Logo
আজঃ বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

মান্দায় পানির অভাবে জমিতেই নষ্ট হচ্ছে পাট

প্রকাশিত:বৃহস্পতিবার ০৩ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৯১জন দেখেছেন

Image

এম এম হারুন আল রশীদ হীরা, নওগাঁ প্রতিনিধি :নওগাঁর মান্দায় সনাতন পদ্ধতি ব্যবহার করে পাট পচানো ও আঁশ ছড়ানোর কাজ করছেন কৃষকেরা। কিন্তু চলতি মওসুমে বৃষ্টিপাত কম হওয়ায় পর্যাপ্ত পানি নেই ডোবা, নালা ও খাল-বিলে। তাই পানির অভাবে সময়মত পাট কাটতে না পারায় চরম বেকাদায় পড়েছেন তাঁরা।

কৃষি সংশ্লিষ্টরা বলছেন, কম বৃষ্টিপ্রবণ এলাকায় পাট পচাতে কৃষকের জন্য আধুনিক প্রযুক্তি হচ্ছে রিবন রেটিং পদ্ধতি। বাড়ির উঠানে কিংবা পাটখেতের এক কোণে চৌবাচ্চা খনন করতে হবে। গর্তে পলেথিন বিছিয়ে দিতে হবে যাতে পানি জমা থাকে। এরপর কাঁচা পাট থেকে ছড়ানো আঁশ বা-িল বা মোড়া বেঁধে ওই চৌবাচ্চায় ডুবিয়ে দিতে হবে।

চৌবাচ্চার পানিতে সামান্য ইউরিয়া সার ছিটিয়ে দিলে পচনক্রিয়া খুব দ্রত হবে। ডুবানো পাটের আঁশ যাতে শুকিয়ে না যায় সেজন্য খড় কিংবা কচুরিপানা দিয়ে ঢেকে দেওয়া প্রয়োজন। এ পদ্ধতিতে এক সপ্তাহের মধ্যেই পাট ধুয়ে শুকানো সম্ভব। কিন্তু প্রচার-প্রচারণার অভাব ও সচেতনতা সৃষ্টি না হওয়ায় রিবন রেটিং পদ্ধতি নিয়ে আগ্রহ তৈরি হয়নি কৃষকের মাঝে।

তবে কৃষকেরা বলছেন, এ পদ্ধতি সম্পর্কে তাঁদের কোনো ধারণাই নেই। অল্প জায়গা ও পানি ব্যবহার করে পাট পচানো যায় এটি ভাবতেই তাদের অবাক লাগছে। কৃষি বিভাগ থেকেও তেমন প্রচার-প্রচারণা করা হয়নি।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মওসুমে উপজেলায় ১ হাজার ৩২০ হেক্টর জমিতে বিভিন্নজাতের পাটের আবাদ হয়েছে। গতবছর ১ হাজার ৭৫০ হেক্টর জমিতে সোনালী আঁশ পাটের আবাদ করেছিলেন কৃষকেরা। কিন্তু পানির সংকটে পরিপক্ক পাট কেটে জাগ দেওয়ার সমস্যায় এবছর ৪৩০ হেক্টর জমিতে পাটের আবাদ কম হয়েছে।   

বর্দ্দপুর গ্রামের কৃষক মজিবর রহমান  বলেন, পাট কেটে ওইসব জমিতে আমন ধানের আবাদ করেন তাঁরা। সঠিক সময়ে পরিপক্ক পাট কাটতে না পারলে এর গুনগতমান নষ্ট হবে। একই সঙ্গে দেরিতে রোপণ করতে হবে আমন ধানের চারা। এতে আমনের উৎপাদন ব্যাহত হবে।

উপজেলার প্রসাদপুর গ্রামের কৃষক আয়েজ উদ্দিন ফকির বলেন, ‘ নব্বই দশকের শুরুতে গ্রামের নুরুল ইসলাম প্রামানিকের উদ্যোগে ও কৃষি অফিসের সাহায্যে প্রথম এলাকায় রিবন রেটিং পদ্ধতির সাহায্য একটি পাটের আঁশ ছড়ানোর ব্যবস্থা নেওয়া হয়েছিল। এ পদ্ধতির সাহায্যে কীভাবে পাটের আঁশ ছাড়াতে হয় তাও তখন দেখেছিলাম। এটি চালু হলে কৃষকের খরচও কমতে পারে।’ কিন্তু নানা ঝামেলার কারণে তিনি গতানুগতিক পদ্ধতিতে পাটের জাগ দিয়ে পাটের আঁশ ছাড়ানোর কাজ করেন। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, কাঁচা পাট কেটে দু’তিন দিন জমিতে ফেলে রেখে পাতা ঝরিয়ে নিয়ে রিবন রেটিং পদ্ধতিতে আঁশ ছড়াতে হবে। এ পদ্ধতিতে পাট পচালে আঁশের মান ও রঙ ভালো হবে। বাজারে আশানুরূপ দামও মিলবে। এ পদ্ধতিতে ছড়ানো পাটকাঠি দিয়ে জ¦ালানির পাশাপাশি ঘরের বেড়া তৈরির কাজ করা যাবে। বর্তমানে এসব পাটকাঠি থেকে ফটোস্ট্যাস্ট মেশিন ও কম্পিউটার প্রিন্টারের কালি তৈরি হচ্ছে।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর উপপরিচালক আবুল কালাম আজাদ বলেন, রিবন রেটিং পদ্ধতিতে পাটের আঁশ ছড়ানোর কাজে অভ্যস্ত নন কৃষকেরা।প্রচলিত পদ্ধতি ব্যবহার করেই এ কাজটি করেন তাঁরা। তাই রিবন রেটিং পদ্ধতি জনপ্রিয়তা লাভ করেনি।



আরও খবর

সৈয়দপুরে আগাম শীতকালীন সবজি চাষের ধুম

শুক্রবার ১৫ সেপ্টেম্বর ২০২৩




সারাদেশের ডাব ব্যবসায়ীদের লাগবে ট্রেড লাইসেন্স-টিআইএন

প্রকাশিত:সোমবার ২৮ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৩৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:এবার ডাব ব্যবসায়ীদের লাগবে ট্রেড লাইসেন্স ও টিআইএন। বাজারে চলবে তদারকি। দেখা হবে তাদের ট্রেড লাইসেন্স ও টিআইএন আছে কি না।

ডাবের দাম বাড়ার প্রকৃত কারণ যাচাই ও বাজার তদারকি করতে মঙ্গলবার (২৯ আগস্ট) থেকে মাঠে নামার ঘোষণা দিয়েছে ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তর।

সোমবার (২৮ আগস্ট) জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আয়োজিত সভায় ডাব ব্যবসায়ী ও ভোক্তা অধিকারের কর্মকর্তাদের বৈঠকে এ ঘোষণা দেওয়া হয়।

ডাবের পাইকারি ব্যবসায়ীরা দাবি করেন, ডেঙ্গু রোগের প্রাদুর্ভাবের কারণে ডাবের চাহিদা আগের চেয়ে অনেক বেশি। যোগান কম থাকায় দামও বেড়েছে।

খুচরা ব্যবসায়ীরা বলেন, আমরা সাইজ ভেদে আড়ৎ থেকে ডাব কিনে থাকি। ভালো মানের ডাবগুলো গত দুই মাস আগে কিনেছি প্রতিটি ৮০ টাকা দরে। বর্তমানে সেগুলো কিনতে হচ্ছে ১২০ টাকা থেকে ১৪০ টাকায়। এগুলোতে আমাদের সব খরচ রেখে বিক্রি করি ১৫০ থেকে ১৮০ টাকা। এতে আমাদের প্রতি ডাবে সর্বোচ্চ ১০-১৫ টাকা লাভ হয়।

ডাবের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে পাইকার ও খুচরা ব্যবসায়ীরা একে অপরকে দুষলেও এর প্রকৃত কারণ ও প্রতিকার খুঁজতে তাদের সঙ্গে বৈঠক করেছে ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তর।

আড়ৎদার ও খুচরা ডাব ব্যবসায়ীদের ব্যাখ্যায় নাখোশ ভোক্তা অধিদপ্তর। সে কারণে ডাবের দাম বাড়ার প্রকৃত কারণ যাচাই ও বাজার তদারকি করতে মঙ্গলবার থেকে মাঠে নামার ঘোষণা দিয়েছে সংস্থাটি।

ডাবের দাম বাড়ার সপক্ষে যুক্তি দিয়ে আড়ৎদাররা জানান, সারাদেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকায় প্রতিদিন প্রায় আড়াই লাখ পিস ডাব আসে। কেনা মূল্য ও পরিবহন খরচসহ ডাব আড়ৎদারের ঘরে পৌঁছাতে প্রতি পিসে অন্তত ৮০-৮৫ টাকা খরচ হয়। তারা খরচ ও লাভ রেখে সাইজ ভেদে পিস ১২০-১৪০ টাকায় বিক্রি করেন। আর খুচরা ব্যবসায়ীরা বিক্রি করেন প্রতি পিস ১৫০-১৮০ টাকা পর্যন্ত।

সভায় উপস্থিত কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভুঁইয়া বলেন, বাংলাদেশের বাজারে ৮০ শতাংশ ব্যবসায়ী অসৎ। এটা কিভাবে হতে পারে? আপনাদের লজ্জাও নাই। আপনারা দেশের বারোটা বাজাচ্ছেন, ভোক্তাদের বারোটা বাজাচ্ছেন। আপনার এটা করবেন না প্লিজ।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ব্যবসা করলে অবশ্যই লাভ করবেন। তবে একটা উপলক্ষ সামনে এনে দাম বাড়িয়ে দেবেন-সেটা হতে পারে না। ৩০০-৩৫০ টাকা দিয়ে বাংলাদেশে মানুষ দুটি ডাব কিনতে হবে, আমরা কি সেই পর্যায়ে পৌঁছে গেছি?

তিনি বলেন, আগামীকাল থেকে ডাবের দাম বৃদ্ধির বিরুদ্ধে তদারকি করা হবে। আমি আমার কর্মকর্তাদের নির্দেশ দিয়ে দেব, তারা সারাদেশের বাজারে গিয়ে দেখবে, আপনাদের ট্রেড লাইসেন্স আছে কি না, টিআইএন আছে কি না? আপনারা ভ্যাট-ট্যাক্স ঠিকঠাক দিচ্ছেন কি না।


আরও খবর

৬ ট্রেন চলবে পদ্মা সেতু দিয়ে শুরুতেই

বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩

৩ দিনের ছুটিতে দেশ

বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩




সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ৫১তম মৃত্যুবার্ষিকী শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা

প্রকাশিত:বুধবার ০৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৭২জন দেখেছেন

Image

মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্ নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া  প্রতিনিধি:কিংবদন্তিতুল্য বিশ্ব বিখ‍্যাত সঙ্গীত জগতের সাধক শিল্পী সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ ' র ৫১ তম মৃত্যুবার্ষিকী  উপলক্ষে  বুধবার  দুপুরে নবীনগর উপজেলার শিবপুর সুর সম্রাট আলাউদ্দিন ডিগ্রী কলেজে অডিটোরিয়ামে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়েছে  ।অনুষ্ঠানের পূর্বে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর মুরোলে গভীর শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন প্রধান অতিরিক্ত ও বিশেষ অতিথি বৃন্দু সহ অএ এলাকার মান্যগণ্য ব্যাক্তি বর্গ।

এসময় অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি মো. আরিফুল ইসলাম ভূঁইয়া টিপুর সভাপতিত্বে ও অত্র কলেজের বাংলা বিভাগের অধ্যাক্ষ মো. মোহসীন সরকার, অর্থনীতি বিভাগের প্রভাষক মো. গোলাম কিবরিয়া'র যৌথ সঞ্চালণায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. আর মজিব, ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক অলিউর রহমান ভূঁইয়া,যুগ্ন আহবায়ক ডা: আবু জাফর জামাল, সুর সম্রাট আলাউদ্দিন খাঁ স্মৃতি সংসদ এর সভাপতি রানা শামীম রতন।

অত্র কলেজের বিদ্যুৎশাহী সদস্য মো. সোহরাওয়ার্দ্দিন চৌধুরী,অভিভাবক সদস্য আশরাফ হোসেন আকছির, অভিভাবক সদস্য মোখলেছুর রহমান,মো. মাঈন উদ্দিন, হিতৈষী সদস্য মো. আনোয়ার হোসেন,লাউরফতেহপুর ব্যারিস্টার জাকির আহমেদ কলেজের অধ্যাক্ষ ইকবাল হোসেন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ সিরাজুল ইসলাম, সহকারী অধ্যাক্ষ আব্দুর রহিম সাগর,মো. দেলোয়ার হোসেন প্রমুখ।অনুষ্ঠানে আলোচনা সভা শেষে সুর সম্রাট আলাউদ্দিন খাঁ'র রুহের মাগফেরাত কামনা বিশেষ দোয়া মুনাজাত করা হয়।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



ঘোড়াঘাটে র‌্যাবের অভিযানে ইয়াবা সহ যুবক গ্রেপ্তার

প্রকাশিত:রবিবার ২৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ৬১জন দেখেছেন

Image

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের ঘোড়াঘাটে মাদক বিক্রির সময় এক যুবককে আটক করেছে র‌্যাব-১৩। তার কাছে থেকে জব্দ করা হয়েছে ৫৪৫ পিস ইয়াবা। যার স্থানীয় বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা। গত শুক্রবার বিকেলে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের হরিপাড়া বাজার এলাকা থেকে ওই যুবককে আটক করে দিনাজপুর ক্যাম্পের সদস্যরা। এ ঘটনায় শুক্রবার রাতে দিনাজপুর র‌্যাব ক্যাম্পের উপ সহকারী পরিচালক জহুরুল ইসলাম বাদী হয়ে ঘোড়াঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করে আসামীকে থানায় হস্তান্তর করেছেন। গ্রেপ্তার ওই যুবক হলেন সজিব হাসান (২৩)। সে পাশ্ববর্তী হাকিমপুর উপজেলার রিকাবী-চকচকা গ্রামের সহিজার রহমানের ছেলে। র‌্যাব জানায়, শুক্রবার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ভাদুরিয়া বাজারে তাদের একটি দল টহল ডিউটি করছিল। এ সময় তারা জানতে পারেন ঘোড়াঘাট উপজেলার হরিপাড়া বাজারে মাদক সহ মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে। র‌্যাব সদস্যরা সেখানে উপস্থিত হয়ে সন্দেহভাজন যুবককে আটক করে। ওই যুবকের পকেট থেকে তিনটি পৃথক এয়ার টাইট পলি প্যাকে ৫৪৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে বাহিনীর সদস্যরা।ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ‘গত শুক্রবার রাতে জব্দকৃত ইয়াবা সহ আসামীকে র‌্যাব থানায় হস্তান্তর করেছে। তারা বাদী হয়ে একটি মামলা করেছে। শনিবার সকালে আসামীকে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে।


আরও খবর



প্রচন্ড ভ্যাপসা গরমের পর রহমতের বৃষ্টিতেই জনমনে স্বস্তি

প্রকাশিত:মঙ্গলবার ১২ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১০৫জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর প্রতিনিধি:রাজশাহীর তানোরে গত রবিবার ও সোমবার দিনভর খরতাপ ও প্রচন্ড ভ্যাপসা গরমের পর শুরু হয়েছে রহমতের বৃষ্টি। সোমবার রাত প্রায় ৮ টা ৫৫ মিনিট থেকে শুরু হয় ভারি বর্ষন। অবশ্য বৃষ্টির আগে কয়েক মিনিট সামান্য পরিমানে ঝড় হয়। তবে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া  যায় নি। রহমতের বৃষ্টিতেই জনমনে ও আমন চাষীরা স্বস্তির নি:শ্বাস ফেলেছেন।জানা গেছে, গত সপ্তাহের মঙ্গলবারে গভীর রাতে প্রচন্ড ঝড় ও বৃষ্টি হয়। ঝড়ে রাস্তার গাছ উপড়ে পড়ে সেই সাথে  বিদ্যুতের পোল পর্যন্ত ভেঙ্গে পড়ে। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার এবং শনিবারের দিনে রাতে হালকা মাঝারি বৃষ্টি হয়। কিন্তু গত রবিবার দিনে মাঝারি তাপদহ প্রবাহিত হয়। সেই সাথে ছিল রোদের প্রচন্ড তাপ, ছিল প্রচন্ড ভ্যাপসা গরম। শরীর থেকে ঘামও বের হয়ে জামা কাপড় ভিজে যায়। সোমবারেও দিনভর মাঝারি তাপদহের সাথে প্রচন্ড খরতাপের কারনে নাজেহাল হয়ে পড়ে জনসাধারণ।  পিচঢালা রাস্তায় দুপুর ১২ টা থেকে বিকেল তিন টা পর্যন্ত তেমন ভাবে যান বহন দেখা যায়নি । কারন খরতাপের কারনে পিচঢালা রাস্তায় টিকতে পারেন নি ভ্যান ও অটো চালকরা।চার্জার ভ্যান চালক, ওহাব,তৈয়ব, মশিউর ও জাইদুরসহ অনেকে জানান, গত রবিবার ও সোমবারে প্রচুর গরম ছিল। দূরবর্তী ভাড়া মারা যায়নি। দুপুর ১২ টার আগেই বাধ্য হয়ে বাড়িতে চলে আসতে হয়েছে। কারন রাস্তায় থাকায় যাচ্ছিল না।শরীর থেকে প্রচুর পরিমানে পানি বের হচ্ছিল। কিন্তু সোমবার রাতে ২০-২৫ মিনিটের বৃষ্টিতেই গরম ও তাপমাত্রা কমে গেছে। বৃষ্টির আগ পর্যন্ত ভ্যাপসা গরম ছিল।

আমন চাষী সারোয়ার, আইয়ুব, আব্দুর রব, মফিজসহ অনেকে জানান, রবিবার ও সোমবারের তাপমাত্রা ও প্রচন্ড রোদের কারনে জমি জমি শুকিয়ে গিয়েছিল। কিন্তু সোমবার রাত প্রায় ৯ টার কয়েক মিনিট আগে থেকে ৯ টা ২৫ মিনিট পর্যন্ত একটানা ভারি বৃষ্টি হয়। যা আমন চাষীদের জন্য মহান আল্লাহ তায়ালার বিশাল রহমত। তিনি রহমতের বৃষ্টি দিয়ে তার জমিনে আমন চাষীদের মনে তৃপ্তি এনে দিয়েছেন। বিশেষ করে একটু উঁচু জমিতে একদিন বৃষ্টি না হলে পানি থাকেনা। আগামী মঙ্গলবার কিংবা বুধবার পর্যন্ত বৃষ্টি না হলে সেচ ছাড়া উপায় ছিল না। কারন রোপনের পর তেমন ভাবে বৃষ্টির পানি না পাওয়ার কারনে আগাছা প্রচুর। এক বিঘা জমিতে আগাছা পরিস্কার করতে ৪-৫ হাজার করে টাকা লাগছে। অবশ্য সোমবার রাত প্রায় ৮ থেকে ৯ টা ২৫ মিনিট পর্যন্ত  বৃষ্টি হয়। তারপর থেকে ভ্যাপসা গরম শুরু হয়। কিন্তু মঙ্গলবার দুপুর ২ টার পর থেকে উপজেলা জুড়ে বৃষ্টি হয়েছে। তানোর পৌর সদরে বৃষ্টি থামছে তো কামারগাঁতে হচ্ছে, কামারগাঁতে থামছে তো পাচন্দরে হচ্ছে। এভাবে থেমে থেমে চারদিকেই বৃষ্টি হচ্ছে। মেঘলা আকাশ, তাপমাত্রা একেবারেই কমে  ২০/২১ ডিগ্রি তে নেমেছে। চারদিকেই শীতল আবহাওয়া।স্বর্ন পদক প্রাপ্ত  আদর্শ কৃষক নুর মোহাম্মাদ বলেন, রোপা আমন বৃষ্টি নির্ভর চাষাবাদ। বৃষ্টি দুএকদিন বা অতিরিক্ত  তাপমাত্রা হলেই কৃষকরা হতাশ হয়ে পড়েন। গত সোমবার রাতে ও মঙ্গলবার বিকেলের বৃষ্টি রোপা আমন ধানের বিশাল রহমত। এবার রোগবালা এখন পর্যন্ত তেমন ভাবে নেই, তবে প্রচুর আগাছা। এটা পরিস্কার করতেই হিমশিম ও অতিরিক্ত খরচ গুনতে হয়েছে চাষীদের।

উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ বলেন, উপজেলায় রোপা আমন চাষ হয়েছে ২১ হাজার ৪২০ হেক্টর জমিতে। এখন পর্যন্ত রোগ বালার কোন খবর নেই। বিএসরা প্রতিটি সময় মাঠে থেকে খোঁজ খবর নিচ্ছেন। ধান গাছের চেহারা ভালোই আছে। আসা করছি প্রাকৃতিক দূর্যোগ না হলে ফলন ভালো হবে বলে মনে করেন এই কর্মকর্তা। 

আরও খবর



ভিসানীতির কারণে ইমেজ সংকটে পড়বে না পুলিশ: আইজিপি

প্রকাশিত:সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ৭৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:ভিসানীতির কারণে পুলিশ ইমেজ সংকট পড়বে না বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেন, জাতীয় নির্বাচনের সময় আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারব। এ ভিসানীতি আমাদের কোনো প্রভাব ফেলবে না।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে আয়োজিত ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টারে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা হবে কি-না এমন প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, অস্ত্র উদ্ধারের অভিযান যথাসময়ে করা হবে। কৌশলগত কারণে এটি আমি বলতে চাচ্ছি না।

নির্বাচন সামনে এগিয়ে আসছে। শীর্ষ সন্ত্রাসীদের সংঘাতের জায়গা বাড়ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, এমন প্রশ্নের জবাবে আইজিপি মামুন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। যেকোনো ঘটনা যখনই সংঘটিত হয় তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা নিচ্ছি। আগেও নেওয়া হয়েছে এখনও হচ্ছে। সন্ত্রাসী যে-ই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরেক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, নির্বাচন আসছে, নির্বাচন আয়োজনের দায়িত্ব নির্বাচন কমিশন করে থাকে। নির্বাচনের সময় নির্বাচন কমিশন যে দায়িত্ব আমাদের দেবে সেই দায়িত্ব পুলিশ যথাযথভাবে পালন করবে।


আরও খবর

৬ ট্রেন চলবে পদ্মা সেতু দিয়ে শুরুতেই

বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩

৩ দিনের ছুটিতে দেশ

বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩