Logo
আজঃ সোমবার ২৯ মে ২০২৩
শিরোনাম

মায়ের ইফতারি কিনতে গিয়ে বিস্ফোরণে প্রাণ গেল প্রবাসী সুমনের

প্রকাশিত:বুধবার ০৮ মার্চ ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ১৭৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিনিধি: সুরিটোলা মসজিদের পাশে বাসা সুমনের। কাতার থেকে এসেছেন কয়েকদিন হলো। শবে বরাত উপলক্ষে সুমনের মা রোজা রেখেছে। তাই ইফতারি কিনতে বের হন সুমন। ইফতার কেনার জন্য ফুটপাত দিয়ে হাঁটার সময় বিস্ফোরণে ছিটকে পড়েন সুমন। মাথায় রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

নিহত সুমনের বড় বোন সুমনা আক্তার বলেন, সুমন দশদিন আগে কাতার থেকে এসেছে। বিয়ের জন্য বউ দেখছি। ইফতারি আনার জন্য দোকানে গিয়ে ফুটপাতে দাঁড়িয়ে ছিল। এ সময় বিস্ফোরণে মাথার একটি অংশ উড়ে গর্ত তৈরি হয়। পরে মারা যায়।

উল্লেখ্য, রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারের নর্থ-সাউথ রোডের একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বহু মানুষ হতাহত হয়েছেন। সবশেষ পাওয়া খবর অনুযায়ী, এখন পর্যন্ত ১৮ জন মারা গেছেন। এছাড়া প্রায় শতাধিক মানুষ আহত হয়েছেন।

সরেজমিন দেখে গেছে, সাততলা যে ভবনে (ক্যাফে কুইন) বিস্ফোরণ ঘটেছে, তার পাশে ‘চায়না পয়েন্ট’ নামে আরেকটি পাঁচতলা ভবন রয়েছে। এ ভবনে ব্র্যাক ব্যাংকের শাখা রয়েছে। বিস্ফোরণে পাঁচতলা এ ভবনের সব ফ্লোরই ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গেছে ভবনের জানালার কাচ। বিস্ফোরণের ভয়াবহতা আঁচ করা যাচ্ছে আশপাশের বিভিন্ন স্থাপনা দেখেও। সব ভেঙেচুরে তছনছ হয়ে গেছে। রাস্তায় চলাচল করা কয়েকটি যাত্রাবাহী বাসও বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বাসের জানালার কাচ ভেঙে গেছে। আহত হয়েছেন বাসে বসে থাকা যাত্রীরাও।

এ ঘটনায় বিস্ফোরণের পর উদ্ধার কাজে অংশ নেয় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। মোট পাঁচটি অ্যাম্বুলেন্সে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।


আরও খবর



গাইবান্ধায় এস এস সি পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব অবহেলার কারণে কেন্দ্র সচিবকে অব্যাহতি দিয়েছে দিনাজপুর শিক্ষা বোর্ড

প্রকাশিত:বুধবার ০৩ মে ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৬ মে ২০২৩ | ৮৫জন দেখেছেন

Image
সিরাজুল ইসলাম রতন গাইবান্ধা সংবাদদাতা:-গাইবান্ধায় পলাশবাড়ী উপজেলার  বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল এন্ড কলেজ এস এস সি পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব অবহেলার কারণে কেন্দ্র সচিব অধ্যক্ষ এ কেএম আব্দুন নুরকে অব্যাহতি
দিয়েছে দিনাজপুর শিক্ষা বোর্ড।

০২ মে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ০৫.৫৫.৩২৬৭. ০০০.৩৭.০০৩.২২.৪৮৪,স্মারক পত্র মোতাবেক দিনাজপুর শিক্ষা বোর্ডের স্মারক নং মাউশিবোদি/পনি/এস এস সি পরী:২০২৩/৪৩০৫(১০) তাং ০২/০৫/২০২৩ মোতাবেক পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো: তোফাজ্জুর  রহমান স্বাক্ষরিত এক পত্রে 

দায়িত্ব অবহেলার কারণে কেন্দ্র সচিব অধ্যক্ষ একেএম আব্দুর নুর কে পরীক্ষা কেন্দ্র সচিবের  দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।তার স্থলে উক্ত কেন্দ্রের  সহকারী প্রধান শিক্ষক / সিনিয়র শিক্ষক অথবা উপজেলা প্রথম শ্রেনীর একজন কর্মকর্তাকে কেন্দ্র সচিবের দায়িত্ব প্রদান করার জন্য অনুরোধ করা হয়েছে। 

আরও খবর



নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বিএনপি: ওবায়দুল কাদের

প্রকাশিত:রবিবার ২৮ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ২৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোনো নিষেধাজ্ঞায় নির্বাচন বন্ধ হবে না। নিষেধাজ্ঞা নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই, বিদেশিরা আমাদের বন্ধু, প্রভু নয়। বিএনপি অসুস্থ রাজনীতি করে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে বিএনপির পরাজয় হবে।

আজ রোববার বিকেলে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথসভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দেশের সংবিধানে যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপার উল্লেখ নেই, তাই এ বিষয়ে কথা বললে বিএনপি ভিসানীতিতে আক্রান্ত হবে। এখন যারা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে বাধা হয়ে দাঁড়াবে তাদের ব্যাপারে আমেরিকার পদক্ষেপ কী হবে, সেটা দেখার বিষয়। আওয়ামী লীগ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায়, কিন্তু নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বিএনপি।

তিনি আরও বলেন, নোংরা ও নষ্ট রাজনীতি করে বিএনপি। এদের কাছে বঙ্গবন্ধুর বাংলাদেশ নিরাপদ নয়। তাই শপথ নিতে হবে জঙ্গিবাদ, সাম্প্রদায়িক সন্ত্রাসের পৃষ্ঠপোষক এই অপশক্তি বিএনপিকে প্রতিহত করতে হবে।


আরও খবর



রূপগঞ্জে গাউছিয়া ডুলুরদিয়া রাস্তার বেহাল দশা, জন দুর্ভোগ চরমে

প্রকাশিত:মঙ্গলবার ০২ মে 2০২3 | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৬৯জন দেখেছেন

Image

মোঃআবু কাওছার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

রূপগঞ্জ উপজেলা গোলাকান্দাইল ইউনিয়নের  গাউছিয়া মার্কেট থেকে ডুলুরদিয়া দুই কিলোঃ রাস্তাটি খানাখন্দে একেবারেই বেহাল দশা। যানবাহন ও পথচারীদের চলাচলে রাস্তাটি একেবারেই অযোগ্য হয়ে পড়ায় এলাকার জন দুর্ভোগ চরমে। 

গাউছিয়া মার্কেট থেকে কালি রফিকের বাড়ি পর্যন্ত রাস্তায় খানাখন্দভরা দুই কিলোমিটার রাস্তাটি দিয়ে প্রতিদিন কয়েক গ্রামের প্রায় দশ হাজার লোক চলাচল করে থাকে। রাস্তাটি পাকা করার জোর দাবী এলাকাবাসীর।


এলাকাবাসীর অভিযোগ রাতের অন্ধকারে রাস্তা কেটে অবৈধ গ্যাস সংযোগ দেয়ায় রাস্তায় খানাখন্দের সৃষ্টি হয়ে জন দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ একমাত্র খানাখন্দের কারণে এ রাস্তায় রিক্সা, অটো রিক্সা, সিএনজি নিয়ে চলাফেরা করা সম্ভব হচ্ছেনা।


এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মোফাজ্জল হোসেন খোকন বলেন, আমরা কয় বছর আগে রাস্তা পাকার কাজ করেছি। তবে এখানে অবৈধ গ্যাস সংযোগকারীরা রাতের অন্ধকারে রাস্তা কেটে গ্যাস সংযোগ নিয়েছে। যে কারণে রাস্তার এ অবস্থা হয়েছে৷ আমাদের এ রাস্তার কাজ অতি সত্ত্বরই ধরা হবে


কালি এলাকার রিক্সা চালক শফিক বলেন, দুই তিন বছর আগে রাস্তা পাকা করা হয়েছিল। ঐ সময় আমরা অনেক আরামে চলাচল করছি। আমাদের দাবী রাস্তা পাকা করার। আমরা মন্ত্রীর এলাকার লোক তার পরও এ রাস্তা খানাখন্দভরা এটা মানা যায় না। আমরা এই রাস্তা অতিসত্তর পাকা করার দাবী করছি। 


ডুলুরদিয়া এলাকার হাফিজ বলেন আমরা এ রাস্তা দিয়ে চলাচল করি। রিক্সায় বা অটোতে উঠলে খানাখন্দের ফলে ঝাঁকুনি খেয়ে শরীর ব্যাথা হয়ে যায়৷ এলাকার কোন অসুস্থ রোগী নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া যায় না।  হাইওয়ে সড়কে উঠতে হয় যেখানে রিক্সা বা থ্রী- হুইলার উঠা একেবারেই নিষেধ।  আমরা কোথায় যাব৷ আমরা এর সমাধান চাই।  

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



প্রকাশিত হলো পার্থ প্রতীম রয়ের নতুন গান শুধু তোমাকেই

প্রকাশিত:রবিবার ০৭ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৮ মে ২০২৩ | ১১৬জন দেখেছেন

Image

বিনোদন প্রতিবেদক : সি. এফ. জামানের পরিচালনায় রিয়াজুল রিজু / সি. এফ. জামানের পরিচালনায় পার্থ প্রতীম রয়ের নতুন গান / লেজার ভিশনের ব্যানারে পার্থ প্রতীম রয়ের নতুন মিউজিক ভিডিও, রবিবার (৭ই মে) বিকালে লেজার ভিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রতিশ্রুতিশীল শিল্পী পার্থ প্রতিম রয়ের কথা, সুর ও গায়কীতে 'শুধু তোমাকেই' শিরোনামের এই মিউজিক ভিডিওটি প্রকাশিত হয়েছে। এটি নির্মাণ করেছেন বাংলাদেশের কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক সি. বি. জামানের একমাত্র সন্তান সি. এফ. জামান।

এ বিষয়ে সি. এফ. জামানের সাথে কথা বলে জানা যায় শুরু থেকেই তিনি বাবার মতো পরিচালক হতে চেয়েছেন। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর ব্র্যান্ড মার্কেটার হিসেবে ক্যারিয়ার গড়লেও অডিও ভিজ্যুয়ালের প্রতি টান সব সময়ই ছিলো। সেই টান থেকেই ২০১৫ সালে উপমহাদেশের সর্ব কনিষ্ঠ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক রিয়াজুল রিজুর বাপজানের বায়স্কোপ এর ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে কাজ করেন তিনি। সে সময় থেকেই তিনি রিয়াজুল রিজু কে নিজের গুরু মানেন ও তার পরবর্তী সব কাজের সাথেই তিনি যুক্ত ছিলেন।

মিউজিক ভিডিও নির্মাণ প্রসংঙ্গে সি. এফ. জামান বলেন, 'পার্থ প্রতীম রয় আমার ছোট বেলার বন্ধু, পরিচালক হিসেবে বড় কোন কাজ হাতে নেওয়ার আগে তাই বন্ধুর গান নিয়েই একটি মিউজিক ভিডিও বানালাম নিজের সক্ষমতা প্রকাশ করতে। গুরু রিয়াজুল রিজুকে এই মিউজিক ভিডিওর মূল চরিত্রে নিয়েছি এক প্রকার ট্রিবিউট হিসেবে।'

সেইসাথে নিজের পরবর্তী কাজগুলোতেও নিজের গুরুকে কোন না কোনভাবে যুক্ত করার প্রত্যয় জানিয়েছেন রিয়াজুল রিজুর এই শিষ্য। এছাড়াও 'প্ল্যানার' নামের একটি সাইকোলজিক্যাল থ্রিলার চলচ্চিত্রে তিনি ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করছেন, একই পদে ইতিমধ্যেই কাজ করেছেন এনএসডিএ'র বিজ্ঞাপন ও ওয়াসার ওয়াটার এটিএম প্রজেক্টের বিজ্ঞাপনসহ আরো বেশ কিছু কর্পোরেট ডকুমেন্টারির। সামনে ঈদে একক পরিচালক হিসেবে বেশ কয়েকটি নাটক বানানোর পরিকল্পনাও আছে তার। ব্যাটে বলে মিললে সিনেমা বা ওয়েব সিরিজও শুরু করতে পারেন বলেও জানালেন তিনি।

তার পিতা সি বি জামান হার্ট অ্যাটাক করে বর্তমানে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে এই মিউজিক ভিডিওর প্রচারণায় তিনি সময় ব্যয় করতে পারছেন না। তার বিশ্বাস কনটেন্ট ভালো হলে নিজে থেকেই মানুষের মনে ধরবে আর খারাপ হলে তিনি পরবর্তী কাজগুলোতে নিজের ভুলগুলো শোধরাবার চেষ্টা করবেন। তিনি সবার কাছে নিজের বাবার সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন।

শুধু তোমাকেই মিউজিক ভিডিওর লিংক-
https://www.youtube.com/watch?v=z9_S0XA-ySk


আরও খবর



গাজীপুরে গণতন্ত্রের বিজয় হয়েছে: ওবায়দুর কাদের

প্রকাশিত:শুক্রবার ২৬ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ১১২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হলে দেশের মানুষ যতটা খুশি হতো, তার চেয়ে বেশি খুশি হয়েছে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়াতে।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকিদাতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এ সব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, গাজীপুরের নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে। দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। আওয়ামী লীগ জোর করে নিজেদের প্রার্থীকে জয়ী করতে যায়নি। নির্বাচন নিয়ে বিএনপির মিথ্যাচার প্রমাণিত হয়েছে। গাজীপুরের মতো আরও চার সিটিসহ আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

তিনি বলেন,  ‘শেখ হাসিনাকে হত্যার হুমকি কোনো এটা স্লিপ অব টাং নয়। শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে আওয়ামী লীগের  লক্ষ লক্ষ ভোট বেড়ে গেছে। আর বিএনপির ভোট কমতে কমতে তলানিতে গিয়ে ঠেকবে। শেখ হাসিনার উন্নয়ন, আর আমাদের ভালো আচরণ - এই দুই নিয়ে আমাদের আগামী নির্বাচন।

মার্কিন ভিসানীতি সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনে আমরা বাধা দেব কেন? আমাদের দেখা দরকার কারা নির্বাচনে বাধা দিচ্ছে। যারা নির্বাচন চায় না, তত্ত্বাবধায়ক চায় তারা নির্বাচনে বাধা দিচ্ছে। এদেশে আর তত্ত্বাবধায়ক সরকার আসবে না। কোনো বিদেশি বন্ধু একবারও তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কথা  বলেননি। যারা নির্বাচনে বাধা দেয় তাদের বিরুদ্ধে এ ভিসানীতি কার্যকর হয় কী না সেটা দেখার বিষয়।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি চেয়েছিল নিষেধাজ্ঞা, এসেছে ভিসাপলিসি। এ ভিসাপলিসি দেখে বিএনপির ঘুম হারাম। ফখরুলের মুখ শুকিয়ে গেছে।

দণ্ডিত তারেক রহমান প্রতিনিয়ত অনলাইনে বক্তব্য দিয়ে যাচ্ছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দণ্ডিত ব্যক্তি কি করে প্রতিদিন রাজনৈতিক বক্তব্য দিয়ে যাচ্ছে? আদালতের আদেশ কেন মানছে না তারেক? মনের মত না হলে তারা আদালত-আইন মানে না।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ূন কবিরসহ মহানগর আওয়ামী লীগের নেতারা।


আরও খবর