Logo
আজঃ সোমবার ০২ অক্টোবর 2০২3
শিরোনাম

মানহানি মামলায় জবাব দাখিলে সময় পেলেন শাকিব খান

প্রকাশিত:সোমবার ১৫ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ০২ অক্টোবর 2০২3 | ১৬১জন দেখেছেন

Image

আদালত প্রতিবেদক: ১০০ কোটি টাকার মানহানির মামলায় জবাব দাখিলের জন্য চিত্রনায়ক শাকিব খানকে সময় দিয়েছেন আদালত।

আজ সোমবার শাকিব খানের পক্ষে জবাব দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এদিন শাকিব খানের পক্ষে সময় আবেদন করা হয়।
ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হক সময় আবেদন মঞ্জুর করে জবাব দাখিলের জন্য ৫ জুলাই দিন ধার্য করেন।

এর আগে, গত ৩০ এপ্রিল আদালতে শাকিব খানের বিরুদ্ধে আইনজীবীর মাধ্যমে এ মামলা দায়ের করেন প্রযোজক রহমত উল্লাহ। এরপর গত ৮ মে শাকিব খানকে আদালত জবাব দাখিলের জন্য সমন জারি করেন। মামলায় মানহানির অভিযোগ এনে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন তিনি।

গত ১৩ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালতে রহমত উল্লাহ বাদী হয়ে শাকিব খানের বিরুদ্ধে মানহানি মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।

এর আগে গণমাধ্যমের কাছে রহমত উল্লাহকে বাটপার-প্রতারক ও আপত্তিকর মন্তব্য করায় শাকিব খানকে লিগ্যাল নোটিশ পাঠান রহমত উল্লাহর আইনজীবী।

গত ১৮ মার্চ রাতে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মানহানি মামলা করতে গুলশান থানায় যান শাকিব খান। তবে, সেখানে মামলা নেওয়া হয়নি। পরদিন ১৯ মার্চ সন্ধ্যায় রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ করেন শাকিব খান।

পরে চাঁদা দাবির অভিযোগ এনে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে গত ২৩ মার্চ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে মামলা করেন। বাদীর জবানবন্দি গ্রহণ করে ২৬ এপ্রিল আসামিকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন আদালত।

এরপর রহমত উল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকা ট্রাইব্যুনালে আরেকটি মামলা করেন শাকিব খান। আদালত পিবিআইকে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।


আরও খবর



চিলমারীতে দশ দিনের প্রশিক্ষণ ৫দিনে শেষ

প্রকাশিত:রবিবার ২৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ০২ অক্টোবর 2০২3 | ৬২জন দেখেছেন

Image

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে আইসিটি ইন এডুকেশন লিটারেসি,ট্রাবলস্যুটিং এন্ড মেইনটেন্যান্স বিষয়ক দশ দিনের শিক্ষক প্রশিক্ষণ ৫দিনে শেষ করার অভিযোগ উঠেছে। প্রশিক্ষণ কার্যক্রম ৫দিনে সমাপ্ত করা হলেও প্রশিক্ষনার্থীদের দশ দিনের হাজির নেয়া হয়েছে বলে জানা গেছে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকটের অজুহাত সংশ্লিষ্ট দপ্তরের। জানা গেছে,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরাধীন শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প(দ্বিতীয় পর্যায়) এর আওতায় সারাদেশের ৯হাজার ১টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। ল্যাব সমুহ সঠিকভাবে পরিচালনা,ব্যাবহার ও রক্ষাণাবেক্ষণের জন্য শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক গণকে আইসিটি ইন এডুকেশন লিটারেসি,ট্রাবলস্যুটিং এন্ড মেইনটেন্যান্স বিষয়ক দশ দিন ব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়। সে মোতাবেক তথ্য ও যোগাযেগ প্রযুক্তি অধিদপ্তরাধীন চিলমারী উপজেলা কার্যালয়ের উদ্যোগে চিলমারী মহিলা ডিগ্রী কলেজ শেখ রাসেল ডিজিটাল ল্যাবে দশ দিন ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয় গত মঙ্গলবার(১৯সেপ্টেম্বর) যা চলার কথা ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। প্রশিক্ষণে ৩টি কলেজ,১টি মাদ্রাসা ও ৫টি মাধ্যমিক বিদ্যালয় মিলে মোট ৯টি প্রতিষ্ঠানের ৩৬জন শিক্ষক অংশ গ্রহণ করেন। কিন্তু দশ দিনের প্রশিক্ষনের স্থলে ৫দিন প্রশিক্ষণ দিয়ে শনিবার প্রশিক্ষণ কার্যক্রম শেষ করা হয়। ৫দিনে প্রশিক্ষণ কার্যক্রম শেষ করা হলেও প্রশিক্ষণার্থীদের নিকট দশ দিনের হাজিরা নেয়া হয়েছে বলে প্রশিক্ষনার্থীরা জানায়। সরকারীভাবে গৃহিত প্রশিক্ষণ প্রকল্পের প্রশংসা করে প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকরা জানান,দশ দিন ব্যাপি প্রশিক্ষণ নিতে পারলে তারা আরও অনেক কিছু জানতে এবং শিখতে পারতেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর চিলমারীর সহকারী প্রোগ্রামার জুতির্ময় দেবনাথ জানান,প্রধান শিক্ষকরা শিক্ষক দিতে চাচ্ছেন না। এজন্য শিক্ষকদের বলে মধ্যাহ্ন ভোজের পরে সেসন চালিয়েছি।ডাবল শিফটে প্রশিক্ষণ দিয়ে দশ দিনের প্রশিক্ষণ ৫দিনে শেষ করেছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.তাহের আলী জানান,এটি আইসিটি বিভাগের প্রশিক্ষণ আমি কেউ না। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে আমি অতিথি হিসাবে গিয়েছিলাম মাত্র। উপজেলা নির্বাহী অফিসার মো.রাফিউল আলম জানান,প্রশিক্ষণ দশ দিন ব্যাপি চলার কথা। আজ সমাপ্ত করেছে বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে কথা বলে দেখতে হবে।


আরও খবর



ঢাকার সঙ্গে ট্রেন চলাচল শুরু

প্রকাশিত:রবিবার ০৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১২৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে গেছে ট্রেন। এর মাধ্যমে ঢাকার সঙ্গে দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ রোববার দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার।

তিনি জানান, দীর্ঘ বিলম্বের পর ট্রেন চলাচল শুরু হয়েছে। সকাল ৯টা ১০ মিনিটের রংপুর এক্সপ্রেস প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা বিলম্বের পর দুপুর ২টা ৩০ মিনিটে প্ল্যাটফর্ম ছেড়েছে।

এর আগে আজ সকাল ১০টায় চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় অবরোধ করেন বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা। তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত রেললাইন ছেড়ে যাবেন না বলেও হুঁশিয়ারি দেন। এতে ঢাকার সঙ্গে দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে দুপুরে তাদের লাঠিপেটা ও ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে পুলিশ।



আরও খবর



মাগুরায় নতুন সিভিল সার্জনের যোগদান

প্রকাশিত:বুধবার ১৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ১১০জন দেখেছেন

Image
স্টাফ রিপোর্টার মাগুরা থেকে:মাগুরার নবাগত সিভিল সার্জন হিসেবে যোগদান করলেন  ডাঃ মোঃ শামীম কবীর। এর আগে তানি ঝিনাইদহ জেলায় আই এস টির সহকারি পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। বুধবার সন্ধ্যায় তাকে কে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানালেন মাগুরায় জেলায় কর্মরত বেসরকারি সার্জনরা।মাগুরা সিভিল সার্জন এর কার্যালয়ে ডাক্তার মোঃ আব্দুল মান্নান,ডাক্তার অমরেন্দ্রনাথ দেউড়ি ,ডাক্তার মোহাম্মদ মাসুদুল হক ,ডাক্তার দিলারা আকবর লাবনী ও ডাক্তার পাভেল উপস্থিত হয়ে মাগুরার সিভিল সার্জন মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এ সময় মাগুরার চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়। সাবেক সিভিল সার্জন ডাঃ শহীদুল্লাহ দেওয়ানের বিরুদ্ধে নানান অভিযোগ থাকায় তাকে মাগুরা থেকে পাবনায় বদলী হয়। তার স্থলে ডাঃ শামীম কবীর মাগুরায় যোগদান করলেন।

আরও খবর



হলুদ সাংবাদিকতা প্রতিরোধে মালিক পক্ষের ভূমিকা অপরিহার্য: কুষ্টিয়ায় প্রেস কাউন্সিল চেয়ারম্যান

প্রকাশিত:মঙ্গলবার ১২ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১৪৪জন দেখেছেন

Image
কুষ্টিয়া জেলা প্রতিনিধি:কুষ্টিয়ার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত 'গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা' শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা ১২ই সেপ্টেম্বর ২০২৩ইং মঙ্গলবার সকাল ১০ঃ৩০ মিনিটে কুষ্টিয়া সার্কিট হাউসে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিচারপতি মো.নিজামুল হক নাসিম। মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল কুমার কর্মকার। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র তথ্য অফিসার মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত পুলিশ সুপার আবু রাসেল। জেলায় কর্মরত সাংবাদিকরা হলুদ সাংবাদিকতা রোধে বিভিন্ন প্রস্তাবনাসহ বক্তব্য রাখেন।

আরও খবর



ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি "শামীম হকের"গণসংযোগ

প্রকাশিত:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ১১৩জন দেখেছেন

Image
টিটুল মোল্লা,, ফরিদপুর:মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গত ১৪ বছরের উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরে আজ বুধবার সন্ধ্যায় গণসংযোগ করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।এ সময় তিনি ফরিদপুর শহরের নিউমার্কেট, ময়রা পট্রি,চকবাজার এবং তৎ সংলগ্ন এলাকায় বিভিন্ন শ্রেনী পেশার  মানুষের সাথে মত বিনিময়সহ গণসংযোগ করেন।এ সময় ফরিদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার, উপপ্রচার সম্পাদক আলী আজগর মানিক, , ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম জনি সহ  ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় নেতৃবৃন্দ আওয়ামী লীগ সরকারের ১৪ বছরের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে। সর্বস্তরের জনগণের কাছে নৌকা মার্কার ভোট প্রত্যাশা করেন।

আরও খবর