Logo
আজঃ সোমবার ২৯ মে ২০২৩
শিরোনাম

মাদকের বিরুদ্ধে সবাইকে সক্রিয় হতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত:রবিবার ১৯ মার্চ ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৯১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক ;মাদকের বিরুদ্ধে সবাইকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা যেমন উন্নত হচ্ছি, ঠিক তার পাশাপাশি মাদকের প্রভাবও বেশি বেড়ে যাচ্ছে। এর বিরুদ্ধে সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।’

তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে র‌্যাব যে অভিযান চালাচ্ছে তাকে আমরা সামাজিক আন্দোলন হিসেবেই গড়ে তুলছি। ইতোমধ্যে আমরা অনেকটা নিয়ন্ত্রণ করতে পেরেছি। তবে এ ক্ষেত্রে আরও বেশি সক্রিয় হতে হবে।’

আজ রোববার র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর কুর্মিটোলায় র‍্যাব সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সরকারপ্রধান বলেন, ‘কিশোর গ্যাং অবশ্যই বন্ধ করতে হবে। এখানে বাবা-মা’রও দায়িত্ব আছে। পাশাপাশি স্কুল, কলেজের শিক্ষকদেরও দায়িত্ব রয়েছে। সেই সঙ্গে জনপ্রতিনিধিদেরও এ নিয়ে কাজ করতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘সামনে রমজান মাস। সাধারণ মানুষের যেন কষ্ট না হয় সেদিকে সবার দৃষ্টি দেয়া উচিত।’

সরকারপ্রধান বলেন, ‘রমজান হলো কৃচ্ছ্রতার মাস। আমাদের দেশে একটা অদ্ভুত ব্যাপার হলো রমজানে কিছু মানুষের মুনাফা লাভের অভিলাস বেড়ে যায়। সাধারণ মানুষের যেন কষ্ট না হয় সেদিকে সবাই নজর না দিয়ে এর উল্টোটা ঘটে।’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বের অনেক দেশই হিমশিম খাচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ এখনো সে পর্যায়ে যায়নি, যাবেও না।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা ধরে রাখতে হবে। অগ্নিসন্ত্রাস মোকাবিলা করে স্থিতিশীলতা ধরে রাখার কারণেই আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ।’


আরও খবর



সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ১২ টাকা

প্রকাশিত:বৃহস্পতিবার ০৪ মে ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৬ মে ২০২৩ | ৬৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম। প্রতি লিটার ১২ টাকা বাড়িয়ে দাম ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

ভোজ্যতেল পরিশোধন কারখানাগুলোর সমিতি বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এ দাম নির্ধারণ করেছে।

এর আগে বোতলজাত ১ লিটার সয়াবিনের দাম ছিল ১৯০ টাকা। গত ১৭ নভেম্বরে বোতলজাত সয়াবিনের দাম লিটারপ্রতি ১২ টাকা বৃদ্ধি করে সমিতি। তারও আগে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম ছিল ১৭৮ টাকা।

জানা গেছে, ভোজ্যতেলের আমদানি ও উৎপাদন পর্যায়ের জন্য কম মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপ করা হয়েছিল গত বছরের মার্চে, গত রোববার তার সময় শেষ হয়ে গেছে। ফলে এখন বেশি ভ্যাট দিয়ে পণ্য খালাস করতে হবে এবং বাজারে ছাড়তে হবে, এ জন্যই ব্যবসায়ীরা দাম বাড়ানোর দাবি করেছিলেন।


আরও খবর



ছাতকে হাদা টিলায় অ‌ভিযান চা‌লি‌য়ে ১২শত ফুট পাথর জব্ধ ক‌রে‌ছে প্রশাস‌ন

প্রকাশিত:রবিবার ৩০ এপ্রিল ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৭ মে ২০২৩ | ৭৭জন দেখেছেন

Image

আনোয়ার হোসেন নি ছাতক সুনামগঞ্জ প্রতিনিধিসুনামগঞ্জের ছাতক দোয়ারাবাজার উপজেলার ৭শ ৬০ একর ভূমি নিয়ে হাদা টিলা অবস্থিত প্রাকৃতি সম্পদ ভরপুর,টিলা মাটির  নিচে কোটি কোটি টাকার প্রাকৃতি সম্পদ পাথর লোকিয়ে য়েছে এগুলো রক্ষা করতে উপজেলা প্রশাসন দিবা-রাত্রী ভ্র্যাম্যমান আদালত পরিচালনা করে আসছে তবু  পাথর খেকোদের আগ্রাসনে হাত প্রাকৃতি  লুকানো সম্পদ রক্ষা করতে পারছে না  প্রশাসন 

উপজেলার ইসলামপুর ইউনিয়নের হাদা টিলা অবাধে কেটে পাথর খেকোদের আগ্রাসনে ধবংস চ্ছে বিবেশ ফলে এখানে পরিবেশ বিনষ্ট ধ্বংস হয়ে যাচ্ছে বিট ফরেষ্ট বিভাগের বনায়ন প্রকল্প সামাজিক বনায়ন প্রকল্প ধ্বংস করেছে স্থানীয় একটি সিন্ডিকেট পাথর খেকো বৃক্ষ নিধনকারী চক্র এবং কতিপয় অসাধু রেষ্ট কর্মকর্তা মিলে টিলা কেটে পাথর উত্তোলন বাগানের গাছগুলো কেঁটে উজাড় করা চ্ছে

প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত স্থানীয় একটি চত্রেু নেতৃত্বে দুই শতাধিক শ্রমিক টিলা কেটে পাথর উত্তোলন করে নৌকা ট্রলি যোগে নিয়ে অন্যত্র বিক্রি করছেন। গত নিবার রাতে উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও  সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসলাম উদ্দিনের
নেতৃত্বে হাদা টিলা এলাকা ভিযান চালিয়ে
বৈধ ভাবে রেষ্ট বিভাগের জায়গার টিলার মাটি কেটে পাথর উত্তোলন করে আসছে

খবর পেয়ে রাতে ভ্রাম্যমান আদালত হাদা টিলা এলাকায় পৌছার আগেই মাটিতে পাথর রেখে শ্রমিকরা ঘটনাস্থল থেকে জঙ্গল দিয়ে পালিয়ে যায় রে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসলাম উদ্দি এসব পাথরগুলো এলাকার জনপ্রতিনিধি গনমান্য ্যাক্তিদের উপস্থিতিতে পাথর জব্ধ রা হয়

জানা য়ায়,৭শ ৬০ একর ভূমি নিয়ে হাদা টিলা টিলা মাটির নিচে কোটি কোটি টাকার পাথর য়েছে  পুরো টিলা জুড়েই রয়েছেন সরকারী বনায়ন ইউক্লিপটার্স, বেলজিয়াম, আকাশীসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৩৩ হাজার বৃক্ষ রোপন করা হয় কিন্ত কতিপয় অসাধু কর্মকর্তা, বৃক্ষ নিধনকারী পাথর খেকো চক্র মিলে সৃজিত বাগানের গাছ কেঁটে উজাড় করে ফেলা চ্ছে

যার ফলে প্রকল্প আলোর মুখ এখনো দেখেনি দীর্ঘদিন ধরে স্থানীয় একটি প্রভাবশালী পাথর খেকো চক্র টিলা কেটে পাথর উত্তোল করছে সরকারী কয়েক হাজার মুল্যবান গাছ প্রতিনিয়ত চুরি করে নিয়ে যাচ্ছে চোরেরা দুই শতাধিক শ্রমিক টিলা কেটে পাথর উত্তোলন করে বারকি নৌকা, বাল্কহেড ট্রলিগাড়ি পরিমাপে প্রতিদিনই বিক্রি করছে দিন রাতের অন্ধকারে পাথর উত্তোলন  করেছেন

এলাকাবাসী অভিযোগ রে লেন ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে শ্রমিকরদের কাছ থেকে জরিমানা আদায় করলে পাথর খেকো মুলহোতারা থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে য়েছে হাঁদা টিলায় এলাকার মধ্যে কাচা আধাপাক প্রায় ৬৭টি অবৈধ স্থাপনা গড়ে উঠেছেএসব বসত বাড়ি থেকে পাথর খেকো চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা

এব্যাপারে উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও  সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসলাম উদ্দি ঘটনার সত্যতা নিশ্চিত রে লেন রেষ্ট বিভাগের টিলায় প্রতিনিয়ত গাছগুলো কতন মাটি কেটে পাথর উত্তোলন রেছেন স্থানীয় একটি সিন্ডিকেট চত্রু কিন্তু রেষ্ট বিভাগ কর্মকতারা এসব ঘটনায নিবর য়েছে লে তিনি ভিযোগ রেন


আরও খবর



বঙ্গবন্ধু আই.এইচ.এফ ট্রফি নারী টুর্নামেন্টের লোগো উন্মোচিত

প্রকাশিত:রবিবার ০৭ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৯৪জন দেখেছেন

Image

আজাদ হোসেনঃ দীর্ঘ ছয় বছর পর তৃতীয়বারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে চার জাতির হ্যান্ডবলের আন্তর্জাতিক আসর বঙ্গবন্ধু নারী আইএইচএফ ট্রফি (ইয়ুথ ও জুনিয়র) টুর্নামেন্ট। আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক সহযোগিতায় ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এই টুর্নামেন্টে অংশ নেবে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল ও মালদ্বীপ। আগামী ১৩ মে টুর্নামেন্ট শুরু হয়ে চলবে ১৭ মে পর্যন্ত। 

আসরটি সামনে রেখে শনিবার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের লোগো উন্মোচন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এ সময় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উপমহাসচিব আশিকুর রহমান মিকু, সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, সাবেক সিনিয়র সচিব ড. জাফর উদ্দিন, হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি একেএম নুরুল ফজল বুলবুল, ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর, বঙ্গবন্ধু আইএইচএফ ট্রফি টুর্নামেন্টের মিডিয়া কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দীন মো. আলমগীর, টুর্নামেন্টের মিডিয়া কমিটির সদস্য সচিব মো. জাহাঙ্গীর হোসেনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দীর্ঘ ৬ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে আইএইচএফ ট্রফি। ২০১৭ সালে ৭ দেশের অংশগ্রহণে সবশেষ অনুষ্ঠিত হয়েছিল এই টুর্নামেন্ট। এরপর করোনাভাইরাসসহ নানা কারণে টুর্নামেন্টটি হয়নি। আজ লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘৭ বছর পর বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের সহযোগিতায় এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক আয়োজনে বাংলাদেশসহ ৪ দেশের অংশগ্রহণে বঙ্গবন্ধু আইএইচএফ ট্রফি টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে। এই ধরনের টুর্নামেন্টের মধ্য দিয়ে আমাদের খেলোয়াড়রা আরও বেশি সমৃদ্ধ হবে। আমাদের যে সক্ষমতা আছে সেটা বাংলাদেশ ছাড়িয়ে বিশ্ব দরবারে আরো উদ্ভাসিত হবে। আমি এই টুর্নামেন্টের সার্বিক সাফল্য কামনা করছি।’


আরও খবর



ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করা হবে: আইনমন্ত্রী

প্রকাশিত:রবিবার ২১ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৮ মে ২০২৩ | ৪২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতা বা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) প্রণয়ন করা হয়নি।

তিনি বলেন, এই আইনের অপব্যবহার রোধে তিনি বেশকিছু পদক্ষেপ নিয়েছেন। এ বিষয়ে একটি টেকসই সমাধান দরকার। এই সমাধানের অংশ হিসেবে ডিজিটাল নিরাপত্তা আইনে কিছু সংশোধনী আনা হবে।

আজ রোববার রাজধানীর মহাখালীতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে ডিজিটাল আইন ও মতপ্রকাশের স্বাধীনতা শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর অফিস এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

আইনমন্ত্রী বলেন, সংলাপ ও আলোচনা একটি গণতান্ত্রিক সমাজের চাবিকাঠি। তাই সরকার সমাজের বিভিন্ন অংশ এবং আন্তর্জাতিক সংস্থার সঙ্গে পরামর্শ করতে উৎসাহিত বোধ করে। সরকার ডিএসএ’র বিষয়ে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার অফিসের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছে, তাদের কিছু ইনপুট পেয়েছে এবং এটি পর্যালোচনা করছে।

তিনি বলেন, অনলাইনে নারীদের প্রায়ই হয়রানি করা হচ্ছে, যার সুরাহা হওয়া দরকার। ডিজিটাল স্পেসের যথেচ্ছ অপব্যবহারের মাধ্যমে দেশ, সরকার বা কোনো ব্যক্তির মানহানি করতে দেওয়া হবে না ।

মন্ত্রী বলেন, ‘সময়ের প্রয়োজনে বর্তমানে সমস্ত দেশ ডিজিটাল স্পেসে পরিচালিত হচ্ছে। আমাদের জাতীয় স্বার্থ এবং যারা ডিজিটাল আক্রমণের লক্ষ্যবস্তু ও আক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ, তাদের রক্ষা করা দরকার। এ জন্য ডিএসএ দরকার। তাই এ আইন বাতিলের প্রশ্নই আসে না। তবে আইনটি সংশোধনের বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে। এটি অবশ্যই বিবেচনা করা হবে।

বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঞ্চালনায় অনুষ্ঠানে জাতীয় সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ, সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, প্রফেসর ড. কাবেরী গায়েন প্রমুখ বক্তব্য দেন।

বক্তব্য শেষে অংশগ্রহণকারীরা মুক্ত আলোচনায় অংশ নিয়ে আলোচকদের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন।


আরও খবর



ঘোড়াঘাটে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস পালিত

প্রকাশিত:বুধবার ০৩ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৮ মে ২০২৩ | ৭৪জন দেখেছেন

Image

আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি: সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের পথ পরিক্রমায় স্বাস্থ্য অধিদপ্তরের অদম্যযাত্র্ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস ২০২৩ পালিত হয়েছে। মঙ্গলবার ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে, সম্মেলন কক্ষে কেক কেটে দিবসটির শুভ সূচনা করেনা উপজেলা স্বাস্থ্য ও কর্মকর্তা ডাঃ মোহাম্মদ তৌহিদুল আনোয়ার।

এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ খাদিজা বেগম, পার্থ জি¦ময় সরকার, আহসান হাবিব, নূরে আজমিরী ঝিলিক, প্রিয়াঙ্ক কুন্ডু সহ অন্যান্য মেডিকেল অফিসারগণ, স্বাস্থ্য কমপ্লেক্সের সকল নার্স ও সকল কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে একটি র‌্যালি বের হয়ে হাসপতাল চত্তর প্রদক্ষিণ করে। এ সময় প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আরও খবর