
বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুর উপজেলার ইদিলপুর আনারসচাষী বহুমুখী সমবায় সমিতি লিঃ এর ৪৫ তম বার্ষিক সাধারণ সভা ২০২২ ইং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় সমিতির হল রুমে সমিতির সভাপতির এ.কে ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই সমিতির মৃত সদস্য সদস্যাদের মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আউশনারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা। ১৯৭৭ সন থেকে ১২০ জন সদস্য নিয়ে সুনামের সহিত পরিচালিত হচ্ছে। এই সমিতির মাধ্যমে অত্র এলাকায় জনসার্থে একটি কমিউনিটি ক্লিনিক চালু করা হয়েছে এবং এছাড়াও একটি ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মানের পরিকল্পনাধীন রয়েছে।
সভায় আয় ব্যায়ের হিসাব পেশ করেন সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার ( সোহেল)
সভায় সমিতির সকল সদস্য /সদস্যাগন উপস্থিত ছিলেন।