Logo
আজঃ শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

কথার ছলে সংলাপের কথা বলেছেন আমু, দাবি ওবায়দুল কাদেরের

প্রকাশিত:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১৯২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:বিএনপির সঙ্গে জাতিসংঘের মধ্যস্ততায় সংলাপের বিষয়টি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু কথার ছলে বলেছিলেন বলে দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘কথার ছলে আমু ভাই সংলাপের কথা বলেছেন। এই নিয়ে বিএনপির জিহ্বায় জল এসেছে। আপাতত এ নিয়ে আওয়ামী লীগ ভাবছে না।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ফখরুল সাহেব ভাবছেন আমরা তাদের সংলাপে ডাকব। তত্ত্বাবধায়ক সরকারের জন্য নিরপেক্ষ লোক খুঁজে বের করুন, তারপর দেখা যাবে। এ তত্ত্বাবধায়ক মরে গেছে। মরা কিছুকে জীবিত করার চেষ্টা করবেন না। আমরা মারিনি। আদালতের রায়ে মরে গেছে। ফখরুল সাহেব, আপনি কেন বারবার আমাদের অপবাদ দেন? আমি আপনাকে সতর্ক করে দিচ্ছি।

বিএনপির সঙ্গে সংলাপের বিষয়ে তিনি বলেন, ‘আপাতত আমরা ভাবছি না। ভাবব কিনা পরে দেখা যাবে। আপাতত আপনাদের সংলাপের মুলা ঝুলিয়ে টেবিলে বসাব! গতবারের কথা আমাদের মনে আছে। একবার না, দুইবার বসেছি। রেজাল্ট কী? জগাখিচুড়ি।

ওবায়দুল কাদের বলেন, ‘তারা (বিএনপি) নালিশ করে নিষেধাজ্ঞার পরিবর্তে কী পেয়েছে? ভিসানীতি। এতে আওয়ামী লীগের ভীত হওয়ার কিছু নেই। কে কাকে ভিসা দেবে, এটা তাদের ব্যাপার। আমরা আমাদের দেশে কাকে ভিসা দেব, কাকে দেব না, সেটা আমাদের ব্যাপার।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আপনারা নিয়মের মধ্যে থাকুন, আমাদের শপথে থাকুন। আমাদের আবারও ৭ মার্চের শপথ নিতে হবে।

নতুন ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘বাংলাদেশের তরুণ সমাজ, এবার তোমরা যারা প্রথমবার ভোট দেবে, তোমরা স্মার্ট বাংলাদেশের পক্ষে ভোটটা দেবে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।


আরও খবর

এডিসি হারুন রংপুরে যোগ দিলেন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




ইবি সিআরসির নবীন বরণ-প্রবীণ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ৩৩জন দেখেছেন

Image
সাব্বির খান, ইবি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড (সিআরসি)’ বিশ্ববিদ্যালয় শাখার নবীন বরণ ও প্রবীণ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি) এর ১১৬ নং কক্ষে দিনব্যাপী এ আনন্দময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনের বিদায়ী-প্রবীণ সদস্যদের মধ্যে ক্রেস্ট, শুভেচ্ছা উপহার ও সার্টিফিকেট প্রদান করা হয়। দুপুরে সংগঠনের সদস্যদের মধ্যে প্রীতিভোজের আয়োজন করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।  

এসময় সিআরসি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রনি সাহার সভাপতিত্বে তাসফিয়া সানজিদা ও মুহাম্মদ মুরসালিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মো: মাজেদুল হক ও সাধারণ সম্পাদক উম্মে হাবিবা হ্যাপি এবং সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আকাশ। অন্যদের মধ্যে  হাসিবুর রহমান, চঞ্চল মন্ডল, জয় বৈষ্ণব,সৌরভ শেখ, পারভেজ আহম্মেদ ও আবদেম মুনিব, ইমদাদুল হক, শহীদ কাওসার,  সুরাইয়া ইয়াসমিন, আব্দুল্লাহ মাসুম, সুমন, সাইফুল, মশিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ‘থেকে একসাথে যুক্ত, করবো পৃথিবী পথশিশু মুক্ত’ স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৬ সাল থেকে সিআরসি’র কার্যক্রম শুরু হয়। এরপর থেকে সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নানা কার্যক্রম চালিয়ে আসছে সংগঠনটি।

আরও খবর

৪০তম বিসিএস নন-ক্যাডারের ফল

বুধবার ২০ সেপ্টেম্বর ২০23




মধুপুরে সিএনজি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ৩

প্রকাশিত:রবিবার ১৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৯৪জন দেখেছেন

Image

বাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল:টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া বাগবাড়ী মোড়ে সিএনজি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক সহ ৩জন মারাত্মক ভাবে আহত হয়েছে।রবিবার (১৭সেপ্টেম্বর)বিকাল ৪টার দিকে মধুপুর দিক থেকে ছেড়ে আসা সিএনজি কুড়ালিয়া বাগবাড়ী মোড়ে এসে পৌঁছালে কুড়ালিয়া বাজার থেকে ছেড়ে আসা অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ ঘটনায় সিএনজি চালক সহ সামনে বসা দুই যাত্রী মারাত্মক ভাবে আহত হয় এবং অটোরিকশায় বসা কুড়ালিয়া বি.কে উচ্চ বিদ্যালয়ের ৭/৮জন ছাত্র ছাত্রী অল্পের জন্য মারাত্মক র্দুঘটনা থেকে প্রানে বেঁচে যায়।স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন এবং অন্যজনকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তাৎক্ষণিক ভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

ঘটনার প্রত্যক্ষদর্শী আব্দুস সাত্তার জানান, মধুপুর থেকে ছেড়ে আসা সিএনজি খুব দ্রুত গতিতে এসে অটোরিকশার সাথে লাগিয়ে দিলে এই মর্মান্তিক র্দুঘটনাটি ঘটে। অটোরিকশায় থাকা ছাত্র ছাত্রীরা লাফিয়ে রাস্তার নিচে পরে যায়। প্রত্যক্ষদর্শী আরিফ হোসেন জানান, আমি বিকট শব্দ শুনে দৌড়ে এসে দেখতে পাই, সিএনজির সামনে বসা দুই যাত্রী সহ চালক চাপা পড়ে আছে। তাদের শরীরের বিভিন্ন স্থানে কেটে অঝরে রক্ত পড়ছে। আমি স্থানীয়দের সহায়তায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই।ঘটনার কিছুক্ষনের মধ্যে লাউফুলা ফাঁড়ির এসআই আজহার আলী এসে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমানের পরামর্শ ক্রমে সিএনজি ও অটোরিকশা আটক করে ফাঁড়িতে নিয়ে যান।

বলাবাহুল্য গত জানুয়ারি ২০২৩ সাল হতে সেপ্টেম্বর পর্যন্ত এই ৯ মাসে কুড়ালিয়া বাগবাড়ী মোড়ে ৭টি  ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে এবং এই সড়ক দুর্ঘটনায় ১জনে মৃত্যু সহ অনেকেই পঙ্গু হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এ সব সড়ক দুর্ঘটনার জন্য গারো বাজার, সাগরদীঘি, সখিপুর ও ভালুকা এলাকার সিএনজির বেপরোয়া চালকদের দায়ী করছেন এলাকাবাসী।তারা বলছেন, এখানে তিন রাস্তার সংযোগস্থল থাকার সত্বেও সিএনজি চালকগন এদিক ওদিক না দেখেই খুব দ্রুতগতিতে এই মোড় পাড়ি দিয়ে থাকে যে কারণে প্রায়ই মারাত্মক দুর্ঘটনার শিকার হচ্ছে যাত্রী ও সাধারণ পথচারী।

বিশিষ্টজনেরা বলছেন, বাহিরের উপজেলার সিএনজি কি ভাবে মধুপুর থেকে যাত্রী আনা নেওয়া করে তা আমাদের বোধগম্য নয়। প্রায় শতশত  সিএনজি এই ব্যস্ততম রোডে প্রতিদিন যাতায়াত করছে যার কোনো বৈধ কাগজপত্র নেই এমনকি চালকদের নাম পরিচয়ের কোনো তথ্য কারো কাছে নেই। বিভিন্ন উপজেলা থেকে আসা সিএনজি গুলো প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটিয়ে চলে যাচ্ছে পরবর্তীতে তাদের কোনো নাম পরিচয় পাওয়া যায় না।

এলাকাবাসী ও ভুক্তভোগীগন এই কুড়ালিয়া বাগবাড়ী মোড়ে খুব দ্রুত সময়ের মধ্যে একটি স্পিড ব্যাকার সহ মোবাইল কোর্টের মাধ্যমে সিএনজি চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উর্ধতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর

সেই ধর্ষক জনি ঢাকায় গ্রেফতার

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




চাঁদের উদ্দেশে এবার জাপানের ‘স্নাইপার’ এর যাত্রা

প্রকাশিত:বৃহস্পতিবার ০৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১৪২জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:বিশ্বের পঞ্চম দেশ হিসেবে চন্দ্রবিজয়ের লক্ষ্য নির্ধারণ করেছে জাপান। আজ বৃহস্পতিবার চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করেছে জাপানি মহাকাশযান স্নাইপার।

জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জাক্সা) এর পক্ষ থেকে জানানো হয়। জাপানের দক্ষিণে অবস্থিত তানেগাশিমা স্পেস সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে যানটি। এর সঙ্গে যুক্ত ছিল নিজেদের তৈরি রকেট এইচ-আইআইএ। আগামী বছর এটি চাঁদে অবতরণ করার কথা রয়েছে।

এই মহাকাশযানের নাম স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন (স্লিম)। তবে একে বলা হচ্ছে মুন স্নাইপার। চন্দ্রপৃষ্ঠের নির্দিষ্ট লক্ষ্যের ১০০ মিটারের মধ্যে অবতরণ করবে এটি। এতে খরচ হচ্ছে ১০ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় যা এক হাজার কোটি টাকারও বেশি।

জাক্সা প্রেসিডেন্ট হিরোশি ইয়ামাকাওয়া এক সংবাদ সম্মেলনে বলেন, ‘স্লিমের মূল উদ্দেশ্য সফলভাবে অবতরণ করা। আমরা যেখানে অবতরণ করতে চাচ্ছি সেখানেই যেন করতে পারি সেটা আমাদের লক্ষ্য।’

এর আগে ২৩ আগস্ট বিশ্বের চতুর্থ দেশ হিসেবে সফলভাবে চাঁদে অবতরণ করে ভারতের চন্দ্রযান-৩। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করা প্রথম দেশ ভারত। তার আগে দক্ষিণ মেরুতে অবতরণের আগে ধ্বংস হয় রুশ মহাকাশযান লুনা-২৫

জাপানও গত বছর দুবার চাঁদে অবতরণ করতে গিয়ে ব্যর্থ হয়েছে। সর্বশেষ গত নভেম্বরে মহাকাশযান অমোতেনাশি ল্যান্ডারের সঙ্গে অবতরণের আগেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় জাক্সা বিজ্ঞানীদের।


আরও খবর

কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করলো ভারত

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩

হিজাব না পরলে ইরানে ১০ বছরের জেল

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




নওগাঁয় সড়ক দূর্ঘটনায় সফটওয়ার ইঞ্জিনিয়ারসহ এক শিক্ষার্থী নিহত

প্রকাশিত:বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | ৯৪জন দেখেছেন

Image

এম এম হারুন আল রশীদ হীরা; নওগাঁ:নওগাঁর মান্দায় সড়ক দূর্ঘটনায় একজন সফটওয়ার ইঞ্জিনিয়ার ও একজন শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে বিজয়পুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নাটোরের লালপুর উপজেলার হাজিরহাট ভবানীপুর এলাকার লিটন মিয়ার ছেলে আরিয়ান খান রকি(২৪) এবং বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চৌমহনী এলাকার আবু মুসার ছেলে রবিউল ইসলাম(১৯)। 

নিহত রবিউল দুপচাঁচিয়া বি এল উচ্চ বিদ্যালয় থেকে এবারে এসএসসি পাশ করেছে এবং আরিয়ান খান রকি একজন সফটওয়ার ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত ছিলেন।

নিহতের স্বজনরা জানান, আরিয়ান আমাদের প্রতিবেশীর মেয়ে জামাই। তার সাথে ব্যাক্তিগত কাজ শেষে মোটরসাইকেল নিয়ে তারা দুইজন রাজশাহী থেকে আসছিলেন। এর মধ্যে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা চার্জারভ্যানের পেছনের দিকে সজোরে ধাক্কা লাগে। এতে তারা গুরুতর জখম হন। তাৎক্ষণিক ভাবে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে তারা দুইজনই মারা যান।

মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবদুল মালেক বলেন, আহত আরিয়ান খান রকি হাসপাতালে নেওয়ার আগে এবং  রবিউল ইসলাম জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোজাম্মেল  হক কাজী বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

আরও খবর

সেই ধর্ষক জনি ঢাকায় গ্রেফতার

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

প্রকাশিত:শুক্রবার ১৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ৮৬জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :রাজধানী ঢাকায় সপ্তাহের একেক দিন একেক এলাকার মার্কেট, দোকানপাট বন্ধ থাকে।তাই আগে জেনে নিন ঢাকার কোন মার্কেট আজ বন্ধ এবং খোলা রয়েছে। না হলে কষ্ট করে গিয়ে ফিরে আসতে হতে পারে।

জেনে নেওয়া যাক শুক্রবার রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট, মার্কেট সাধারণত বন্ধ থাকে।

যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে:

বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারী বাজার, চাঁনখারপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ।

যেসব এলাকার মার্কেট বন্ধ থাকবে:

আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তানবাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাঁটারা, বড় কাঁটারা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট।



আরও খবর