Logo
আজঃ শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
শিরোনাম

কুড়িগ্রামের রৌমারী মুক্তাঞ্চলের মানুষ গুলোর একমাত্র ভরসা বাশেঁর সাকোঁ

প্রকাশিত:শনিবার ১০ জুন ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ | ২১২জন দেখেছেন

Image

মাজহারুল ইসলাম,রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধিঃ পূর্বে ভারত পশ্চিমে ব্রক্ষপুত্রর নদ দ্বারা বিছিন্নজনপদে বসবাস করছেন রৌমারী ও রাজিবপুরের প্রায় সাড়ে তিন লক্ষ মানুষ। এরমধ্যে ১৯৭১ সালে দেশ স্বাধীনের যুদ্ধের সময় মুক্তাঞ্চল ছিলো কুড়িগ্রাম জেলাধীন রৌমারী উপজেলাটিতে হানাদার বাহিনির হায়নাররা প্রবেশ করতে পারেননি। ততকালিন যুদ্ধর সময় রৌমারী সিজি জামান উচ্চ মাধ্যমিক বিদ্যালয় নামক স্থানে ৬৫ হাজার মুক্তিযোদ্ধা প্রশিক্ষণে অংগ্রহণ করেছিলেন। রৌমারী সিজি জামান মাঠ প্রাঙ্গনে প্রশিক্ষণ নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে যুদ্ধ পরিচালনা করেছিলেন। ৬৫ হাজার মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ নিচ্ছে এমন খবরের পাকিস্থানী হায়নাররা রৌমারী উপজেলায় প্রবেশ করার সাহস পাচ্ছিলনা। ফলে রৌমারী উপজেলাটি ৭১ সালের যুদ্ধের সময় মুক্তাঞ্চল হিসেবে ৬৫ হাজার মুক্তিযোদ্ধা এবং প্রশিক্ষনের সময় দায়িত্বপ্রাপ্ত উর্ধ্বতন কর্মকর্তারাও জানতেন। এই মুক্তাঞ্চলের মানুষ গুলো এখন পর্যন্ত অসহায় শুধু যাতয়াতের উন্নয়ন না হওয়ার কারনে। উপজেলার যাদুরচর ইউনিয়নের সীমান্তঘেষা আলগারচর , লাঠিয়াল ডাঙ্গা, বংশির ভিটা,বাগান বাড়ী, চর লাঠিয়াল ডাঙ্গা, বিকরিবিল, খেওয়ার চর, বকবান্দা,নামা পাড়াসহ প্রায় ১০টি গ্রামের ৫০ হাজার মানুষের একমাত্র ভরসা নিজের তৈয়ারী করা বাঁেশর সাকোঁ। মুক্তাঞ্চলের মানুষ গুলোর ভাগ্যের পরির্বতন কেন হচ্ছেনা জানতে চায় বিছিন্ন এলাকার মানুষ। রাস্তাবিহিন বিছিন্নজনপদের মানুষ গুলোর অভিযোগ আর আর্থনাত কেউ যেন আমলে নিচ্ছেনা এমন অভিযোগ অনেকের। ততসময় রৌমারীর সকলস্থরের জনসাধারনরা মুক্তিযোদ্ধাদের সকলপ্রকারের সহযোগিতার হাত বাড়িয়ে আজ স্বাধীন বাংলাদেশ নামে সারাবিশ্বে পরিচিত লাভ করেন বঙ্গবন্ধুর নেতৃত্বে। জনপ্রতিনিধিরা শুধু আশ্বাসের বানি দিয়ে ভোটের সময় ভোট নেয়,ভোট নেয়া শেষ হলে আর খবর রাখেনা এটি হচ্ছে বাস্তব চিত্র। ১০টি গ্রামে রয়েছে কয়েকহাজার হেক্টর জমি ওই জমির ফসল গুলোও ন্যায্য মূল্য থেকেও বঞ্চিত যোগাযোগ ব্যবস্তা না থাকায়। হাজার হাজার একর জমির ফসল বাশেঁর সাকোঁর উপর ভর করে বহন করতে হচ্ছে ক্ষেতের ফসল। যোগাযোগ ব্যবস্তা ভালো থাকলে একবিঘা জমির ফসল আনতে খরচা হতো ৬ থেকে ৭ হাজার টাকা। আর যোগাযোগের ব্যবস্তা না থাকায় বিছিন্নজনপদে একবিঘা জমির ফসল মাথায় করে বাড়ী পর্যন্ত বহন করতে খরচা হচ্ছে ১৫ থেকে ২০ হাজার টাকা। একারনে এঅঞ্চলের মানুষ গুলো দেশ স্বাধীনের ৫২ বছরেও আলোর মুখ দেখতে পারেননি বলেও অভিযোগ এলাকাবাসিদের। বিষয় বীর মুক্তিযোদ্ধা আজিম উদ্দিন বলেন এই জিঞ্জিরাম নদিতে একটি ব্রীজের দাবীতে দীর্ঘ ৫০টি অতিবাহিত হলেও ব্রীজটি না পাওয়ার বেদনা থেকেই গেলো আমি মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা র, সুদৃষ্টি কামনা করছি। স্কুল শিক্ষার্থী রুবি আক্তার বলেন আমরা স্কুলে যাই যাইতে আসতে অনেক সময় বইসহ ব্রীজ ভাঙ্গে পানিতে পইরা যাই সেদিন আর স্কুলে যাওয়া হয়না, আমি সরকারের কাছে একটি ব্রীজ চাই। নবম ¤্রনেীর স্কুল ছাত্র রফিকুল ইসলাম ব=জানায় প্রতিদিন জীবনের ঝুকি নিয়ে এই বাশেঁর সাকোঁর উপর দিয়ে যাতয়াত করতে হয় প্রায়ই সমস্যায় পরতে হয় সরকার যদি এখানে একটি টেকসই ব্রীজ করে দিতেন তাহলে এই এলাকার উন্নয়ন হতো। এমন আবেগের অভিযোগ অনেকের রয়েছে শুধু একটি ব্রীজের দাবীতে ৫২টি বছর এমনিভাবেই পেরিয়ে গেলেও আজও পর্যন্ত ভাগ্যে জোটেনি এই এলাকার জন্য একটি টেকসই ব্রীজ। উপজেলার চর লাঠিয়াল ডাঙ্গা জিঞ্জিরাম নদের উপর একটি ব্রীজের দাবীতে ৫২টি বছর চরম দূর্ভোগে ১০ গ্রামের ৫০ হাজার মানুষ এবিষয়,কুড়িগ্রাম জেলা প্রকৌশলী মাসুদুর রহমান তার সঙ্গে কথা হলে তিনি বলেন চর লাঠিয়াল ডাঙ্গা ব্রীজের খুবই প্রয়োজন এটি আমার মাথায় আছে। তবে বর্তমান কোন প্রকল্প নেই নতুন বাজেট আসছে প্রকল্প আসলেই ওখানে ব্রীজ করা হবে এমন আশ্বাস দিয়েছে জেলাএলইজিডির প্রকৌশলী


আরও খবর



৬৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী

মনিরুজ্জামান মনির মাস্টারের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

প্রকাশিত:রবিবার ০৭ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ | ৭৭জন দেখেছেন

Image

 সোহরাওয়ার্দীঃ

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানী ডেমরা থানা ৬৫ নাম্বার ওয়ার্ড এলাকায় শনিবার সকালে আলহাজ্ব মনিরুজ্জামান মনির মাস্টারের উদ্যোগে ৩ শতাধিক গরীব অসহায় ও দুঃস্থের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে ।

বিশিষ্ট আওয়ামী লীগ নেতা সামসুল হক খান স্কুল এন্ড কলেজ ইউনিট কমিটির সভাপতি ও ৬৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আলহাজ্ব মনিরুজ্জামান মনির মাস্টার আগত নারী,পুরুষ ও শিশুদের হাতে নতুন শাড়ি, পাঞ্জাবি, পায়জামা ও কামিজ তুলে দেন।


এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম খান মাসুদ।



বিশিষ্ট আওয়ামী লীগ নেতা, সমাজসেবক সামসুল হক খান স্কুল এন্ড কলেজ ইউনিট কমিটির সভাপতি ৬৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আলহাজ্ব মনিরুজ্জামান মনির মাস্টার বলেন, আমি সব সময়ই গরীব, অসহায় ও দুঃস্থদের পাশে থাকতে চাই। আলহাজ্ব মনিরুজ্জামান মনির মাস্টার এলাকায় সাধারণ মানুষের জন্য সব সময় এই ধরনের সহযোগিতার হাত প্রসারিত করে রাখেন। তার এই সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


আরও খবর

ঢাকায় ভিসা কেন্দ্র খুলল চীন

শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪




ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুরে ঈদ পুনঃমিলনী অনুষ্ঠিত

প্রকাশিত:সোমবার ১৫ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:বুধবার ১৭ এপ্রিল ২০২৪ | ১১২জন দেখেছেন

Image

আব্দুল হান্নানঃএকতাই  শক্তি, একতাই বল,এই শ্লোগানকে সামনে রেখেই  ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সুহিলপুর চাঁন্দের হাটি ( সুতার মুড়া)  আব্বাস আলী ফাউন্ডেশনের কর্তৃক আয়োজিত ঈদ পুনঃমিলনী অনুষ্ঠান ও দোয়া মাহফিল  অনুষ্টিত হয়েছে। রবিবার বিকেলে চান্দের হাঁটিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রশিদ ভূঁইয়া চেয়ারম্যান সুহিলপুর ইউনিয়ন পরিষদ, প্রধান বক্তৃা স্বর্ণ পদক প্রাপ্ত সাবেক চেয়ারম্যান মোবারক মুন্সী, বিশেষ অতিথি , ৪, ৫, ৬  ওয়ার্ডের নারী সদস্য সুমি আক্তার।

প্রধান উপদেষ্টা হাজ্বী উসমান গনী, হামিদ মিয়া,  ৩ বারের সাবেক মেম্বার চাঁন মিয়া,হাজ্বী  হাবিবুর রহমান, রৌশন  সরদার, আবদুর রহমান, , বিশিষ্ট  ঠিকাদার আবুল কাশেম, কাউসার মিয়া, কাদের মিয়া,  আব্দুস সাত্তার, লোকমান মিয়া,  উপদেষ্টা গণ।  মরহুম আব্বাস উদ্দিন ফাউন্ডেশনের সভাপতি  ফারুক ওসমান সভাপতিত্বে, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এহসানুল হক রিপনের সঞ্চালনায়, সাধারণ সম্পাদক  বিশিষ্ট সমাজসেবক  ও সালিশ কারক  সাদির মিয়ার দিক  নির্দেশনায়  অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  সহ সভাপতি আব্দুল হাসিম  , যুগ্ম সাধারণ সম্পাদক শফিক আহমেদ , আব্দুর রাহিম কোষাধক্ষ্য , শাহিন মিয়া শানু মিয়া প্রচার  সম্পাদক , নিজাম উদ্দিন, দপ্তর সম্পাদক , সালাউদ্দিন ও নানু মিয়া,ধর্ম বিষয়ক সম্পাদক অলি মিয়া, আব্দুল জব্বার,মুসলিম মিয়া,  সোহেল মিয়া প্রমুখ।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



জলঢাকা পৌরসভার উপ -নির্বাচনে মেয়র পদে ৬ জনের মনোনয়নপত্র দাখিল

প্রকাশিত:শুক্রবার ২৯ মার্চ ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ | ৬৬জন দেখেছেন

Image
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃনীলফামারীর জলঢাকায় আসন্ন ২৮ এপ্রিল পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে ৬ জনের মনোনয়ন পত্র দাখিল করা হয়েছে। মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিল  ২৮ মার্চ। বৃহস্পতিবার সকাল থেকেই প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে উপজেলা পরিষদে এসে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নিজ নিজ মনোনয়ন পত্র দাখিল করেছেন। এদের মধ্যে দু'জন জন নারী প্রার্থীও রয়েছে। মনোনয়ন পত্র জমা দান কারীরা হলেন, প্রয়াত মেয়র ইলিয়াস হোসেন বাবলু'র ছেলে নাসিব সাদিক হোসেন (নোভা) ও তাঁর   মা নাজনীন চৌধুরী এবং সাবেক মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট ও তাঁর  সহধর্মিণী ইফফাত আরা জান্নাত। এছাড়াও সমাজসেবক শিক্ষানুরাগী  প্রভাষক সাদের হোসেন ও সাবেক ছাত্রলীগ নেতা গোলাম আজম প্রমুখ মনোনয়ন জমা করেছেন।

পৌরসভাটির ৯টি ওয়ার্ডে ১৮টি ভোটকেন্দ্রে এবারে মোট ভোট সংখ্যা ৩৭,১৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৮,৭৭৪ জন ও মহিলা ভোটার সংখ্যা ১৮,৪১৭ জন। 

নীলফামারী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান,  পৌরসভার মেয়র  এর মৃত্যুতে এটি শুন্য ঘোষণা করা হয়। আগামী ২৮ এপ্রিল উপ -নির্বাচন অনুষ্ঠিত হবে। আজকে ছিল মনোনয়নপত্র জমা দানের শেষদিন। আশা করি এ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এটা আমাদের নির্বাচন কমিশনের কমিটমেন্ট।  উল্লেখ্য, মেয়র ইলিয়াস হোসেন বাবলু গত ১৯ জানুয়ারি ২০২৪ রাতে  হৃদ রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

আরও খবর



গোদাগাড়ীতে রুহুল আমিন হত্যা মামলার প্রধান আসামী আওয়ীমীলীগ নেতাসহ দুইজন আটক

প্রকাশিত:শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ | জন দেখেছেন

Image

গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃরাজশাহীর গোদাগাড়ীতে রুহুল আমিন হত্যা মামলার প্রধান আসামী আওয়ীমীলীগ নেতাসহ দুইজন আটক হয়েছে।পুলিশ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের সেতারাপুর গ্রাম থেকে মামলার প্রধান আসামী ও ওয়ার্ড আওয়ীমীলীগের সাবেক সভাপতি আজিজুল হক(৬২) ও গোদাগাড়ী উপজেলা সাগুয়ানঘুন্টি গ্রামের কামরুজ্জামান ছেলে মনিরুর ইসলাম(৪৫)কে আটক করে।ছাগলে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংর্ঘর্ষে রুহুল আমিন নিহত হয়। ২০জন আসামী করে মামলা হয়।পুলিশ এ মামলায় ৫জন আটক করল। গোদাগাড়ী মডেল থানার অফিসার(ওসি)আব্দুল মতিন বলেন,বাকি আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।


আরও খবর



দেশবাসিকে ঈদের শুভেচ্ছা জানালেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হক

প্রকাশিত:বৃহস্পতিবার ১১ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ | ১০৭জন দেখেছেন

Image
মারুফ সরকার, স্টাফ রিপোর্টার:পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা  ১৬ আসনসহ  বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন  বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী সদস্য সচিব   আমিনুল হক।

 তিনি বলেন, ব্যক্তি জীবনকে সুন্দর, পরিশুদ্ধ ও সংযমী করে গড়ার লক্ষ্যে মোমিন মুসলমানেরা মাসব্যাপী সিয়াম সাধনার পর অনাবিল আনন্দের বার্তা নিয়ে ঈদুল ফিতর সমাগত। বিশ্ব মুসলিমের সবচেয়ে বড় উৎসব ঈদুলফিতর। উৎসব মানুষের আনন্দময় স্বত্তার জাগরণ ঘটায়।

তার আত্মাকে মিলনের বোধে উদ্দীপ্ত করে। ঈদুল ফিতরের উৎসবে সমাজের সকল ভেদরেখা ও সীমানা অতিক্রম করে মানুষে মানুষে মহামিলন ঘটায় ও সৃষ্টি করে পরষ্পরের প্রতি আন্তরিক শুভেচ্ছাবোধ।

ধনী-গরিব, উচু-নিচু নির্বিশেষে সকল মানুষকে নিবিড় ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে। হানাহানি, হিংসা, বিদ্বেষ ও তিক্ততার গ্লানি থেকে মানুষের মনকে এক স্বর্গীয় শান্তি ও সম্প্রীতির বোধে উদ্দীপ্ত করে ঈদুল ফিতরের উৎসব।

তাই এই উৎসবের দিনে প্রতিটি মুসলমান নর-নারী সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ হয়ে আনন্দকে একত্রে উপভোগ করতে হবে। ঈদুল ফিতর নির্মল আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিয়ে একটি গুরুত্বপূর্ণ মর্মবাণী মানবজাতির কাছে পৌছে যায় তা হচ্ছে ‘সকলের তরে সকলের আমরা’।

এই মর্মবাণী মানসিক কদর্য, অন্যায় ও নিষ্ঠুর সামাজিক অসাম্যকে অতিক্রম করে এক নিবিড় ভাতৃত্ববোধের প্রেরণা জাগায়। আর এই প্রেরণায় উদ্দীপ্ত হয়ে সমাজের অপেক্ষাকৃত দরিদ্র, অবহেলিত ও বঞ্চিত মানুষের প্রতি সাহায্য ও সহমর্মিতার হাত বাড়িয়ে দেয়া মুসলমান হিসাবে আমাদের কর্তব্য। 

তিনি আরো বলেন, আমি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলছি আপনাদের যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই   অসহায়  নেতা কর্মীদের  পাশে দাঁড়াবেন। আপনারা হতাশ হবেন না। আপনারা ধৈর্য ধারণ করুন।  আল্লাহ নিশ্চয়ই উত্তম ফয়সালা কারী।

আরও খবর