Logo
আজঃ মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

মাগুরায় অস্ত্রসহ আনসার ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

প্রকাশিত:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ | ১২২জন দেখেছেন

Image
স্টাফ রিপোর্টার মাগুরা থেকে:মাগুরা জেলা আনসার ও ভিডিপি বিভাগের  জেলাভিত্তিক অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ৩য় ধাপ(পুরুষ)-২০২৩ এর সমাপনী অনুষ্ঠান শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়। মাগুরা  আনসার ও ভিডিপি কার্যালয় মিলনায়তনে  অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনসার ও ভিডিপির জেলা কমান্ডেন্ট চন্দন দেবনাথ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।

জেলা কমান্ডেন্ট জানান, ২১ দিনব্যাপী  এ প্রশিক্ষণে ৭০ জন আনসার সদস্যকে অস্ত্রসহ প্রশিক্ষণ দেয়া হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকান্ডে আনসার সদস্যদের সক্রিয় ভূমিকা কর্মকান্ড বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে যাচ্ছে। তিনি বলেন,, আগামী অক্টোবর ও নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য দুটি বড় ধর্মীয় অনুষ্ঠানেও তাদের সক্রিয় অবস্থায় তিনি আশা করেন। জেলা প্রশাসক আনসার ও ভিডিপি সদস্যদের বিভিন্ন কৃতিত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করে অতীতের মতো ভবিষ্যতেও আনসার সদস্যরা পেশাদারিত্বের সাথে তাদের কার্যক্রম অব্যাহত রাখবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে আনসার ও ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও খবর



রূপগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৮২জন দেখেছেন

Image

মোঃআবু কাওছার মিঠু রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)সংবাদদাতা:- রূপগঞ্জ উপজেলার কল্পনা -ঊষা স্মৃতি বৃত্তি পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল ২৮ নভেম্বর মঙ্গলবার মাহমুদাবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভীন।সভায় বক্তব্য রাখেন কল্পনা -ঊষা স্মৃতি সংস্থার কর্মকর্তা শ্রাবণী দে, শিক্ষক রোমানা আক্তার, নুরুন্নাহার আক্তার, লিপি আক্তার, শামসুন্নাহার আক্তার।


নিগার সুলতানা, আশীকা পারভিন, মোঃ আল আমিন মিয়া, মোহাম্মদ আরিফ হোসেন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী প্রথম শ্রেণির সাকিন, দ্বিতীয় শ্রেণির খন্দকার শোয়াইব, তৃতীয় শেণির আশেকী আফসারী ইরানী, চতুর্থ শ্রেণির ফাতেমা ইসলাম, পঞ্চম শ্রেণির সারা হাসনাত ও মাসফিনা জান্নাত মাইমা প্রমুখ।পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সনদপত্র, সম্মাননাপদক, গাছের চারা, মুক্তিযুদ্ধের গল্পের বই ও কলম বিতরণ করা হয়। 

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



সিইসির সঙ্গে এসবি প্রধান মনিরুলের বৈঠক

প্রকাশিত:রবিবার ০৩ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ৬২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান মনিরুল ইসলাম বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে  ।

শনিবার (২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম ও অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ ‍উপস্থিত ছিলেন। তবে কি বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে তা জানা যায়নি।

এর আগে, গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে কমিশনের সঙ্গে বৈঠক করেন আইজিপি, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব এবং বিকেলে বৈঠক করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।

সেদিন ডিবি প্রধান হারুন অর রশীদকেও ইসিতে দেখা যায়। এরপর সারা দেশে ওসি ও ইউএনওদের বদলির বিষয়ে নির্দেশনা দিয়ে চিঠি জারি করে ইসি।

ইসি সূত্র জানায়, দেশের তিনজন জেলা প্রশাসককে বদলির সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তবে কোন কোন জেলা প্রশাসককে বদলি করা হচ্ছে সেই বিষয়ে কিছু জানা যায়নি।

এর আগে, গত ৭ নভেম্বর সিইসি সাথে পৃথক পৃথকভাবে বৈঠক করেন দেশের তিন গোয়েন্দা সংস্থার প্রধান।

তারা হলেন-প্রতিরক্ষা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল টিএম জোবায়ের এবং এসবি প্রধান মনিরুল ইসলাম।

ওই বৈঠকে সিইসি ছাড়া অন্য কেউই উপস্থিত ছিলেন না। তিন গোয়েন্দা সংস্থার প্রধান পৃথকভাবে তিন ঘণ্টা বৈঠক করেন।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩




পাঁচন্দর ও কলমা ইউপিতে এমপির মতবিনিময় সভা

প্রকাশিত:শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ১১২জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর থেকে:রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ও  ইউনিয়ন (ইউপির)  বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণের সাথে মতবিনিময় সভা করেছেন এমপি ফারুক চৌধুরী। বৃহস্পতিবার সকালের দিকে পাঁচন্দর ইউনিয়ন পরিষদের আয়োজনে কৃঞ্চপুর স্কুল মাঠে চেয়ারম্যান আব্দুল মতিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি ফারুক চৌধুরী। ইউপির উত্তর শাখার সাধারন সম্পাদক একরামুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ"লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন, উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা আ"লীগ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মহিলা লীগ সভাপতি সোনিয়া সরদার, ভাইস চেয়ারম্যান কৃষক লীগ সম্পাদক আবু বাক্কার সিদ্দিক, পাঁচন্দর ইউপির উত্তর শাখার সভাপতি হাজী ইসরাইল হোসেন, চান্দুড়িয়া ইউপি চেয়ারম্যান ইউপি সভাপতি মজিবর রহমান, তানোর পৌর সম্পাদক আবুল বাসার সুজন, মুন্ডুমালা পৌর সম্পাদক কাউন্সিলর মোহাম্মাদ হোসেন মুন্টু, তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু, ইউপি সভাপতি মেম্বার আবুল হাসান, মুন্ডুমালা পৌর যুবলীগ সভাপতি আবু রায়হান তপন, সম্পাদক কাউন্সিলর বোরহান উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শামসুল ইসলাম, সম্পাদক রামিল হাসান সুইট, ইউপি উত্তর শাখার  যুবলীগ সভাপতি কামরুল, সম্পাদক দুলাল, দক্ষিণের সভাপতি জিয়া, ইউপি সেচ্ছাসেবক লীগের সভাপতি রাব্বি আল আমিন প্রমুখ। এসময় ইউপির নয় ওয়ার্ডের দলীয় নেতাকর্মী ছাড়া বিভিন্ন পেশার কয়েক হাজার জনসাধারণ উপস্থিত ছিলেন। 

এদিকে বিকেলের দিকে কলমা ইউনিয়ন পরিষদের আয়োজনে ও পরিষদ চেয়ারম্যান খাদেমুন নবী বাবু চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি। ইউপির পূর্ব শাখার সম্পাদক প্রধান শিক্ষক আনোয়ার হোসেন ও পশ্চিমের সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় অতিথি হিসেবে ছিলেন পূর্বের সভাপতি আব্দুর রহিম, পশ্চিমের সভাপতি প্রধান শিক্ষক মুনসুর রহমান, ইউপি সেচ্ছাসেবক লীগের সভাপতি তানভীর রেজা প্রমুখ। এসময় ইউপির বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার জনসাধারণ উপস্থিত ছিলেন।

আরও খবর



রফতানি বন্ধ করে দেওয়ায় লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে পেঁয়াজের

প্রকাশিত:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৩৪জন দেখেছেন

Image

মাসুদুল হক রুবেল হিলি প্রতিনিধি:ভারতে পেয়াঁজের দাম বেড়ে ওঠায় হটকারি সীদ্ধান্তে বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছে ভারত। আগামী ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষনা করেছে সেদেশের সরকার। ভারতের বৈদেশীক বানিজ্য শাখার ডাইরেক্টর জেনারেল স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তবে আগের এলসি করা পেঁয়াজ ইতি মধ্যে আমদানি শুরু হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে। এদিকে এক লাফে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৯০ টাকা।

এদিকে পেঁয়াজ আমদানি বন্ধের ঘোষনায় হিলি স্থলবন্দরের আমদানি কারকদের গুদামে পেঁয়াজের মজুত নেই। পাইকারি বাজারে পেঁয়াজ শুন্য হয়ে গেছে। তবে খুচরা বাজারে এর প্রভাব পড়েছে ব্যপক। গত কাল সকালে প্রকার ভেদে পেঁয়াজ বিক্রি হয়েছে ৭০ থেকে ৯০ টাকা কেজি দরে। সেই পেঁয়াজই হিলি বন্দরের খুচরা বাজারে দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি দরে এবং ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজিতে। পেঁয়াজ আমদানি বন্ধের ঘোষনার সাথে সাথে হিলি স্থল বন্দরের খুচরা বাজারে লাফিয়ে লাফিয়ে পেঁয়াজের দাম বাড়তে থাকে।

ব্যবসায়ীরা বলছেন, ভারত সরকারের এমন হটকারি সিদ্ধান্তে দেশের পেঁয়াজ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হবেন। এতে দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে ওঠার আশঙ্খা করছেন তারা। এদিকে ভারতীয় দুটি ট্রাকে ৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এ বন্দর দিয়ে।


আরও খবর



ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ৩ দিন পরে পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

প্রকাশিত:মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৫৬জন দেখেছেন

Image

ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ৩ দিন পরে আব্দুল্লা নামে ৬ বছরের রহস্যময় শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের কৃষ্টপুর নামক গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল্লা ঐ এলাকার মাসুদ আলির ছেলে।এ ঘটনায় শিশুটির পরিবারসহ ঐ এলাকায় শোকের মাতম চলছে, আর্তনাদে ফেটে পড়ছেন শিশুটির মা সহ আত্মীয় স্বজনেরা। তবে ঘটনাটি নিয়ে ঐ এলাকায় নানা রহস্য ও ধোয়াসায় ঘোরপাক খাচ্ছে। জানা যায়, গত রবিবার সকাল ১১ টায় বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেনি আব্দুল্লা। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পাওয়া গেলে ঐ দিনই ঠাকুরগাঁও সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি করে শিশুটির বাবা মাসুদ। আজ মঙ্গলবার সকালে শিশুটির দাদা পুকুর পাড়ে শিশুটির ভাসমান লাশ দেখতে পায়। পরে অর্ধগলিত শিশুর মরদেহটি উদ্ধার করে এলাকাবাসী। এলাকাবাসীর সূত্রে আরো জানা যায়, শিশুটির বাবা মাসুদের সাথে রুনা বেগমের বিয়ে হয় ২০১৬ সালে। পারিবারিকভাবে তাদের মধ্যে অনেক ঝগড়া ঝাটি ও ঝামেলা চলাকালীন মামলা মোকদ্দমায় জরিয়ে পড়ে তারা। এ নিয়ে অনেক বার বিচার মীমাংসাতে বসেও সমাধান হয়নি তাদের। এক পর্যায়ে ২০২১ সালে তাদের ডিভোর্স হয়ে সন্তানটি মায়ের কাছে ছিল। গেল শনিবার শিশুটির দাদা মতিউর রহমান রুনা বেগমের বাড়ি বালিয়াডাঙ্গী থেকে আব্দুল্লাকে তার বাড়িতে নিয়ে আসে। রবিবার সকাল থেকে নিখোঁজ হয় শিশু আব্দুল্লা। এ নিয়ে রুনা আক্তার ঐদিনই ঠাকুরগাঁও সদর থানায় ৫ জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করে। শিশুটিকে অনেক খোঁজাখুঁজি করার পরেও না পেয়ে ঠাকুরগাঁও সদর থানায় শিশুটির বাবা মাসুদ একটি লিখিত হারানো ডায়েরি করে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, ঐ পুকুরটিতে মাত্র ১ থেকে ২ শতক জুরে পানি আছে তার পরিমাণ হাটুর সমান। যদি শিশুটি ঐ পুকুরে রবিবার ডুবে মারা যায় তাহলে সোমবার ঐ পুকুরে আমরা সবাই এতো খোঁজাখুঁজির পরেও কেন তার লাশ পাওয়া গেলনা? আবার মঙ্গলবার পাওয়া গেল তাও আবার অর্ধেক শরীর পানিতে আর অর্ধেক শরীর ডাঙ্গায়। আমরা বিষয়টি অত্যন্ত রহস্যময় মনে করছি। প্রশাসন যদি দুই পক্ষকেই ভালোমতো জিজ্ঞাসাবাদ করে সঠিকভাবে তদন্ত করে তাহলে হয়তো


আরও খবর