
মোঃ সহিদুল আলম বাবুল,কুড়িগ্রাম : কুড়িগ্রামের রৌমারীতে ২২ হাজার ৬শ পিচ ইয়াবাসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। কুখ্যাত ওই মাদক ব্যবসায়ী রৌমারী সদর ইউনিয়নের চর নতুন বন্দর গ্রামের রকিব হাসান ওরফে রফিক (৩৪)।
সে অবসর প্রাপ্ত আর্মি দেলোয়ারের পুত্র।
জানা গেছে,৭ ফেব্রুয়ারি রৌমারী থানা পুলিশ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করা কালীন সময়ে সদর ইউনিয়নের চর নতুন বন্দর পোর্ট এলাকায় অবস্থানকালে ভোর রাত ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চর নতুন বন্দর গ্রামের বাসিন্দা রকিব হাসান ওরফে রফিক এর বাড়ীতে ইয়াবা ট্যাবলেট বেচাকেনা হচ্ছে। খবর পেয়ে রৌমারী থানা পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী রফিক পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে তার বাড়ীর বিভিন্ন জায়গায় তল্লাশী করে তার বসতঘরের ড্রয়ার ও সিন্দুকের ভিতর থেকে ২২ হাজার ৬'শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এসময় তার কাছে থাকা ২ টি পুরাতন এন্ড্রয়েট মোবাইল ফোন জব্দ করে। এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(গ)/৪১.ধারায় রৌমারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ভৌমারী থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেছেন।