
রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি: রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের বকবান্দা বহুমুখী উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান এর বিরুদ্ধে অভিযোগ করেছে একই এলাকার আব্দুল মান্নান নামের এই ব্যাক্তি। আব্দুল মান্নান অভিযোগ করে বলেন স্কুলের প্রধান শিক্ষক আমার ৩০ শতাংশ জমি স্কুলের বলে দাবী করছেন। অপরদিকে প্রধান শিক্ষক আব্দুর রহমান বলছেন ওই জমিটি বহুমুখী উ”চ বিদ্যালয়ের নামে সব কাগজ পাতি ওকে। এভাবেই পাল্টাপাল্টি অভিযোগ করে আসছেন বাদী এবং বিবাদী।
আব্দুল মান্নান বলছেন আমি দীর্ঘ ৩০ বছর যাবৎ এই জমিটিতে হালচাষ করে আসছি। এবার হঠাৎ করে প্রধান শিক্ষক আমার জমি বেদখল দিয়ে আমার ক্ষেতের তিন কাটা জমির সরিষা উঠিয়ে নিয়ে যায়। আমি বাধা দিলে আমাকে হুমকি ধামকি প্রর্দশন করে সরিষা নিয়ে যায়। বিষয়টি নিয়ে দ্বারে দ্বারে ঘুরেও কোন প্রতিকার পাইতাছিনা। বাদী আব্দুল মান্নান এর দাবী আমি সরকারের কাছে জোর বাদী জানা”িছ জমিটি উদ্ধারে প্রতিকার চাই। তিনি আরো বলেন আমি গরিব মানুষ ওই জমি থেকে যেটুক ফসল আসে ওই ফসল দিয়ে আমি আমার খাবার যোগান দিয়ে আসছি। যদি ওই জমিটা বেদখল হয়ে যায় তাহলে আমা না খেয়ে থাকতে হবে।
অভিযোগের প্রেক্ষিতে বহুমূখী উ”চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুর রহমান এর কাছে জমির বিষয় জানতে চাইলে তিনি বলেন আব্দুল মান্নান নামে যেব্যাক্তিটা জমির দাবী করে আসছে সেটি একদম ভিত্তিহীন। সে কাগজপত্র নিয়ে আসক জমি পাইলে দেওয়া হবে।
০১৭১৮১০৫০৭৫