Logo
আজঃ বুধবার ২৯ নভেম্বর ২০২৩
শিরোনাম

মাদক মামলায় শার্শার ইয়াকুবের সাত বছরের কারাদন্ড

প্রকাশিত:সোমবার ২০ নভেম্বর ২০23 | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৮২জন দেখেছেন

Image

ইয়ানূর রহমান:মাদক মামলায় শার্শার ইয়াকুবের সাত বছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছে আদালত। অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে। রোববার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম সোহানী পূষণ এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামি মাদক ব্যবসায়ি ইয়াকুব শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামের আমির আলীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৯ জানুয়ারি রাত নয়টায় যশোরের ডিবি পুলিশ গোপন সংবাদ পেয়ে শার্শার মাহিষাকুড়া গ্রামে বিশেষ অভিযান চালায়। এ সময় ইয়াকুবকে নিজ এলাকা থেকে আটক করে। একই সাথে তার কাছ থেকে ২শ’পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় ডিবির এসআই খাইরুল আলম বাদী হয়ে শার্শা থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ডিবির এসআই সেকেন্দার আবু জাফর তদন্ত করে ইয়াকুব হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। সর্বশেষ রোববার এ মামলার রায় ঘোষনার দিনে বিচারক আসামির উপস্থিতিতে এ সাজা প্রদান করে কারাগারে পাঠানোর আদেশ দেন।


আরও খবর



মাটিরাঙ্গায় ভারতীয় তৈরী গাড়ীর বিভিন্ন যন্ত্রাংশ, সহ গ্রেপ্তার দুই

প্রকাশিত:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৮৩জন দেখেছেন

Image
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি:খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার  ভারতীয় সীমান্ত দিয়ে চোরাই পথে.সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে নিয়ে আসা অবৈধ ভারতীয় তৈরী গাড়ীর বিভিন্ন  যন্ত্রাংশ, সহ দুই চোরাকার বারিকে  গ্রেপ্তার করেছে থানা পুলিশ। একটি রেজি:বিহীন সিএনজি জব্দ। 

শুত্রুবার (১০নভেম্বর) রাত ১০টার দিকে  খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার) সুদক্ষ দিক-নির্দেশনায় মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জাকারিয়া এর নেতৃত্বে মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই)মো.মাঈন উদ্দিন সহ চৌকস পুলিশ টিম গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানাধীন পৌরসভার ১নং ওয়ার্ডস্থ গাজীনগর এলাকা  অভিযান পরিচালনা করে মোটরসাইকেল ও গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ সহ মো. বিল্লাল হোসেন (২১) মো. শাহ আলম (২৩),কে গ্রেপ্তার করা হয়। একটি রেজি:বিহীন সিএনজি জব্দ। 

মাটিরাঙ্গা থানা পুলিশ জানান,বর্তমান সময়ের প্রেক্ষাপটে খাগড়াছড়ি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক রাখার লক্ষ্যে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার) এর সুদক্ষ দিক-নির্দেশনায় অত্র জেলার প্রত্যেকটি থানার পুলিশি তৎপরতায় ও গোয়েন্দা নজরদারির কারনে নাশকতকারীসহ, মাদক ও চোরাকারবারিদের অপতৎপরতা প্রতিনিয়ত প্রতিহত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ভারতীয় সীমান্ত দিয়ে চোরাই পথে.সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে নিয়ে আসা অবৈধ ভারতীয় তৈরী গাড়ীর বিভিন্ন  যন্ত্রাংশ,জব্দ করা হয় গাড়ীর বিভিন্ন পার্টসের আনুমানিক মূল্যে  ৫ লাখ ৭৫ হাজার ,৫শত টাকা ও একটি রেজীঃ বিহীন সিএনজি গাড়ী জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন-মো.বিল্লাল হোসেন (২১),মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়ন এর  শান্তিপুর এলাকার বাসিন্দা 
 জাকির হোসেন, এর ছেলে। মো. শাহ আলম (২৩), মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়ন এর উত্তর  শান্তিপুর ১নং ওয়ার্ডের  মৃত শাহাবুদ্দিন এর ছেলে।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জাকারিয়া জানান,গ্রেপ্তারকুত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে। আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

আরও খবর



হিলিতে আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ নভেম্বর 20২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৭০জন দেখেছেন

Image

মাসুদুল হক রুবেল হিলি (দিনাজপুর) প্রতিনিধি:চলতি আমন মৌসুমে দিনাজপুরের হিলিতে সরকারি ভাবে ধান ও চাল সংগ্রহ এর উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় হিলি এলএসডি গোডাউনে চলতি আমন মৌসুমের ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা ইয়াসমিন,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাহুল রহমান, এলএসডি এর ভারপ্রাপ্ত কর্মকর্তা খলিলুর রহমান,উপ-খাদ্য পরিদর্শক জোবায়ের হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন। এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,এবার হাকিমপুর উপজেলায় ৩০ টাকা কেজি দরে ৩০৪ মেট্রিক টন ধান, ৪৪ টাকা কেজি দরে ১৫৪ মেট্রিকটন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে।


আরও খবর



নওগাঁর মাদরাসার নাম পাল্টিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

প্রকাশিত:বুধবার ০৮ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১১১জন দেখেছেন

Image

এম এম হারুন আল রশীদ হীরা; নওগাঁ প্রতিনিধি:নওগাঁয় একটি মাদরাসার নাম পাল্টিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে আদায় করা কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে। এ ছাড়া মাদরাসার প্রতিষ্ঠাতাকে বাদ দিয়ে ভূয়া জমি দান দেখিয়ে নতুন একজনকে প্রতিষ্ঠাতা বানানোর পাঁয়তারা করা হচ্ছে। মাদরাসার নাম করে আদায় করা কয়েক কোটি টাকা আত্মসাৎ করে কয়েকজন আদায়কারী আঙুল ফুলে কলাগাছ হয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে। সংশ্লিষ্টরা এসব অভিযোগের কোন সদুত্তোর দিতে পারেননি।বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগীরাসহ এলাকাবাসী।জেলার মহাদেবপুর উপজেলা সদরে বসবাসকারী নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের অবসরপ্রাপ্ত উপপ্রশাসনিক কর্মকর্তা আনিছুর রহমান অভিযোগ করেন যে, তিনি তার নিজের গ্রাম নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের পিরোজপুর গ্রামে আশেপাশের কয়েক গ্রামের ধর্মপ্রাণ ব্যক্তিদের নিয়ে ২০০৯ সালে একটি মাদরাসা প্রতিষ্ঠা করেন। তার মায়ের নামানুসারে ওই মাদরাসার নামকরণ করা হয় ‘আয়লা বানু মেমোরিয়াল হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা’।তবে ২০১২ সালে মাদরাসার আনুষ্ঠানিক উদ্বোধনের সময় নামকরণ করা হয় ‘পিরোজপুর উত্তরপাড়া হাফেজিয়া মাদরাসা’ এবং আনিছুর রহমানকে প্রতিষ্ঠাতা ঘোষণা করা হয়। ২০১৮ সালে তিনি বিনিময়সূত্রে পাওয়া তার ৪ শতক জমি ওই মাদরাসার নামে ওয়াকফ করে দিয়ে সে জমির উপর মাদরাসার ঘর নির্মাণ করেন। তখন থেকে গত বছর পর্যন্ত তিনি ও তার বড়ভাই আমজাদ হোসেন নিজ অর্থ ব্যয়ে মাদরাসাটির যাবতীয় উন্নয়ন ও পরিচালনা করেন। প্রতিবছর মাদরাসার শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকে। ইতিমধ্যে প্রতিষ্ঠাতা আনিছুর রহমান জেলার পত্নীতলা উপজেলায় বদলী হন। এই সুবাদে পিরোজপুর গ্রামের মৃত বারু মন্ডলের ছেলে মোজাহার আলী নিজেকে ওই মাদরাসার প্রতিষ্ঠাতা হিসেবে জাহির করার জন্য তার পৈত্রিকসূত্রে প্রাপ্ত ৩ শতক জমি মাদরাসার নামে ওয়াকফ করে দেন। কিন্তু অভিযোগ করা হয়েছে যে, ওই জমি ১৯৯২ সালে তার পিতা তার ভাই তোফাজ্জল হোসেনের নামে দানপত্র রেজিষ্ট্রি করে দেন।     মাদরাসাটি প্রতিষ্ঠার দীর্ঘকাল পরে ভূয়া জমি দিয়ে নতুন করে প্রতিষ্ঠাতা সাজার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে। সেই সাথে তিনি মাদরাসা পরিচালনা কমিটির কিছু সদস্যকে ম্যানেজ করে মাদরাসার নাম বদল করে ‘পিরোজপুর নুরানী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা’ এবং নিজেকে প্রতিষ্ঠাতা হিসেবে দাবি করে বসেন।

এছাড়া গত ৫ বছরে মাদরাসার প্রায় আড়াই হাজার বদরী ১৩ কার্ডের মাধ্যমে বিভিন্ন এলাকার বিত্তবানদের কাছ থেকে বাৎসরিক মোটা অংকের চাঁদা গ্রহণ করে ১৬ কোটি টাকার বেশি আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করা হয়েছে। মাদরাসার উন্নয়ন ও বার্ষিক মাহফিল বাবদ সারা বছর আদায়কৃত সব টাকা মাদরাসার জমা না দিয়ে আত্মসাৎ করে নিজের ভাগ্য বদল করেছেন বলেও অভিযোগ করা হয়েছে। এসব কর্মকান্ডের প্রতিবাদ করায় নতুন প্রতিষ্ঠাতা হিসেবে দাবি করা মোজাহার আলী ও তার লোকেরা একাধিকবার আনিছুর রহমান ও তার ভাই আমজাদ হোসেনের উপর হামলা চালায়। এখন তাদের ভয়ে আনিছুর রহমান এলাকায় যেতে পারছেন না। এসব ব্যাপারে নওগাঁ সদর মডেল থানায় একাধিক জিডি এন্ট্রি করা হয়েছে। এ ছাড়া মাদরাসার নাম পরিবর্তন, কমিটিতে নতুন প্রতিষ্ঠাতা নিয়োগ, প্রতিষ্ঠাতা পরিচালকের অনুমতি না নিয়ে বদরী ১৩ কার্ড হ্যাকিং করে মাদরাসার নামে আদায় করা ১৬ কোটি টাকার বেশি আত্মসাৎ প্রভৃতি বিষয়ে নওগাঁ জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।সবশেষ অভিযোগ দেয়া হয় গত ১৬ অক্টোবর। এসব অভিযোগ তদন্তাধিন রয়েছে।নতুন প্রতিষ্ঠাতা দাবি করা মোজাহার আলী জানান, আনিছুর রহমানও প্রতিষ্ঠাতা রয়েছেন। তার দান করা জমি ভূয়া নয় দাবি করে বলেন ওই জমি তিনি না পেলে তার ভাই তো পাবেন। আগের কমিটি ৪/৫ গ্রামের মানুষকে নিয়ে করা।  এজন্য তারা এবার নতুনভাবে শুধুমাত্র পিরোজপুর গ্রামের মানুষ নিয়ে কমিটি গঠন করেছেন বলে জানান।কমিটির সভাপতি মিজানুর রহমান ও মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট রফিকুল ইসলাম বদরী ১৩ কার্ড ও বিভিন্ন সময়ে মাদরাসার নামে টাকা আদায় করার কথা স্বীকার করে জানান, সেসব টাকা মাদরাসার উন্নয়নে ব্যয় করা হয়েছে। তবে মাদরাসার নামে কোন ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়নি বলেও তারা জানান।


আরও খবর



মুগদায় যাত্রীবেশে বাসে উঠে আগুন দিল দুর্বৃত্তরা

প্রকাশিত:বুধবার ০১ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | ১০৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:রাজধানীর মুগদা এলাকায় মিডলাইন পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সকাল ১১ টা ৫৫ মিনিটে এ ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের অপারেটর জয়নাল জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভালেও বাসটি পুরোপুরি পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভালেও বাসটি পুরোপুরি পুড়ে গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা বাসের যাত্রী ছিল। বাসটি এসে হঠাৎ সড়কের উপর ব্রেক করে। বাস থেকে কয়েকজন যাত্রী বের হয়ে ভাঙচুর শুরু করে, পরে বাসের ভেতরে একজন আগুন ধরিয়ে পালিয়ে যায়।

আগুন লাগার মিনিট খানেক পরই ঘটনাস্থলের বিপরীতে বিপুল সংখ্যক পুলিশ দেখা যায়।এর আগে সকালে সাভারের হেমায়েতপুরে দুই বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর মধ্যে একটি পার্কিং করা ছিল, আরেকটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।


আরও খবর

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বুধবার ২৯ নভেম্বর ২০২৩




শার্শায় বিজিবির জব্দকৃত ৭২ কেজি স্বর্ণ পাচার মামলায় ৩ জনের ফাঁসি

প্রকাশিত:শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৮৪জন দেখেছেন

Image
ইয়ানূর রহমান:যশোরের শার্শা থানার শিকারপুর থেকে বিজিবির বহুল আলোচিত ৭২ কেজি সাড়ে ৪শ’ গ্রাম স্বর্ণ আটকের মামলায় ৩ জনের ফাঁসি ও ২ জনের যাবজ্জীবন এবং ৪ জনের ১৪ বছর করে কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (১৬ নভেম্বর- ২০২৩), যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাজুল ইসলাম এ আদেশ প্রদাণ করেন। 

যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের মধ্যে একজন ভারতীয় নাগরিক।বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্টপক্ষের অতিরিক্ত পিপি আসাদুজ্জামান।মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন, যশোরের শার্শা উপজেলার শিকারপুর গ্রামের পশ্চিমপাড়ার তোফাজ্জেল হোসেন তরফদারের ছেলে মহিউদ্দিন তরফদার, জাহাঙ্গীর হোসেনের ছেলে জাহিদুল ইসলাম ও নারিকেলবাড়িয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মুজিবুর রহমান।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, শার্শার গোকর্ণ গ্রামের মাঝেরপাড়া গ্রামের আলী হোসেন সরদারের ছেলে মাসুদ রানা, ভারতের চব্বিশ পরগনা জেলার বাগদা থানার গাংগুলিয়া গ্রামের নুর জালাল মন্ডল ওরফে মেছের আলীর ছেলে (বর্তমানে যশোরের শার্শার কৃষ্ণপুর গ্রামের শফিকুল মন্ডল মোল্যা ওরফে লিদু)।১৪ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্তরা হলেন, শার্শার দূর্গাপুর গ্রামের মৃত আবুল মোড়লের ছেলে সফি, আব্দুল মোমিনের ছেলে ইমরান হোসেন, আব্দুল কাদেরের ছেলে রুবেল হোসেন, রামচন্দ্রপুর গ্রামের নওশাদ আলীর ছেলে কবির হোসেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৯ আগস্ট রাত ১০ টার দিকে কয়েকজন চোরাচালানি শার্শার নারিকেলবাড়িয়া- সিকারপুর গ্রামের মাঠের মধ্য দিয়ে ভারতের দিকে যাওয়ার সময় তাদের চ্যালেঞ্জ করেন বিজিবি সদস্যরা।এ সময় মহিউদ্দিনকে আটক করা হয় এবং দু’জন ব্যাগ ফেলে পালিয়ে যায়। 

আটক মহিউদ্দিনের কাছে থাকা ব্যাগ থেকে ভারতে পাঁচারের উদ্দেশ্যে নেওয়া ২২৪ পিস সোনার বার ও পলাতকদের ফেলে যাওয়া দুটি ব্যাগ থেকে ৪শ’ পিসসহ মোট ৬২৪ পিস সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ৭২ কেজি সাড়ে ৪'শ গ্রাম। মূল্য ৩১ কোটি ৮৭ লাখ ৮০ হাজার টাকা।এ ঘটনার পরদিন বিজিবির সিকারপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার মুকুল হোসেন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে  শার্শা থানায় মামলা করেন।

এ মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা ঢাকা সিআইডি পুলিশের এসআই কোরবান আলী সরকার।সর্বশেষ বৃহস্পতিবার, মামলার রায় ঘোষণার দিনে ছয় আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 
একই সাথে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

আরও খবর