Logo
আজঃ বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

মাগুরার শ্রীপুরে ফেন্সিডিলসহ এক মাদকব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত:বুধবার ১৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১১৭জন দেখেছেন

Image
স্টাফ রিপোর্টার মাগুরা থেকে:মাদকের বিরুদ্ধে মাগুরার  পুলিশ সুপার মোঃ মশিউদৌলা রেজার জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে মাগুরার শ্রীপুর থানার নাকোল পুলিশ ক্যাম্পের এসআই মোঃ লালটু রহমান নেতৃত্বে একটি টিম  মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে ১৩ সেপ্টেম্বর বুধবার  দুপুর  সাড়ে ১২ টার সময়   ওয়াপদা বাজারে চেকপোস্ট করে ১৬ বোতল ফেন্সিডিল সহ মো: ইয়াসিন আরাফাত (৩০) পিং-অলিয়ার রহমান সাং-বলাবাড়িয়া থানা- কোটচাঁদপুর জেলা- ঝিনাইদহকে গ্রেফতার করে। 

এ ব্যাপারে  শ্রীপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এ মামলা করা হয়েছে।

আরও খবর

নারায়ণগঞ্জে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩




সহকারী জজ হলেন ইবির ৭ শিক্ষার্থী

প্রকাশিত:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ৪৪জন দেখেছেন

Image
সাব্বির খান, ইবি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের  সাতজন শিক্ষার্থী বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) নিয়োগ পরীক্ষায় সহকারী জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এছাড়া সারাদেশে মোট ১০৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।  সোমবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আইন প্রশাসক বিষয়টি নিশ্চিত করেছেন।

সুপারিশ প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আসাদুজ্জামান নুর, আইন বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী ফাতেমা জান্নাত, ২০১৪-১৫ শিক্ষাবর্ষের রুবাইয়া ইয়াসমিন, মারিয়া সুলতানা, ২০১২-১৩ শিক্ষাবর্ষের সেলিনা শেলী, ২০১০-১১ শিক্ষাবর্ষের ফারজানা ইভা এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আরিফ হোসেন।

এ বিষয়ের বিশ্ববিদ্যালয়ের আইন প্রশাসক আনিচুর রহমান বলেন, 'আইন অনুষদের সাফল্য এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের। আইন বিভাগের ছয় জন ও আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের এই সাত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তবে আমি বিশ্বাস করি পরবর্তীবার এই সংখ্যা ৬ থেকে ২০ এ উত্তীর্ণ হবে। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি।'

আরও খবর

৬ ট্রেন চলবে পদ্মা সেতু দিয়ে শুরুতেই

বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩

৩ দিনের ছুটিতে দেশ

বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩




সিরাজগঞ্জে ফেনসিডিলসহ এক মাদক কারবারি আটক

প্রকাশিত:বৃহস্পতিবার ৩১ আগস্ট ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৩৭জন দেখেছেন

Image

সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ:সিরাজগঞ্জের বিপুল পরিমাণ ফেনসিডিল সহ ১ জনকে আটক করেছে পুলিশ

বৃহস্পতিবার বেলা ১২টার সময় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা গোলচত্তরের উত্তর পার্শ্বে উত্তরবঙ্গ টু ঢাকাগামী মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে১৯৭ বোতল ফেন্সিডিলসহ শ্রী শান্ত চন্দ্র রায় নামের ১মাদক কারবারীকে আটকে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে গমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে"বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন-সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল,এর নির্দেশনায় ওসি আব্দুল কাদের জিলানীর নেতৃত্বে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার পুলিশের অভিযানিক দল নিয়মিত চেকপোস্ট বসিয়ে তল্লাশী অভিযান চালায়। এ সময় ঢাকাগামী-ঢাকা মেট্রো-গ-১৫-৬৮৬৪ প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ১৯৭ বোতল ফেন্সিডিল সহ চালক শ্রী শান্ত চন্দ্র রায় (২১)কে আটক করা হয়।

আটক মাদক কারবারী শ্রী শান্ত চন্দ্র রায় নিলফামারী জেলার ডিমলা থানার বাইশপুকুর গ্রামের শ্রী অভয় চন্দ্র রায়ের ছেলে।

এব্যপারে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছেন।

আরও খবর

নারায়ণগঞ্জে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩




নামাজ পড়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল চাপায় প্রাণ গেল বৃদ্ধের

প্রকাশিত:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ৫৫জন দেখেছেন

Image

এম আনোয়ার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:এশার নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন আজিজুর রহমান। পথিমধ্যে ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। ৬০ বছর বয়সী এই বৃদ্ধকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার বড়তাকিয়া মাজার গেইট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুর রহমান মিরসরাই উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সৈদালী পূর্বপাড়া এলাকার কাউ মিয়াজী বাড়ির মৃত বদিউর রহমানের বড় ছেলে। এই ঘটনায় মোটরসাইকেল আরোহীও গুরুতর আহত হন। তবে তার নাম পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি। মায়ানী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য এয়াসিন উল্ল্যাহ বলেন, নিহত আজিজুর রহমান স্থানীয় বড়তাকিয়া বাজারে ইট, পাথর ও সিমেন্টের ব্যবসা করতেন। রাতে এশার নামাজ শেষে বাড়ি ফেরা হলো না তার। তার ২ টি কন্যা সন্তান রয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টায় নিহতের জানাজা শেষে তাকে দাফন করা হয়।


আরও খবর



সাধারণ মানুষ ভালো নেই, বললেন কৃষিমন্ত্রী

প্রকাশিত:সোমবার ১৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ৯১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:পেঁয়াজ-রসুনের দাম বেশি হওয়ায় সাধারণ মানুষ ভালো নেই বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এক সেমিনারে তিনি দাবি করেন। 

কৃষিমন্ত্রী বলেন, প্রতিদিনই আমরা খবরে দেখছি পেঁয়াজ ও রসুনের দাম বেশি। বিশেষ করে কম আয়ের মানুষ যারা রিকশাওয়ালা, ভ্যানওয়ালা- তাদের পেঁয়াজ ও রসুন কিনতে গিয়ে অনেক খরচ করতে হচ্ছে।

জলবায়ু পরিবর্তনের ফলে এই প্রতিকূল পরিবেশ কীভাবে মোকাবিলা করা যাবে, এটিই এখন চ্যালেঞ্জ উল্লেখ করে মন্ত্রী বলেন, তার জন্য বিজ্ঞানীদের নতুন নতুন বিষয় উদ্ভাবন করতে হবে যে, কোন ফসল বাংলাদেশে ফলানো সম্ভব। সার্বিক উন্নয়নে আমরা একটি বিপ্লব শুরু করবো। কৃষিকে গুরুত্ব দেওয়ার ফলে খাদ্য ব্যবস্থাপনায় দেশ খুব ভালো অবস্থায়।

বিএনপির উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আমরা সবসময় শক্তিশালী বিরোধীদল চাই। আন্দোলন সংগ্রাম করে সরকারকে হটাতে পারবেন না। গত ১৪ বছরে পারেননি, এক-দেড় মাসেও পারবেন না। জনগণ যে রায় দেবে আমরা মেনে নিতে প্রস্তুত। তাই বলছি আপনারা নির্বাচনে আসুন।

কৃষিমন্ত্রী বলেন, দেশের ১৭ কোটি মানুষের খাদ্যের ব্যবস্থা করা যে কত বড় চ্যালেঞ্জ আমাদের জন্য এটা বলার ভাষা জানা নেই। তারপরও আমরা কিন্তু ১৭ কোটি মানুষকে খাওয়াচ্ছি। 

এ সময় তিনি বলেন, মিলাররা খুব খারাপ অবস্থায় আছেন, কারণ তারা চাল কিনেছিলেন, ধান কিনেছিলেন, মনে করেছিলেন অনেক বেশি লাভবান হবেন। কিন্তু দুর্ভাগ্যবশত দাম আরও কমের দিকে। এখন সব মিলার সরকারকে চাল দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। 

বাজারে চালের দাম সরকার ঘোষিত দামের চেয়ে আরও কম। আবার অনেক বছর এমন হয়, আমি নিজেও খাদ্যমন্ত্রী ছিলাম, মিলাররা আমাদের সঙ্গে চুক্তি করেও চাল সরবরাহ করেননি। তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়, বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়। অনেক সময় আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়োজিত করা হয়। এরপরও তারা চাল দেন না, কারণ বাজারে দাম বেশি থাকে, যোগ করেন কৃষিমন্ত্রী। 


আরও খবর



ইরাকে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১৬

প্রকাশিত:রবিবার ০৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৩৩জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:ইরাকের উত্তরাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই শিয়া ইরানি তীর্থযাত্রী। গতকাল শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

সালাহেদ্দিন প্রদেশের স্বাস্থ্য বিভাগের পরিচালক খালেদ বুরহানের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা আইএনএ জানিয়েছে, দুজাইল ও সামারার মধ্যে সংঘটিত এই দুর্ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছে।

তিনি দুর্ঘটনা পরিস্থিতির বিষয়ে বিস্তারিত জানাননি। তবে বলেছেন, নিহতদের বেশিরভাগই ইরান থেকে আসা শিয়া মুসলিম। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সালাহেদ্দিন প্রদেশের একজন মেডিকেল কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, শুক্রবার মাঝরাতের আগে দুইটি মিনিবাসের সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে একজন চালক ঘুমিয়ে পড়েছিলেন। এরপরেই এ দুর্ঘটনা ঘটেছে। এই কর্মকর্তা নিহতের সংখ্যা ১৮ বলে জানান।

প্রতি বছর লাখ লাখ শিয়া তীর্থযাত্রী বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান আরবাইন-এ যোগ দিতে পবিত্র শহর কারবালায় আসেন। তাদের বেশিরভাগ আসেন ইরান থেকে।


আরও খবর