
বাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল:টাঙ্গাইলের মধুপুর পৌরসভাধীন চাড়ালজানী খান পেট্রোল পাম্পের পূর্ব পাশ থেকে ৮০হাজার টাকার হেরোইন সহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মধুপুর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৫অক্টোবর)রাত সাড়ে এগারোটার দিকে মধুপুর থানাধীন পৌরসভাস্থ চাড়ালজানী খান পেট্রোল পাম্পের পূর্ব পাশে জনৈক ইছহাক এর কাঠের দোকানের সামনে থেকে মধুপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমানের দিকনির্দেশনায় চৌকস পুলিশ অফিসার এসআই হুমায়ুন ফরিদীর নেতৃত্বে একটি মাদক অভিযান পরিচালিত হয়।
অভিযানে গোদাগাড়ী উপজেলার ইউসুফ আলীর ছেলে শাহীন মিয়া(২২), মধুপুর উপজেলাধীন বৃত্তিবাড়ী গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে মিনারুল ইসলাম(৩২),জলছত্র এলাকার মৃত আঃ মজিদের ছেলে সাইফুল ইসলাম (২০) এবং কাকরাইদ এলাকার মফিজ উদ্দিনের ছেলে লাল মিয়া (৩০)কে গ্রেফতার করিয়া তাদের নিকট হইতে ৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যাহার মূল্য ৮ লক্ষ টাকা। অনেক দিন পর মধুপুর থানা পুলিশ মাদকের একটি বড় চালান ধরতে সক্ষম হয়েছেন। এই সংক্রান্তে উক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মধুপুর থানায় নিয়মিত মাদক মামলা রুজু সহ আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
-খবর প্রতিদিন/ সি.ব