Logo
আজঃ রবিবার ০১ অক্টোবর ২০২৩
শিরোনাম

কুয়াকাটা সৈকতে ভেসে এলো শুশক প্রজাতির ১টি মৃত ডলফিন

প্রকাশিত:শুক্রবার ০৫ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ১৩৪জন দেখেছেন

Image

রাসেল কবির মুরাদ কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এলো একটি শুশক প্রজাতির ১টি মৃত মা ডলফিন। এটির দৈর্ঘ্য ৯ ফুট ও প্রস্থ ২ ফুট। শুক্রবার বেলা ১০টার দিকে সৈকতের ট্যুরিজম পার্ক সংলগ্ন পয়েন্টে ডলফিনটি দেখতে পায় স্থানীরা। এরপর তারা ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেয়। স্থানীয় সূত্র ও ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, ডলফিনটির লেজে এবং পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। জেলেদের জালের আঘাতে এটি মারা যেতে পারে। তাদের ধারনা ডলফিনটির ৪৮ ঘন্টা আগে মৃত্যু হয়েছে। তবে ঠিক কিভাবে এটি মারা গেছে সেটি একেবারে নিশ্চিত করতে পারেনি তারা। সৈকতের ফুচকা বিক্রেতা সফিউল হাওলাদার জানায়, শুক্রবার সকাল ৯টার দিকে ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকতে ডলফিনটি পরে থাকতে দেখি। এরপর আমরা

ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেই।ডলফিন রক্ষা কমিটির সদস্য সংবাদকর্মী আবুল হোসেন রাজু জানান, ডলফিনটির লেজে এবং পিঠে বেশ কিছু আঘাত রয়েছে। আমাদের প্রাথমিক ধারনা জেলেদের জালে আটকে এটির মৃত্যু হয়েছে। মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. আবুল কালাম জানায়, ডলফিনটির মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য এটির নমুনা সংগ্রহ করে মাটি চাপা দেয়া হবে।


আরও খবর



ডিএমপির ২ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

প্রকাশিত:রবিবার ০৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৩৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তারা দুজন উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার।গতকাল শনিবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়। 

অফিস আদেশে বলা হয়, ডিএমপি সদর দপ্তরের এক আদেশে উপ-কমিশনার এ বি এম মাসুদ হোসেনকে উপ-কমিশনার (গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাই বিভাগ-দক্ষিণ) হিসেবে এবং উপ-কমিশনার (গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাই বিভাগ-দক্ষিণ) মোহাম্মদ ইকবাল হোসাইনকে উপ-কমিশনার (গোয়েন্দা-মতিঝিল) হিসেবে পদায়ন করা হয়েছে।


আরও খবর



সেই ধর্ষক জনি ঢাকায় গ্রেফতার

প্রকাশিত:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ৬৭জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর প্রতিনিধি:অবশেষে সেই ধর্ষক জনিকে ঢাকার উত্তরা থেকে গ্রেফতার করেছে পুলিশ প্রশাসন বলে নিশ্চিত করেন  তানোর থানার ওসি আব্দুর রহিম। বৃহস্পতিবার সকালের দিকে ঢাকার উত্তরা থেকে গ্রেফতার করে বিকেলে তানোর থানায় সোপর্দ করা হয়েছে। ধর্ষক জনির বাড়ী উপজেলার কলমা ইউনিয়ন (ইউপির)  শালবাড়ী গ্রামে। সে আলেক চানের পুত্র। অপর আসামী আলীকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি।

জানা গেছে,  উপজেলার কলমা ইউপির ক্ষুদ্র নৃ গোষ্ঠীর এক স্কুল পড়ুয়া জৈনিক ব্যক্তির মেয়ে ও তার ভাই খাড়ির ধারে ঘাস কাটতে যায়। এসময় পার্শ্ববর্তী জমিতে কাজ করছিল জনি (২২) ও আলি( ২০) নামের দুই বখাটে। তারা ওই মেয়েকে একা পেয়ে ভাইকে বেধে রাখেন আলী। আর বোনকে জোরপূর্বক ধর্ষন করে জনি। ওই মেয়ের ডাকচিৎকারে গ্রামের লোকজন উদ্ধার করেন। এঘটনায় মেয়ের পিতা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন ও ধর্ষণের শিকার মেয়েকে পুলিশ উদ্ধার করে  রামেক হাসপাতালে পরিক্ষার জন্য পাঠান।

ওসি আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার পর থেকে ধর্ষক জনি ও সহযোগীতাকারী আলী পলাতক ছিল। অবশেষে রাজধানী ঢাকার উত্তরা থেকে গ্রেফতার হন ধর্ষক জনি।আর সহযোগী আলীকে গ্রেফতারে জোরালো অভিযান চলছে। আটককৃত আসামীকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হবে।

প্রসঙ্গত,  গত শনিবার দুপুরের দিকে উপজেলার কলমা ইউপি এলাকায় ঘটে লোমহর্ষক ধর্ষনের ঘটনাটি। ওইদিন রাতে ধর্ষনের শিকার মেয়ের পিতা থানায় মামলা দায়ের করেন।

আরও খবর



নাসিরনগরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দুর্গে হানার চেষ্টা বিএনপির

প্রকাশিত:শনিবার ১৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ৮৪০জন দেখেছেন

Image

আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃস্বাধীনতার পর দীর্ঘদিন  ঘুড়ে ফিরে জাতীয় পার্টি আর আওয়ামীলীগের দখলে থাকা নাসিরনগরের আওয়ামীলীগের দূর্গে এবার হানা দেয়ার চেষ্টা চালাচ্ছেন বি,এন,পি।বর্তমানে নাসিরনগরের বিএনপি আগের চেয়েও এখন বেশ শক্তিশালী অবস্থানে রয়েছেন।আওয়ামীলীগের অন্তঃকোন্দল,দলীয় ফাঁটলের  সুষ্ট সমাধান না হলে এবার এ আসনটি প্রায় নিশ্চিত চলে যেতে পারে বিএনপির দখলে।আর একবার এ আসটি বিএনপির দখলে নিতে পারলে তা আর পুনঃরোদ্ধার করা অসম্ভব এমন ধারনাই করছে সাধারণ মানুষ। আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সিইসির ঘোষনা অনুযায়ী ২০২৪ সালের জানুয়ারীর প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হতে পারে এ   নির্বাচন।জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাঠ চষে বেড়াচ্ছে আওয়ামীলীগ,বিএনপি জাতীয় পার্টি সহ বিভিন্ন দলের প্রার্থীরা। দেশের বড় দুই দল আওয়ামীলীগ ও জাতীয়তাবাদী দল বিএনপি থেকে এবারের নির্বাচনে একাদিক প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছেন।তবে বিএনপি থেকে দুইজনের নাম শোনা গেলেও আওয়ামীলীগে একাদিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে।তাছাড়াও ইসলামীফ্রন্ট,নেজামে ইসলাম,বাসদ আর জাতীয় পার্টি থেকে একক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। 

একদিকে আওয়ামীলীগের বর্তমান সংসদ সদস্য বি,এম ফরহাদ হোসেন সংগ্রাম এমপির পাশাপাশি আওয়ামীলীগের বা নৌকার প্রার্থী হিসেব কেন্দ্রীয় কৃষকলীগের অর্থ বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ নাজির মিয়া ও তার সহধর্মীনী নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি রোমা আক্তার দীর্ঘদিন যাবৎ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে সভা, সভা সমাবেশ,পথসভা,উঠান বৈঠক করে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

 অপর দিকে এক সময়ের প্রভাবশালী আওয়ামীলীগ নেতা  সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এটিএম মনিরুজ্জামান সরকার উপজেলা সদরে তার ব্যাক্তিগত কার্যালয়ে অফিস খোলে ও বিভিন্ন গ্রামগঞ্জের সাধারণ মানুষের সাথে দলীয় কাজকর্ম চালিয়ে যাচ্ছেন ।তাছাড়াও  আওয়ামীরীগের প্রার্থী হিসেবে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সহ সভাপতি এ কে এম আলমগীর, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এম এ করিম,নুরপুর গ্রামের প্রভাষক ইমরান হাই জাবেদ,ইঞ্জিনিয়ার এম আই কামাল নৌকার প্রার্থী হিসেবর প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুর্দিনের কান্ডারী। যিনি দীর্ঘদিন যাবৎ মেজর জিয়া,দেশনেত্রী বেগম খালেদা জিয়া,তারণ্যের অহংকার তারেক জিয়া সহ জাতীয়তাবাদী আদর্শকে বুকে লালন করে দল ও নাসিরনগর বাসীকে ভালবেশে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বিশিষ্ট শিল্পপতি হিসেবে খ্যাত ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ একরামুজ্জামান সুখন বিএনপির প্রার্থী ছাড়াও সম্প্রতি নাসিরনগর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন ডেকে  মত বিনিময় করে বিএনপি থেকে নির্বাচন করার ঘোষনা দিয়েছেন এডঃ কামরুজ্জামান মামুন।

বাংলাদেশ ইসলামীফ্রন্ট থেকে নির্বাচন করার ঘোষনা দিয়েছেন,কেন্দ্রীয় সাংগঠনিক সচিব কাজী ও এডঃ মোঃ ইসলাম উদ্দিন দুলাল। নেজামে ইসলাম পার্টি থেকে  প্রার্থীতা ঘোষনা করেছেন দলের নির্বাহী সভাপতি বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও প্রধান সমন্বয়কারী জাতীয় সংহতি মঞ্চ মাওলানা এ কে এম আশরাফুল হক ও বাসদ থেকে মোঃ বকুল খান।

জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষনা দিয়েছেন, মুহাম্মদ শাহনুল করিম গরীবুল্লাহ সেলিম।তিনি আহবায়ক জাতীয় পার্টি ও নাসিরনগর উপজেলা শাখার সভাপতি। এক সময়ে জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে খ্যাত নাসিরনগরে এখন জাতীয় পার্টি পড়েছে অস্থিত্ব সংকটে।সাবেক সাংসদ মোজাম্মেল হক কাপ্তান মিয়া,সৈয়দ মোর্শেদ কামাল,রেজোয়ান আহম্মদ, কামাল চৌধুরী,মোঃ শাহ আলম চেয়ারম্যান,উবায়দুল হক রেনুর মত জাতীয় পার্টির নেতাদের শুন্যতার কারনে নাসিরনগরে জাতীয় পার্টি আজ পড়েছে অস্তিত্ব সংকটে।এখন জাতীয় পার্টির শেষ ভরসা শাহানুল করিম গরীবুল্লাহ সেলিম।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



ডেমরা থানা ৬৬ নং ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগের কর্মী সম্মেলন

প্রকাশিত:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ১৪৯জন দেখেছেন

Image

নাজমুল হাসানঃরাজধানীর ডেমরায় ৬৬ নং ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শ্রমিক লীগ ডেমরা থানার অন্তর্গত ৬৬ নং ওয়ার্ড কমিটির আয়োজনে বুধবার ২৭ সেপ্টেম্বর রাতে ডগাইড় নতুন পাড়া বালুর মাঠে  এ কর্মীসম্মেলন অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি এবিএম শফিউল আলম বুলু।

জাতীয় শ্রমিক লীগের এই কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন ৬৬ নং ওয়ার্ড  ডগাইড় উত্তর ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন মিয়া। সঞ্চালনা করেন আওয়ামী লীগ নেতা মোঃ ফারুক খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গনি রাজা, সাংগঠনিক সম্পাদক লায়ন ফারুক আহমেদ, এম এ করিম খান, ডেমরা থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি কামাল হোসেন তারেক, ডেমরা থানা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি এবিএম শফিউল আলম বুলু বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে কাজ করছেন তার সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আগামী দিনে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হলে আওয়ামী লীগের বিকল্প নাই, তাই আগামী নির্বাচনে সবাইকে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানাচ্ছি।

বিশেষ অতিথির বক্তব্যে ডেমরা থানা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে এই জাতীয় শ্রমিক লীগের সৃষ্টি হয়েছিল, তার সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে, বাংলাদেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে, এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় বিজয়ী করতে হবে।

সম্মেলনে স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ শ্রমিক লীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


আরও খবর



খুলনায় নবমুসলিম গৃহবধূকে হয়রানি ও জীবননাশের হুমকিতে সংবাদ সম্মেলন

প্রকাশিত:বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ১০৩জন দেখেছেন

Image
ব্যুরো প্রধান খুলনাঃ খুলনা মহানগরীতে নবমুসলিম গৃহবধূ জান্নাতুল ফেরদাউস উপমাকে অযথা হয়রানি ও জীবননাশের হুমকির অভিযোগ উঠেছে পিতৃালয়ের লোকজনদের বিরুদ্ধে। ১৩ সেপ্টেম্বর বুধবার বিকেল ৩টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেছেন তিনি। নগরীর ৪৪/৩ শামসুর রহমান রোডের বাসিন্দা বিশ্বজিৎ সাহার কণ্যা উপমা সাহা গত ১১ সেপ্টেম্বর নোটারী পাবলিকের (যার সিরিয়াল নং ১৪৪৩/২০২৩) মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহন করে ‘জান্নাতুল ফেরদাউস উপমা’ নাম গ্রহন করেন।লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১১ সেপ্টেম্বর স্বজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে ও বিনাপ্ররোচনায় ইসলাম ধর্মের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করে ইসলাম ধর্ম গ্রহন করেন তিনি। ইসলাম ধর্ম গ্রহনের পর নিজে নাম নিয়েছেন, ‘জান্নাতুল ফেরদাউস উপমা’। প্রাপ্ত বয়স্ক ও মুসলিম হিসেবে ইসলামী অনুশাসনে জীবন-যাপন করার তাগিদে গত ১১ সেপ্টেম্বর স্বেচ্ছায়, স্বজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে নোটারী পাবলিকের মাধ্যমে নগরীর ৪১নং ফরাজীপাড়া নিবাসী মোঃ শহিদুল হকের ছেলে মোঃ ইমজামামুল হকের সাথে ইসলামী শরিয়াহ মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এঘটনার পর থেকে কল্প-কাহিনী সাজিয়ে তাকে, তার স্বামী ও পরিবার-পরিজনকে হয়রানিমুলক মামলায় জড়ানোর হুমকি দিচ্ছেন। নবদম্পত্তিকে জীবন নাশের হুমকিও দিচ্ছে ওরা। স্বামী-সংসার নিয়ে শান্তিপূর্ণভাবে ইসলামের ওপর বাকি জীবনটা কাটিয়ে দিতে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি প্রত্যাশা করে সকলের দোয়া ও আর্শীবাদ প্রার্থনা করেছে নবদম্পত্তি।

আরও খবর