদ্ধ মারা যায়। পরে আসামীরা সেই টাকা ভাগাভাগি করে নিয়ে গাঢাকা দিলে পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে খুনের সাথে জড়িতদের গ্রেপ্তার করে।গ্রেপ্তারের পর পুলিশ তাদের কাছ থেকে নগদ ৬২ হাজার ৫০০ টাকা, দলিল সহ ব্যাগ এবং খুনের কাজে ব্যবহার করা চাকু উদ্ধার করেছে। সোমবার আসামীরা খুনের দায় স্বীকার করে আদালতে স্বাকারোক্তীমুলক জবানবন্দী দিবেন বলেও পুলিশ সুপার দাবি করেছেন।    

প্রসঙ্গত : গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে কালাই উপজেলার শিকটা গ্রামের বিত্তবান কৃষক বৃদ্ধ সৈয়দ আলীকে নিজ ঘরে খুন করে নগদ টাকা ও জমির দলিল চুরি করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ শুক্রবার সকালে তার দুই ছেলেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়ে ক্লু না পেয়ে ছেড়ে দেন। পরে নিহতের শ্যালক পুত্র হারুনুর রশীদ গ্রেপ্তার হলে পুলিশ হত্যাকান্ডের পুরো রহস্য উদঘাটন করে। 


আরও খবর



মানিকছড়ি থানা পুলিশের অভিযানে চোলাইমদ সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৯১জন দেখেছেন

Image
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি:খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি চোলাইমদ ও একটি মোটরসাইকেল সহ মোঃ নূরুল হক(৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে  গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাত  ১০টার দিকে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)এর দিক নিদের্শনায় মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আনচারুল করিম এর নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই নিঃ) ঝন্টু চন্দ্র দে সঙ্গীয় অফিসার ফোর্সসহ অত্র থানা এলাকায় বিশেষ অভিযান  ডিউটি করাকালীন মানিকছড়ি থানাধীন গাড়িটানা বাজার এলাকায় অবস্থানকালে  গোপন সংবাদের ভিত্তিতে জানতে  পারেন যে,  ০২জন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরী চোলাইমদ নিয়ে মোটরসাইকেল যোগে খাগড়াছড়ি থেকে  চট্রগ্রাম এর উদ্দেশ্যে রওনা করেছে।  সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ  মানিকছড়ি থানাধীন ৩নং যোগ্যাছোলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গরমছড়ি এলাকায়  চেকপোস্ট স্থাপন করে ৪০লিটার দেশীয় তৈরী চোলাই মদ  একটি মোটরসাইকেল সহ মাদক ব্যবসায়ী মো. নূরুল হক(৪২) কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী হলেন-মো. নূরুল হক(৪২) 
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার লুন্দুক্যাপাড়া এলাকার মৃত মোস্তফা মিয়ার ছেলে।

মানিকছড়ি থানা পুলিশ সূত্রে জানা গেছে 
আসামী নুরুল হক এর  নিকট থেকে  ৪০ লিটার অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরি চোলাইমদ  এবং ০১টি মোটরসাইকেল সহ তাকে গ্রেপ্তার করা হয়।

 মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আনচারুল করিম জানান আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে আসামীকে যথা সময়ে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে। 

আরও খবর



মিরসরাইয়ে পাচারের সময় ভারতীয় মদ ও গাঁজাসহ আটক ৩

প্রকাশিত:শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ৮৯জন দেখেছেন

Image

এম আনোয়ার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম)প্রতিনিধি:মিরসরাইয়ে পাচারের সময় ৮৪ বোতল ভারতীয় মদ ও ১৬ কেজি গাঁজাসহ তিন মাদককারবারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খৈয়াছড়া এলাকায় মিরসরাই ফিলিং স্টেশনের উত্তর পাশ থেকে মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়। এসময় মাদক পাচার কাজে ব্যবহৃত একটি মিনি বাসও জব্দ করা হয়েছে। আটক হওয়া মাদককারবারীরা হলেন ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার পশ্চিম ছাগলনাইয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে জসিম উদ্দিন (৩৪), চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট এলাকার স্বপন দাশের ছেলে রিমন দাশ (২৮) ও লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার বালাইশ গ্রামের মরহুম আবু সিদ্দিকের ছেলে আবদুল হান্নান (২৬)।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খৈয়াছড়া এলাকায় চট্টগ্রামমুখী মিম পরিবহনের একটি মিনিবাসের গতিরোধ করে তল্লাসী চালিয়ে বাসের ভেতর থেকে ৮৪ বোতল ভারতীয় মদ ও ১৬ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। জব্দ করা মাদকের মূল্য প্রায় ৫ লাখ ৮০ হাজার টাকা। মাদকগুলো ফেনীর ভারতীয় সীমান্ত এলাকা থেকে চট্টগ্রাম শহরে নিয়ে যাচ্ছিল। এই ঘটনায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে।


আরও খবর



সিরাজগঞ্জে পৌনে ৫ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসূল খাওয়ানো হবে

প্রকাশিত:বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৪৬জন দেখেছেন

Image

সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের ৪ লাখ ৮৯ হাজার ৩৬১ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসূল। ২ হাজার ১২৭টি কেন্দ্রে এসব টিকা খাওয়ানো হবে। 

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নিজ কার্যালয়ের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায় এসব তথ্য জানান। 

তিনি বলেন, ১৫ টি স্থায়ী এবং ২ হাজার ১১২টি অস্থায়ী কেন্দ্রে শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। 

এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৫৩ হাজার ৩৬১ শিশুকে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৩৬ হাজার শিশুকে লাল রঙের ভিটামিন-এ ক্যাপসূল খাওয়ানো হবে। 

এই টিকা কার্যক্রমে ৪ হাজার ২৫৪ জন স্বেচ্ছাসেবক, পরিবার পরিকল্পনা বিভাগের ৭৩৮ মাঠকর্মী এই টিকা কার্যক্রমে নিয়োজিত থাকবে। ১০৪১ জন প্রথম সারির তত্বাবধায়ক টিকাদান কেন্দ্র সরাসরি তত্বাবধান করবেন।

প্রেস ব্রিফিংয়ে ডেপুটি সিভিল সার্জন ডা. আ.ফ.ম ওবায়দুল ইসলাম


আরও খবর



ভাড়া করা লোকজন দিয়ে রাজনৈতিক কর্মসূচি হতে পারে না: ডিবিপ্রধান

প্রকাশিত:মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৮১জন দেখেছেন

Image
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ

নিজস্ব প্রতিবেদক:ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। এখন আমরা নির্বাচন কমিশনের দিকনির্দেশনা মোতাবেক কাজ করছি। পাশাপাশি আমাদের রুটিনমাফিক কাজও করছি।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হারুন অর রশীদ বলেন, রাজনৈতিক দলগুলো ৯ দফায় ১৮ দিন অবরোধ আর তিনদিন হরতাল ডেকেছে। পরিত্যক্ত গাড়িগুলোতে আগুন দিচ্ছে। কিন্তু অবরোধ ডেকে রাস্তায় না নেমে পালিয়ে থেকে ভাড়া করা লোকজন দিয়ে গাড়িতে আগুন ও ককটেল নিক্ষেপ করা রাজনৈতিক কর্মসূচি হতে পারে না।

ডিবিপ্রধান বলেন, আমরা আগেও দেখেছি ২০১৪ সালে একইভাবে তারা রাস্তার মধ্যে বোমা নিক্ষেপ করেছে। পুলিশের ওপর হামলা করার চেষ্টা করেছে। জনগণ তাদের এমন কর্মসূচিতে সাড়া দেয়নি।

তিনি বলেন, যারা প্রতারণা করছে, ডাকাতি করছে, ওয়ারেন্টভুক্ত ও তালিকাভুক্ত আসামি তাদের গ্রেপ্তার আমাদের রুটিনওয়ার্ক। জনগণ ও রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষার দায়িত্ব পুলিশের। পুলিশ বাহিনী, ডিবি, আইনশৃঙ্খলা বাহিনী রাস্তায় থেকে রাতদিন ২৪ ঘণ্টা কাজ করছে। উদ্দেশ্য একটাই, স্বাভাবিক যান চলাচলের কেউ যেন বাধা সৃষ্টি না করে।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩