

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদকঃডিএমপি ডেমরা থানার নবাগত ওসি জহিরুল ইসলামের সাথে ডেমরা প্রেসক্লাবের সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাব হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ডেমরা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম নিয়াজী। এ সময় স্বাগত বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি এমএ সিদ্দিক মিয়া।
আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি সোহরাওয়ার্দী, শামসুল আলম, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া, নাজমুল হাসান,এ আর হানিফ, রেজাউল ইসলাম,রাজু আহমেদ প্রমুখ।
শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩
খবর প্রতিদিন ২৪ডেস্ক :এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ
বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩
বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩
বিনোদন ডেস্ক:লাভের আশায় বিনিয়োগ করে দুই কোটি টাকা খুইয়ের তারকা দম্পতি ওমর সানী-মৌসুমীর ছেলে ফারদিন এহসান স্বাধীন। সামাজিক মাধ্যমে এমনটাই জানিয়েছেন তিনি।
স্বাধীন জানান, লাভের আশায় চলতি বছর সর্বমোট দুই কোটি পাঁচ লাখ ৭০ হাজার টাকা নিশাত বিন জিয়া রুম্মানের হাতে তুলে দেন তিনি। তবে এক মাস লাভ দেওয়ার পরই ভোল পাল্টে ফেলেন সেই ব্যক্তি। নানাভাবে ঘুরাতে থাকেন তিনি।
বিষয়টি নিয়ে স্বাধীন লেখেন, ‘৪০-৫০ কোটি টাকা আত্মসাৎ এবং অর্থ পাচার করেছেন নিশাত বিন জিয়া। আপনারা হয়ত এমটিএফই এবং এ রকম আরও অনেক অ্যাপের মাধ্যমে প্রতারণার কথা শুনেছেন। তবে কোনো অ্যাপ নয়, আজকে একজন ভণ্ড প্রতারক এবং অর্থ পাচারকারীর বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরব।
জানা যায়, ফারদিনের সঙ্গে নিশাত বিন জিয়া রুম্মানের পরিচয় ২০২২ সালে। তারপরই ব্যবসায়িক লেনদেনে জড়িয়েছেন তারা। তিনি লিখেছেন, ‘নিশাত বিন জিয়া রুম্মান নামের এ ব্যক্তির সঙ্গে আমার পরিচয় ২০২২ সালের মাঝামাঝি দিকে। তিনি নিজেই আমাকে দাওয়াত দেন। তারপর থেকেই চেনা-জানা। বিভিন্ন সময় নিশাত নিজে নিজেই তার একটি আইটি ব্যবসার ব্যাপারে আমাকে ও আমার কিছু বন্ধুদের বলতে থাকেন। পরিচয় হওয়ার চার মাস পর আমাকে এবং আমার কিছু পরিচিত মানুষদের সঙ্গে তার একটু বন্ধুত্ব গভীর হওয়ার পরে কিছু নগদ অর্থ ব্যবসায়িক পুঁজি হিসেবে নেওয়া শুরু করেন। যদিও পরে জানা যায়, তার কোম্পানির নামে ব্যাংক অ্যাকাউন্ট দূরের কথা, কোনো বৈধ ট্রেড লাইসেন্সই নেই।
ফারদিন আরও লিখেছেন , ‘আমার টাকাটা এক প্রকার ব্যবসায়িক লোনই বলতে পারেন। তারা এইসব লেনদেন যেন বাংলাদেশ সরকারের চোখে না পড়ে তাই সেগুলো বিটকয়েন অথবা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে করে থাকত। যা আমি পড়ে জেনেছি। ধাপে ধাপে তাকে ব্যবসায়িক ইনভেস্টমেন্ট ধার আকারে দুই কোটি পাঁচ লাখ ৭০ হাজার টাকা প্রদান করেছি। এবং তার বিপরীতে তাকে আমি বলেছি যে, আমাকে সিকিউরিটি হিসেবে আমার ইনভেস্টমেন্ট মূল্যের ব্যাংকের চেক প্রদান করতে হবে। সেই চেক প্রদান করে সে আমার থেকে জানুয়ারি ২০২৩ সাল ২ কোটি পাঁচ লাখ ৭০ হাজার টাকা বুঝে নেন। বিভিন্ন সময় তার কাছে আমার হকের টাকা চাইতে গিয়ে আমাকে এবং আমার অফিসের কর্মচারীদের হয়রানির শিকার হতে হয়।
অর্থপাচারেরও অভিযোগ আনেন ফারদিন। তার ভাষ্য, ‘নিশাত বিন জিয়া প্রতারণা করে অর্থ দুবাই পাচার করে তিন লাখ দিরহাম অর্থাৎ প্রায় এক কোটি টাকা এক সপ্তাহে ব্যবধানে খরচ করেন। পরে আরও জানা যায়, তিনি প্রতারণার টাকা দিয়ে তার উচ্চবিলাসী জীবন দেখিয়ে গত ৮ মাসে প্রায় ৩০ কোটি টাকা আত্মসাৎ এবং পাচার করেছেন।
ইতোমধ্যে বিষয়টি নিয়ে আইনি নোটিশ ও অভিযোগ জানিয়েছেন ফারদিন। তিনি লেখেন, ‘আমি ঢাকা ডিবি অফিসে গত এক মাস আগে একটি লিখিত অভিযোগ প্রদান করেছি। আমার পাশাপাশি সকল ভুক্তভোগীদের আমি ব্যক্তিগতভাবে চিনি। অনেকেই এখন মামলা করবে বলে এগিয়ে যাচ্ছেন। চেক দিয়েছে অর্থ আমাকে প্রদান করতে পারেনি তাই আমি চেকের মামলা দিচ্ছি, কিন্তু এত প্রতারণা অর্থপাচার এগুলোর জন্য কি কোনো বিচার হবে না?’
ফারদিন ওমর সানী ও মৌসুমীর প্রথম সন্তান। তিনি চলচ্চিত্র নির্মাণের ওপর পড়াশোনা করেছেন। এ ছাড়া রেস্তোরাঁ ব্যবসার সঙ্গে যুক্ত আছেন। এর আগে কয়েকটি ব্যবসায় ক্ষতির সম্মুখিন হয়েছেন তিনি।
বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩
সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩
বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের রামপালে নানা আয়োজনে ২২ গ্রামকে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা করা হয়েছে। এছাড়াও আরও ৪ গ্রামকে পরিস্কার পরিছন্নতা ও স্বাস্থ্যসম্মত গ্রাম হিসাবে ঘোষনা করা হয়। আগামীতে নিজ সংসদীয় আসন রামপাল ও মোংলা উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা করা হবে বলে জানান উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে গ্রাম উন্নয়ন কমিটি ও ইয়ুথ ভিজিলিয়েন্স টিমের আয়োজনে বাবুরবাড়ি দূর্গামন্দির চত্তরে আলোচনা সভায় প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এই ঘোষনা দেন। রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেনে সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আশরাফুল আলম, হুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু তপন কুমার গোলদার, উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ফিল্ট অপারেশন উপ- পরিচালক রাজু উইলিয়াম রোজারিও, রামপাল এরিয়া সিনিয়র ম্যানেজার ফুলি সরকারসহ আরও অনেকে। আয়োজকরা জানান, বাল্যবিয়ে বৃদ্ধির ক্রমবর্ধমান হারের লাগাম টেনে ধরতে মানুষের সামাজিক ও আচরণগত পরিবর্তনের জন্য সরকারের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও বেসরকারী উন্নয়ন সংস্থা কাজ শুরু করে। এছাড়া জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কমিটিগুলো মাঠ পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টি করা হয়। বাল্য বিবাহের কুফল সর্ম্পকে সবাইকে সচেতন করে তোলা হয়। এরই উদ্যোগের ফলে গত এক বছরের মধ্যে ওই এলাকাগুলোতে বাল্য বিয়ে হয়নি। বৃহস্পতিবার নানা আয়োজনে রামপাল উপজেলার বাশতলী, রাজনগর, হুড়কা ও সদর ইউনিয়নের ২২ গ্রামকে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। বাল্য বিবাহ মুক্ত ঘোষনায় খুশি এলাকাবাসি ও সংশ্লিষ্টরা। বাগেরহাটের ২২ গ্রামকে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা করা হয়। পরে অসহায়দের মাঝে ১৯৫টি পানির ট্যাকিং বিতরণ করা হয়। বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেন, আগামীতে নিজ সংসদীয় আসন রামপাল ও মোংলা উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা করা হবে বলে জানান তিনি। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর(জামালপুর)প্রতিনিধি ॥ দূর্গম যমুনার নদীর বন্যা কবলিত মানুষের দূর্ভোগ লাঘবে জানমাল রক্ষার্থে জামালপুরের ইসলামপুরে নির্মিত হচ্ছে মাটির কিল্লা। স্বাধীনতার পরবর্তী সময়ে থেকেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে সারা দেশে কিল্লাগুলো নির্মিত হয়। সে সময় এগুলো ‘মুজিব কিল্লা’ নামে পরিচিতি পায়। সম্প্রতি এসব কিল্লার সংস্কার ও উন্নয়ন শুরু করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। তারই অংশ হিসেবে জামালপুরের ইসলামপুরে কুলকান্দি হেদায়েতিয়া আলিম মাদরাসা ও চিনাডুলী আফরোজা ফরিদ সুরুজ্জামান টেকনিক্যাল কলেজ নামে নির্মিত হচ্ছে দুটি মুজিব কিল্লা। জানাগেছে, প্রতি বছর যমুনার ভয়াবহ বন্যায় উপজেলার পশ্চিমাঞ্চলের ৬টি ইউনিয়নের লক্ষাধিক মানুষকে দীর্ঘদিন পানিবন্দি থেকে জীবনধারণ করতে হয়। বর্ষা মৌসুমে ওই লক্ষাধিক মানুষকে বন্যার পানিবন্দি দশা থেকে বাঁচানোর বড় চ্যালেঞ্জ। অকাল বন্যার পানি থেকে বাঁচার রক্ষা কবজ হরিণধার বাঁধটি ভাঙনে বিলিন হওয়ায় প্রতি বছর বর্ষা মৌসুমের শুরুতেই যমুনা নদী থেকে বাঁধাহীন ভাবে নেমে আসা বন্যায় তলিয়ে যায় উপজেলার সদর ইউনিয়ন, পাথর্শী, কুলকান্দি, বেলগাছা, চিনাডুুলি ও নোয়ারপাড়া ইউনিয়ন সমুহের নিম্নাঞ্চলের হাজার হাজার একর ফসলি জমি। আবার যমুনা নদীতে বন্যার পানি বিপদ সীমা অতিক্রম করতেই ওই ৬টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়ে। ওই সময় পানিবন্দিদের ঘরে ঘরে বিশুদ্ধ পানি ও রান্নাকরা খাদ্যের তীব্র সঙ্কটসহ গো-খাদ্যেরও অভাব দেখা দেয়। পানিবন্দি অনেক শিশুদের পানিতে ডুবে মরার ঘটনা ঘটে। অনেকের মাঝেই পানিতে ডুবে মরার আতঙ্ক বিরাজ করে।
এছাড়াও বিগত দিনে যমুনার তীব্র ভাঙ্গনের ফলে উপজেলার কুলকান্দি,বেলগাছা,চিনাডুলী ও সাপধরী ও পার্থশী ইউনিয়নের বিরাট অংশ নদীর গর্ভে বিলীন হয়ে যায়। এতে হাজার হাজার পরিবার ভিটা বাড়ি হারিয়ে ভূমিহীন হয়ে পড়েছে। এসব মানুষ মোরাদাবাদ বাঁধ,কুলকান্দি,ছড়াবাতা ও গুঠাইলে বিচ্ছিন্ন ভাবে বসবাস করে আসছেন। পাশাপাশি গরু ছাগল মহিষ ও হাঁস মুরগি কবুতরসহ বসবাস করতে প্রতিনিয়তই দূর্ভোগ পেহাতে হয়। ঘূর্ণিঝড়, জলোচ্ছস ও প্রাকৃতিক দূর্যোগে বিচ্ছিন্ন এসব মানুষের জান-মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বন্যা কবলিত মানুষের দূর্ভোগ লাঘবে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান এমপির ঐক্লান্তিক প্রচেষ্টায় নির্মিত হচ্ছে উপজেলায় দুটি মুজিবকিল্লা। মুজিব কিল্লায় বন্যা কবলিত মানুষ আশ্রয় সহ গরু,ছাগল,হাস মুরগি নিয়ে দুর্ভোগ লাঘব সহ আতঙ্ক বিহীন সাচ্ছন্দে আশ্রয় নিতে পারবে। বাঁধে আশ্রিতরা জানান-কিল্লাডা হয়তাছে,এহন আশ্রয় নেওয়ার জায়গা হব। ঝড়-বইন্যা হইলে এই কিল্লার ওপরেই গরু-বাছুর লইয়া আশ্রয় নিবের পামু। তারাতারি বিল্ডিং গুলে হইলে আমরা থাকপের পামু।
কুলকান্দি ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান জানান- মুজিবকিল্লা নির্মিত হচ্ছে এতে বন্যায় আক্রান্ত মানুষরা নির্বিঘেœ আশ্রয় নিতে পারবে। বন্যার তাদের দূর্ভোগ লাঘব হবে বলে আমি মনে করি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু বলেন, ‘চলমান মুজিবকিল্লার কাজ বাস্তবায়নে আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। প্রতিনিয়তই আমাদের তদারকি রয়েছে। মুজিবকিল্লায় প্রাকৃতিক দূর্যোগে মানুষের জীবন বাঁচাতে ও গবাদি পশু-পাখির আশ্রয়স্থল হিসাবে ভরসা পাবে নির্মানাধীন মুজিব কিল্লায়। ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান এমপি বলেন- আমার এলাকার যমুনা পাড়ের বন্যা কবলিত মানুষের জান-মালের নিরাপত্তার কথা বিবেচনা করে জননেত্রী শেখ হাসিনা আমাকে কয়েকটি ফ্লাল্ড সেল্টার ও মুজিব কিল্লা নির্মাণ বরাদ্ধ দিয়েছেন। যাহার কাজ চলমান রয়েছে। বন্যায় দূর্গম চরের মানুষ,গবাদি পশু পাখি সহ মুজিব কিল্লা শতভাগ ব্যবহার করবে। পাশাপাশি শিক্ষার্থীরাও শিক্ষার সুন্দর পরিবেশ পাবে।
শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩